En yeni videolar

Imran Hossain
13 Görünümler · 4 günler önce

⁣কর্ণফুলী টানেলে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৬



কর্ণফুলী টানেলের ভেতরে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাস উল্টে একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন আহতের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর দুইটায় পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার সময়ে টানেলে ভেতরে এ ঘটনা ঘটে।

Imran Hossain
18 Görünümler · 22 günler önce

⁣আনোয়ারায় গাড়ি ছিনতাইয়ের দুইদিনপর হাত-পা বাঁধা লাশ উদ্ধার চালকের

Imran Hossain
6 Görünümler · 1 ay önce

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীসহ সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরজুড়ে আল্লাহু আকবর, আল্লাহু আকবর রব উঠেছে। কালেমার পতাকা হাতে ঐতিহ্যবাহী জশনে জুলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ। পুরো নগর মেতে উঠেছে মিলাদুন্নবী ‘র (স.) আমেজে।


শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে আঞ্জুমান-ই রাহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের আয়োজনে জুলুসে প্রধান অতিথি ছিলেন পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্, বিশেষ মেহেমান সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ্, সৈয়দ মুহাম্মদ মেহমুদ শাহ্।


জুলুসকে কেন্দ্র করে অন্যরকম ধর্মীয় আবহ বিরাজ করছে পুরো বন্দর নগরীতে। শুক্রবার রাত থেকেই নগরীর বিভিন্ন সড়ক ও সড়ক মোড়ে শোভা পাচ্ছে ঈদে মিলাদুন্নবীতে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ।


মাইকে বাজছে হামদ, না’ত, গজলসহ নানা ধরনের ইসলামী সঙ্গীত। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘এয়া নবী সালাম আলাইকা’, ‘তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা’, ‘সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিন গুলে লা লা’- ইসলামী নানা হামদ-না’তের সুরে মাতোয়ারা হয়ে ওঠেছে বন্দর নগরীর রাস্তা ঘাট।


নগরীর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও বাস, মাইক্রোবাস, যোগে হাজার হাজার মানুষ এসে যোগ দিয়েছেন জুলুসে। জুলুস শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দান ও আশেপাশের বিশাল এলাকা।



জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, চকবাজার, ষোলশহর, জিইসি, ওয়াসা মোড়, কাজির দেউড়ী লালখানবাজারসহ বিরাট অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এ জুলুসে অংশ নিচ্ছে।

Imran Hossain
30,015 Görünümler · 1 ay önce

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রজেক্ট দেখিয়ে বড় বড় দুর্নীতি করেছে। আশপাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল এখন সরকারের লোকসান প্রজেক্টে পরিণত হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন এটি। সড়ক যোগাযোগ না হওয়ায় এই টানেল এখন ক্ষতির সম্মুখে পড়েছে। আগামীতে টানেলের আশেপাশের এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বোয়ালিয়া এলাকার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন আরও বলেন, ‘ভৌগোলিক অবস্থানে আনোয়ারা শিল্প অঞ্চলের উপযোগি এলাকা। গত ১৬ বছরে এই এলাকায় অনেক উন্নয়ন করা যেত; কিন্তু এই এলাকায় বৈষম্য হয়েছে, যার কারণে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপির ঘাঁটি এই উপজেলাকে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এই এলাকার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’

এসময় বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Imran Hossain
9,545 Görünümler · 1 ay önce

পারকি সমুদ্র সৈকত এবং পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প 'পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প' পরিদর্শনে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বুধবার দুপুরে চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকত এবং পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প 'পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প' পরিদর্শন আসেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এসময় প্রকল্পে বৃক্ষরোপণ করেন তাঁরা।

Imran Hossain
60 Görünümler · 2 ay önce

⁣শহীদ জিয়া স্মৃতি সংসদের মতবিনিময় সভা

Imran Hossain
18 Görünümler · 2 ay önce

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



বুধবার (২০ আগস্ট) বিকালে আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির সঞ্চালনায় শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান।


এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার মোহাম্মদ রফিক, জাকির আহমদ সাওদাগর, দিল মোহাম্মদ মঞ্জু, উপজেলা যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, শামসুল ইসলাম, সদস্য মোহাম্মদ মুছা, নাছির উদ্দিন, মোহাম্মদ মুরাদ, জসিম উদ্দিন, মো ফোরকান, আবদুর রহিম, হাসান, মাসুম, সজিব, এনাম, মনির, মালেক, কামাল, আলমগীর, ইসমাঈল প্রমুখ।
মিছিলটি উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমহনী বাজারের টানেল চত্ত্বরে গিয়ে শেষ হয়।

Imran Hossain
9 Görünümler · 2 ay önce

চট্টগ্রামের আনোয়ারায় একটি সিএনজিচালিত চলন্ত অটোরিকশায় আগুন ধরে গেছে। এ সময় দ্রুত সরে পড়ে রক্ষা পান চালক ও যাত্রীরা। এ ঘটনায় অটোরিকশাটি পুড়ে গেছে। সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সরওয়ার বলেন, সকাল সাড়ে দশটার দিকে মসজিদের সামনে হেটে আসছিলাম। হঠাৎ দেখি সিএনজি থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। পাশেই ফায়ার সার্ভিসের স্টেশন থাকায় তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মোহাম্মদ শফিউল আলম জানান, গাড়ির সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। যাত্রীরা নেমে প্রাণে বেঁচেছে। কিন্তু আমার একমাত্র জীবিকার মাধ্যমটা চোখের সামনে পুড়ে গেল। সংসার চালানোর একমাত্র ভরসা সিএনজি ছাড়া আর কিছুই নেই আমার। গাড়িটির বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মো. আবদুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি সিলিন্ডার লিকেজে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো প্রাণহানি ঘটেনি।’

Imran Hossain
8 Görünümler · 2 ay önce

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবীতে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রজনতা। রোববার দুপুরে উপজেলার পরিষদের ভবনের সামনে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রজনতার ব্যানারে এ মানববন্ধন করেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, কর্ণফুলী উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহারুল বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইকবাল বাহারসহ স্থানীয় ও ছাত্রজনতারা।

উল্লেখ্য, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এটি প্রকাশ হওয়ার পরই তাকে অপসারণের দাবীতে শুক্রবার (৬ জুন) বিকেলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুঁলিয়ে দেন। এরপর গত দুই মাস ধরে শিকলবাহা ইউনিয়ন পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্নস্থানে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রজনতারা।

মানববন্ধনে বক্তারা দাবী করে বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছে। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও দাবী করেন তারা। দ্রুত অপসারণ না করলে স্থানীয় এলাকাবাসী আরও কঠোর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

Imran Hossain
8 Görünümler · 2 ay önce

চট্টগ্রামের কর্ণফুলীর ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাইয়ের কালে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনী।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার মইজ্জ্যেরটেক পুলিশ বক্সের চেকপোস্টে তল্লাশিতে ইয়াবা উদ্ধারসহ আটক করা হয় তাদের।

আটককৃতরা হলো, কক্সবাজার উখিয়ার নুরুল আমিনের পুত্র মো. মুসা (৩০) ও টেকনাফের শামসুল আলমের পুত্র ইমাম হোসেন (৩৪)। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্টে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এসময় একটি মোটরসাইকেলের কাগজপত্র দেখার সময় চালকের পেছনে থাকা আরোহীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার পরনের থাকা রেইন কোর্টের ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো ১০ প্যাকেটে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

অভিযানে ট্রাফিক সার্জেন্ট আরিফ, কর্ণফুলী থানার সাা ইন্সপেক্টর তানভীরসহ বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করেন।

Imran Hossain
14 Görünümler · 2 ay önce

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক-কর্মচারীরা ঐক্যজোট ‘এক করপোরেশন, এক পে স্কেল’ বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।



বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্ণফুলী থানাধীন রাঙ্গাদিয়া কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। একই দাবিতে শ্রমিক-কর্মচারীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন।




শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে কর্মীরা সার কারখানার ভেতর থেকে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।




কারখানার কর্মকর্তা সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে ও শ্যামল কান্তি নাথের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিইএফএল কারখানার এমও জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ সভাপতি আনোয়ারুল আজীম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার, সিনিয়র সহ সভাপতি হারুন উর রশিদ, এমও রবিউল ইসলাম খান, সিইউএফএল এমপ্লয়িজ ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, সিবিএ আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, এইচএসটি মাহমুদুল হাসান ডালিম, কারখানার এইচএসও ইউসুফ আলম খান, সিবিএ সহ সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, কারখানার এসও নওশাদ আরমান সাকিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকারি স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্য এক পে-স্কেল কিংবা স্বতন্ত্র বেতন স্কেল থাকলেও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত বিসিআইসি’র প্রতিষ্ঠানসমূহে একই সাথে দুটি ভিন্ন বেতন স্কেল বিরজমান। কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল থাকলেও কারখানার মূল চালিকাশক্তি সুদক্ষ অপারেটর এবং টেকনিশিয়ালনদের আজও বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে বৈষম্যপূর্ণ মজুরী স্কেলে। এ বৈষম্যের কারণে অপারেটর-টেকনিশিয়ানরা বরাবরই সরকারি ঘোষিত নানা প্রণোদনা-সুবিধা থেকে বঞ্চিত। আমরা এই বৈষম্যের অবসান চাই এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অতিসত্বর জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করে চলমান এ বৈষম্যের অতি দ্রুত সমাধান চাই।





তাঁদের সঙ্গে এমন বৈষম্য আর সহ্য করা যাবে বলে জানিয়ে বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার পে-স্কেলভুক্ত সকলকে ৫% প্রণোদনা দিলেও বঞ্চিত করেছে মজুরী স্কেলভুক্ত সাধারণ শ্রমিকদের। যাদের জন্য এ প্রণোদনা ছিল সবচেয়ে বেশি জরুরী। বর্তমান সরকার সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫% বিশেষ সুবিধা কার্যকর করলেও দুঃখজনকভাবে মজুরীস্কেলভুক্ত শ্রমিকদের এই বিশেষ সুবিধা থেকে বঞ্চিত রাখে। ফলে জুলাই এরপর আমরা যে বৈষম্যেহীন ন্যার্য মজুরী এবং সাশ্যের স্বপ্ন দেখেছিলাম তা অবন্ধকারে যায়। তাই সাধারণ শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবী-পূর্বের ঘোষিত ৫% প্রণোদনা এরিয়াসহ বকেয়া এবং বর্তমান সরকার ঘোষিত ১৫% বিশেষ সুবিধা বাস্তবায়নের দাবীসহ গ্যাস সরবরাহ নিশ্চিত করে ইউরিয়া উৎপাদন পুনরায় চালুরও দাবি জানান শ্রমিক-কর্মচারীরা।
সিইউএফএল কারখানা সূত্র জানায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস–সংকট ও যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছর কারখানাটিতে প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়।




কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়।
সূত্র আরও জানায়, গত দুই বছর কখনো যান্ত্রিক ক্রটিতে, কখনো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সিইউএফএল। ২০২৩-২০২৪ অর্থবছরে শুধু পাঁচ দিন চালু ছিল এ কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়ার পর ১৩ অক্টোবর সিইউএফএল চালু হয়। এ বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ক্রটি দেখা দিলে দীর্ঘ সময় লাগে কারখানাটি চালু করতে। সর্বশেষ যাবতীয় স্টার্টআপ (কারখানা চালু প্রক্রিয়া) শেষে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার সময় কারখানা চালু হয়।






১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। কারখানা চালু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদনক্ষমতা থাকলেও বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।

Imran Hossain
6 Görünümler · 3 ay önce

চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র, নগদ টাকা, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ছয়টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির পুকুর ঘাটের নিচ তুরস্কের তৈরি ১টি এক নলা বন্ধুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ বরুমচড়া ইউনিয়নের একই এলাকার মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর পুত্র।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ এবং সরঞ্জাম এনে বাড়িতে অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে এগুলো সরবরাহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত বাড়ির পুকুর ঘাটে লুকিয়ে রাখা অস্ত্রে সরঞ্জামসহ উদ্ধার করা হয় তুরস্কের তৈরি ১টি এক নলা বন্ধুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজে অস্ত্র তৈরীসহ সরবরাহও করে নিজেই৷ এগুলো মনিটরিং করার জন্য বাড়ির চারিপাশে লাগিয়েছে সিসি ক্যামেরা। এছাড়াও যে স্থানে অস্ত্র গুলো রেখেছে সেখানেও বসিয়েছে ক্যামরা। অস্ত্র ও অস্ত্র তৈরীর সকল সরঞ্জামের ছবিও নিজের মোবাইলে সংরক্ষণ রেখেছে।'

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত চট্টগ্রাম শহরে ব্যবসা করেন, আর ব্যবসার আড়ালে অস্ত্র তৈরীসহ সরবরাহ এসব করেন। তার বিরুদ্ধে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Imran Hossain
4,534 Görünümler · 3 ay önce

চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি করেন।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।

এরপর ১৬ জুলাই চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিমের স্বরণে চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ জেলা ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেন জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সি যুগ্ম আহবায়ক মো. ফিরোজ, আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, এসএম নয়ন, রাশেদ উদ্দীন, শাহাদাত হোসেন, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য সোহান, রাসেল, সাগর, মহিন, মারুফ, জিসান, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক সাকিব, পটিয়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, জেলার বিভিন্ন কলেজের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে মাইনুল হাসান রকি, জাহেদ, এরশাদ আলম, হাশেম, ইমরান হোসেন তুষার, শোয়াইব, আশিক উল্লাহ, মিনহাজ, মিনহাজ উদ্দীন ইমন, সালমান এইচ রহমান, ইরফান, মাইনুদ্দীন হাসিব, সাইফুল, জসিম উদ্দীন, মুজিবুল হক সোহাগ, মো. মোর্শেদ, মিনহাজ, জাহেদ হাসান তারেকসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।

Imran Hossain
4,530 Görünümler · 3 ay önce

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুইটি জাহাজের পানির ধাক্কায় ভাঙছে উপকূলীয় এলাকার মসজিদ ও কবরস্থানসহ কোটি টাকার নির্মিত বেড়িবাঁধ। গত ২৫ জুন (বুধবার) জাহাজ দুটি সরিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিন ও স্থানীয়রা জানান, রায়পুর ইউনিয়নের উঠান মাঝি ঘাট এলাকায় গত ৩০ মে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুইটি জাহাজের পানির ধাক্কায় ভাঙছে উপকূলীয় এলাকার মসজিদ ও কবরস্থানসহ কোটি টাকার নির্মিত বেড়িবাঁধ। জাহাজ দুটি মসজিদ ঘেঁষা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। জাহাজের সৃষ্ট ঢেউয়ে মসজিদের দক্ষিণ ও পশ্চিম পাশের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। শতবছর পুরোনো কবর থেকে উঠে এসেছে দুটি লাশের কঙ্কাল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপকূলবাসীর। পরে লাশের কঙ্কাল গুলো অন্য একটি কবরস্থানে দাফন করেন স্থানীয়রা।

সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজ দুটি গত তিন বছরের বেশি সময় ধরে জব্দ রয়েছে। জাহাজ দুটি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় জোয়ার-ভাটার স্রোতে কখনো কুতুবদিয়া, কখনো মগনামাসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভেসে বেড়ায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, ‘জাহাজের কারণে উপকূলী বেড়িবাঁধ মারতœকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চিঠির মাধ্যমে বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অব্যহতি করেছি। এগুলো দ্রুত সরানোর জন্য স্থানীয় প্রশাসনেরও জরুরীভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, ‘এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো ধরণের সহযোগিতা চাইনি। জাহাজের কারণে স্থানীয় মসজিদ ও কবরস্থানসহ বাঁধ হুমকিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয়রা একাধিকবার বিষয়টি আমাকে জানিয়েছে।’ তিনি আরও বলেন, ‘জাহাজ সরানোর জন্য সবধরণের সহযোগিতা স্থানীয় প্রশাসন সবসময় করবে।’

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এ বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের চিঠি পেয়েছি। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’

Imran Hossain
5 Görünümler · 3 ay önce

⁣পারকির দিকে নজর নেই কারও, বাঁধ ভেঙে খাল সৈকতের চর

Imran Hossain
19,556 Görünümler · 3 ay önce

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে কোন বৈষম্য থাকবে না। রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার পারকিতে আনোয়ারা-কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এস্ কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে মানুষের ওপরে যে কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, বিএনপি তা বিশ্বাস করে না। আমরা জনগণের মতামত নিয়েই একটি মানবিক ও ন্যায়ের সমাজ গড়তে চাই।

তিনি বলেন, যারা গত ১৭ বছরে আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা নিয়েছে, ব্যবসা করেছে, তারা আর বিএনপির ছায়ায় থাকতে পারবে না। সদস্য নবায়ন ফরমে আদায়কারীর স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনুপ্রবেশকারীর নাম থাকলে তার দায় সংশ্লিষ্ট আদায়কারীকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আনোয়ারা-কর্ণফুলীকে নিয়ে আমার স্বপ্ন রয়েছে। বিশেষ করে আনোয়ারা উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সমুদ্র সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা। এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান থাকলেও এখনো বেশিরভাগ শিক্ষিত তরুণ বেকার, এই বেকার সমস্যা দূরীকরণে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সাগর উপকূল ঘিরে মাদকের যে কারবার , তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো. সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, যুবদল নেতা আলমগীর খান, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ।

Imran Hossain
8 Görünümler · 3 ay önce

চট্টগ্রামের আনোয়ারায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আবদুচ ছোবাহান, বিশেষ অতিথি চট্টগ্রাম অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং আবু কাউসার মোহাম্মদ সরোয়ার, স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী।

বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকববৃদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Imran Hossain
23 Görünümler · 4 ay önce

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবীতে আবারও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

রোববার বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মইজ্জ্যেরটেক এলাকায় গিয়ে শেষ হয়৷

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, বাংলাদেশ জামায়াত ইসলামীর ওয়ার্ডের সভাপতি ফরহাদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ জাবেদ, দেলোয়ার হোসেন মুন্না, বাহারুল বাহার, মোহাম্মদ রুবেল, ফয়সাল, আমজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা অপুসহ স্থানীয়রা।

উল্লেখ, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়।

এটি প্রকাশ হওয়ার পরই শুক্রবার (৬ জুন) বিকেলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুলিয়ে দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছে। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও দাবী করেন তারা। দ্রুত অপসারণ না করলে স্থানীয় এলাকাবাসী কঠোর বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেন।

Imran Hossain
22 Görünümler · 4 ay önce

সরকারের নির্দেশনাকে বৃদ্ধা আঙুল দেখিয়ে চট্টগ্রামের কর্ণফুলীর মহাসড়কে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকায় বৃহস্পতিবার বিকেলে কোরবানির পশুর হাট বসানো হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার চলাচলকারী যাত্রীসাধারণের।


সরেজমিনে দেখা গেছে, বড়উঠান ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেট, কেইপিজেডের গেটসহ চট্টগ্রাম-কক্সবাজার, কর্ণফুলী টানেল সড়কের বিভিন্ন স্থানে বসেছে বৃহৎ পশুর হাট।


গরু-ছাগল নিয়ে সড়কের ওপর কেনাবেচা শুরু করায় এ সড়ক দিয়ে সব ধরনের যানচলাচলে ব্যাঘাত ঘটছে। ক্রেতা বিক্রেতার ভিড়ের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলের পর থেকেই হাটে ক্রেতা-বিক্রেতার ভিড় জমতে থাকে।

Imran Hossain
18 Görünümler · 4 ay önce

২০১৯ সালে ঘূর্ণিঝড় ‘ফনি’ সময়ে জন্ম নেওয়ায় শখ করে গরুর নাম রাখা হয়েছে ফনি। শান্ত স্বভাব আর চঞ্চল গরুটির মালিক বরিশাল জেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আবদুল সালাম বেপারি।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যেরটেক পশুর হাটে ৩৫ মন ওজনের গরুটি নিয়ে এসেছেন তিনি। আবদুল সালাম বেপারী ফনি'র দাম হাঁকছেন ১০ লাখ টাকা।

তবে এ হাটে ১ লাখ টাকায় ৫ হাজার টাকা হাসিল আদায়ে অনেকটায় ক্রেতা শূণ্য হাট। ঈদের আর দুইদিন বাকি থাকলেও ঐতিহ্যবাহী এই হাটে নেই ক্রেতার দেখা। অনেক বেপারি অসল সময় পার করছেন ক্রেতার অপেক্ষায়। এমনটায় বলছেন দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসা বেপারিরা।

বেপারি আবদুল সালাম বেপারী বলেন, তিনি ছয় বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি পালন করে বড় করেছেন। স্বভাবে শান্ত প্রকৃতি ও ঘূর্ণিঝড় ‘ফনি’ সময়ে জন্ম নেওয়ায় শখ করে গরুর নাম রাখা হয়েছে ফনি। হাটে তুললে গরুটি দেখতে মানুষ ভিড় করছেন। সেই সঙ্গে দূরদূরান্ত থেকেও ক্রেতারা আসছেন। এখনও পর্যন্ত কোনো ক্রেতা আসেনি কিনার জন্য। ১০ লাখ হাঁকানো হয়েছে। তবে ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি হবে বলে আশা করছি।

সরেজমিনে দেখা যায়, নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ফনি নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। গরুটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং উচ্চতা ৬ ফুট। বদনজর থেকে বাঁচাতে কপালে দিয়েছেন কালো টিপ। ফনিকে ঘাস বাদ দিয়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খাওয়াতে হয় বলেও জানান তারা।

গরুটি দেখাশুনা করছেন তার ছেলে শফিকুল ইসলাম। তিনি বলেন, গরুটি স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায় তবে বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাবার খাওয়াচ্ছি। যত্ন করে লালন পালন করা হয়েছে। সবসময় এটা ফ্যানের নিচে থাকে। রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় এবং প্রতিদিন দুই বেলা গোসল করাতে হয়।

Daha fazla göster