গত এক মাস ধরে ফেরদৌসের খোঁজ পাইনি ; ঋতুপর্ণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার পদত্যাগের পর সংসদ ভেঙে দেওয়া হয়। হাসিনার দেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী-এমপি, নেতাকর্মীরা পালানোর চেষ্টা করেন বা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে ঢাকা-১০ আসনের সাবেক এমপি এবং চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদও রয়েছেন।
শেখ হাসিনা ভারতে যাওয়ার পর ফেরদৌসের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঢাকাই সিনেমার এই নায়কের ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশে পা রাখলেই ফেরদৌসের বাড়িতে ঘুরতে যেতেন ঋতুপর্ণা। কিন্তু আওয়ামী লীগের পতনের পর গত এক মাসে ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।
ঋতুপর্ণা বলেন, “গত এক মাস ধরে ফেরদৌসের খোঁজ পাইনি। তার হোয়াটসঅ্যাপ নম্বরও বন্ধ পাচ্ছি। প্রত্যেকের রাজনৈতিক মতামত বা সমর্থন থাকতে পারে, ফেরদৌসও আওয়ামী লীগকে সমর্থন করেছে এবং সংসদ সদস্য ছিল। আমি জানার চেষ্টা করেছি সে এখন কেমন আছে, কোথায় আছে। কেউ যদি আমাকে জানাতে পারেন, চিন্তামুক্ত হতাম। ওর জন্য খুব কষ্ট পাচ্ছি।”