বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৩/০৯/২০২৪ ০১:৩৪পি এম

দাবি নিয়ে সচিবালয়ের সামনে ঢাবি শিক্ষার্থীরা

দাবি নিয়ে সচিবালয়ের সামনে ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে সচিবালয়ে পৌঁছান।

তারা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ ইসমাইলের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন। এর আগে, সকালে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী জানান, "বিদিশা ম্যামের প্রজ্ঞাপন হয়েছে, কিন্তু ইসমাইল স্যারের প্রজ্ঞাপন না হওয়ায় আমরা সচিবালয়ে এসেছি।" শিক্ষা মন্ত্রণালয় গতকাল অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশাকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

তবে মোহাম্মদ ইসমাইলের নামের প্রজ্ঞাপন এখনও হয়নি, তাই শিক্ষার্থীরা সচিবালয়ে অবস্থান নিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ