বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৫/০৮/২০২৪ ১০:৫৩পি এম

বগুড়ায় শেখ হাসিনা, কাদের, জয়সহ ৫৫৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বগুড়ায় শেখ হাসিনা, কাদের, জয়সহ ৫৫৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের ঝাউতলা এলাকায় গাবতলী পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানকে (৩৫) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সজীব ওয়াজেদ জয়সহ ১৫৭ জনের নাম উল্লেখ করে ৫৫৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহতের স্ত্রী খাদিজা বেগম শনিবার রাতে সদর থানায় এ মামলা করেন। এজাহারে মারপিট ও ককটেল হামলা চালিয়ে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ রোববার বিকালে এ তথ্য দিয়েছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে।

মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ, সাবেক অতিরিক্ত ডিআইজি কাহার আকন্দ, স্থানীয় সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন, এজাহার সূত্র ও স্বজনরা জানান, নিহত জিল্লুর রহমান গাবতলী উপজেলার ছোট গোড়দহ গ্রামের বাসিন্দা এবং পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে নিকটে সদর থানায় হামলা চালানো হয়। এ সময় পুলিশ জানমাল রক্ষায় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেন। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাদী খাদিজা বেগম এজাহারে উল্লেখ করেছেন, প্রধান আসামি শেখ হাসিনা ও অন্যদের নির্দেশে আসামিরা তার স্বামী জিল্লুর রহমানকে ককটেলের আঘাত ও পিটিয়ে হত্যা করেন। পুলিশ কর্মকর্তারা জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে গত ২০১৮ সালের ২ ফেব্রুয়ারিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ আলম সুজাকে অপহরণের পর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের চার সদস্য, সাবেক আইজিপি, প্রেস সচিব, জাতীয় পার্টির সাবেক এমপিসহ ৮০ জনের নাম উল্লেখ করে ১৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২২ আগস্ট অ্যাডভোকেট আবদুল ওয়াহাব বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে এ মামলা করেন।

গত ৪ আগস্ট বিকাল ৩টার দিকে শহরের নবাববাড়ি সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিকশা চালক কমর উদ্দিন বাংগী নিহত হন। নিহতের স্ত্রী তহমিনা বেগম ২০ আগস্ট সদর থানায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা করে ৮২ জনের নাম উল্লেখ করে ৩৮২ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।

গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে শহরের সাতমাথায় সেলিম হোসেন নামে শিক্ষককে পুলিশ ভেবে পিটিয়ে হত্যা করা হয়ে। এ ব্যাপারে নিহতের বাবা সেকেন্দার আলী গত ১৫ আগস্ট সদর থানায় হত্যা মামলা করেন। ১০১ জনের নাম উল্লেখ করে ৪৫১ জনকে আসামি করা হয়। এজাহারে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে।

গত ১৯ জুলাই বিকালে শিবগঞ্জ পৌরসভার সোনাতলা ব্যাংক চত্বর এলাকায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের মিছিল বের করা হয়। এ সময় মিছিলে ককটেল বিস্ফোরণ এবং নির্বিচারে গুলি করে। এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহীনুর ইসলাম গত ২০ আগস্ট বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে মামলা করেন। এজাহারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। ১৪০ জনের নাম উল্লেখ করে ৩৪০ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ