আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২২/১২/২০২৪ ১০:৫৪এ এম
ক্ষমতার লড়াইয়ে অন্ধ বিএনপি, আওয়ামী লীগকে রাজনীতিতে রাখার চেষ্টা – চরমোনাই পীর
লালমনিরহাট থেকে: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছে। তবে তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের অতীতের জুলুম ও নির্যাতনের কথা। দেশের মানুষ আর আওয়ামী লীগকে রাজনীতিতে মেনে নেবে না।
গতকাল (শুক্রবার) বিকেলে লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি আবদুর রহমান কাসেমী এবং শাইখুল হাদিস মুফতি ফজলুল করীম শাহারিয়া।
এছাড়া একই দিনে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর মহানগর শাখার সেক্রেটারি মো. আমিরুল ইসলাম পিয়াল এবং দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নুর আলম সিদ্দিক।
বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, দেশের রাজনীতিতে পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প শক্তি। তারা সাধারণ জনগণকে আহ্বান জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আন্দোলনের পতাকাতলে একত্রিত হওয়ার।
সভার শেষদিকে বক্তারা দেশব্যাপী দলীয় কর্মসূচি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষকে ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সারমর্ম: চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের নেতারা আওয়ামী লীগ-বিএনপির রাজনীতির সমালোচনা করে দেশের মানুষের স্বার্থে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে ইসলামী আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।