বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১২/০১/২০২৫ ১০:২২এ এম

আজহারির বক্তব্যে নতুন বার্তা: 'সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি'

আজহারির বক্তব্যে নতুন বার্তা: 'সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি'
সিলেট, শনিবার (১১ জানুয়ারি): বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি সম্প্রতি সিলেটের এমসি কলেজ মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে একাধিক বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। বিশেষ করে তার কিছু বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তা নিয়েও তিনি সরাসরি কথা বলেন।

আজহারি বলেন, “বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যেকোনো সমস্যা বা অসঙ্গতি নিয়ে কথা বলার অধিকার আমার আছে। এজন্য আমাকে রাজনীতিতে নামতে হবে, এমন দাবি ঠিক নয়।”

বিএনপির মন্তব্য প্রসঙ্গে আজহারি
তার সাম্প্রতিক বক্তব্যে দেশকে ইসলামের আলোকে পরিচালনার আহ্বান জানানো হয়। তিনি বলেন, “ইসলামের আলোকে দেশ গড়তে হবে। কোনো জঙ্গিবাদ বা সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। গত ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, অথচ আমাদের দেশ লুটপাটের জালে বন্দি। কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের এগোতে হবে।”

এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু মন্তব্য করেন, যদি আজহারি রাজনীতিতে সক্রিয় হতে চান, তবে তাকে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া উচিত।

এর জবাবে আজহারি মাহফিলে বলেন, “কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে আমি কথা বলিনি। আমার বক্তব্য সাধারণ ছিল, কিন্তু বিএনপি নেতারা সেটি নিজেদের গায়ে মাখার মাধ্যমে ভুল বার্তা দিয়েছেন। সাধারণ মানুষের কাছে এটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, যা কারো জন্যই ভালো নয়।”

রাজনীতিতে সক্রিয় না হওয়ার ঘোষণা
আজহারি আরও বলেন, “আমি একজন আলেম এবং একজন সাধারণ নাগরিক। দেশের যেকোনো সমস্যা নিয়ে কথা বলা আমার অধিকার। আমি গতানুগতিক রাজনীতির অংশ হতে চাই না। বরং দেশের দলগুলোকে তাদের দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত হওয়ার আহ্বান জানাই।”

তিনি জানান, দেশের নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলেরই এখন নিজেদের ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, “আমাদের নতুন শপথ নিতে হবে যে, দেশে আর কোনো চাঁদাবাজি, দখলবাজি বা দুর্নীতি হবে না।”

তিন দিনের মাহফিলের সমাপ্তি
সিলেটের আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন ছিল শনিবার। রাত আটটায় মাহফিলে তাফসির পেশ করেন আজহারি।

তার বক্তব্যে সিলেটের সাধারণ মানুষ ছাড়াও সারাদেশ থেকে আগত মুসল্লিদের মাঝে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়। মাহফিল শেষে তিনি সকলের জন্য দোয়া করেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ