close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঝড়ের কবলে দুবাইয়ে জাহাজ আনোয়ারার কুলে

33 Visualizações· 30/05/25
Imran Hossain
Imran Hossain
2 Assinantes
2
Dentro Nacional

ঘূর্ণিঝড় শক্তির প্রচন্ড টেউয়ে বঙ্গোপসাগরের কয়লা বোঝায় নাভিমার-৩ লাইটার জাহাজ ও মারমেইড-৩ কার্গো তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রভাবে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুইটি জাহাজ কুলে এসে আটকে যায়।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণে নেন বলে জানিয়েছে জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজ গুলো দেখতে ভীড় জমান স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতে দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।

Mostre mais

 0 Comentários sort   Ordenar por