টোল আদায় বন্ধে ভাঙচুর আগুন
মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শতশত ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভের একপর্যায়ে টোলপ্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ রফিক সেতু টোলপ্লাজায় ছাত্র জনতা বিক্ষোভ করে অগ্নিসংযোগের সময় টোল আদায়কারীরা পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধকারীরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।