close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এক ফ্রেমে সংগীতের তিন জীবন্ত কিংবদন্তী

10 Görünümler· 24/05/25
Abdullah Ibne Khalid
6
İçinde Eğlence

⁣এক ফ্রেমে সংগীতের তিন জীবন্ত কিংবদন্তি


গত ২৩ মে ২০২৫ শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল পদ্মা ২য় তলায় ঢাকায় বসন্ত বিলাস কালারস মাল্টিমিডিয়া এ্যাওয়ার্ড ২০২৫ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী রুনা লায়লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মোঃ খুরশিদ আলম উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পপ সম্রাট ফেরদৌস। অনুষ্ঠান টিতে সমাজে বিশেষ অবদান রাখায় মোট ১২ টি ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ড অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিনেতা নাজমুল খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক ফয়জুল্লাহ সাঈদ।। এ্যাওয়ার্ড প্রদান শেষে সংগীত পরিবেশন করেন পপ সম্রাট ফেরদৌস ও বিশিষ্ট সংগীতশিল্পী মোঃ খুরশিদ আলম।

রিপোর্ট মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ, সোহেল

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala