বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১১/০১/২০২৫ ০২:১৭পি এম

নির্বাচনই সব সংকটের সমাধান: মির্জা ফখরুল

নির্বাচনই সব সংকটের সমাধান: মির্জা ফখরুল
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন চাই। কারণ, নির্বাচনই পারে দেশের সব সংকট দূর করতে।”

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংকট ও ঐক্যের বার্তা
মির্জা ফখরুল বলেন, “আমরা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। এখন নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। তবে এ স্বপ্ন যাতে ভঙ্গ না হয়, তার জন্য আমাদের ঐক্য ধরে রাখতে হবে। ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। আমাদের ভেতরে কোনো বিভেদ নেই। যদিও আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে, তারা সফল হবে না। আমরা এগিয়ে যাব, কিন্তু ধৈর্য ধরতে হবে। হঠকারী সিদ্ধান্তে না গিয়ে সঠিক পথে এগোতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। গুম হয়েছে ৭০০ জন এবং নিহত হয়েছে প্রায় ২০ হাজার। তবুও আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়ার স্বপ্ন দেখি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই স্বপ্ন পূরণের আহ্বান জানাই।”

নতুন নেতৃত্বে এবি পার্টি
এদিন এবি পার্টির প্রথম কেন্দ্রীয় সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। পার্টির চেয়ারম্যান হিসেবে মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচিত হন। তারা আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন।

মির্জা ফখরুল তাঁর বক্তব্যে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তাঁর মতে, নির্বাচনই পারে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার সমাধান করতে এবং জনগণের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ