close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

नवीनतम वीडियो

Nazrul Islam
3 विचारों · 12 घंटे पहले

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কুতুবদিয়ায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি নভেম্বর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত তথ্য বলছে—গত দুই সপ্তাহে ডেঙ্গু উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন ৮–১২ জন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। অধিক ঝুঁকিপূর্ণ না হলে তাদের বাসায় থেকেই চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুতুবদিয়া হাসপাতালে ওষুধ, স্যালাইন ও পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান। তিনি বলেন, “দ্বীপাঞ্চলে আগে এ ধরনের প্রকোপ ছিল না। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। এখনই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।” তবে শীত বাড়ার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ কমবে বলে জানান তিনি। এসময় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বাড়তে পারে বলে মন্তব্য করেন ডাঃ রেজাউল হাসান।
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই আধুনিক হাসপাতালে ১০০ জনেরও বেশি রোগীর ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছে। ইউনিয়নভিত্তিক তথ্যের মধ্যে আলী আকবর ডেইল ইউনিয়নে আক্রান্তের হার সবচেয়ে বেশি—সংখ্যা প্রায় ৮০ জন। এছাড়াও অন্যান্য ইউনিয়নগুলোতেও কম বেশী আক্রান্ত হচ্ছেন। এদিকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্য থেকে জানা গেছে, গত এক মাসে কয়েক শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে কয়েকজনকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ জানান, ডেঙ্গু রোগীদের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং প্লেটলেট কমে যাওয়ার সমস্যা বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, “হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি। প্রাচীন ৩০ শয্যার ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ায় সব বয়সের রোগীদের একই স্থানে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।”
এদিকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতেও রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ—ইউনিয়ন পরিষদগুলোর পরিচ্ছন্নতা উদ্যোগ ও মশক নিধন কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। নিয়মিত ফগিং না হওয়ায় মশার বিস্তার দ্রুত বাড়ছে। এছাড়া যত্রতত্র ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়ানো ও রোগের ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেছেন তারা।
সাধারণ মানুষ মনে করছেন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিশেষজ্ঞরাও একই মত প্রকাশ করে বলেছেন—এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
কুতুবদিয়াবাসীর প্রত্যাশা—অবিলম্বে কার্যকর মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং স্বাস্থ্যসেবা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

Nazrul Islam
1 विचारों · 12 घंटे पहले

⁣আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ জানান—

রোগীদের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং প্লেটলেট কমে যাওয়ার সমস্যা বেশি দেখা যাচ্ছে।
“৩০ শয্যার পুরনো ভবনটি পরিত্যক্ত। সব রোগীকে এক জায়গায় চিকিৎসা দিতে হচ্ছে—যা ঝুঁকি আরও বাড়াচ্ছে।”

⁣সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুরে ধানেরশীষ বিজয়ের লক্ষে উঠান বৈঠকে বক্তব্যে রাখছেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Salahuddin Ahmed
6 विचारों · 14 घंटे पहले

⁣বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে
উত্তাল দিনাজপুরের পাবর্তীপুর


স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকালে পাবর্তীপুরের বাস টার্মিনাল মাঠে বিক্ষোভ সমাবেশ অংশ নেন তারা। এসময় বক্তব্য দেন পাবর্তীপুরের ১০টি ইউনিয়নের বিএনপি সমর্থক জন প্রতিনিধিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী এ.কে.এম কামরুজ্জামানকে বাদ দিয়ে বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার ফুলবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। আসনটি বিএনপির ঘরে আনতে নিশ্চিতের জন্য প্রার্থী পরিবতর্নে সড়ক অবরোধসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

Foysal Sourov
12 विचारों · 17 घंटे पहले

ফয়সাল সৌরভ লালমনিরহাট জেলা প্রতিনিধি,
⁣লালমনিরহাট জেলা প্রশাসকের দপ্তরে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে অনিয়ম এবং স্বজন প্রীতির অভিযোগ এনে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ পরীক্ষা বাতিলের দাবী

Mamunur Rashid
4 विचारों · 22 घंटे पहले

⁣উজানটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাহ উদ্দিন আহমেদ সাহেব এর নির্বাচনী প্রচারণায়
উজানটিয়া ইউনিয়ন মৎস্য জীবিদলের মিছিল সহকারে যোগদান
#সালাহউদ্দিন_আহমদ #পেকুয়া #bnpbangladesh # এডমিনপোস্ট #এডমিনপোস্ট

Mamun Sorder
5 विचारों · 23 घंटे पहले

⁣বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চু'রি করলো বিএসএফ!

SHARIF MIA
3 विचारों · 1 दिन पहले

⁣বাড়িতে ডেকে মেহমানকে জিম্মি, মুক্তিপণ দাবি

Salahuddin Ahmed
21 विचारों · 2 दिन पहले

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর ৫ (পাবর্তীপুর - ফুলবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার বিকালে পাবর্তীপুরের ঢাকা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মী সমর্থকেরা।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পৌরস়ভা এবং ইউনিয়ন কমিটিসহ তৃণমূলের নেতারা। তারা বলেন, দল ঘোষিত ব্যক্তি ব্যারিষ্টার কামরুজ্জামানের দলে কোন অবদান নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দলের জন্য তার কোনদিন অংশ গ্রহন ছিলনা। কোনদিন হামলা মামলার স্বীকার হননি। এমনকি দলের সাধারন সদস্য পদ পর্যন্ত তার নেই। তার পিতা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী এ.জেড. এম রেজোয়ানুল হকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বতা করেছিল। সে জামায়াত ঘরের সন্তান।
দলীয় মনোনয়ন প্রত্যাশি এ.জেড. এম রেজোয়ানুল হক বলেন, যখন বিএনপির দলীয় কর্মসূচিতে পাঁচজন লোক খুজে পাওয়া যেতনা। তখন থেকে ৩০ বছর ধরে তিলে তিলে দলকে সুসংগঠিত করেছেন তারা। দলের হাল ধরে দলকে এমন পর্য্যায়ে আনা হয়েছে স্হানীয় এবং জাতীয় নির্বাচনে জয় পাবার অবস্হায় দলকে দাড় করিয়েছেন তিনি। অথচ দলে যার কোন অবদান নেই তাকেই দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। এই মনোনয়ন পরিবর্তন করা না হলে আসনটি ধানের শীষের পরিবর্তে জামায়াতের হাতে তুলে দেওয়ার সামিল হবে।
দলীয় নেতার পরিবর্তে জামায়াত ঘরের সন্তানকে দেওয়া মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
প্রার্থী পরিবর্তন করে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা এ.জেড.এম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আগামীকাল শনিবার বিকালে সমাবেশের ডাক দিয়েছেন তারা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অন্তরায় দুর করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেছেন তারা।
###

মুহাম্মাদ রাকিব
3 विचारों · 2 दिन पहले

⁣২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বিতর্বাকিত বুর্চি মজিবর মৃধার ছেলে মেহেদী এর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল তারা পুরো পরিবার মিলে ইয়াবা ব্যবসায় জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা—২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক পৌরসভার ৫নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ

ভিডিও ধারণ; শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

SHARIF MIA
4 विचारों · 2 दिन पहले

⁣প্রাণিসম্পদ কেনাবেচার বৃহৎ কেন্দ্র: আশুলিয়ার গোয়াইলবাড়ী বাজার

⁣সাতক্ষীরার কালিগঞ্জে সোনাতনীদের সাথে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Mamun Sorder
92 विचारों · 3 दिन पहले

⁣⁣তারেক জিয়ার ফেরা এবং না ফেরার কারণ #barristershahriarkabir #তারেকজিয়া #বেগমখালেদাজিয়া #politics

SHARIF MIA
4 विचारों · 3 दिन पहले

⁣অবৈধভাবে কালো
কালার রং উৎপাদন পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি।

Rabiul Alam
3 विचारों · 3 दिन पहले

⁣তিতাসে ট্রাক্টর উল্টে একই পরিবারের তিন নারী নিহত

⁣সড়ক ও জনপথ বিভাগ, সাতক্ষীরার উদ্যোগে উ চ্ছে দ অ ভি যা ন পরিচালিত হচ্ছে কালিগঞ্জ উপজেলার তারালী মোড়ে

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Juwel Hossain
4 विचारों · 3 दिन पहले

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Mehedi Hasan
13 विचारों · 3 दिन पहले

⁣ ৮ দফায় বদলে যাবে নরসিংদী সদর?
প্রতিশ্রুতি দিলেন এনসিপি নেতা ফয়সাল

Mamun Sorder
156 विचारों · 3 दिन पहले

⁣কেমন আছেন খালেদা জিয়ালাইফ সাপোর্ট মানে কি

⁣সাতক্ষীরার কালিগঞ্জের চাঁদখালী সর্বজনীন কালীমন্দির চত্বরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের নির্বাচনী বৈঠক

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Monsur Alam
2 विचारों · 4 दिन पहले

⁣ফেনীতে বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন: সাংবাদিকতা শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান ফরিদ খানের।


SHARIF MIA
5 विचारों · 4 दिन पहले

⁣সাভারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো মেলার গেট।

Atiqur Rahman
5 विचारों · 4 दिन पहले

*বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫* উপলক্ষে _সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা, উপকূলীয় উন্নয়ন সংস্থা (সিডিও)_ , বরগুনা এবং _ডিজএবল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের_ যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়,

⁣জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটোরী ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির সাতক্ষীরা—২ ( সদর ও দেবহাটা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী গণসংযোগ


ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Belhaj Badhon
4 विचारों · 5 दिन पहले

⁣শ্রম বিক্রির হাট; নাটোরের বড়াইগ্রামে টিকে থাকার সংগ্রামে মানুষের 'দিন' বিক্রি

Mamun Sorder
311 विचारों · 5 दिन पहले


নিরাপত্তা জোরদারের পর যা দেখা যাচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে

Emran Sarkar
82 विचारों · 5 दिन पहले

⁣সিসিইউতে বেগম খালেদা জিয়া। নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ারের সামনে কাঁটাতারের ব্যারিকেড। সরাসরি

Emran Sarkar
208 विचारों · 5 दिन पहले

⁣খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Emran Sarkar
57 विचारों · 5 दिन पहले

⁣বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে।সরাসরি

Emran Sarkar
5 विचारों · 5 दिन पहले

⁣খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা, এসএসএফ পাচ্ছে জিয়া পরিবার! সরাসরি

Emran Sarkar
528 विचारों · 5 दिन पहले

⁣খালেদা জিয়াকে দেখে এসে যা জানালেন স্নিগ্ধ , সরাসরি

Emran Sarkar
11 विचारों · 5 दिन पहले

⁣খালেদা জিয়া দুপুরে একটু খারাপ অবস্থায় থাকলেও এখন স্থিতিশীল নিলোফার চৌধুরী

Emran Sarkar
1 विचारों · 5 दिन पहले

⁣কক্সবাজার ও তার আশপাশের এলাকায় ভুমিকম্প অনুভূত। সরাসরি

Emran Sarkar
0 विचारों · 5 दिन पहले

⁣ হাসপাতালে স্পেশাল কেয়ারে খালেদা জিয়া, নেয়া হতে পারে বিদেশে

Emran Sarkar
3 विचारों · 5 दिन पहले

⁣নিরাপত্তা বাড়ছে এভারকেয়ার হাসপাতালের সামনে

Emran Sarkar
1 विचारों · 5 दिन पहले

⁣খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল থেকে

Emran Sarkar
1 विचारों · 5 दिन पहले

⁣এভারকেয়ার হাসপাতালে সামনে পুলিশ নিরাপত্তা জোরদার

Emran Sarkar
1 विचारों · 5 दिन पहले

⁣Live এভারকেয়ার হাসপাতালের সামনে সর্বশেষ পরিস্থিতি

Mamun Sorder
240 विचारों · 5 दिन पहले

⁣হাসপাতালে ‘স্পেশাল কেয়ারে’ খালেদা জিয়া, নেয়া হতে পারে বিদেশে

Mamun Sorder
48 विचारों · 5 दिन पहले


হঠাৎ করে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সালমান বিশ্বাস
6 विचारों · 5 दिन पहले

⁣যশোর চৌগাছা প্রেসক্লাব মোড়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি
মিজানুর রহমান খান _________

Mahin Ahammed
5 विचारों · 6 दिन पहले

কুরিয়ারের ছয়সূতী ইউনিয়নের, কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসায় খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

SHARIF MIA
3 विचारों · 6 दिन पहले

⁣চান্দরা পল্লিবিদ্যুৎ--ডিভাইন ফেব্রিক্স লিমিটেড এর পিছনে বাসাবাড়িতে ভয়াবহ আগুন

SHARIF MIA
3 विचारों · 6 दिन पहले

⁣চান্দরা পল্লিবিদ্যুৎ--ডিভাইন ফেব্রিক্স লিমিটেড এর পিছনে বাসাবাড়িতে ভয়াবহ আগুন

Salahuddin Ahmed
5 विचारों · 6 दिन पहले

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ⁣সারাদেশে বন্ধ ৬ট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সারাদেশে বন্ধ ৬টি চিনিকল চালুর দাবিতে আজ সোমবার দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের সামনে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকসহ আখ চাষিরা।


গেল ২০২০ সালের ১লা ডিসেম্বরুরআ সেতাবগঞ্জ এবং শ্যামপুরসহ দেশের ৬টি চিনিকলে উৎপাদন বন্ধ ঘোষনা করেছিল হাসিনা সরকার। বন্ধের ৫ বছর পূর্তিতে দিনটি স্মরনে আজ কালো পতাকা এবং কালো ব্যাচ ধারন করে কর্মসূচি অংশ নেন তারা।
আন্দোলকারিরা জানান, ফ্যাসিষ্ট সরকার ব্যক্তি স্বার্থে চিনিকলগুলোতে উৎপাদন বন্ধ ঘোষণা করেছিল। শ্রমিক কৃষকদের আন্দোলন দাবির মুখে অর্ন্তবর্তী সরকার ধাপে ধাপেচিনিকলগুলো চালু করার কথা দিলেও বরাদ্ধ অর্থ ছাড় না দেওয়ার চালু করা সম্ভব হয়নি।
কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির দিনাজপুর ২ ( বোচাগঞ্জ- কাহারোল) আসনের সংসদ নির্বাচনের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি বলেন যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন সেতাবগঞ্জ চিনিকল চালু করতে হবে। তবে বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ চিনিকল চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
###

Al Mamun Gazi
4 विचारों · 6 दिन पहले

⁣যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পূবালী ব্যাংকের নিচ থেকে বাইসাইকেল চুরি

Rakibul Islam
5 विचारों · 7 दिन पहले

⁣আমাকেই ভোট দিতে হবে সেটা নয় ভোটটা বুঝে শুনে দিবেন- সাকিব আনোয়ার

Md Hamidul Islam
5 विचारों · 7 दिन पहले

⁣দীর্ঘ ১৫ বছর পর জন্মভূমি গলাচিপায় ফিরে এলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। তাকে বরণ করতে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো শহর। শত শত নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা, মোটরসাইকেল শোডাউন, জনতার ঢল—সব মিলিয়ে গলাচিপায় দেখা গেছে এক ভিন্ন আবেগ।


সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দেখুন গলাচিপার মানুষের ভালোবাসায় সিক্ত এই ঐতিহাসিক দিনের ভিডিও।

সাতক্ষীরার কালিগঞ্জে ⁣প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Mamun Sorder
6 विचारों · 7 दिन पहले

⁣অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর পুলিশ লাইনে বিদায় অনুষ্ঠান

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Salahuddin Ahmed
21 विचारों · 8 दिन पहले

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বিজিবি শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত নিরাপত্তাই নিশ্চিত করেনা এবং সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ শনিবার সকালে দিনাজপুরের বিরলের সীমান্ত ঘেষা দক্ষিণ মেড়াগাঁও গ্রামে সহস্রাধিক দুঃস্হ অসহায় দরিদ্র পরিবারের নারী পুরুষ শিশুর মাঝে শীত নিবারনী কম্বলসহ তৈরি পোষাক বিতরন করেছে বিজিবির ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।এসময় উপস্হিত ছিলেন আয়োজক বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক ( পরিচালক) লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্যরা।
শীত বস্ত্র বিতরন ছাড়াও ফ্রী চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে স্বাস্হ্য পরীক্ষা শেষে ব্যবস্হপত্রসহ কিছু ঔষধ বিতরন করেছেন তারা।
বিজিবি'র ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেছেন সীমান্তে অপরাধী প্রতিরোধে জন কল্যানে সামাজিক কর্মকান্ড চালাচ্ছেন তারা।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত মহড়াসহ পুরো প্রস্তুতি গ্রহন করেছে বিজিবি। অর্পিত দ্বায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি।
###

Mamun Sorder
13 विचारों · 8 दिन पहले

⁣খালেদা জিয়াকে দেখতে এনসিপির নেতারা

Rajesh Gour
3 विचारों · 8 दिन पहले

⁣বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আদিবাসীদের সংস্কৃতি উন্নয়নে কাজ করা হবে - নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে কলমাকান্দার পাচগাঁও গ্রামে গারোদের ওয়ানগালা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

Md Hamidul Islam
4 विचारों · 9 दिन पहले

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে বিএনপির আয়োজিত বিশাল জনসভায় একটি দৃশ্য সবার নজর কাড়ে—এক ছোট্ট শিশুকে দেখা যায় “বেগমিয়া লুক” বা “খালেদা জিয়া স্টাইল”-এ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির সমর্থনে আয়োজিত এ জনসভায় শিশুটির উপস্থিতি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
A unique moment drew attention at the BNP rally in Panpotri Union, Galachipa, where a little girl appeared in the iconic “Begumia Look” inspired by Begum Khaleda Zia. The child’s appearance quickly went viral during the event organized in support of Tarique Rahman’s 31-point reform agenda.

Md Hamidul Islam
3 विचारों · 9 दिन पहले

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হাসান মামুন তাঁর বক্তব্যে বলেন— “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে, কোনো ভাড়াটে প্রার্থীকে মানুষ আর মেনে নেবে না।”
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, সনাতন-মুসলিম সম্প্রীতি ও দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

পুরো ঘটনাটি দেখুন ভিডিওতে।

গলাচিপার আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।

Mamun Sorder
3 विचारों · 9 दिन पहले

⁣ভ্যান গাড়ি নিয়ে ওসমান হাদির ব্যাতিক্রমী নির্বাচনী প্রচারণা

Mahin Ahammed
6 विचारों · 9 दिन पहले

তারুণ্যের শক্তি যুব সংগঠনের উদ্যোগে, আজ শুক্রবার সকাল থেকে শুরু করা হয় নিজেশ্ব অর্থায়নে, শ্রম ও ঘাম দিয়ে অচল ও ভাংগা রাস্তার মেরামতের কাজ।
এই কাজে সার্বিক সহযোগিতা করেন, সংগঠনটির উপদেষ্টা পরিষদ, কমিটি ও সদস্য বৃন্দ।
কাজ চলাকালীন এই সংগঠন ও রাস্তা সংস্কারের ব্যাপারে কথা বলেন স্থানীয় ব্যাক্তি গন।
সকলেই একযোগে হাতে হাত মিলিয়ে রাস্তার অনেক অংশ কাজ সম্পুর্ন করে।
এইরকম সেবা মূলক কার্যক্রম বিগত অনেক দিন যাবত, এই সংগঠনটি করে আসছে।
এইরকম সেবা মূলক কর্মকান্ডের ফলে
এলাকাবাসীর ভূগান্তি সাময়িকভাবে অনেক অংশেই কমছে।
এলাকাবাসী আশংকা করছেন সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে, এই সংগঠনটি এলাকায় উন্নয়নের জন্য ভালো অবদান রাখতে পারবে।

Imran Hossain
3 विचारों · 10 दिन पहले

চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

এ দাবিতে প্রথমবারের মত সংসদীয় আসনের কর্ণফুলী উপজেলায় বৃহস্পতিবার রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় মশাল মিছিল করেছেন তারা। বিক্ষোভকারীরা বেশির ভাগই স্বৈরশাসনামলের মামলা, হামলা জুলুম-নির্যাতনের শিকার ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী। সদ্য ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে ‘আওয়ামী-সুবিধাবাদী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন- ‘অবৈধ প্রার্থী মানি না, মানব না’। বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রায় ঘণ্টাখানেক রাস্তায় অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সমাবেশে বক্তব্য দেন কর্ণফুলী বিএনপি নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউসুফ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপু প্রমুখ।

ক্ষুব্ধ এসব নেতাকর্মীদের অভিযোগ করে বলেন, দলের দুঃসময়ে বিদেশে অবস্থান করেছেন বিএনপির মনোনয়ন প্রাপ্ত সরওয়ার জামাল নিজাম। এখন সু-সময়ে এসে মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এই আসনে লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের বিকল্প কোনো প্রার্থী মেনে নেওয়া হবে না। এসময় তারা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে মুহাম্মদ হেলাল উদ্দিনকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

এছাড়াও মনোনয়ন ঘোষণার পরই তাঁর অনুসারীরা উপজেলার বিভিন্ন দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ও সাধারণ মানুষের ওপর বেপরোয়া হয়ে উঠে বলেও অভিযোগ তুলেন মিছিলে আসা সাধারণ মানুষ।

এদিকে মনোনয়ন ঘোষণারপরই আনোয়ারা উপজেলার তৃণমূল বিএনপির নেতারা কাফনের কাপড়সহ মশাল মিছিল করেন কয়েকবার।

এছাড়াও সরওয়ার জামাল নিজাম একজন আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলের দুঃসময়ে রাজপথে না থাকা এই নেতাকে গত ১৭ বছরে বিএনপির হয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন, সংগ্রাম, মিছিল-মিটিংয়ে দেখা যায়নি বলে অভিযোগ করে বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ওই আসনের তিন মনোনয়নপ্রত্যাশী। আবেদনে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া।

উল্লেখ্য গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা করা হয়।

Salahuddin Ahmed
18 विचारों · 10 दिन पहले

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার প্রচেষ্টার প্রতিবাদে এবং নার্সিং সুপারভাইজার, নার্সিং ইনাসক্ট্রাক্টর পদ ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরন এবং নার্সিস সংষ্কার কমিশন গঠনসহ ৮ দফা দাবিতে দিনাজপুর বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ( বিএনএ) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানবন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
আগামী শনিবার কালোব্যাচ ধারনসহ ২ ঘন্টার জন্য প্রতিকী শাটডাউন কর্মসূচি পালন করবেন নার্সসরা। ওই সময়ের মধ্যে দাবি পুরন না করা হলে ২ ডিসেম্বর সারাদেশে শাট ডাউন কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন (বিএনএ) সংগঠনের নেতারা।
একই দাবিতে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরতরা।
নার্সসের পোষাক পরিবর্তনের ঘটনায় ক্ষোভ করেছেন তারা।
৪৮ বছর ধরে চলা পেশার মর্যাদা রক্ষাসহ দাবি আদায়ের প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাবার হুশিয়ারী দিচ্ছেন সংগঠনের নেতারা।
⁣বক্তব্য দেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ( বিএনএ) দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক, বেনজামিন দাস, সহ সভাপতি মনজুরুল ইসলাম সিয়াম এবং নার্সিস ইন্সট্রাক্টর রাফি আক্তার আক্তার।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের দিনাজপুর শাখার সভাপতি মোছাম্মদ লায়লা আরজুমান, ছাত্রছাত্রী বিষয়ক প্রতিনিধি মোছাম্মদ শাহনাজ পারভীন দিনাজপুর নার্সিং কলেজের ইন্সট্রাক্টর মোছাম্মদ রাখি আক্তার,  মোছাম্মদ রেবেকা খাতুন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মোস্তাকিম আল তৌফিক এবং মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুজন রায়সহ অন্যান্যরা। 
##

Nazrul Islam
6 विचारों · 11 दिन पहले

⁣‎'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কক্সবাজারের কুতুবদিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সিটিজেন পার্ক প্রাঙ্গণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় মেলায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হাসিনুজ্জামান মিন্টু,,
2 विचारों · 11 दिन पहले

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) পৌর শহরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আরশেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, মানসম্পন্ন খাবার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দুধ, মাংস, ডিম ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ নানা জাতের প্রাণী অংশ নেয়। খামারিরা তাদের পালনকৃত উন্নত জাতের প্রাণী প্রদর্শন করেন এবং দর্শনার্থীরা প্রাণিসম্পদ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন। আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও খামারিদের উৎসাহ দিতে আয়োজিত এ প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে।

সার্বিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহকে ঘিরে রাণীশংকৈলে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

Md Hamidul Islam
2 विचारों · 11 दिन पहले

দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে ৩১ দফা দাবি আদায়ের আন্দোলন।

Mehedi Hasan
2 विचारों · 11 दिन पहले

⁣নরসিংদীতে বর্ণিল আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর জমকালো উদ্বোধন

Md Hamidul Islam
3 विचारों · 11 दिन पहले

পটুয়াখালী-৩ আসনে হাসান মামুন কে ছাড়া কাউকে চাই না নেতাকর্মীরা। আন্দোলন চলছে চলবে। আমাদের দাবি একটাই।

Md Hamidul Islam
3 विचारों · 11 दिन पहले

জাতীয় সংহতি দিবস ও ৩১ দফা বাস্তবায়নে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।

MD IMRAN MUNSHI
2 विचारों · 11 दिन पहले

ঝালকাঠির কাঠালিয়াতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত সন্ধ্যার পরে গন মিছিল কর্মসূচি পালন। এতে উপস্থিত ছিলেন তিনি সহ উপজেলা বিএনপির একাংশ। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান ফুল,মালয়েশিয়া বিএনপি নেতা ( সহোদর), উপজেলা কৃষক দলের সভাপতি আ. মালেক তালুকদার ও সদস্য সচিব শহিদুল ইসলাম। এতে ব্যাপক লোকজন উপস্থিতি লক্ষ করা গেছে।

MD IMRAN MUNSHI
1 विचारों · 11 दिन पहले

ঝালকাঠির কাঠালিয়াতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। আজকে ২৬ নভেম্বর রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময়ে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চত্বরে আয়োজিত হয় মিলাদ ও দোয়া।

এতে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান উপজেলা বিএনপির একাংশ ও ৬ ইউনিয়ন নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কৃষক দলের উপজেলা সভাপতি মালেক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

Nazrul Islam
8 विचारों · 12 दिन पहले

⁣নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল আমিন মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেকে নিয়ে মারধর ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, নুরুল হোসেনের ছেলে মো. আনিস (২০), মৃত শফি মিয়ার ছেলে ওসমান গণি (৫৫), আলম ছবির ছেলে নাছির (৬০) এবং ওসমান গণির ছেলে রুবেল (২০)। সবাই একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওসমান গণি আল আমিন মার্কেটে মাছ কিনতে গেলে একই এলাকার শাহাদাত হোসেন তাকে এক পাশে ডেকে নিয়ে মারধর করেন। পরবর্তীতে শাহাদাতের ভাই ও আত্মীয়রা লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় কয়েকজন দাবি করেন, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের ওপর এই হামলা চালানো হয়েছে। পরে তারা একটি দোকানও লুটপাট করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আহত ওসমান গণির স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সকালে একই এলাকার আবুল কালাম প্রকাশ কালা মিয়ার ছেলে শাহাদাত হোসেন, বেলাল,দিলদার ও গুরা বাদশা এবং মানিকের ছেলে বাদশা ও তোষারসহ প্রকাশ্যে তার স্বামীর ওপর হামলা করে। স্বামীর চিৎকারে আনিস, ওসমান গণি, নাছির এবং রুবেল উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাতাড়ি কুপাতে থাকে। এখনো সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

SHARIF MIA
2 विचारों · 12 दिन पहले

⁣আশুলিয়ার নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ! পাওনা পরিশোধে দাবিতে মহাসড়ক অবরোধ!

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন তারা।

Nazrul Islam
2 विचारों · 12 दिन पहले

⁣কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল আমিন মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেকে নিয়ে মারধর ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, নুরুল হোসেনের ছেলে মো. আনিস (২০), মৃত শফি মিয়ার ছেলে ওসমান গণি (৫৫), আলম ছবির ছেলে নাছির (৬০) এবং ওসমান গণির ছেলে রুবেল (২০)। সবাই একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওসমান গণি আল আমিন মার্কেটে মাছ কিনতে গেলে একই এলাকার শাহাদাত হোসেন তাকে এক পাশে ডেকে নিয়ে মারধর করেন। পরবর্তীতে শাহাদাতের ভাই ও আত্মীয়রা লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় কয়েকজন দাবি করেন, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের ওপর এই হামলা চালানো হয়েছে। পরে তারা একটি দোকানও লুটপাট করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আহত ওসমান গণির স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সকালে একই এলাকার আবুল কালাম প্রকাশ কালা মিয়ার ছেলে শাহাদাত হোসেন, বেলাল,দিলদার ও গুরা বাদশা এবং মানিকের ছেলে বাদশা ও তোষারসহ প্রকাশ্যে তার স্বামীর ওপর হামলা করে। স্বামীর চিৎকারে আনিস, ওসমান গণি, নাছির এবং রুবেল উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাতাড়ি কুপাতে থাকে। এখনো সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Md Hamidul Islam
3 विचारों · 12 दिन पहले

⁣গজালিয়া ইউনিয়নে বিএনপির বিশাল জনসভায় নেতাকর্মীরা স্লোগানে জানান— “ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্র করিস না, আমাদের নেতা হাসান মামুনকে হারাতে দেবো না।”
স্থানীয় মানুষের ঢল, উত্তাল স্লোগান ও নির্বাচনী প্রস্তুতিতে পুরো জনসভা ছিল উত্তেজনায় ভরপুর। ⁣Mass BNP rally in Gajalia Union. Supporters warn conspirators and vow strong support for leader Hasan Mamun.

Abu Rayhan
4 विचारों · 12 दिन पहले

দিনাজপুর–০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ (পিনাক চৌধুরী)–কে পরিবর্তনের দাবিতে স্থানীয়ভাবে অসন্তোষ দেখা দিয়েছে। ওই অসন্তুষ্ট অংশের উদ্যোগে বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজার এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় আন্দোলনকারীরা অভিযোগ করছেন—দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তাঁদের মতামত প্রতিফলিত হয়নি এবং নির্বাচনে “যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী” চান। এ কারণে তাঁরা ধারাবাহিকভাবে মশাল মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।

সমগ্র পরিস্থিতিতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও ভিন্নমত স্পষ্ট হয়ে উঠেছে, যা আসন্ন নির্বাচনে স্থানীয় পর্যায়ের তৎপরতাকে আরও আলোচনায় এনেছে।

Mahin Ahammed
6 विचारों · 12 दिन पहले

⁣শরিফুল আলম সাহেবের কিশোরগঞ্জ ৬ আসনে নির্বাচনের প্রচারণা

Md Asaduzzaman
12 विचारों · 12 दिन पहले

⁣একতা এক্সপ্রেসের বগিতে নারিকেল বিক্রেতার হাতে পপকর্ন বিক্রেতা খুন

মো: আসাদুজ্জামান পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত,
আজ সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত।
নিহত আলামিন কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানায় নিহত আলামিন গ্রামের বাড়ি
চর বতুয়াতুলি,উলিপুর থানা, জেলা কুড়িগ্রাম
পিতা মন্ঠু মিয়া,,গ্রাম নিহত আলামিনের মৃতদেহ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে।এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে ।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের সনাক্ত করতে মাঠে নেমেছে ।

Mehedi Hasan
4 विचारों · 13 दिन पहले

⁣কমিটির দৌরাত্ম বন্ধে, শিক্ষা স্পেশালিস্ট যারা তাদেরকে আনতে হবে

Md Hamidul Islam
7 विचारों · 13 दिन पहले

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। মাঠজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে নেতাকর্মীরা দাবি জানান— পটুয়াখালী–৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হাসান মামুনকে চূড়ান্ত ঘোষণা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন অভিযোগ করেন— এ আসনে নতুন করে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা–মামলার ঘটনাগুলো তুলে ধরেন।
জনসভায় দলীয় ঐক্য জোরদার ও আন্দোলন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

Salahuddin Ahmed
12 विचारों · 13 दिन पहले

⁣স্টাফ রিপোর্টার,দিনাজপুর >বিএনপির আয়োজনে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে আজ সোমবার থেকে শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছে স্বাগতিক দিনাজপুরের তারেক ফুটবল একাডেমি, বগুড়া জেলা দল, রংপুরের সেন্টোস ক্লাব, রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওয়ের এমসিএল ফুটবল একাডেমি, নীলফামারীর মিহীর স্পোটিং ক্লাব, সিরাজগঞ্জের সবুজ ইয়াং স্টার ক্লাব এবং পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি।
উদ্বোধনী খেলায় ১ - ০ গোলে বগুড়া জেলা দলকে পরাজিত করে জয় পায় রংপুরের সেন্টোস ক্লাব।
বিকালে খেলার উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোকাররম হোসেন, কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্যরা।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপসহ ১লাখ টাকা এবং রানার আপ দলকে ৭০ হাজার টাকা পুরষ্কার হিসেবে তুলে দেবেন আয়োজকরা।
####

Md Hamidul Islam
15 विचारों · 14 दिन पहले

⁣পটুয়াখালীর গলাচিপায় ৮০০ পিচ ইয়াবা সরবরাহের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।


মহরের খেয়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি আসাদুর রহমান।


স্থান: গলাচিপা, পটুয়াখালী।


পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আরও আপডেট সংবাদ পেতে আমাদের সাথে থাকুন!


ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।


#breakingnews #crimenews #bangladeshnews

Mamun Sorder
31 विचारों · 14 दिन पहले

⁣নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।️

সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখছেন সাবেক সেক্রেটারি আব্দুল বারী

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখছেন আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম মিনি

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Rabiul Alam
9 विचारों · 15 दिन पहले

টিকটকে চাকরির প্রলোভন দেখিয়ে নারীর ব্যক্তিগত ছবি সংগ্রহ, সেগুলো বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাস (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, কুমিল্লার দেবিদ্বারের এক নারী ৫ নভেম্বর র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে অভিযোগ করেন। তিনি জানান, কয়েকজন প্রতারক টিকটকের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখায়। রেজিস্ট্রেশনের কথা বলে তারা ওই নারীর ছবি ও তথ্য সংগ্রহ করে পরে তা এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও বানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।

টাকা দেওয়ার পরও চক্রটি আরও টাকা দাবি করলে তারা ভুক্তভোগীর ফেসবুক আইডি হ্যাক করে, প্রোফাইল পিকচারে অশ্লীল ছবি আপলোড করে এবং ভিডিও ছড়িয়ে দেয়। অভিযোগ পাওয়ার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে আব্বাসকে গ্রেফতার করে। এসময় প্রতারণায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্বাস ভোলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। পরে আইডি হ্যাক করে অশ্লীল কনটেন্ট ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

GK Shohag
9 विचारों · 15 दिन पहले

⁣সম্মিলিত সমমনা জোট এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ক্যান্সার গবেষক এস এম সরোয়ার

Md Hamidul Islam
7 विचारों · 15 दिन पहले

⁣-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক নির্বাচনী জনসভায় বলেন— “আমরা ক্ষমতায় এলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না, কোন মামলা বানিজ্য হবে না।”
তিনি আরও দাবি করেন— শুধু নেতার পরিবর্তন নয়, দেশের জন্য প্রয়োজন নীতির পরিবর্তন।


জনসভা আয়োজন: ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীপুর ইউনিয়ন শাখা।


বিষয়: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন


স্থান: আলীপুর, দশমিনা, পটুয়াখালী
আরও ভিডিও পেতে চ্যানেলটি


সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Md Uzzal Mia
5 विचारों · 15 दिन पहले

⁣মানবতার ছোঁয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প: এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ




Showing 1 out of 2