রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/১২/২০২৪ ০৮:০৯পি এম

ঘুরতে গিয়ে হৃদয়বিদারক ট্র্যাজেডি: ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ঘুরতে গিয়ে হৃদয়বিদারক ট্র্যাজেডি: ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
শেরপুরে ঘুরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, পরিবারে শোকের মাতম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় ভোগাই নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভোগাই নদীর লক্ষীডোবা এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা, যা পুরো পরিবারকে শোকাবহ করে তুলেছে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে মিহান (১৯) এবং ময়মনসিংহ সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে সাজিত (১৩)। মিহান বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং সাজিত সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। তারা মামাতো-ফুফাতো ভাই ছিলেন এবং একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন।

পরিবারের সদস্যদের মতে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তাদের পরিবার হালুয়াঘাটে চলে যায়। শুক্রবার বিয়ের অনুষ্ঠানের পর শনিবার দুপুরে ১৮ জনের একটি দল নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতা এলাকায় বেড়াতে আসেন। সেখানেই ভোগাই নদীর লক্ষীডোবা এলাকায় দুই ভাই গোসল করতে নেমে ঘটনার শিকার হন।

এ সময় নদীর বালুচরে হাঁটতে গিয়ে পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকেন। তার আত্মীয়রা বিষয়টি দেখে চিৎকার করলে, তাকে বাঁচাতে এগিয়ে যান বড় ভাই মিহান। কিন্তু, দুর্ভাগ্যবশত, দুই ভাইই নদীতে তলিয়ে যান। পরিবারের সদস্যরা তাদের উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু তখন তারা নিখোঁজ হয়ে যান।

অবশেষে, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গভীর পানির নিচ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন। সন্ধ্যার দিকে তাদের মৃতদেহ উদ্ধার হয়, যা পুরো পরিবারের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান কালবেলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা দ্রুত নালিতাবাড়ী পৌঁছে ডুবুরি দল নামিয়ে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

এই হৃদয়বিদারক ঘটনার পর পরিবার এবং স্থানীয় এলাকাবাসী শোকাহত। তারা মিহান ও সাজিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ