রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৯/০৯/২০২৪ ০১:০২পি এম

বাগেরহাটে মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ আরোহী নিহত

বাগেরহাটে মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ আরোহী নিহত
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৪ আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাটাখালী ও টাউন নওয়াপাড়ার মাঝামাঝি এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। তাঁদের মধ্যে নিপা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।
পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে খুলনাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক দিয়ে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুজনের মধ্যে একজনের নাম হিরণ শেখ (৩৫) এবং অপর একজনের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় থাকা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, দুর্ঘটনার পর চালক পিকআপটি নিয়ে পালিয়ে গেছেন। পিকআপটি শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ