আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২৫ ০৪:০৪পি এম
অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে রিট খারিজ: হাইকোর্টের রায়ে বৈধতার নতুন দৃষ্টান্ত
আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের রেফারেন্স ও মতামত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রিটের শুনানিতে অংশ নেন তিনিসহ আইনজীবী এস এম মনিরুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
আদেশের পর অনীক আর হক জানান, “এই রিট মেলিশিয়াস প্রসিকিউশন হিসেবে খারিজ করা হয়েছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার আবারও বৈধতার স্বীকৃতি পেল।”
রিটকারী পক্ষের মতে, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা না থাকায় রেফারেন্স পাঠানো অবৈধ। তাদের যুক্তি, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে রেফারেন্স পাঠানোর আগে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া বাধ্যতামূলক।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন জানান, রেফারেন্স প্রক্রিয়ায় যথাযথ নোটিশ দেওয়া হয়েছিল এবং অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নেন।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রেফারেন্স পাঠান। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়।
সুপ্রিম কোর্টের মতামতে বলা হয়, সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতি জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। এই সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত হওয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আরও সুদৃঢ় হলো।
রিটকারী পক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।