close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Breaking news

MD JAHANGIR ALAM
38 Views · 7 months ago

আজ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ভালুকবের গ্রামের আরমান এবং হালিমপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুরের সুমাইয়া দম্পতি রাজকীয়ভাবে বিয়ে করেছেন, ⁣বর এসেছে হেলিকপ্টারে চরে, এতে গোটা এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করেছন।

Ranajit Barman
24 Views · 7 months ago

⁣শ্যামনগরে তিন দফা দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(১০মে) সকালে শ্যামনগরের সর্বস্তরের বিপ্লবী ছাত্রজনতার আয়োজনে তিন দফা দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ, জুলাইয়ের ঘোষণাপত্র জারী সহ তিন দফা দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি জাহিদ হাসান, ছাত্র আন্দোলনের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাছুমবিল্যা, ছাত্র আন্দোলন শ্যামনগরের সভাপতি নজিবুল্লাহ, ছাত্র শিবির শ্যামনগর পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।

বক্তারা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার দাবী জানান। দাবী না মানলে আবারও আন্দোলন শুরু হবে বলে জানান।

ছবি- শ্যামনগরে সর্বস্তরের বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল।

মিনহাজুল বারী
22 Views · 7 months ago

⁣বগুড়ায় ভ্যাপসা গরমে নাকাল সাধারণ খেটে খাওয়া মানুষ

Jahid sumon Crime Correspondent
27 Views · 7 months ago

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে একটি লঞ্চের কেবিনে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করে স্থানীয় জনতা। লঞ্চ কর্তৃপক্ষের সহায়তায় তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত চলছে।

Md Shahidul Islam
4 Views · 7 months ago

⁣বান্দরবানের রুমায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে,ঘটনার সময় বাড়ির মালিক বাড়িতে না থাকায় ভিতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিক উক্যথোয়াই মারমা।এতে তার প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী।

শনিবার (১০ই মে) উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে নিয়াংক্ষং পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সকাল ৭ টার দিকে সোলার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ঘটনার দিন ভুক্তভোগী উক্যথোয়াই মার্মা ও তার স্ত্রী ঘর বন্ধ করে চাষাবাদের জন্য জুম ক্ষেতে কাজ করতে চলে গেলে সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে উক্যথোয়াই এর বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। জ্বলতে থাকা আগুনের শব্দে পার্শ্ববর্তী বসত বাড়ি থেকে লোকেরা ঘুম থেকে জেগে উঠেন।

এদিকে রুমা মুননুয়াম ক্যাম্প থেকে সেনাবাহিনী ৩৬বীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক ভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের তৎপরতায় আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সেনাবাহিনী, স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর জানান উপজেলার দুর্গম নিয়াংক্ষং পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর আমাদের পেট্রোল টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী'র মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Alamin hosen suvo
130 Views · 7 months ago

যে পর্যন্ত তাদের দাবি না মানবে তারা কিছু হাঁটবে না

Abdulmalek
42 Views · 7 months ago

⁣ভি আই পি টার্মিনাল দিয়ে কিভাবে আব্দুল হামিদ পা-লি/য়ে গেলেন? দেখতে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Mamun Sorder
39 Views · 7 months ago

⁣প্রচন্ড তাপের মধ্যেও শাহবাগে চলছে ছাত্র জনতার ব্লকেড কর্মসূচি

Mohammad Fakrul Moula
41 Views · 7 months ago

⁣ভারত

পাকিস্তানের মধ্যে
নতুন
করে
তীব্র
সামরিক
উত্তেজনা দেখা
দিয়েছে,
যা
দক্ষিণ
এশিয়াকে আবারও
যুদ্ধের দ্বারপ্রান্তে এনে
দাঁড়
করিয়েছে। জম্মু-কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার
প্রতিক্রিয়ায় ভারত
বড়
পরিসরের সামরিক
অভিযান
চালিয়েছে পাকিস্তান-অধিকৃত
কাশ্মীর এলাকায়। পাল্টা
জবাবে
পাকিস্তানও শক্ত
প্রতিরোধ গড়ে
তোলে।
দুই
পক্ষের
পাল্টাপাল্টি হামলায়
এখন
পর্যন্ত অন্তত
শতাধিক
মানুষের প্রাণহানির খবর
পাওয়া
গেছে।

Rakibul Islam
7 Views · 7 months ago

⁣সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাসিলে
বাউল গান ও সাংস্কৃতিক সন্ধা

mdzasimuddin
53 Views · 7 months ago

শিরোনাম: অসুস্থ মোঃ মোস্তফা মিয়ার বাঁচার আকুতি—সহায়তার হাত বাড়িয়ে দিন

সাঘাটা, গাইবান্ধা:
জীবনের কঠিন এক সময় পার করছেন গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা মিয়া। পিতা মৃত সাদেক আলী ব্যাপারীর সন্তান মোস্তফা মিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অর্থাভাবে তার চিকিৎসা ও ন্যূনতম জীবনযাপন ব্যাহত হচ্ছে।

মোস্তফা মিয়া আই নিউজ বিডি-এর মাধ্যমে সরকার ও সমাজের হৃদয়বান, বৃত্তশালী মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি জানান, “আমি এখন সম্পূর্ণভাবে কর্মহীন, চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। যদি কেউ একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে হয়তো আমি আবার সুস্থ হয়ে বাঁচতে পারব।”

পোস্ট অফিস: ভরত খালি, থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা—এই ঠিকানায় বসবাসকারী মোস্তফা মিয়ার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। তার এই মানবিক আবেদন যেন সমাজের সহানুভূতিশীল মানুষদের হৃদয় স্পর্শ করে।

যারা সহায়তা করতে ইচ্ছুক, তারা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন।

Sujat Molla
28 Views · 7 months ago

আওয়ামী লীগ নি'ষি'দ্ধের দাবিতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচী!

যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মিনহাজুল বারী
17 Views · 7 months ago

⁣ইসলাম বিরোধী নারী নীতিমালা বাস্তবায়ন করতে দেওয়া হবে না- পীরসাহেব চরমোনাই

Imran Hossain
7 Views · 7 months ago

কর্ণফুলী নদীকে দখলমুক্ত-দূষণমুক্ত রাখতে পরিবেশবাদী সংগঠনগুলো গত দুইদিন ধরে ধারাবাহিকভাবে পালন করে আসছিল এসব নানা কর্মসূচি। নদীতে সাম্পান ভেসে চলেছে এক ঘাট থেকে অন্য ঘাটে। পাটাতনে রয়েছে আরোহী। কেউ সংস্কৃতিকর্মী, কেউ রাজনীতিক, কেউ সমাজকর্মী, কেউ শিক্ষক। আছেন সংবাদকর্মীও। বিশেষ এই সাম্পানের উদ্দেশ্য কর্ণফুলীর দখল-দূষণ ঠেকাতে সচেতনতা বাড়ানো। এজন্য এটি ঘাটে ঘাটে ভিড়ছে। আরোহীরা সাম্পানের সুদৃশ্য মঞ্চে মেতে উঠেছেন গান, কবিতা, নৃত্যে। এসব গানে রয়েছে সচেতনতার বার্তা। আছে চট্টগ্রামের ঐতিহ্য, কর্ণফুলীর হারানো ঐশ্বর্য্যরে কথাও। গান গেয়ে তাঁরা সাধারণ মানুষকে শুধু সচেতন করছেন না, স্মৃতিকাতরও করছেন। তাদের লড়াইয়ের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষও।

ব্যতিক্রমী এ শোভাযাত্রা দেখে লাইটার জাহাজ থেকে শুরু করে দুই পাড়ের হাজারো মানুষ হাত নেড়ে শুভ কামনা জানাল মাঝিদের। একাত্মতা প্রকাশ করলো তাদের দাবির প্রতি। এরআগে বৃহস্পতিবার সকাল আটটায় অভয়মিত্র ঘাট থেকে শুরু হয় বিনিসূতার মালা। বড় ভাসমান মঞ্চে সদরঘাট থেকে চন্দ্রঘোনা পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার নদীর উত্তর তীরের ঘাট, হাট বাজারের মানুষ, নদী ব্যবহারকারীদের নদী দখল দূষণ মুক্ত রাখতে এবং নদীতে প্লাস্টিক বর্জ্যে না ফেলতে গানের মাধ্যমে সচেতন করেন শিল্পীরা।

শুক্রবার (৯ মে) সকালে কর্মসূচির দ্বিতীয়দিনে ঐতিহ্যবাহী সাম্পান শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এসময় তিনি বলেন, ‘কর্ণফুলী নদী দখলে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদে সবধরনের সহযোগিতা করা হবে।’

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, সাম্পান খেলা পরিচালনা পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার মীর্জা মো. ইসমাঈল, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এসএম পেয়ার আলীসহ সংস্কৃতিকর্মী, রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষক, সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

কর্ণফুলী নদী দখল-দূষণ নিয়ে কথা হয় সাম্পানের মাঝিরা বলেন, ‘নদীর পানি কালো হয়ে গেছে। নদীর তীরে নানা সময়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এছাড়াও বিভিন্ন কল-কারখানার বিষাক্ত বর্জ্যরে দূষণে এ নদীর প্রাণ যায় যায়। নদী না বাঁচলে আমাদের না খেয়ে থাকতে হবে। কর্ণফুলী নদী বাঁচলে আমরাও বাঁচব, দেশও বাঁচবে।’

আয়োজকরা জানান, কর্ণফুলীর পাড়ের প্রায় চার শরও বেশি কারখানার বর্জ্য, ১২শত বেশি খামারের বর্জ্যসহ এই শহরের প্রায় ৬০ লাখ মানুষের মানববর্জ্য এবং পলিথিন-প্লাস্টিক প্রতিদিন নদীতে পড়ে। বর্তমানে নদীর প্রায় সাত মিটার গভীরতা নষ্ট হয়ে গেছে শুধু পলিথিনের কারণে। দখল ও দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী এবং হালদা নদী রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ সাম্পান বাইচ প্রতিযোগিতা আয়োজন করে আয়োজকরা।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমান জানান, কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে। কর্ণফুলী হলো দেশের অর্থনীতির হৃৎপিন্ড। অবৈধভাবে কর্ণফুলী নদীর তীর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মিনহাজুল বারী
41 Views · 7 months ago

⁣আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

Mohammad Fakrul Moula
28 Views · 7 months ago

⁣যখন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তান, সীমান্তে একে অপরের দিকে চোখ রাঙায়, তখন আর দশটা দেশের মতোই গোটা বিশ্ব দম বন্ধ করে অপেক্ষা করে—এবার কী হয়! কিন্তু একমাত্র দেশ যাকে আপনি সবকিছুর মধ্যেই নাক গলাতে দেখেন, হঠাৎ করেই তার মুখে তালা। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন—আমরা বলছি যুক্তরাষ্ট্রের কথা।
সম্প্রতি এক হাই-প্রোফাইল প্রেস ব্রিফিংয়ে, সাংবাদিক যখন মুখ গোমড়া করে জিজ্ঞেস করলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?"—তখন মুখে অনাবিল হাসি ছড়িয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বললেন, “এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। এটা ওদের দ্বিপাক্ষিক বিষয়।”

GK Shohag
43 Views · 7 months ago

⁣নারায়নগঞ্জের শিমরাইল মোড়ে শতাধিক বাস কাউন্টারের স্বেচ্ছাচারিতায় যাত্রীদের ভোগান্তি, রাস্তা আটকে যাত্রী উঠানোয় হরহামেশাই লেগে থাকে দীর্ঘ যানজট।

রাজধানী থেকে আসা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় (চিটাগাংরোড) যাদের গন্তব্য, তারা নিত্যদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন। সওজের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা বাস কাউন্টারগুলো, মহাসড়কের যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠাচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের শিকার হচ্ছেন, ‎এই সার্ভিস লেনটি ব্যবহার করা যাত্রীরা। সাধারণ মানুষ এ বিষয়ে ট্রাফিক পুলিশের গাফলতিকে দায়ী করছেন। তারা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও কঠোর ভূমিকা কামনা করছেন।

Sumon Hawlader
398 Views · 7 months ago

⁣সাময়িক বিরতি, কৌশলগত জমায়েত—সব প্রস্তুতি শেষে রামপুরা, বাড্ডা ও ভাটারাজোনের কর্মীরা এখন পল্টনের পথে। উত্তরের জনস্রোত রাজপথে নামছে আগুন হয়ে, মুখোমুখি হতে রাজধানীর রাজনীতির কেন্দ্রে।

Rudra Biswas
831 Views · 7 months ago

⁣বাবার হাতে মেয়ে ধর্ষিত, সেই মেয়ের হাতেই বাবা খুন

Ranajit Barman
50 Views · 7 months ago

⁣শ্যামনগরের কৈখালী দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ

রনজিৎ
বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলের সাতক্ষীরার শ্যামনগর
উপজেলার সীমান্ত সংলগ্ন ইউনিয়ন কৈখালীতে বৃহস্পতিবার(৮ মে) বিকাল ৫টায়
ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর
পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়।

কৈখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা
কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও
সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচির আওতায়
মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।


জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায়
সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন।
গল্পটি লিখেছেন মাহফুজ আলম। গল্পের মধ্যে শিল্পিবৃন্দ নান্দনিকভাবে ফুটিয়ে
তুলেছেন ঘূর্নিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়,
উদ্ধার কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা,
প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব সাইক্লোন শেল্টার প্রস্তত সহ অন্যান্য
বিষয়ে।

মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি
দুর্যোগ প্রবন এলাকা কৈখালীর মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এছাড়া
উপকূলীয় এলাকায় এধরনের মহড়া পরিবেশন করার আহব্বান জানান।

মাঠ মহড়া
পরবর্তী বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য
রনজিৎ বর্মন, কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর আলম, সিপিপি
সদস্য পঙ্কজ মন্ডল, উত্তরণের প্রজেক্ট সমন্বয়কারী ছাবেকুন্নাহার, উপজেলা
সমন্বয়কারী রেণুকা কর্মকার, মনিটরিং সমন্বয়কারী সেজিনা খান, ইউপি ফিল্ড
ফ্যাসিলিটেটর তফুরা খাতুন প্রমুখ।

Abdulmalek
40,179 Views · 7 months ago

⁣দল মত চিনি না,আইবি ছাড়া বুঝিনা! নারায়ণগঞ্জের সাধারণ মানুষকে কি জাদু করেছেন সেলিনা হায়াত আইডি

Abdulmalek
30,906 Views · 7 months ago

⁣গভীর রাতে আইভী কে আ'ট'ক করতে গিয়ে আইভীর সাথে চা-কফি খেয়ে খোশগল্পে পুলিশ কর্মকর্তারা

GK Shohag
121 Views · 7 months ago

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারে, শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে পুলিশের অভিযান। গ্রেফতারের বিরুদ্ধে, বাড়ির বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার নেতাকর্মীরা।

Mohammad Fakrul Moula
37 Views · 7 months ago

⁣২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছেছে। ভারতীয় কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জবাবে ভারত "অপারেশন সিন্ধুর" নামে একাধিক বিমান হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে। পাকিস্তান এই হামলাকে "যুদ্ধের ঘোষণা" বলে প্রতিক্রিয়া জানায়।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন, বিশেষ করে দুই দেশের পারমাণবিক অস্ত্র থাকার কারণে। এ অবস্থায় আলোচনায় এসেছে ইরান—একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তি, যেটি অতীতে কখনো কখনো মধ্যস্থতাকারীর ভূমিকায় আগ্রহ দেখিয়েছে।

Md Abu Hasan
54 Views · 7 months ago

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী

২৪-এর গণহ'ত্যাকারী স'ন্ত্রা'সী দল আ.লীগকে নি'ষি'দ্ধ করার দাবিতে ড. ইউনুসের বাসভবন যমুনা অবরোধ করেছে ছাত্রজনতা। ক্রমাগত মিছিলের সংখ্যা বাড়ছে।

মিনহাজুল বারী
45 Views · 7 months ago

⁣মহাস্থানের শেষ বৈশাখী মেলায় ছিকল বাবার সন্ধান

Akm Kaysarul Alam
77 Views · 7 months ago

⁣সবাই পাবে কনটেন্ট মনিটাইজেশন । Content monetisation 2025

⁣ভারত ও পাকিস্তানের মধ্যে উপমহাদেশে যুদ্ধ শুরু হয়েছে — ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

⁣পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন: "ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ তোমরা লড়ছো, সেটা আল্লাহর যুদ্ধ (ইসলামের যুদ্ধ)। তোমরা আল্লাহর সৈনিক

⁣জম্মু শহরে হামলা চালিয়ে পাকিস্তান এখন ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়েছে

Mohammad Fakrul Moula
10,067 Views · 7 months ago

⁣১৯৪৭-এ ভাগ হওয়া মানচিত্র এখনো বিভক্ত শুধু কাগজে নয়, মগজেও। ভারত-পাকিস্তান — দুই দাদার লড়াই যেন এক চিরন্তন রাগিণী, যেখানে প্রতিটি যন্ত্র হলো যুদ্ধাস্ত্র, আর প্রতিটি সুর হলো সন্দেহ। এমনই এক অপূর্ব অপেরা সম্প্রতি বেজে উঠল আকাশে, ড্রোনের গর্জনে আর রাফালের ধ্বংসাবশেষে।

Sumon Hawlader
38 Views · 7 months ago

⁣রাস্তায় রিকশা, হকার আর যত্রতত্র যানবাহনের ভিড়ে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। কোথায় প্রশাসন?

Md Siyam
31 Views · 7 months ago

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল বনপাড়া বাজারে বড়াইগ্রাম নাটোর

Juwel Hossain
16 Views · 7 months ago

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)'র সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন বুধবার সাংবাদিকের কাছে মিষ্টি খাওয়ার নামে ১০ লাখ চাঁদা দাবীর অভিযোগের প্রতিক্রীয়ায় বৃহষ্পতিবার মিরপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মলেনে চাঁদা দাবীর অভিযোগ অস্বিকার করেন।

সংবাদ সম্মেলনে মিরপুর পঞ্চায়েত কমিটির নেতা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Salahuddin Ahmed
46 Views · 7 months ago

স্টাফ রিপোর্টার > ⁣নির্ধারিত কর্মসূচিতে দিনাজপুর সফররত কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণায়ের দ্বায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ
জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশত্যাগে যারা সহায়তা সহযোগিতা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। শাস্তির আওতায় আনতে না পারলে পদ ছেড়ে চলে যাবেন তিনি। আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃংখলা কমিটির মিটিং শেষে কার্যালয় ত্যাগের সময় জুলাই বিপ্লব আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তোপের মুখে ওই ঘোষনা দিয়েছেন তিনি।

Jewel Azzam
21 Views · 7 months ago

⁣কেমন আছে ধানমন্ডি ৩২ এর সেই বাড়িটি? দেখুন সর্বশেষ পরিস্থিতি




#eyenewsbd #dhanmondi32 #house #dhanmondi #marchfordhanmondi

গতকাল সিলেটের গাজীপুরহানউদ্দিন রোডে একসাথে দুইটি ট্রাক গড়তে ঢুকে পড়ে।

Rakibul Islam
32 Views · 7 months ago

⁣সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা এক অনন্য শিক্ষামূলক ও সচেতনতামূলক অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

৮ মে (বৃহস্পতিবার) কলেজের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা আয়োজিত হয়। উক্ত সভায় অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সমন্বয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সিনিয়র শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধিগণ।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, শিক্ষার্থীদের নৈতিকতা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখার উপায় এবং কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা উত্থাপন করে এবং শিক্ষকমণ্ডলী তা সমাধানের আশ্বাস দেন।

অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও নৈতিকভাবে গড়ে তুলতে হবে। তারা ভবিষ্যতের কাণ্ডারি। সবাই মিলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।”

মতবিনিময় সভা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং ভবিষ্যতে এমন সভার ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।

GK Shohag
39 Views · 7 months ago

⁣ইসলামী ঐক্যজোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংলাপ শেষে প্রেস ব্রিফিং থেকে সরাসরি..

Badsha Alamgir
11 Views · 7 months ago

⁣আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী

Rabiul Alam
9 Views · 7 months ago

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।

জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেল ৪ টার দিকে নগরীর টমছমব্রিজ মোড় থেকে শুরু হয়ে নগরের প্রধান সদক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ। বক্তব্য রাখেন ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনিসহ ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লাহ রাসেল।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহার ভাইয়ের মুক্তি নিয়ে তালবাহানা আর চলবে না। অনতিবিলম্বে মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে এবং পাপেট ট্রাইবুনাল বাতিল করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. উসামাহ রাইয়ান বলেন, একটি সফল অভ্যুত্থানের নয় মাস পরে আমাদের আনন্দ মিছিল করার কথা ছিল অথচ আমরা আজও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল করতে হচ্ছে। অভ্যুত্থানের নয় মাস পরেও ফ্যাসিস্ট রেজিমের উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়নি। অভ্যুত্থানের এত মাস পরেও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রথম সভাপতি এটিএম আজহার এখনো মুক্তি পায়নি। আমরা ইন্টেরিমকে বলতে চাই দ্রুত এটিএম আজহারকে মুক্তি সহ জুলাই গণহত্যার বিচারসহ সকল গণহত্যার বিচার করতে হবে। তা না হলে ছাত্রশিবির বসে থাকবে না।

Rabiul Alam
35 Views · 7 months ago

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তনে কোরান খতম শোকরানা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর।

বুধবার বাদ আসর ঐতিহাসিক টাউনহল ময়দানে এই শোকরানা দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান আমিরসহ ওলামাদলের নেতৃবৃন্দ।

Rudra Biswas
23 Views · 7 months ago

পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এ খবর জানিয়েছে। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে।

Mohammad Fakrul Moula
18 Views · 7 months ago

#গণপরিবহন#সম্মানবোধ#পারিবারিক_শিক্ষা⁣ #মানবিকতা⁣ #বয়স্কদের_সম্মান #নারীর_সম্মান #humansense #socialawareness #respectinpublic #banglaessay #moraleducation
⁣হিউম্যান সেন্স বা মানবিক বোধ এমন এক বিষয়, যা আমাদের ভিতর থেকে উৎসারিত হয়। এটি শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াও আমাদের বিবেকের মাধ্যমে কাজ করে। একজন মানুষ যদি দেখে, তার পাশেই একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন আর সে নিজে বসে আছে—তবে অন্তরের একটা কণ্ঠস্বর তাকে বলে ওঠে, “ওনার জায়গাটা ছেড়ে দাও।” এই কণ্ঠস্বরই হিউম্যান সেন্স। তবে দুঃখজনকভাবে, আজকের ব্যস্ত, প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর জীবনে এই বোধটিই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

Akm Kaysarul Alam
14 Views · 7 months ago

⁣কারাগার এ বসেই মিলছে মজাদার নানান দেশী আর চাইনিজ খাবার । Different Restaurant Rangpur

⁣আগামী ১০ মে সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (৭ মে '২৫) বিকাল ৫ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

১০ মে কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: সাংবাদিক সম্মেলনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরলেন নেতৃবৃন্দ

এস এম তাজুল হাসান সাদ,(সাতক্ষীরা)

আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (৭ মে) উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্মেলন সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন দলটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আজিজুর রহমান।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী। তিনি জানান, প্রায় ১৭ বছর পর কালিগঞ্জে জামায়াতে ইসলামীর এ ধরনের একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি দুই পর্বে বিভক্ত—সকাল ৮টা ৩০ মিনিটে মহিলা কর্মীদের জন্য এবং বিকেল ৩টায় পুরুষ কর্মীদের জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রায় ৫৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। যানজট নিরসনের জন্য উপজেলা সদরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ স্থাপন করা হবে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, উপজেলার ১২টি ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মী এতে অংশগ্রহণ করবেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা সিদ্দিকী বলেন, “১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশোধ নয়, বরং সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “জুলাই-২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে জাতিকে একটি শোষণমুক্ত ভবিষ্যতের বার্তা দেওয়া হবে।”

সম্মেলন সফল করতে উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।

Rudra Biswas
35 Views · 7 months ago

⁣১৫ বছর পর মৃত পাওনাদারের স্ত্রীকে খুজে পাওনা টাকা পরিশোধ করে প্রশংসায় ভাসছেন খুলনার ব্যবসায়ী।

Akm Kaysarul Alam
21 Views · 7 months ago

⁣কোটি টাকার পাটগ্রাম পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল নে_শা ও জু_য়া_র আ_স্তা_না

Rudra Biswas
8 Views · 7 months ago

ইসরাইলি বাহিনীর হামলায় ⁣ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর পুরো ধ্বংশ

shahadat hossain Munsy
7 Views · 7 months ago

আপনার সোনামণিকে শিখান কীভাবে রাগ দমন করতে হয়

GK Shohag
25 Views · 7 months ago

⁣মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায়, ডাকাত দলের ৫ পাঁচ সদস্যকে আটক করেছে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ...

মিনহাজুল বারী
33 Views · 7 months ago

⁣বগুড়া সোনাতলায় ৩০ বছরের রাস্তা কেটে নেওয়া অভিযোগ আ'লীগ নেতার বিরুদ্ধে

Mohammad Fakrul Moula
44 Views · 7 months ago

⁣উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতে জরুরি প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তান পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এই পরিস্থিতি ২০১৯ সালের পর ভারত-পাকিস্তান সম্পর্কের সবচেয়ে গুরুতর সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন।

সাবরেজিস্টার, এডি, এএসপি সহ অনেক গুলো ১ম শ্রেণীর চাকুরী পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব ছিলো না!

কিন্তু অভাব ছিল পারিবারিক শান্তির। সেই অভাবের তাড়নায় নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজে নিজেকেই শেষ করলেন RAB এ কর্মরত এএসপি পলাশ শাহা!

পুরুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, লড়াই করতে পারে শত্রুর সাথে, কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর, আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল!
Copied

MD JAHANGIR ALAM
52 Views · 7 months ago

গত ৫ ই মে রবিবার কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নিলখী হাঁপানিয়া গ্রামের মো: বাদল মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া (২২) নামের যুবককে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পিরিজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন নবাব, পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করে ঐ যুবককে মুক্তি দেয় বিএনপি নেতা।
ইতিমধ্যে চুরির অপবাদে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে।

Juwel Hossain
18 Views · 7 months ago

⁣বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৬ মে) বেলা ৩টায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে হাজির করে পুলিশ। এসময় কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রিমান্ড শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মামলায় জান্নাত আরা হেনরী এজাহারভূক্ত প্রধান আসামী।

গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীদের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ও রয়েছেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ সনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় চলতি বছরের ৪ মার্চ। ২৩ মার্চ মামলাটি দায়ের করা হয়।

Juwel Hossain
16 Views · 7 months ago

⁣⁣সিরাজগঞ্জের এনায়েতপুরে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

Rudra Biswas
26 Views · 7 months ago

খুলনা জেলা, ডুমুরিয়া উপজেলার, ০৯ নং সাহ-ইউনিয়নে (খরসন্ডা গ্রামে) জমিজমা সংক্রান্ত ঝামেলা নিয়ে ব্যাপক সংঘর্ষ।

Rudra Biswas
23 Views · 7 months ago

কুয়েট শিক্ষার্থীর জলে ডুবে মৃত্যু
থমথমে অসস্থা বিরাজ করছে কুয়েটে।।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়
শরবতে ময়লা থাকা নিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাত করে দোকানি।

Mohammad Fakrul Moula
23 Views · 7 months ago

⁣১৯৭৫ সাল—ভারত চালু করল ফারাক্কা ব্যারাজ। উদ্দেশ্য বলা হলো—কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা। কিন্তু এর বদলে কী পেল বাংলাদেশ?
পশ্চিমের নদীগুলো শুকিয়ে গেল। পদ্মা তার রূপ হারাল, নদীভাঙনে হারাল শত শত ঘর, মাটি, মানুষ আর স্বপ্ন। কৃষি আর জীববৈচিত্র্য পড়ল হুমকির মুখে।

Belhaj Badhon
29 Views · 7 months ago

⁣নাটোরের বড়াইগ্রামে মৌখাড়া উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনজন কর্মচারী নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। এমনকি নির্ধারিত সময়ে আবেদন করেননি, এমন প্রার্থীকেও নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের বাতিল করা আওয়ামীলীগ আমলের ম্যানেজিং কমিটির সদস্যদের সই জাল করে গোপনে এসব কর্মচারীদের নিয়োগ দিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ারও গুঞ্জনও আছে।তবে এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা যায়, গত ৯ এপ্রিল বিদ্যালয়ে অফিস সহকারী পদে নাজমুল হাসান, নৈশ প্রহরী পদে রুবেল রানা এবং নিরাপত্তা কর্মী পদে জোবায়ের হোসেন যোগদান করেন। কিন্তু এসব কর্মচারী পদে কবে কোথায় নিয়োগ পরীক্ষা হয়েছে তা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীসহ ম্যানেজিং কমিটির সভাপতিসহ বেশির ভাগ সদস্য জানেন না। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর জাতীয় দৈনিক ভোরের ডাকসহ একটি স্থানীয় পত্রিকায় বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে সময় প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইও করা হলেও নানা কারণে নিয়োগ দিতে না পারায় বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হয়ে যায়। পরে ২০২৪ সালের ৪ আগষ্ট একই পত্রিকায় পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ৫ আগষ্ট সরকার পতনের পর ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব ইউএনওকে দেয়া হলে ওইসব পদে আর নিয়োগ হয়নি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি আল আজাদুল বারী ওরফে আজাহার ফকির বলেন, বিধি মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে তাদের নিয়োগ পরীক্ষাও নেওয়া হয়েছে।পরীক্ষা হলেও নানা কারণে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এ জন্য পুন:নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। পরে সরকার পতন হওয়ায় সে নিয়োগও হয়নি।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা উৎকোচ নিয়ে ২০২৩ সালের মেয়াদোত্তীর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাকডেটে সভাপতি ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের সই জাল করে এসব পদে নিয়োগ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৌর আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক আনোয়ার হোসেন বকুল বলেন, ২০২৪ সালের দুই জানুয়ারী পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেয়া হয়। তবে কিছু কারণে তারা প্রায় ১৬ মাস পরে যোগদান করেছেন। এ সময় আগেই নিয়োগ দেয়া হলে আবার পুন:নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হলো কেন জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক চাপে দিয়েছিলাম। কিন্তু নিয়োগ দেয়া পদে পুনরায় বিজ্ঞপ্তি দেয়া যায় কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কিভাবে এসব নিয়োগ দেয়া হয়েছে সে ব্যাপারে ব্যাখ্যা চেয়েছি। লিখিত জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

sk shahrier hossen
29 Views · 7 months ago

⁣ইউজিসিকে হুঁশিয়ারি জবির সাধারণ শিক্ষার্থীদের

sk shahrier hossen
2 Views · 7 months ago

⁣হল আন্দোলনে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

GK Shohag
23 Views · 7 months ago

⁣মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন ছোনবাড়ী এলাকা থেকে ঢাকা যাওয়ার সময়, একটি প্রাইভেটকার ডাকাতের কবলে পরে। এসময় গাড়ি চালকের বিচক্ষণতায় অল্পের জন্য বেঁচে যায় প্রাইভেটকারের আরহীরা।


⁣সোমবার (০৫মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা সিসি টিভি ক্যামেরায় অটো ভিডিও হয়।

⁣হার পাওয়ার প্রকল্পের আওতায়, প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়নে তয় পর্যয়ে নারী ফ্রিল্যান্সার প্রশিক্ষন শেষে ল্যাবটপ বিতরণ করা হয়েছে।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Badsha Alamgir
24 Views · 7 months ago

কুষ্টিয়ায় নান্না বিরিয়ানি হাউজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। আনুমানিক দুপুর ১২ টার সময় একজন ভোক্তা অভিযোগ করায় কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী এ অভিযান পরিচালনা করে। অভিজানা সত্যতা পেলে নান্না বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Imran Hossain
18 Views · 7 months ago

১৯৯১ সালে দেশের ইতিহাসে অন্যতম প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায়।

লন্ডভন্ড হয়ে পড়েছিল দুই উপজেলার কয়েকটি গ্রাম। জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছিল অনেক এলাকা। কেবল সরকারি হিসাবে এই ঝড়ে দুই উপজেলার সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যুর কথা জানা যায়। প্রায় সমপরিমাণ মানুষ আহতও হন। চিরতরে ঘরবাড়িহারা হন হাজারো মানুষ। সেই কালরাত্রির নানা ঘটনা এখনো উপকূলীয় এলাকার লোকের মুখে মুখে ফেরে।

তাদের মধ্যে একজন উপকূলীয় এলাকার আবুল কালাম। বয়স তখন ছিল ২৮ বছর। থাকতেন জুঁইদন্ডী ইউনিয়নের হাজি চাঁদ মিয়া মাঝির বাড়ি এলাকায়। ওই দুর্যোগে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের ৮ সদস্য প্রাণ হারান ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড় আঘাতে সাগরের বিলীন হয়ে যায় বসতবাড়ি। পরদিন বাড়ির তিন কিলোমিটার দূরে আদরের কন্যা, তাঁর পিতা-মাতা, দাদা, দাদীসহ পরিবারের ৮ সদস্যের মধ্যে ৬ জনের লাশ দেখতে পান তিনি। টকবকে যুবক সেই শোক বুকে নিয়ে বিবাহিত কামালের ঘরে স্ত্রী, এক কন্যা ও এক ছেলেকে নিয়ে ৩৪ বছর কাটিয়েছেন বোবা কান্নায়।

কিন্তু সেদিনের ভয়ংকর স্মৃতি এখনো ভুলতে পারেননি তিনি। ওই সময়ের কথা মনে হলে এখনো আতঙ্কে ছেয়ে যায় সেদিনের প্রত্যক্ষদর্শী আবুল কালাম (৬৫) ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৫০)। ৩৪ বছর পর এসেও সেই কথা বলতে কেঁপে কেঁপে ওঠেন স্বামী-স্ত্রী দুইজনই। শোকে কাতর হয়ে কামাল ২০১৮ সালে স্ট্রোক করে হারিয়ে পেলেন মুখের কথা বলার শক্তি। নাড়তে পারেন না এক হাতও।

তিনি কথা বলতে না পারলেও সেদিনের প্রত্যক্ষদর্শী তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৫০) ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ঝড়বৃষ্টির সঙ্গে তুমুল বাতাস। কোনোরকম গাছে উঠে যাই।’ স্মৃতি হাতড়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্না সামলে বললেন, ‘ওই ঝড়ে সবাই মারা গেল। শুধু বেঁচে ছিলাম স্বামী ও দুই সন্তানকে নিয়ে।’

এতবছর কেউ কোনোদিন জানতেও চাইতে আসেনি সেইদিনের ভয়াল ৯১’ই কথা। তিনি বললেন, ‘ঝড়ের কথা শুনলে ভয় লাগে। ঘূর্ণিঝড়ে নিজের চার বছরের কন্যা তানজিনা আকতারকে দাঁত দিয়ে কামড়ে গাছে উঠেছিলাম, মনে করেছিলাম মেয়েটা মরেই গেছে, রাখে আল্লাহ মারে কে, দেখি নড়তেছে মেয়ে। পরিবারের ৮জনকে হারিয়েছি, দুইজনের লাশও পাইনি। কবর দেওয়া হয় কোনো কাফনের কাপড় ছাড়া। এমনদিন যেন আর না আসে।’

প্রতিবছর ২৯ এপ্রিল এলে স্বজন হারানোর কথা স্মরণ করে এখনো শিউরে ওঠেন চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার উপকূলীয় এলাকার অনেকেই। ওই ঘূর্ণিঝড়ে আনোয়ারায় ১০ হাজার ও কর্ণফুলীতে সাড়ে ৩ হাজার মানুষ মারা যায়। তাদের মধ্যে আনোয়ারার রায়পুর, জুঁইদন্ডী, বারখাইন, বারশত, বরুমছড়াসহ কর্ণফুলীর জুলধার ডাঙারচর ও শিকলবাহা ইউনিয়নে মারা যায় সবচেয়ে বেশি মানুষ। বিলীন হয়ে যায় হাজারো বাড়িঘর ও ফসলি খেত। সেই স্মৃতি এখনো ভোলেননি নিহতদের স্বজনেরা।

তাঁদের দাবি, বেড়িবাঁধ না থাকা ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টারের অভাবে এ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেশি ঘটেছিল। এখনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ঘূর্ণিঝড় ও কর্ণফুলী নদীর পানির জোয়ারে এই সব এলাকা প্লাবিত হয় প্রতিবছর। সেই সঙ্গে নেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। স্থানীয় বাসিন্দারা ঘূর্ণিঝড় ও নদীভাঙনের ঝুঁকির মধ্যেই দিন কাটাচ্ছেন। তাঁরা টেকসই বাঁধ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের স্থান ভেঙে গেছে, এর দুই পাশের মাটি সরে গিয়ে বালু বেরিয়ে গেছে। ওই বালু ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। রায়পুরের উপকূলীয় একটি মসজিদের চারপাশে পানি উঠেছে। ওই এলাকায় বিলীন হয়ে গেছে পাশের একটি কবরস্থানও। জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঁধের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ভাঙন।

ওই এলাকার একাধিক স্থানীয়রা জানান, এই মুহূর্তে জিও টিউব ও জিও ব্যাগের মাধ্যমে আপত্কালীন ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে এটা দীর্ঘ মেয়াদি ক্ষতিসহ বেড়িবাঁধ ভাঙনের ফলে হাজারও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় জুঁইদন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা বলেন, ভয়াল দিনের ৩৪ বছরেও উপকূল সুরক্ষিত হয়নি। এখনও উপকূলের রায়পুর ও জুইঁদন্ডী ইউনিয়নের ৮ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত। বিগত সরকারের আমলে বরাদ্দের নামে লুটপাট করেছে। দ্রুত বর্ষার আগে যদি বেড়িবাঁধ মেরামত না করে নুতন করে জুইঁদন্ডী ইউনিয়নের ১ হাজার পরিবার ভাঙনের কবলে পড়বে।

অন্যদিকে কর্ণফুলীর জুলধার ডাঙারচর ও শিকলবাহা ইউনিয়নে বাঁধ নির্মাণ করা হয়নি ৩৪ বছরেও। পাঁচ কিলোমিটারের অধিক এলাকায় টেকসই বেড়িবাঁধ না হওয়ায় শঙ্কায় বসবাস করছে উপকূলের হাজারো পরিবার। এছাড়াও জুলধা ডাঙ্গারচরে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও বেঁড়িবাধ এখনো নির্মিত হয়নি। ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় আতঙ্কে কাটে উপকূলে বসবাসরত প্রায় ২০ হাজার মানুষের।

দুর্যোগকালিন ও পরবর্তী সময়ে করণীয় বিষয় প্রশিক্ষণ দিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও রেড ক্রিসেন্ট জনসচেতনতা সৃষ্টি করলেও অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে হতাশায় পুরো গ্রামবাসী। এ অবস্থায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দ্রুত টেকসই বেঁড়িবাধ নির্মাণের দাবি উপকূলে বসবাসকারী মানুষের।

৯১ সালের পরই দ্বিতীয়বার ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে প্রলয়ংকরী সুপার সাইক্লোন সিডর আছড়ে পড়ে জুলধা ডাঙ্গারচর উপকূলসহ উপজেলার নদীপাড়ের বসতি গড়া মানুষের উপর। এসময় লন্ডভন্ড হয় মানুষের বসতঘর। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৮-৯ ফুট উচ্চতায় বেড়ে গেলে মানুষের জীবনমান ও চলাচল অচল হয়ে পড়েছিলো তখন।

কর্ণফুলীর জুলধা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম হৃদয় বলেন, সন্ধ্যারপর থেকে বৃষ্টি আর বাতাশ শুরু হয়। রাতে ঘরে পানি ঢুকে পড়ে। আমরা পাশ^বর্তী একটি সেমিপাকা টিনের ঘরের উপরে ৭০ থেকে ৮০ জন লোক আশ্রয় নিই। সকালে দেখি বিধ্বস্ত এক জনপদ, বিলীন পুরো গ্রাম। লাশ আর লাশ পড়ে রয়েছে চারপাশে। সে এক দুঃসহ স্মৃতি। দুঃখের বিষয় এত বছর এসেও ভয়ে রাত কাটাতে হচ্ছে উপকূলীবাসিদের। যেন দেখার কেউ নেই। আমরা একটি টেকসই বাঁধের দাবী জানাচ্ছি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে ২০১৮ সালে সরকার ৫৭৭ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পে রায়পুর ইউনিয়নের ১৩ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটার বেড়িবাঁধে পাথরের ব্লক বসানো হয়। বাকি ৫ কিলোমিটার এলাকায় মাটি দিয়ে বাঁধ নির্মাণ এবং ৫ কিলোমিটারের মধ্যে গহিরা সাগর উপকূলে ২ হাজার ৭০০ মিটার ও সরেঙ্গা শঙ্খ নদীর ২ হাজার ৪০০ মিটারও রয়েছে। এরমধ্যে উপকূলীয় এলাকার বাঁধ নির্মাণে নতুন করে ৩০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এই প্রকল্পটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ নৌবাহিনী।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, ‘বিভিন্ন ভাঙন কবলিত এলাকা গুলোতে জরুরী ভিত্তিতে জিওব্যাগ ও পাথরের বক্ল বসানো হবে। ইতিমধ্যে সরকার নতুন করে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের জন্য নতুন করে ৩০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। যেটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ নৌ-বাহিনী। আশা করছি শীঘ্রই কাজ শুরু হবে।’

Juwel Hossain
40 Views · 7 months ago

⁣সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা মাওয়া হাইওয়েতে বাস থামিয়ে ডাকাতির চেষ্টা। চালকের বুদ্ধিতে বেঁচে গেলো সবাই।

Juwel Hossain
134 Views · 7 months ago

⁣সিরাজগঞ্জের হোসেনপুর দুই গ্রুপের সংঘর্ষ, দুটি বাড়ি ও ১ টি গোডাউন আগুন দিয়েছে দুর্বৃত্বরা

Rudra Biswas
291 Views · 7 months ago

ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের মূল বিমান বন্দর ধ্বংস পুরোপুরি

Md Faysal
27 Views · 7 months ago

নেত্রীর জন্য ভোরে বিমানবন্দরে হাজির যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ
https://youtu.be/f0aKhx54Mgg?si=0la2RSQvE9rO_FoJ

Imran Hossain
70 Views · 7 months ago

চট্টগ্রামের কর্ণফুলীতে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রী ও তার বান্ধবী নবম শ্রেণীর স্কুল ছাত্রী একসঙ্গে নিখোঁজ হয়েছে।



নিখোঁজ দুই বান্ধবী হলো- উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মহি উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস দিঘি (১৩) ও একই এলাকার নবীর হোসেনের মেয়ে লায়লা বেগম (১৪)। এ ঘটনায় সোমবার রাতে কর্ণফুলী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন দুই শিশুর অভিভাবকরা।


তাদের স্বজনরা জানান, দীর্ঘদিনের বান্ধবী এই দুই কিশোরী গত রোববার সকাল সাড়ে নয়টায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় দুই কিশোরী। দিনভর খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারে নেমে আসে উদ্বেগ-উৎকণ্ঠার ছায়া। তারা দুইজনই কর্ণফলীর চরপাথরঘাটা একটি বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী ও সম্ভাব্য পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিলেও কোনো খোঁজ না পেয়ে সোমবার (৫ মে) রাতে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘বিষয়টি শুনেছি, আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।’

সিলেটের গোলাপগঞ্জের সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান।

GK Shohag
91 Views · 7 months ago

⁣নারায়নগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি তোফা কর্তৃক সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় চাঁদাবাজির সাতকাহন

Al Mamun Gazi
67 Views · 7 months ago

⁣আমতলী কুয়াকাটা মহাসড়কের দুর্ঘটনা

Jewel Azzam
37 Views · 7 months ago

⁣মোঘল আমলের তিন শতাব্দীর লালবাগ শাহী মসজিদ

#history, #mosque #lalbagh #shahimosque #heritage

shahadat hossain Munsy
47 Views · 7 months ago

⁣হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত।।
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে মঙ্গলবার হাজীগঞ্জ সার্ভিস সেন্টারে কোম্পানির ইভিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও প্রশিক্ষণ পরিচালনা করেন মার্কেন্টাইলের রিজোনাল ইনচার্জ মুজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ডিভিশনাল ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী, এসভিপি ও নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী,এম নাছির উদ্দিন পঞ্চায়েত , সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মাওলানা ইউসুুফ।

Rudra Biswas
18 Views · 7 months ago

⁣বিমানবন্দর থেকে বাসভবনের পথে বেগম খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে জনতার উত্তাল স্রোত…

রিপোর্টার
রুদ্র বিশ্বাস

Md Ismail Hossain
38 Views · 7 months ago

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

Mohammad Fakrul Moula
25 Views · 7 months ago

⁣“১৯৯০-এর স্বৈরাচারবিরোধী
আন্দোলনে বেগম জিয়ার
নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার
ভূমিকা আজও প্রশংসিত।"

“বেগম খালেদা
জিয়া শুধু একজন রাজনীতিক নন—

তিনি হয়ে উঠেছেন একটি আদর্শ, একটি অনুপ্রেরণা—বিশেষ করে সেই সব নারীদের জন্য, যারা নেতৃত্ব দিতে চায়, সমাজ ও রাষ্ট্র
গঠনে ভূমিকা রাখতে চায়।”

লন্ডন থেকে দেশে ফিরেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া

Mamun Sorder
38 Views · 7 months ago

⁣দেশে ফিরছেন খালেদা জিয়া, বিমানবন্দরে বাড়তি সতর্কতা

Gourob Shaha
21 Views · 7 months ago

গৌরব সাহা | আই নিউজ বিডি | নরসিংদী

নরসিংদীতে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

1. বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ।


2. কর্মস্থলে নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা।



বিচার বিভাগীয় কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত হয়ে আসছেন। বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে নরসিংদী জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এই কর্মসূচির ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটে।

⁣পিকনিক এর জন্য চাদা না দেওয়ায় সাভারের কালিয়াকৈরে বিএনপির নেতা মুজাম্মেল ফকিরের ছেলে রাজন ফকির দোকানিকে মারধর।

Al Mamun Gazi
6 Views · 7 months ago

⁣তাহলে প্রশ্ন ওঠে—শুধু একচেটিয়াভাবে জামায়াত-শিবিরের বিরুদ্ধেই কেন অপপ্রচার চালানো হলো?

ঘটনায় তো কেবল জামায়াত-শিবির নয়, স্থানীয় বিএনপি এবং সাধারণ অনেক মানুষও যুক্ত ছিল। তবুও দেখা গেল, বারবার লক্ষ্যভ্রষ্টভাবে দায় চাপানো হলো কেবল জামায়াত-শিবিরের ওপর। সবচেয়ে অবাক করার বিষয়, লিস্টের কিছু বিএনপি-সমর্থিত ভাইয়েরাই ঝাঁপিয়ে পড়লেন জামায়াত-শিবিরের বিরুদ্ধে পোস্ট আর স্ট্যাটাস দিতে।

এই জগতে হায়!
যা কিছু ঘটে, তার অর্ধেকের জন্য দায়ী করা হয় জামায়াতকে,
আর বাকি অর্ধেকের জন্য শিবিরকে!

(শিবিরের উপর দায় দিয়ে দাও)

MD JAHANGIR ALAM
7 Views · 7 months ago

⁣হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদ ও
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে কিশোরগঞ্জের বাজিতপুরে মশাল ও বিক্ষোভ মিছিল করে বৈষ্যম বিরোধীছাত্র আন্দোলন বাজিতপুর উপজেলা।

মিনহাজুল বারী
32 Views · 7 months ago

⁣বগুড়ায় বোরো ধানের বাম্পার ফলন; হাসি ফুটেছে চাষির মুখে

Sumon Hawlader
42 Views · 7 months ago

৫/৫/২৫, বিকেলের চিত্র এটি। প্রগতি সরণি ৫ মে

⁣সাংবাদিকদের কাঠের চশমা খুলতে বললেন শিল্পী নাসির !

Mohammad Fakrul Moula
46 Views · 7 months ago

⁣গ্যাং কালচার ও সহিংস রাজনীতি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অনেক সময় রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে তরুণ গ্যাং সদস্যদের ব্যবহার করেন—পথসভা নিয়ন্ত্রণ, বিরোধীদের হুমকি দেওয়া, কিংবা নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করার জন্য। এর ফলে গ্যাং সংস্কৃতি রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আরও সংগঠিত ও সহিংস হয়ে উঠছে।

Md Ismail Hossain
53 Views · 7 months ago

⁣চট্টগ্রামের সুন্নীদের সাথে পুলিশের সং/ঘ/র্ষ |

Md Ismail Hossain
8 Views · 7 months ago

⁣ভোলার তজুমদ্দিনে বিএন‌পির দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, আহত ৬

Md Ismail Hossain
32 Views · 7 months ago

⁣গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক




Showing 59 out of 60