রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২২/০৮/২০২৪ ০১:৪০এ এম

মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখল

মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখল
রাজধানীর মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখলের অভিযোগ উঠেছে। গত ৬ আগস্ট মিরপুর ১ নম্বরের শাহ আলী মাজারের ২২ নম্বর দোকান খাজা বাণিজ্য ভান্ডার দখল করে নেয় একটি সন্ত্রাসী দল। এই ঘটনায় মঙ্গলবার সেনাবাহিনীর কাছে অভিযোগ দেন দোকান মালিক নয়ন।

অভিযোগে জানা যায়, জনৈক সাব্বির হোসেন সজিব, মানিক, সাজিদ আল হাসান, আবুল, মামুনসহ অজ্ঞাত সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে শাহ আলী মাজারের ২২ নম্বর দোকান খাজা বাণিজ্য ভান্ডার দখলে নেয়। তারা দোকানে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুরসহ ফলের ক্যারেটে হামলা চালায়। এরপর কয়েক মন ফল ও ক্যাশবক্স ভেঙে নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আড়তটি দখল করে তাদের কব্জায় নেয়।

এ ঘটনার একটি ভিডিও যুগান্তরের হাতে এসেছে। ভিডিওতে দেখা গেছে সজিব ও মানিকের নেতৃত্বে একটি গ্র“প আড়তে ঢুকে হামলা ও ভাঙচুর করছে।

স্থানীয়রা জানান, হামলাকারীদের অনেকে শাহআলী থানা ছাত্রদলের সক্রিয় কর্মী। তারা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রওশনের অনুসারী।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ