বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ১২:২৮পি এম

বুধবার ঘোষণা হবে খালেদা জিয়ার আপিলের রায়: জিয়া ট্রাস্ট মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন

বুধবার ঘোষণা হবে খালেদা জিয়ার আপিলের রায়: জিয়া ট্রাস্ট মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা হবে বুধবার (১৭ জানুয়ারি)। বহুল আলোচিত এ মামলায় তার ৫ বছরের কারাদণ্ড হাইকোর্ট বাড়িয়ে ১০ বছর করেছিলেন। আপিল বিভাগের শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন রায়ের জন্য নির্ধারণ করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে হাইকোর্টে আপিলে তার সাজা ১০ বছরে উন্নীত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন তিনি।

দুদকের আইনজীবী মো. আসিফ হাসান শুনানিতে আদালতকে জানান, ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি, বরং অ্যাকাউন্টে সুদে-আসলে জমা রয়েছে। তবে মামলার মূল অভিযোগ ফান্ডের অপব্যবস্থাপনা নিয়ে।

এই রায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন শুধু সময়ের অপেক্ষা, আপিল বিভাগের চূড়ান্ত রায়ে খালেদা জিয়ার ভাগ্যে কী ঘটতে চলেছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ