বাংলাদেশের নির্বাচন কমিশন কাঠের পুতুল- বিএনপি নেতা শিপু
1
0
2,644 Mga view·
23/07/25
Sa
Panayam
“সাংবাদিক জুয়েল জানতে চায়” অনুষ্ঠানে তিনি তার রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও মিথ্যা মামলায় শিকার হওয়া এবং আগামীর রাজনীতি ও নির্বাচন কেমন হবে প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন একটি কাঠের পুতুল, তারা আসলে কিছু না বলে উল্লেখ করেন।
.
তারিখ: ২৩ জুলাই ২০২৫ইং
বার: বুধবার
সময়: দুপুর ০১.০০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ শাহরিয়ার শিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon