আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২২/১২/২০২৪ ০৬:৪৯পি এম
শিক্ষক নিয়োগে অনিয়ম: বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ধ্বংসের পথে
শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘমেয়াদে পঙ্গু হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন ২০২৪’-এ বক্তব্য রাখার সময় এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি এবং ছাত্ররাজনীতির নামে ক্ষমতার প্রদর্শন বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রযাত্রা ব্যাহত করছে। তবে সবচেয়ে গুরুতর সমস্যা হয়েছে গত দেড় দশকে। এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিকভাবে পঙ্গু হওয়ার দিকে ধাবিত হচ্ছে।”
দেশের মেধা পাচার বন্ধে পদক্ষেপের আহ্বান
ড. ওয়াহিদউদ্দিন আরও বলেন, “উচ্চ মাধ্যমিক শেষ করার পর অনেক শিক্ষার্থী দেশের বাইরে চলে যাচ্ছেন। আমাদের সময় এটি খুবই সীমিত ছিল। এখন এটি বন্ধ করা জরুরি। এ জন্য আমাদের উচ্চশিক্ষার মান উন্নত করতে হবে। দেশের মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখতে উচ্চশিক্ষায় বিশ্বমানের পরিবেশ তৈরি করতে হবে।”
দুর্বৃত্তায়নের অবসান প্রয়োজন
উপদেষ্টা শিক্ষাঙ্গনের সংকটগুলো নিয়ে কড়া সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী সময়ে দেশের শিক্ষাঙ্গনে দুর্বৃত্তায়ন ঘটেছে। বিশেষত শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং অদক্ষতার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। আমরা এসব সংকট মোকাবিলায় কাজ করছি। এজন্য উপাচার্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের নিয়োগে যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হচ্ছে।”
রিভার্স ব্রেইন ড্রেনের সুযোগ
দেশের বাইরে থাকা মেধাবী শিক্ষক এবং গবেষকদের ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করে ড. মাহমুদ বলেন, “এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বড় সুযোগ। যদি তারা শিক্ষার মান এবং গবেষণায় ভালো কাজ করতে পারে, তবে বিদেশে থাকা মেধাবীরা দেশে ফিরে আসবেন। একে বলা যায় রিভার্স ব্রেইন ড্রেন। দেশের শিক্ষার মানোন্নয়নে এটি একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যে উঠে আসা এসব বিষয় দেশের শিক্ষাখাতের চিত্র এবং সম্ভাবনার নতুন দিক নির্দেশ করছে। তবে এসব সংকট মোকাবিলা এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবমুখী পদক্ষেপ।