শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/১২/২০২৪ ১০:১৮এ এম

হাসান আরিফের জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা

হাসান আরিফের জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে শুক্রবার বাদ এশা তার জানাজা সম্পন্ন হয়।

উক্ত জানাজায় অংশগ্রহণ করেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা।

ডি-৮ সম্মেলন শেষে জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ডি-৮ সামিটে যোগদান শেষে কায়রো থেকে ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফিরে আসেন ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি এ এফ হাসান আরিফের মৃত্যুর সংবাদ পান।

সংবাদ শুনে শোকাহত প্রধান উপদেষ্টা সরাসরি হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর তিনি ধানমন্ডি জামে মসজিদে জানাজায় অংশগ্রহণ করেন।

দ্বিতীয় জানাজা এবং দাফনের সিদ্ধান্ত
প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে, এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা শনিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দাফন প্রসঙ্গে জানা গেছে, তার বিদেশে অবস্থানরত মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়টি চূড়ান্ত হবে। ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

হাসান আরিফের অকাল প্রয়াণে পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট এই ব্যক্তিত্বের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ