close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Seneste videoer

Alamin hosen suvo
15 Visninger · 4 måneder siden

⁣সাভার ব্যাংক কলোনী সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে শাহিন নামের এক যুবককে গুলি করে হত্যা করে রাত ৯ টা ৩০ মিনিটে।

a m abdul wadud
36 Visninger · 4 måneder siden

শেরপুর জেলার ডিসি উদ্যানে বইপ্রেমীদের জন্য চালু হয়েছে ব্যতিক্রমধর্মী এক পাঠাভ্যাসমূলক কর্মসূচি — ‘সাইলেন্ট বুক রিডিং’।
তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে রাখতে এবং বইপড়ায় আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নিয়েছে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।

প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যে কেউ এই পাঠচক্রে অংশ নিতে পারছেন।
অংশগ্রহণকারীরা নিরিবিলি পরিবেশে নিজেদের পছন্দের বই নিয়ে বসে পড়তে পারেন ডিসি উদ্যানের মুক্ত বাতাসে।
বর্তমানে তাদের সংগ্রহে ৪০০টিরও বেশি বই রয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ের খ্যাতনামা লেখকসহ শেরপুরের স্থানীয় লেখকদের বই।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পাঠাভ্যাসে ফিরিয়ে আনবে এবং শেরপুরের সাহিত্য-সংস্কৃতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।

রিপোর্টঃএ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর।

Juwel Hossain
7 Visninger · 4 måneder siden

⁣সিরাজগঞ্জে মেরিন ইন্সটিটিউটের ফুল সাট ডাউন কর্মসূচি

Ranajit Barman
3 Visninger · 4 måneder siden

⁣শ্যামনগরে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শিশুদের জন্য গণমাধ্যম সচেতনতা ও সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
১৬-১৭ মে সাতক্ষীরার শ্যামনগর একশন এইডের প্রজক্টে অফিসে দুইদিন ব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল শিশু সাংবাদিক দলের সদস্য ১৮ জন শিশু অংশ গ্রহণ করেন।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য প্রদান করেন এলআরপি কো-অর্ডিনেটর আব্দুলকাইয়ূম ।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন এবং প্রশিক্ষণ সেশনটি সঞ্চালনা করেন একশনএইড-এর স্পন্সরশীপ ও নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস।
প্রশিক্ষণে সংবাদ ও সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ লেখার কৌশল, শিশুরা কিভাবে সাংবাদিক হতে পারে, ফিচার ও সাক্ষাৎকার লেখার পদ্ধতি, ছবি ও ভিডিও সাংবাদিকতার মৌলিক কৌশল, এবং টেলিভিশন ও নতুন মিডিয়ার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয় ।

Imran Hossain
8 Visninger · 4 måneder siden

অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চট্টগ্রামের কর্ণফুলীর সাম্পান মাঝিরা গত বন্যায় অসাধারণ ভূমিকা রেখেছেন। কর্ণফুলীর কথা ভাবলেই সাম্পানের কথা আসবে। রাষ্ট্রের চোঁখে ধরা না পড়াটায় দুঃখের। সারাদেশে নববর্ষের উৎসব হয়, আগামী নববর্ষেও কর্ণফুলীর সাম্পান বাইচ থাকবে।’

ঐতিহ্যবাহী সাম্পান বাইচকে জাতীয় ইভেন্ট হিসেবে ঘোষণা করে তিনি বলেন, ‘আগামী বছর থেকে এই আয়োজনের অংশীজন হবে সংস্কৃতি মন্ত্রণালয়। ২০২৪ সালে বন্যাতে ফেনীসহ বিভিন্ন এলাকা প্লাবিত হলে শতশত সাস্পান মাঝি উদ্ধার তৎপরতায় এগিয়ে এসে লাখ বানবাসী মানুষকে উদ্ধার করে। সত্যিই প্রশংসার দাবীদার মাঝিরা। এছাড়াও অনেক গুলো জায়গা অবৈধভাবে দখলের কথা বলা হয়েছে। এগুলোর বিষয়ে পরিবেশ ও নৌ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব উদ্ধারের ব্যাপারে।’

সোমবার (১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর পুরাতন ব্রিজঘাট খেয়া পারাপার ঘাটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় খেয়াপারাপারের ঘাট ইজারা প্রদানে সাম্পান মাঝিদের চট্টগ্রাম সিটি করপোরেশনের অগ্রাধিকার প্রদান, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ এবং কর্ণফুলী নদী দখলের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ও সাম্পান খেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আব্বাস, প্রধান বক্তা ডায়মন্ড সিমেন্টের উপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী, স্বাগত বক্তব্য রাখেন মির্জা ইসমাইল, বক্তব্য রাখেন আলীউর রহমান, সাঈদ খান সাগর, বেসরকারি কারা পরিদর্শক জুবায়ের আলম মানিক।

Imran Hossain
8 Visninger · 4 måneder siden

কর্ণফুলীতে ⁣অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন...

Rabiul Alam
6 Visninger · 4 måneder siden

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


বিএনপির রাজনীতি চলে আওয়ামীলীগের টাকা দিয়ে এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ'র এমন বক্তব্যর প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহরের দাবী জানিয়েছেন বিএনপি।
সোমবার (১৯ মে) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপি'র রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে'। হাসনাত আব্দুল্লাহ'র বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি'র কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোন অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবেনা।
কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পরিষদের সদস্য সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ অন্যরা।

Mohammad Fakrul Moula
20 Visninger · 4 måneder siden

⁣মাঝপথে ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে যায়…
প্লেন রেখে চাকা পড়ে যায়…
জনগণ রেখে সরকার ভেগে যায়…
মুসুল্লি রেখে বায়তুল মোকাররমের খতিব ভেগে যায়…

এই ব্যঙ্গ আর রম্য কবিতার পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা। একটি জাতি যখন তার সর্বোচ্চ প্রত্যাশার জায়গা থেকে বারবার হতাশ হয়, তখন তারা এভাবেই ব্যথাকে ব্যঙ্গ করে বলে ফেলে। বাংলাদেশ এখন সেই রেলবগির মতো, যেখানে ইঞ্জিন কবে যে চলেছে, কেউ টেরই পায়নি।

একসময় যারা রাজনীতি করত মানুষের জন্য, আজ তারা ব্যস্ত নিজেকে রক্ষা করতে, নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। এখনকার শাসন যেন এক নিঃশ্বাসে বলে—“তোমরা থাকো, আমরা চলি!” আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে, কিছু উন্নয়ন হয়েছে—তাতে সন্দেহ নেই। কিন্তু সেই উন্নয়নের নিচে চাপা পড়েছে হাজারো গুম, খুন, নিখোঁজ আর অন্যায়ের পাহাড়।

Belhaj Badhon
14 Visninger · 4 måneder siden

গাজায় গণহত্যার প্রতিবাদে বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল


ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’ -এই স্লোগানে সোমবার (১৯ মে) সকাল ১০টায় বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
হেযবুত তওহীদে উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা হেযবুত তওহীদের আমির আব্দুস সবুর খান।বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরগেটে এসে মানববন্ধনে মিলিত হয়।


এ সময় রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, গাজায় একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে।
তিনি বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা-মাজহাবে খণ্ড-বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের ওপরে দুর্গতি নেমে এলো।
মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরো বলেন, গাজার গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সবশেষে ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বব গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ সময় বক্তব্য দেন- হেযবুত তওহীদের রাজশাহীর বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ,নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা হেযবুত তওহীদের সহকারী আমির আব্দুস সালাম, বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম,
মানববন্ধনে উপস্থিত সকলের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। বিক্ষোভ মিছিল শেষে একটি মানববন্ধন করা হয়। এ সময় ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

a m abdul wadud
19 Visninger · 4 måneder siden

⁣শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বাড়াতে এবং স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।




১৯ মে সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়।
আইইডি এর ফেলো সুমন্ত বর্মনের সঞ্চালনায় এবং নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কীটস্ বক্স বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ।
এ সময় ট্রেনিংপ্রাপ্ত স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রি কাজে প্রশিক্ষণ শেষে ৫ জনকে কীটস্ বক্স বিতরণ করা হয়।

GK Shohag
14 Visninger · 4 måneder siden

⁣শীতলক্ষ্যা নদীতে ফের ট্রলার ডুবি

আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের টানবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

শাহরিয়ার মোরশেদ
71 Visninger · 4 måneder siden

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে সৌদি বাংলা ইনভেস্টমেন্ট নামে ভূয়া এনজিও খুলে গ্রাহকদের প্রায় ৮০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কর্মকর্তারা।

সুভাষ মজুমদার
13 Visninger · 4 måneder siden

⁣উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুত্তুলিকাতে জু-তার মালা পরিয়েছে ইশরাক সমর্থকরা

Rudra Biswas
20 Visninger · 4 måneder siden

⁣কুয়েটের অচলাবস্থা নিয়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যা জানালেন।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা

Rudra Biswas
20 Visninger · 4 måneder siden

⁣কুয়েটের অচলাবস্থা নিয়ে শিক্ষার্থীরা যা বললেন ...
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা।

Al Mamun Gazi
83 Visninger · 4 måneder siden

⁣খুলনায় বিশাল সমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদন: আল মামুন গাজী

খুলনা, ১৭ মে:
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে খুলনায় আজ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির তরুণ নেতা আসাদুজ্জামান জনি ও মাছুম হোসেন বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং উপজেলা থেকে শত শত নেতাকর্মী অংশ নেন।

সমাবেশস্থলে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়ক ও সমাবেশস্থল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে। সরকার সব ধরনের ভিন্নমত দমন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও আইনের শাসনের অভাবে সাধারণ মানুষ দিশেহারা। এমন বাস্তবতায় রাজপথই এখন জনগণের মুখপাত্র।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন একা বিএনপির নয়—এটি জনগণের আন্দোলন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম চলবে।”

আসাদুজ্জামান জনি বলেন, “আমরা কোনো গুজব বা ষড়যন্ত্রে নয়, সত্য ও ন্যায়ের পথে আন্দোলন করছি। দেশকে বাঁচাতে হলে এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে।”

মাছুম হোসেন বিশ্বাস বলেন, “খুলনা বিভাগের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই সমাবেশই আগামী দিনের আন্দোলনের ভিত্তি গড়ে দেবে।”

⁣সাতক্ষীরার কালীগঞ্জে ভুয়া স্বামী, স্ত্রী পরিচয়ে মোটা অংকের টাকার বিনিময়ে সিজারের মাধ্যমে গর্ভপাত, অবৈধ সন্তান দত্তকের নামে বিক্রিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে এ যাত্রায় রেহাই

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Rudra Biswas
19 Visninger · 4 måneder siden

⁣কঠোর নিরাপত্তায় বের হয়ে গেলেন অবরুদ্ধ সেনা কর্মকর্তারা।

Mohammad Fakrul Moula
35 Visninger · 4 måneder siden

⁣বর্তমান সমাজে অর্থনৈতিক অস্থিরতা ও পারিবারিক কলহের পিছনে যে সব কারণ কাজ করে, তার মধ্যে অনিয়ন্ত্রিত সুদের প্রভাব অন্যতম। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা আর্থিক সংকটে পড়ে উচ্চ সুদের ঋণের আশ্রয় নেয়, তারা দীর্ঘমেয়াদে মারাত্মক সমস্যায় পড়েন। এই অনিয়ন্ত্রিত সুদের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না, বরং তা সামগ্রিকভাবে সমাজের অগ্রগতি ও স্থিতিশীলতা ব্যাহত করে।

Badsha Alamgir
15 Visninger · 4 måneder siden

⁣আমি খেটে খাওয়া মানুষ। আমার কোন খোজ খবর নেইনা সরকার।

Sumon Hawlader
32 Visninger · 4 måneder siden

⁣ঢাকা গুলশানের রাস্তায় চলছিল একটি মোটরসাইকেল, তাতে চড়ে বসেছে তিনজন। অথচ তাদের মধ্যে দুজনের মাথায় নেই হেলমেট। এ দৃশ্য চোখে পড়তেই তাৎক্ষণিকভাবে বাইকটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। শুরু হয় কড়া জিজ্ঞাসাবাদ, নেওয়া হয় আইনগত ব্যবস্থা। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা কতটা কার্যকর হচ্ছে, দেখুন ভিডিওতে।

Rajesh Gour
24 Visninger · 4 måneder siden

⁣ডিগ্রী ৩য় বর্ষের ভর্তি ফি কমানোর দাবিতে দুর্গাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

Abdulmalek
8 Visninger · 4 måneder siden

⁣সেনাবাহিনীর গাড়ির নিচে চাকরিচ্যুত সেনা সদস্যদের আহজারি

Abdulmalek
12 Visninger · 4 måneder siden


Live: প্রেসক্লাবের সবশেষ পরিস্থিতি...

Mamun Sorder
1,539 Visninger · 4 måneder siden

⁣আসাদগেট থেকে ধানমন্ডি ৩২ হয়ে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় পার্টি অফিস অভিমুখে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ...

Akhi Islam
19 Visninger · 4 måneder siden

⁣বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ছে ছাত্রদল

Rajesh Gour
6 Visninger · 4 måneder siden

⁣সাম্য হত্যার বিচারের দাবিতে
দুর্গাপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

a m abdul wadud
23 Visninger · 4 måneder siden

⁣শেরপুরে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবুকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করাই আনন্দ মিছিল করেছে শেরপুর জেলা ছাত্রদল।

আজ দুপুরে শহরের চকপাঠক মহল্লা থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জাফর মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শহর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদর থানা যুবদলের আহবায়ক পারভেজ আহাম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।

Alamin hosen suvo
6 Visninger · 4 måneder siden

শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার দাবিতে মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের আন্দোলন

Abdullah Ibne Khalid
21 Visninger · 4 måneder siden

⁣কফিন মিছিল বাংলাদেশ ব্যাংকের সামনে


পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আজ ১৮ মে ২০২৫ বেলা ২.৩০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে কফিন মিছিল করে। মিছিলটি র আয়োজন করেন ক্যাপিটেল মার্কেট ইনভেস্টমেন্ট ফোরাম। এসময় তারা পুজিবাজারের নানা অনিয়মের কথা তুলে ধরে নিয়ন্তক সংস্থার প্রধান রাশেদ মাকছুদের পদত্যাগ দাবী করে মিছিল করেন। মিছিল কারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের পুরাতন স্টক এক্সচেঞ্জ অফিসের সামনে এসে জানাজা পরে শেষ করেন। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন ৭২ ঘন্টার মধ্যে রাশেদ মাকছুদের অপসারণ দাবী করেন।

Md Humayun
22 Visninger · 4 måneder siden

⁣নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পৌর সদরের আইথর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাতে পৌরসভার সেনবাড়ি মোড় এলাকায়, কান্দিউড়া ইউনিয়নের ব্রাম্মনজাত গ্রামের আজিজুল গং দের দাড়ালো অস্ত্রের
আঘাতে কালাম মারাত্মক আহত হয়। পরে আহত অবস্থায় কালাম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
কেন্দুয়া থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Badsha Alamgir
20 Visninger · 4 måneder siden

খেটে খাওয়া মানুষের মুখে বাস্তবমুখী এবং রাজনৈতিক মতামত।
সরকার তাদের কথা শুনে কিনা এবং কোন প্রতিনিধি তাদের খোজ খবর নেয় কিনা।

Nazmul Mia
10 Visninger · 4 måneder siden

সহযোগিতায় ঃ আজকের তারুণ্য (স্বেচ্ছাসেবী সংগঠন) ও রক্তসৈনিক স্বেচ্ছাসেবী সংগঠন।

Akhi Islam
36 Visninger · 4 måneder siden

⁣চাকরিচ্যুত সেনাসদস্যদের আ'ন্দোলনে পুলিশের বাধা

M A Eusuf Ali
8 Visninger · 4 måneder siden

⁣পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন
এম এ ইউসুফ আলী, পটুয়াখালী।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়ের প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ সালের বকেয়া বেতন ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকরা । শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের দাবি, কোরবানির ঈদের বোনাসসহ ৬ মাসের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বেতন বৃদ্ধিসহ রাজস্ব খাতে তাদের চাকরি করা হোক এই দাবি তোলেন তারা।মানববন্ধনে প্রায় এক হাজার শিক্ষকরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষকরা জানান, বিগত সাতটি পর্যায়ে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বকেয়া ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন।তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী ফিল্ড অফিসার মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান। ফিল্ড সুপারভাইজার,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ শফিউল্লাহ,মোঃ ওজায়ের হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।
৫ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের
৮৮ হাজার শিক্ষক-কর্মচারী। প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পান তাঁরা। সেটাও বন্ধ রয়েছে গত জানুয়ারি থেকে। এসব কেন্দ্রের শিক্ষকদের বেশির ভাগই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাই কঠিন হয়ে পড়েছে তাঁদের। পটুয়াখালীর জেলায় ১১হাজার ১শত ১০জন শিক্ষক রয়েছে।
তাদের পাঁচটি দাবী হলো
১, জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আযহার পূর্বে সকল বেতন ভাতা পরিষদ করতে হবে।
২. প্রকল্পে তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাদ্যভুক্ত করতে হবে।
৩. সপ্তম পর্যায়ে প্রকল্পের বিদ্যমান জনবল কে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায় প্রকল্পে হস্তান্তর করতে হবে।
৪. কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেল ভুক্ত করতে হবে।
৫. শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে।

Md Rakib
8 Visninger · 4 måneder siden

জমির জন্য চাচা মারলো ভাইর ছেলেকে

বরিশাল নগরীর ২৯ নং ওয়াড বাগিয়া এলাকায় জমি ভাগাভাগি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোং হাসান (২৫) তাক মারধর করে তার দুই চাচা শহীদ (৪০)ও সুমন (৩৫)
রাত ৯: ৩০ এর দিকে ভুক্তভোগী হাসান কে রাস্তায় একা পেয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে ডাক্তার জানান ভুক্তভোগী মাথায় ও গলায় গুরুতর আঘাত পায় এ ব্যাপারে ঘটনা স্থলে জিজ্ঞাসা বাদ করলে ভয়ে কেউ কিছু বলতে চায় না গোপোন সুএে জানা জায় তারা এলাকায় মাদোক ও বিসাল জুয়ার সাম্রাজ্য চালায় ,,

মুহাম্মাদ রাকিব
63 Visninger · 4 måneder siden

পটুয়াখালী কবরস্থান জঙ্গলে পরিনত হয়েছে। লতাপাতা এতটাই বেশি জন্মাইছে যে এখন ভিতরে ঢুকতে ভয় হয়। মৃত্যু ব্যক্তির নেইম-প্লেট লতাপাতার কারণে দেখা যাচ্ছে না। এতে সাপ বিচ্ছুর বসবাস করতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

Abdullah Ibne Khalid
17 Visninger · 4 måneder siden

⁣আওয়ামী লীগ দেশকে লুটপাটে পরিনত করেছিলো : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,‘গত আঠারো বছর যাবত ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী সরকার দেশকে ধ্বংস করেছে। তারা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। শুধু লুটপাটেই না তারা হত্যা করেছে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে। তাদের বিরুদ্ধে কথা বললেই গুম বা হত্যা করা হতো। তারা ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে। ধ্বংস করেছে এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে,।

শনিবার (১৭ মে) বিকালে দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও নিজ জন্মস্থান ডোমারে আগমন উপলক্ষে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণ সংবর্ধনা ও বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,‘আজকে সংস্কারের আওয়াজ উঠেছে। কিন্তু মনে রাখতে হবে সংস্কারের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগেই ৩১ দফার একটি সংস্কারের প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের বিএনপির চেয়ারম্যান আপনাদের সামনে সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে। শুধু সংস্কারের কথা বলে নির্বাচন বিঘ্নিত জনগন মেনে নিবে না।

তিনি বলেন আমরা এই সরকারকে যেভাবে সহযোগিতা করছি সেই সহযোগিতা দেশের আপামর জনগণও করছে। বিএনপির এই সংস্কারের প্রস্তাবকে সঙ্গে নিয়ে আরও অন্যান্য দলের যে সংস্কার প্রস্তাব আছে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সংক্ষিপ্ত করে দেশকে একটি গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে।’



নির্বাচনের ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান তিনি বলেন তিনি।

তিনি বলেন এই সরকার নাকি বৈষম্য দূর করছে। অথচ আমি তো নিজেই সরকারের বৈষম্যের শিকার। বৈষম্য তারা দূর করতে এখনো পারেনি। আমরা আশা করব যে সরকার আরো সিরিয়াস হবে বৈষম্য দূর করার ব্যাপারে। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে সকলকে নিয়ে জনগনের সকলের আকাঙ্ক্ষা যাতে প্রতিষ্ঠিত হয় সেই কারনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।


নিষিদ্ধ ঘোষিত একটি দলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন,‘ একটা দল আপনারা জানেন খুব অল্প দিন আগে তাদেরও সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। যতদিন পর্যন্ত বিচার শেষ না হয়। দলের অনেক নেতাকর্মী আছেন, অনেক সমর্থক আছে যারা হয়তো বা খারাপ না। তাদের নেতা কর্মী, তাদের সর্বোচ্চ লেভেলের যারা নেতা কর্মী ছিলেন তাদের খারাপ কর্মকান্ডের জন্য আজকে তারাও এই রাজনৈতিক কর্মকান্ড থেকে নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে আর কোন দল এরকম নিষিদ্ধ হোক এটা আমরা গণতান্ত্রিক ভাবে চাই না। আমরা চাই যে একটা গণতান্ত্রিক চর্চা, মানুষের অধিকার তারা প্র্যাকটিস করুক।’


নীলফামারী রংপুর অঞ্চলের মানুষ আমরা বহুদিন ধরে পিছিয়ে আছি। আমাদের দুর্ভাগ্য যে ওই নোয়াখালী ,কুমিল্লা , ঢাকার মানুষরা উন্নত হয়। তাদের বাচ্চারা দেখা যায় যে বড় হয়ে বড় বড় চাকরি পায় আর আমাদের বাচ্চারা এখানে পড়ে থাকে। আমাদের এখানে বড় বড় হাসপাতাল নাই কেন। বিশ্ববিদ্যালয় নাই কেনো। বাংলাদেশের বেশিরভাগ জেলায় এখন বড় বড় বিশ্ববিদ্যালয় আছে। আমাদের কি অধিকার নাই । এটা আদায় করতে হলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

গণ-সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন ও পৌর সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক ছাত্রদল সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ ও জেলা যুবদলের সম্পাদক শাহাদাত হোসেন বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির প্রতিটি ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুল ও সম্মাননা স্বারক দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বিএনপির জনসভা ও তুহিনকে এক নজর দেখার জন্য বিকাল তিনটার মধ্যেই ডোমার হাইস্কুল মাঠটি জন সমুদ্র পরিনত হয়। তুহিন মাঠে প্রবেশ করার সাথে সাথেই দলের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে জনসভাকে প্রানবন্ত করে রাখে। হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পরেন তিনি। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তিনি। এ সময় তার সহধর্মিণী তার পাশে ছিল।

মোঃআব্দুল্লাহ ইবনে খালিদ

ডোমার -নীলফামারীর

১৭/০৫/২৫

Munir Hasan
7 Visninger · 4 måneder siden

⁣গাইবান্ধায় ওয়ার্ল্ড ভিশন সদস্যদের মাঝে সোলার প্যানেল বিতারণ।

Sumon Hawlader
28 Visninger · 4 måneder siden

⁣চলন্ত রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালক-যাত্রী উভয়ই পড়ছেন বিপাকে।

Aminul Islam
25 Visninger · 4 måneder siden

⁣ট্রাকটরের মালিক জান্টুর জীবনের শেষ সম্পদ টুকুতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এমন ঘটনায় অসহায় হয়ে পরছে ঝান্টু ও তার পরিবার। চেয়েছেন আইনের সহায়তা দাবী করছেন দুর্বৃত্তদের সুষ্ঠ বিচার।

বৃহস্পতিবার রাতে ভোলা সদর দৌলতখান উপজেলা চর খলিফা ৫নং ওয়ার্ডে শিকদার বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।
জানা যায়,বৃহস্পতিবার জান্টু জমির কাজ শেষ করে ট্রাকটি তার বাড়ির দরজায় রাখেন।
রাতের অন্ধকারে শব্দ শুনতে যে কে বা কারা যেন তার ট্রাকে আগুন লাগাচ্ছে। জান্টুর চিৎকার এবং ছুটে আসার শব্দ পেয়ে দুর্বৃত্তরা তৎক্ষণাৎ পালিয়ে যায়।
জান্টু বলেন, গতমাসে আমি প্রতিবেশি মাকসুদের চালক কে ,আমার গাড়ি চালানোর সুযোগ দেওয়ার কারণে, মাকসুদ ক্ষিপ্ত হয়ে একাধিকবার আমার সাথে ঝগড়াঝাটি করে, আমার ধারণা মাকসুদই আমার গাড়িতে আগুন লাগিয়েছে।

এবিষয়ে জান্টু বাদি হয়ে দৌলতখান থানায় মাকসুদের বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করেন। এমন ঘটনায় তিব্র নিন্দা প্রকাশ করেন এলাকাবাসীও।

Sumon Hawlader
23 Visninger · 4 måneder siden

⁣একই প্রযুক্তির যান হলেও কিছু যানবাহনকে আটক, কিছুকে ছেড়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালকদের প্রশ্ন—দুর্নীতি ছাড়া এমন বৈষম্য হয় কীভাবে?

Abdulmalek
7 Visninger · 4 måneder siden

⁣গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কদমতলী থানার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর

⁣সাতক্ষীরায় মাছ ও মুরগির সমন্বিত ঘেরের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার অন্ত্বঃস্বত্বা স্ত্রীকে গণধর্ষণ, টাকা ও সোনার গহনা লুট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ।

Juwel Hossain
2 Visninger · 4 måneder siden

⁣আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রাকৃতিক খাদ্য ও দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা গরু বাজারজাত শুরু করেছে সিরাজগঞ্জের খ্যাতনামা প্রতিষ্ঠান খান এগ্রো ফার্ম। কোনো ধরনের কৃত্রিম হরমোন কিংবা ক্ষতিকর রাসায়নিক উপাদান ছাড়াই খামারে পশু পালন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পশুগুলোকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, চালের কুড়া, গমের ভুষি, খৈল, ডালের গুঁড়া এবং ভাতসহ বিভিন্ন প্রাকৃতিক ও পুষ্টিকর খাদ্য। প্রতিটি গরুর পরিচর্যায় রয়েছে প্রশিক্ষিত কর্মীবাহিনী। সময়মতো ভ্যাকসিন ও চিকিৎসাসেবাও নিশ্চিত করা হয়েছে।

খামারটির ব্যবস্থাপক নাজমুল ইসলাম খান বলেন, “আমরা পশুগুলোকে সন্তানতুল্য মনে করে লালন-পালন করি। সুস্থ, সবল এবং নিরাপদ পশু সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য।”

ইতোমধ্যে ফার্মের ফেসবুক পেজে গরুর ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। গরু দেখার ও কেনার জন্য অনলাইনের পাশাপাশি সরাসরি খামারে যাওয়ার সুযোগও রাখা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের কোরবানির জন্য জেলায় প্রায় ১ লাখ ৮৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পশু প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে।

খাঁন এগ্রো ফার্মের এই উদ্যোগ স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পশুপালনের একটি ভালো উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছে। ক্রেতাদের কাছে নিরাপদ কোরবানির পশু পৌঁছে দিতে তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যাপক প্রশংসার দাবি রাখে।

Rudra Biswas
30 Visninger · 4 måneder siden

⁣খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া সিএনজি এবং তেলের গাড়ির সাথে মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ এবং আহত ৭ জন। গুরুতর ৫ জনকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং দুজনকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

Salahuddin Ahmed
63 Visninger · 4 måneder siden

স্টাফ রিপোর্টার > ঈদের আগে ৫ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে আজ ১৭ মে শনিবার দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারি শিক্ষক কেয়ারটেকারসহ সংশ্লিষ্টরা। দাবি পুরন করা না হলে আগামী সোমবার ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার বাসভবন ঘেরাওসহ ঢাকা অচলের ঘোষনা দিয়েছেন সংগঠনের নেতারা। প্রকল্পে কর্মরত ৭৩ হাজার শিক্ষকসহ সংশ্লিষ্ট ৮৪ হাজার কর্মী ওই কর্মসূচি বাস্তবায়নে ঢাকায় মার্চ করবেন বলে হুমকি দিয়েছেন তারা।

Abdullah Ibne Khalid
24 Visninger · 4 måneder siden

⁣শনিবারে ও কর্মব্যস্ত নগরী।


সরকার ঈদুল আজহার পরবর্তী ১১ ও ১২ জুন সাধারণ ছুটি ঘোষণা করে যাতে ঈদ যাত্রা নিরাপদ ও আরামদায়ক হয়। এর ধারাবাহিকতায় ক্ষতি পুষিয়ে নিতে ১৭ ও ২৪ মে ২০২৫ সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বীমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। আজ শনিবার রাজধানীর মতিঝিলে গিয়ে দেখা যায় সকলে নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত।

মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ, ঢাকা।

Abdulmalek
23 Visninger · 4 måneder siden

⁣মেলোনিকে হাঁটু গেড়ে স্বাগত জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী



⁣আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিরানায় গিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনে আগত অতিথিদের জন্য আয়োজিত লাল গালিচায় মেলোনি পা রাখতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। তাকে স্বাগত জানাতে অভিনব এক কৌশল অবলম্বন করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি যখন লার গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে তাকে স্বাগত জানান এডি রামা।


এছাড়া রামা মেলোনির উদ্দেশ্যে তার হাত দুটিকে অনেকটা ‘নমস্কার’ জানানো ভঙ্গিতে রাখেন। মেলোনি এই দৃশ্য দেখে হেসে ফেলেন এবং পরে রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। রামা তাকে ‘আমার ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন।

Md Siyam
27 Visninger · 4 måneder siden

নাটোরের বড়াইগ্রামের সনামধন্য রাজাপুর ডিগ্রি অনার্স কলেজের শিক্ষার্থীরা আনন্দিত শনিবার ক্লাস করতে পেরে। তারা বলে ঈদের ছুটির পরে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাসে পাঠদান চালু হোক।

Abdullah Ibne Khalid
7 Visninger · 4 måneder siden

⁣ডোমার-ডিমলায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।


নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির হোসেন মিলন ও অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, “আগে টাকা পরে বিদ্যুৎ”—এই পদ্ধতির প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তারা বলেন, যারা ইতোমধ্যে এই মিটার ব্যবহার করছেন, তারাও এটি গলার কাঁটা হিসেবে দেখছেন। বক্তারা দাবি করেন, প্রি-পেইড মিটার প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে কৃষকরা অগ্রিম টাকা দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।



বক্তারা আরও বলেন, “জনগণকে না জানিয়ে প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত গণবিরোধী এবং এটি ডিজিটাল চুরির একটি নতুন কৌশল। জনগণের পকেট কেটে সরকার ঋণের বোঝা কমাতে এই ফাঁদ পেতেছে।”



সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।



এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ডোমার ও ডিমলাসহ পুরো জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ।

নীলফামারী

১৫/০৫/২৫

Abdullah al Mamun
16 Visninger · 4 måneder siden


প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি,


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. হারুনুর রশিদ ও শহিদ উল্যাহ খোকন। সভার সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, হাজারীহাট স্কুল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদী বাবু, ফরিদ উদ্দিন রাশেদসহ অনেকে।

বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল ভিত্তি। তাদের মর্যাদা ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তারা আরও বলেন, "একটি শিক্ষাবান্ধব সমাজ গড়তে হলে শিক্ষক সমাজের ঐক্য ও সচেতনতা জোরদার করতে হবে। দলীয় বিভাজন পেরিয়ে সবাইকে পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায় নুরুল আলম শিকদার বলেন, বিদ্যালয়গুলোতে যে হারে দুর্নীতি বেড়েই চলেছে, কিছু বললেই তো দোষ। উচ্চ বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, এখানে এমন ভাবে দুর্নীতি করা হয়েছে তা বললেই বিশ্বাস করবেন না। আয় ও ব্যায়ের যে হিসাব দেখানো হয়েছে তার কোন অস্তিত্ব নেই। দুর্নীতি করারও তো একটা সীমা আছে। যে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে। উপজেলা প্রশাসনকে এসব বিদ্যালয়গুলোকে খতিয়ে দেখা দরকার। আর স্কাউট ভুবনের আয় এবং ব্যয় এর তদারকি করা দরকার প্রশাসনের।

সাধারণ সভার শেষাংশে বিগত কমিটির কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

GK Shohag
67 Visninger · 4 måneder siden

⁣এখন রাত তিনটা, ⁣মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ডিওএইচএসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। কিন্তু কেন?
শুনুন তার কাছ থেকেই...

Salahuddin Ahmed
65 Visninger · 4 måneder siden

স্টাফ রিপোর্টার > দিনাজপুরে কোতয়ালী থানা ঘেরাও এবং সড়ক সমুহ অবরোধ করেই পুলিশের কাছ থেকে পরিবহন শ্রমিক নেতা শাহ আলম এবং বাদলকে নিঃশত মুক্তির পরই অবরোধ প্রত্যাহার করেছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিকরা। সড়ক দুঘর্টনার জের ধরে সৃষ্ট অপ্রীতির ঘটনায় ওই দুই শ্রমিককে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ।

Rabiul Alam
26 Visninger · 4 måneder siden

⁣আওয়ামী লীগের টাকায় বিএনপিসহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে: কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

MD JAHANGIR ALAM
18 Visninger · 4 måneder siden

⁣কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বাজিতপুরে ছাত্রদলের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Imran Hossain
5 Visninger · 4 måneder siden

⁣গুইসাপ খাওয়ার জন্য হ*ত্যা করে বস্তায় নিয়ে যাচ্ছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।

একসময় বাংলাদেশের বনজঙ্গল, ঝোপঝাড় ও কৃষি জমিতে প্রায়ই গুইসাপের দেখা মিলতো। কিন্তু এখন তেমন একটা দেখা যায় না৷ আজকাল এই নিরীহ উপকারী প্রাণীটি বিভিন্ন কারণে আমাদের চারপাশের পরিবেশ থেকে হারিয়ে যাওয়ার পথে।

নিরীহ এই প্রাণীটি বিলুপ্তির জন্য দায়ী মূলত মানুষই। গুইসাপ আমাদের তেমন একটা ক্ষতি করে না। বেশিরভাগই উপকার করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রাণীটির অবদান সবচেয়ে বেশি। এটা আমাদের চারপাশের বিষধর সাপ খেয়ে আমাদের এদের আক্রমণ থেকে রক্ষা করে।

Sumon Hawlader
20 Visninger · 4 måneder siden

⁣১০০ ফিট সড়কে হাঁটতে গিয়ে মানুষ যেন অংশ নিচ্ছে ধুলো সহ্য করার প্রতিযোগিতায়—মুখে মাস্ক, চোখে জ্বালা, গলায় খুসখুসে কাশি।

Md Siyam
12 Visninger · 4 måneder siden

নাটোরের বিএনপির ত্যাগী নেতাদের অপ্রচারের বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রামে জোনাইল বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

Jahid sumon Crime Correspondent
26 Visninger · 4 måneder siden

জরুরি অবতরণে যাত্রীরা নিরাপদ

Jahid sumon Crime Correspondent
10 Visninger · 4 måneder siden

⁣কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা খুলে পড়ে, জরুরি অবতরণে যাত্রীরা নিরাপদ

Nazrul Islam
5 Visninger · 4 måneder siden

⁣কুতুবদিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী...

Imran Hossain
19 Visninger · 4 måneder siden

চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তাবিত ৪টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা সমুদ্র সৈকত পর্যটন উন্নয়ন প্রকল্পের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ কন্সাল্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এসময় তিনি দেশের মধ্যে পারকি সমুদ্র সৈকত পর্যটন শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে বলেন, ‘পারকি সমুদ্র সৈকত পর্যটন সম্ভবনা অপার। কর্ণফুলী টানেল, টানেল সার্ভিস এরিয়া, বিভিন্ন কল কারখানাসহ এখানে পর্যটনের জন্য যেসব উপকরণ রয়েছে তাতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইকো ট্যুরিজম ও কৃষি ভিত্তিক ট্যুরিজমেরও সুযোগ রয়েছে এখানে। আমরা পর্যটনের সম্ভাব্যতা যাচাই করছি। আমাদের পক্ষ থেকে যা যা করার সুযোগ রয়েছে আমরা তা করবো। আগামীতে পর্যটন শিল্পে পারকি সমুদ্র সৈকত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, ছাত্র প্রতিনিধি মো. শাহেদুল আলম ও পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি অফিসের প্রধান, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশা এবং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত পারকি সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দিনদিন দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বিগত দিন গুলোতে। সন্ধ্যার পরই নিরাপত্তাহীনতায় সৈকত ছাড়েন পর্যটকরা। সড়ক জুড়ে নেই কোনো বাতির ব্যবস্থা। ছিনতাইয়ের শিকার হন সৈকতের আসা পর্যটকদের। এছাড়াও প্রভাবশালীরা সরকারি খাস জমি দখল করে করেছেন বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্কসহ বিভিন্ন স্থাপনা। অনেকেই এসব জমির মাটি বিক্রিও করছেন বিভিন্ন সময়েও।

জানা যায়, শুক্রবার ছাড়াও প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। সৈকতের আশাপাশে ভালো হোটেল, মোটেল না থাকায় এখানে আসা পর্যটকদের সন্ধ্যা নামার আগে গন্তব্য ফিরে যেতে হয়। এসব সমস্যা সমাধানের জন্য ২০১৯ সালে ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সমুদ্র সৈকতকে অত্যাধুনিক পর্যটন স্পট বানাতে পর্যটন করপোরেশনের উদ্যোগে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৭৯ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্সের কাজ ছয় বছরেও শেষ হয়নি। তিন বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কবে কাজ শেষ হবে, তা কেউ বলতে পারেন না।

Rajesh Gour
28 Visninger · 4 måneder siden






নেত্রকোনার দুর্গাপুরে ভিক্ষা ছেড়ে দোকান করে জীবিকা নির্বাহ করছে রেনু মিয়া সংবাদটি আই নিউজ বিডিতে প্রকাশের পর তাঁর পাশে দাঁড়ালো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহস। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরির কানিয়াইল এলাকায় ভুমিহীন ও গৃহহীন আশ্রয় প্রকল্পের রেনু মিয়ার দোকানে যান মেহেদী হাসান সাহস। এসময় তিনি রেনু মিয়ার সাথে কথা বলেন এবং তাঁর সার্বিক খোঁজ খবর নেন। পরে রেনু মিয়ার হাতে আর্থিক সহায়তা তুলে দেন সাহস।

Rabiul Alam
28 Visninger · 4 måneder siden

কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এই হামলা হয়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাহার রায়হানের ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং তিনি গুরুতর রক্তক্ষরণে ভুগছেন।
ঘটনার বর্ণনায় বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। ঠিক তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
বাহার রায়হান বলেন, “আমি হামলাকারীদের চিনিনি। তারা পদবঞ্চিত ছাত্রদলের কেউ হতে পারে, আবার আওয়ামী লীগের লোকজনও হতে পারে।”
হামলার সময় এক পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Al Mamun Gazi
15 Visninger · 4 måneder siden



যশোর অভয়নগরের পায়রা ইউনিয়নে যুবদলের মানবিক উদ্যোগ
— কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করে প্রশংসা কুড়ালেন তরুণরা

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের অভয়নগর উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে পায়রা ইউনিয়ন যুবদল। প্রখর রোদে মাঠে দিনভর কাজ করা কৃষকদের শারীরিক দুর্বলতা ও পানিশূন্যতা দূর করতে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করেছেন তারা। এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন পায়রা গ্রামের কৃতি সন্তান, যুবদল নেতা সাগর ভাই। তাঁর সঙ্গে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন তরুণ সমাজকর্মী জিহাদুল ইসলাম, আল মামুন, গাজী রাব্বি এবং এলাকার আরো অনেক তরুণ।

প্রচণ্ড গরমে যখন কৃষকেরা মাঠে হালচাষ, রোপণ বা ফসল কাটার মতো কঠোর পরিশ্রমে নিয়োজিত, তখন তাদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে এই তরুণ সমাজ। স্যালাইন বিতরণের সময় দেখা গেছে— মাঠে মাঠে গিয়ে কৃষকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ঠান্ডা পানি মিশ্রিত স্যালাইন, যাতে করে তাঁরা ক্লান্তি দূর করে আবারও কাজে ফিরতে পারেন।

সাগর ভাই বলেন, “কৃষকের ঘামেই দেশের অন্ন জোটে। তাদের কষ্টকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা চাই, সমাজের সবাই কৃষকদের পাশে এসে দাঁড়াক।”

এ সময় তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পায়রা ইউনিয়নের যুব সমাজকে জনসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে।

স্থানীয়দের অনেকেই বলেন, “এই গরমে মাঠে কাজ করা সত্যিই কঠিন। যুবদলের এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। এমন উদ্যোগ আগে কেউ নেয়নি।”

এই মানবিক উদ্যোগ পায়রা ইউনিয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তরুণদের এ ধরনের সামাজিক দায়িত্ববোধপূর্ণ কর্মকাণ্ড ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

Md Nahid Hossain
15 Visninger · 4 måneder siden

⁣শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার বড়ইতলা ব্রিজের পশ্চিম পার্শ্বের সরকে নসিমনের ধাক্কায় চার চাকার মোটরসাইকেল আরোহী মিথুন শিকারি ও রমজান ছৈয়াল গুরুতর আহত হন,মিথুন শিকারি (৩৭) পিতাঃ অনিল চন্দ্র শিকারি তিনি একজন শারীরিক প্রতিবন্ধী তার নড়িয়া থানাধীন মাদবর বাজার সংলগ্ন এ স্টার রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রনিক্স নামীয় দোকানের মালিক তিনি ও তার কর্মচারী রমজান ছৈয়াল (১৮) গত ১০/০৫/২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় নড়িয়া উপজেলার ঘড়িসার হালইসার বটতলা থেকে ফ্রিজের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে আনুমানিক দুপুর ০৩.০০ টার সময় নড়িয়া উপজেলার বরইতলা ব্রিজের পশ্চিম পাশে চায়ের দোকানের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নসিমনের ধাক্কায় মিঠুন শিকারি ও তার কর্মচারী রমজান ছৈয়াল এবং চায়ের দোকানদার গুরুতর আহত হন, আহত অবস্থায় মিথুন শিকারি ও রমজান ছৈয়াল কে সাথে সাথে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয় এ ব্যাপারে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়,
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন এই ধরনের অবৈধ নসিমনের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুততমভাবে ব্যবস্থা গ্রহণ করেন।
মোঃ নাহিদ হোসেন
নড়িয়া শরীয়তপুর।

মুহাম্মাদ রাকিব
22 Visninger · 4 måneder siden

⁣পটুয়াখালীতে সড়কের পাশে সেলুনের পরিত্যক্ত চুল ফেলে পথচারী চলাচলে বিপত্তি তৈরি করেছে স্টার সেলুন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে তথা দক্ষিণ পাশের রোডর ফুটপাতে রাত ৭:৫০ মিনিটের সময় চুল গুলো ছড়িয়ে থাকতে দেখা যায় যার উপরে পা পড়লে হোটচ খাওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিপরী পাশে তথা রোডের ঐ পাড়ে দুদক বিল্ডিং সংলগ্ন স্টার সেলুনটি অবস্থিন।

Mohammad Fakrul Moula
12 Visninger · 4 måneder siden

⁣ঢাকার গণপরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লেগুনা সার্ভিস। কম দূরত্বে চলাচলের জন্য সাধারণ মানুষ এ যানবাহনকে বেছে নেয় মূলত কম খরচ ও দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশায়। তবে বাস্তবতা হলো, এই সেবা যেন অনেক সময়ই “জেনে শুনে বিষ পান” করার মতো অভিজ্ঞতা এনে দেয়। অপরিপক্ক ও অদক্ষ চালক, যানবাহনের খারাপ অবস্থা, আইন-আনুগত্যের অভাবসহ নানা কারণে এটি আজ জননিরাপত্তার হুমকিতে পরিণত হয়েছে।

Juwel Hossain
1 Visninger · 4 måneder siden

⁣ধানের ফলন ভালো হলেও হতাশায় কৃষকেরা

মুহাম্মাদ রাকিব
22 Visninger · 4 måneder siden

⁣আই নিউজে ভিডিও প্রকাশের পর মেডিকেল অফিসার ভূপেন মন্ডল এর হস্তক্ষেপে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের পুরুষ ওয়ার্ফুড কাছে অবস্থিত ফুটপাত ও কিডস জোন অবমুক্ত।

GK Shohag
5 Visninger · 4 måneder siden


এক বছর বন্ধ থাকার পর ফের খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার।‌ অতি শীঘ্রই প্রথম দফার ৭৯২৬ জন শ্রমিক নিবে মালয়েশিয়ায়।

বৃহস্পতিবার (১৫ মে) এক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন, দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

মুহাম্মাদ রাকিব
18 Visninger · 4 måneder siden

⁣ডিগ্রি পাশ সমমানের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে পটুয়াখালীতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে ঢাকা কুয়াকাটা মহাসড়ক ছেড়ে শহরে অন্যন্য মহাসড়কে মিছিল করে ।

MD FARUK HOSSAIN
10 Visninger · 4 måneder siden

⁣নাটোরের বড়াইগ্রামে শিশু জুঁই হত্যার পুন:তদন্ত ও মুল অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন।

Juwel Hossain
3 Visninger · 4 måneder siden

⁣নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে সড়াতৈল কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় সাম্যের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশের। কান্নায় ভেঙে পড়েন সাম্যের স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা। তাকে এক নজর দেখতে ছুটে আসেন সবাই।

চার ভাইয়ের মধ্যে সাম্য ছিলেন সবার ছোট। আর পরিবারের আদরের ছোট সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বলেন, এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

এদিকে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার সহপাঠী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদের একজন তামিম হাওলাদারের গ্রামে বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা।

সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। এছাড়া তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন।

Rudra Biswas
20 Visninger · 4 måneder siden

⁣পদত্যাগ করলেন কুয়েট শিক্ষক।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য ভুল বুঝাবুঝির এক পর্যায়ে শিক্ষিত সমিতির সিদ্ধান্তে রাজি না থাকায় কুয়েট শিক্ষক সমিতি থেকে পদত্যাগ করেছেন কুয়েট শিক্ষক।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা

Mohammad Fakrul Moula
20 Visninger · 4 måneder siden

⁣রাত—মানুষের বিশ্রামের সময়। সারাদিনের পরিশ্রমের শেষে মানুষ প্রত্যাশা করে একটুখানি নিঃশব্দ ঘুম, যাতে শরীর ও মন নতুন দিনের জন্য প্রস্তুত হতে পারে। কিন্তু আধুনিক নগর জীবনের এক নির্মম বাস্তবতা হলো—এই নীরব রাতেই আবাসিক এলাকায় শুরু হয় ভারী যানবাহনের চলাচল এবং নির্মাণ সামগ্রী লোড-আনলোডের কাজ। এই অনিয়ন্ত্রিত ও দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ শুধুমাত্র পরিবেশদূষণ নয়, বরং এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি।

Belhaj Badhon
19 Visninger · 4 måneder siden

⁣বড়াইগ্রামের আলোচিত জুঁই হত্যাকান্ডের পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

Belhaj Badhon
21 Visninger · 4 måneder siden

বড়াইগ্রামে মহিলা সমিতির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরের বড়াইগ্রামের জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোনাইল বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির পাঁচ শতাধিক নারী সদস্যরা অংশ নেন। মানববন্ধনকালে সমিতির সম্পাদক তানভীর আহমেদ তরুণ, সার্চ কমিটির সভাপতি সেলিনা খাতুন, সম্পাদক অঞ্জনা খাতুন, সমিতির বোর্ড কমিটির সদস্য পারভীন বেগম ও ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রিমহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রপাগান্ডা ছড়াচ্ছে। বাস্তবে চেয়ারম্যান সমিতির আর্থিক কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই। প্রতিষ্ঠানের এসব বিষয় দেখ ভালের দায়িত্ব ম্যানেজার, ক্যাশিয়ার ও অন্যান্য কর্মকর্তাদের। অথচ গুটি কয়েক ব্যক্তি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে লিফলেট বিলি করছেন। এতে চেয়ারম্যানসহ সমিতির সুনাম ক্ষুন্ন হচ্ছে।

এ ব্যাপারে সমিতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগের কোন ভিত্তি নেই, একটা পক্ষ আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এসব ছড়াচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা বের হয়ে আসবে।

Belhaj Badhon
8 Visninger · 4 måneder siden

⁣বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বড়াইগ্রামে তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই-এর আহ্বায়ক মেহেদী হাসান নোমানের নেতৃত্বে প্রচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Jahid sumon Crime Correspondent
43 Visninger · 4 måneder siden

⁣জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে আয়োজিত বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দাবিগুলোর বিষয়ে প্রশাসন গুরুত্ব সহকারে আলোচনা করেছে। বৈঠকে দাবিগুলোর বাস্তবতা ও সম্ভাব্য করণীয় নিয়ে মতবিনিময় হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্বেগ প্রশাসন বুঝতে পারছে এবং আলোচনার ভিত্তিতে যৌক্তিক সমাধানের পথ খোঁজা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Jahid sumon Crime Correspondent
213 Visninger · 4 måneder siden

⁣দেশীয় অস্ত্র হাতে ⁣মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মহড়া দিতে দেখা যায়

Aminul Islam
21 Visninger · 4 måneder siden

⁣ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আমিনুল ইসলাম সাকিল, ভোলা।


বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পেইনে মোট ৩৭০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট আখি তামান্না, এএমসি।
চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেন লেফটেন্যান্ট মোজাম্মেল হক। তিনি অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার এবং নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

জনসচেতনতামূলক এই সভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Rudra Biswas
23 Visninger · 4 måneder siden

⁣আমি একজন জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা.......

Imran Hossain
17 Visninger · 4 måneder siden

⁣নিজের গ্রামে প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তাঁর স্বজন-এলাকাবাসী

সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জম্মস্থান হাটহাজারী বাথুয়া গ্রামে এলেন ড. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে কাছে পেয়ে আপ্লুত হয়ে করতালি দিয়ে স্বাগত জানালেন এলাকাবাসী। চাঁটগাইয়া ভাষায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানালেন তিনি।

Imran Hossain
4 Visninger · 4 måneder siden

চট্টগ্রামের আনোয়ারায় চুরি যেন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো বাসা-বাড়ি কিংবা ব্যবসা-প্রতিষ্ঠানে এ চুরি ঘটনা ঘটছে।


মঙ্গলবার (১৩ মে) রাতে ব্যস্ততম আনোয়ারা সদর এলাকার একটি বাসা বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড।

Badsha Alamgir
7 Visninger · 4 måneder siden

⁣ শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। কুষ্টিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

Imran Hossain
6 Visninger · 4 måneder siden

⁣চট্টগ্রামের কেইপিজেডের সড়কে মাইক্রোবাসের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এতে শফিউল আলম নামে এক চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

Nazrul Islam
47 Visninger · 4 måneder siden

⁣‎বিষয়: কুতুবদিয়ায় ব্র্যাক কর্মচারী আনসারের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

‎কুতুবদিয়ায় ব্র্যাক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে পিও আনসারের বিরুদ্ধে বারবার নারী সহকর্মী ও লার্নারদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, অর্থ আত্মসাৎ, এবং প্রকল্পের নীতিমালার চরম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ধরণের অনিয়ম কেবল একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।

‎অভিযোগের তথ্যগুলো যেহেতু প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মুখ থেকে পাওয়া যাচ্ছে, তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আনসারের মতো অপেশাদার ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে কেউ এমন আচরণ করার সাহস না পায়।


‎একইসঙ্গে লার্নারদের প্রকৃত তালিকা যাচাই, আর্থিক লেনদেনের অডিট, এবং নারী সহকর্মীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।


‎‎এ বিষয়ে ব্র্যাকের কেন্দ্রীয় পর্যায়ে ত্বরিত পদক্ষেপ আশা করা যাচ্ছে।


Jahid sumon Crime Correspondent
3 Visninger · 4 måneder siden

ধানমন্ডিতে অবৈধ ইজিবাইক উচ্ছেদ

Badsha Alamgir
23 Visninger · 4 måneder siden

⁣পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানের পরিবেশ ও সবকিছু সন্তোষজনক পাওয়া যায় এজন্য প্রতিষ্ঠান সিলগালা না করে সতর্ক করে জরিমানা করা হয়।

Imran Hossain
13 Visninger · 4 måneder siden

'বিরহে দিল পুড়ে ছারখার; যে আমার ইয়া রাসুলাল্লাহ সা.। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.'
চট্টগ্রামের কর্ণফুলীর মাতব্বর ঘাটে বিভোর হয়ে গাইছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু।

Imran Hossain
23 Visninger · 4 måneder siden

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা মাতব্বার ঘাটে যাত্রী পারাপাড়ের ঘাট ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ঘাটের দায়িত্বরর্তরা। সোমবার সকালে ঘাটে এঘটনাটি ঘটে। এসময় ইজারাদার ও যাত্রীদের তাদের উদ্ধার করে।

আহত যাত্রী পোশাক শ্রমিক মো. তাজু উদ্দিন বলেন, প্রতিনিয়ত এ ঘাট দিয়ে কারখানায় যাতায়ত আমাদের। আজ সকালে অফিসে যাওয়ার জন্য বোটে উঠার আগে ঘাট ভেঙে নদীতে পড়ে গুরুতর আহত হই আমরা ৭ থেকে ১০ জনের মত। সকলে ইপিজেডের বিভিন্ন কারখানায় চাকরি করেন। এসময় ঘাটে থাকা ইজারাদার ও যাত্রীদের সহযোগিতায় আমরা প্রাণে রক্ষা পাই। সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব দ্রুত ঘাটটি সংস্কার করার জন্য।

গত সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে ও যাত্রী এবং ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘাট দিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়াসহ কয়েকটি উপজেলার বিদেশযাত্রী, হজযাত্রী, ইপিজেডের কারখানার কয়েক লক্ষাধিক শ্রমিক, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের হাজারো চাকরিজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন নদী পারাপার করেন। এ ঘাটের ইজারা দেয় সিটি কর্পোরেশন। কিন্তু বিগত ১৫ বছর ধরে ঘাটের কোন সংস্কার কাজ না করায় বিভিন্ন সময়ে ঘটে দুর্ঘটনাও।

পোশাক শ্রমিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সময়ে ঘাট কর্তৃপক্ষ টুকটাক নিজেরা সংস্কার করলেও কিছুদিনপরই আবার ভেঙে আগের অবস্থায় ফিরে যায়। জোয়ারের সময়ে কোনো রকমে যাত্রীরা পার হলেও ভাটার সময় পুরো ঝুঁকির মধ্যে থাকতে হয় আমাদের।

জুলধা লাইফবোট ও সাম্পান মাঝি মালিক সমবায় সমিতির সদস্য ও ইজারাদারের প্রতিনিধি সালেহ আহমেদ লালু সওদাগর বলেন, ঘাট ইজারা নেওয়ার পর থেকে সিটি কর্পোরেশনকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি ঘাটের অবস্থা সম্পর্কে। আমরা প্রায় তিন লাখ টাকায় সংস্কার কাজও করেছি। ঝুঁকিপূর্ণ ঘাটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আজ সকালেও দুর্ঘটনার শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। ঘাট সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।

Juwel Hossain
4 Visninger · 4 måneder siden

⁣“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ”—এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি, কেক কাটা এবং আলোচনা সভায় অংশ নেন নার্সিং পেশার সঙ্গে জড়িত শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তা।

সোমবার (১২ মে) সকালে পিপিডি ট্রাস্ট নার্সিং ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিটি ছিল সুসজ্জিত, সুশৃঙ্খল ও অংশগ্রহণে ভরপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিডি ট্রাস্ট নার্সিং ইন্সটিটিউটের সহকারী পরিচালক মো. মামুনুর রহমান, আব্দুল মান্নান এবং মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বাস্থ্যসেবার ফ্রন্টলাইনে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দক্ষ ও মানবিক নার্স ছাড়া মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।” তাঁরা আরও বলেন, নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহৎ সেবা ও মানবিক দায়িত্ব।

আন্তর্জাতিক নার্সেস দিবস পালনের পেছনে রয়েছে আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ১৮২০ সালের ১২ মে তাঁর জন্মদিন উপলক্ষে এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। নার্সিং পেশাকে সম্মানিত করার পাশাপাশি, এই দিবসটি বর্তমান সময়ের নার্সদের অবদান স্মরণ ও কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবেও বিবেচিত।

উল্লেখ্য, পিপিডি ট্রাস্ট নার্সিং ইন্সটিটিউট প্রতি বছর এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।

Mohammad Fakrul Moula
39 Visninger · 4 måneder siden

⁣আজকের বাংলাদেশে একটি বড় উদ্বেগজনক বিষয় হলো অনুমতি বিহীন গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রয়। শহর থেকে গ্রাম, সর্বত্রই অননুমোদিত ও অস্বীকৃতভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এই প্রবণতা শুধুমাত্র আইন লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবন ও সম্পদের জন্য এক মারাত্মক হুমকি।
গ্যাস সিলিন্ডার একটি দাহ্য ও বিস্ফোরক পদার্থ। এটি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও মান নিয়ন্ত্রণ জরুরি। অথচ আমাদের দেশে অনেক দোকানদার বা ডিলার সরকারি অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি করে চলেছেন। তারা জানেন না সিলিন্ডারটির গুণগত মান কেমন, এটি পরীক্ষা করা হয়েছে কিনা, কিংবা এটি এক্সপায়ার কিনা। এই অনিয়ন্ত্রিত ব্যবসার ফলে প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।

মুহাম্মাদ রাকিব
10 Visninger · 4 måneder siden

⁣পটুয়াখালীতে ক্লিনিক গুলোতেও সক্রিয় দালালচক্র। এমন একজন দালাল কে রোগীর নিকট থেকে আজ টাকা গ্রহণ করতে দেখা যায়। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান শিমু, সহকারী রেজিস্ট্রার আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক ও গাইনি বিভাগীয় প্রধান ডাঃ বিনয় কৃঞ্চ গোলদার, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাঃ মাহমুদুল হক, সহকারী রেজিস্ট্রার (শিশু) ডাঃ মাহবুবর রহমান এই হেভেন কেয়ার হসপিটাল টি পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে মেডিকেল কলেজে ডিউটি না করে বিভিন্ন ক্লিনিকে গিয়ে রোগী দেখার অভিযোগ আছে।

Belhaj Badhon
33 Visninger · 4 måneder siden

⁣বড়াইগ্রামে "প্রাথমিক ও গণশিক্ষা" উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

Rudra Biswas
19 Visninger · 4 måneder siden

⁣আবারো কুয়েট ৩৭ শিক্ষার্থীকে শো-কজ করায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
এ ব্যাপারে প্রেস ব্রিফ করছেন কুয়েট শিক্ষক প্রতিনিধি।।।

Akm Kaysarul Alam
30 Visninger · 4 måneder siden

⁣সড়কে খুঁটি পোতা মা'ম'লায় ১১ বছর পর খালাস পেলেন বিএনপির নেতা দুলুসহ ৪৫ জন আ'সা'মি
#lalmonirhat #bnp #bnpnews

Rudra Biswas
204 Visninger · 4 måneder siden

এই মাহফুজ আলম রাষ্ট্র কী তোর বাপের..??

এবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে দেশ ছাড়া করার হুমকি দিল
ছাত্র সমন্বয়ক......
এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন মতামত জানাতে পারেন..??

রিপোর্টার
রুদ্র বিশ্বাস




Showing 42 out of 43