রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১২/০৯/২০২৪ ০২:১৫পি এম

চাঁপাইনবাবগঞ্জে ‘আয়নাঘর’ নিয়ে যা বললেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে ‘আয়নাঘর’ নিয়ে যা বললেন পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আর কোনো আয়নাঘর থাকবে না বলে মন্তব্য করেছেন নতুন পুলিশ সুপার রেজাউল করিম। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ‘আয়নাঘর’ কারা কেন করেছিলেন তা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে একটি মানববন্ধনে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে রেখে নির্যাতন করা হতো। পরে মামলা দায়েরের পর তাদের আদালতে তোলা হতো। ওই মানববন্ধনে আওয়ামী লীগ শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর গুমের শিকার ব্যক্তিরা বক্তব্য রাখেন।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, আমি খবর নিচ্ছি। কোনো আয়নাঘর থাকবে না। আইনে যেভাবে আছে সিআরপিসি যেভাবে আছে। আইন অনুযায়ী একজন মানুষকে যেভাবে আটকে রাখা যায়; সেভাবেই হবে। আয়নাঘর কে করেছে আমি জানার চেষ্টা করছি।


পুলিশ সুপার বলেন, ৫ আগস্টের পরে পুলিশে যে স্থবিরতা শুরু হয়েছে আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। আরও পরিবর্তন হবে। তবে এরইমধ্যে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। খুব শিগগিরই পুরো দমে কাজ করবে থানা পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে সোচ্চার ভূমিকা পালন করবে পুলিশ। থানা বা পুলিশ স্টেশন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না। তবে পুলিশ সরকারেরই অংশ। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক।

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, তিনি নিজেও এতদিন বৈষম্যের স্বীকার ছিলেন। আন্দোলনকারিদের কারণেই আজ তার এসপি হিসেবে পদায়ন হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন রেজাউল করিম। এরপর বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ