আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ৩১/১২/২০২৪ ১২:৪৮পি এম
ফেনীতে আন্তর্জাতিক কিরাত সম্মেলন: কোরআনের তেলাওয়াতের মেলবন্ধনে লাখো মানুষের মিলনমেলা
ফেনীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। পবিত্র কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিখ্যাত কারীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন, যারা তাদের অপূর্ব কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন।
সম্মেলনটি শহরের কেন্দ্রীয় ময়দানে আয়োজন করা হয়, যেখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। সম্মেলনে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। তারা ইসলামিক ঐক্য ও পবিত্র কোরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনের আয়োজকরা জানান, এই ধরনের অনুষ্ঠান ধর্মীয় শিক্ষার প্রচার ও মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফেনীর এই আন্তর্জাতিক কিরাত সম্মেলন একটি চিরস্মরণীয় আয়োজন হয়ে থাকবে বলে উপস্থিত সকলে মনে করেন।