
Towhidul Islam
|Subscribers
Breaking news
চট্টগ্রাম হাটহাজারী থানা ওসির অপসারণ এর দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা!
গতকাল লের ঘটনায় পুলিশ নিরব ভূমিকা পালন করায় মাদরাসার অনেক ছাত্রকে আহত করেছে মাজার পন্থীরা। এজন্য ছাত্রদের প্রদান দাবি ওসিকে অপসারণ
ঋণখেলাপীর মামলায় বি এন পি স্থায়ী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
তারই প্রেক্ষিতে গতকাল রাতে সীতাকুণ্ড উপজেলা বি এনপির পক্ষ থকে বিক্ষোভ মিছিল করে।
সমসাময়িক বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তির কথা |কথা বলছেন চট্টগ্রাম থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা, ফখরুল ইসলাম নিজামি
সমসাময়িক বিষয় নিয়ে প্রান্তিক মানুষের কথা।চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে।
আল্লাহ অফুরন্ত নেয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে প্রকৃতির এই সৌন্দর্য। সেজন্য আল্লাহ তায়ালা কুরআন কারীমে বলেছেন, "তোমরা আমার সৃষ্টিকে ঘুরে দেখো এবং তা নিয়ে চিন্তা গবেষণা করো। "
আমরা যদি আল্লাহর এই সৃষ্টি এ সৌন্দর্য ঘুরে ঘুরে দেখি তাহলে আমাদের সৌন্দর্যও দেখা হবে সৃষ্টি কর্তার প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় হবে।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।
সীতাকুন্ড (চট্টগ্রাম) :
আজ রবিবার বাদ মাগরিব সীতাকুন্ড ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার উদ্যোগে মরহুম মাওলানা জালাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
মাওলানা জালাল উদ্দিন রহ. এর জীবন ও কর্ম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সীতাকুন্ড (চট্টগ্রাম) :
আজ রবিবার বাদ মাগরিব সীতাকুন্ড ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার উদ্যোগে মরহুম মাওলানা জালাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ তৌহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী। তিনি বলেন,
মাওলানা জালাল উদ্দিন রহ. ছিলেন একজন নীতিবান, ত্যাগী ও নিরলস দ্বীনের খেদমতগার। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন।
প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ বলেন,
তিনি ইমামতি ও খুতবার পাশাপাশি সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর চলে যাওয়ায় আমরা এক অমূল্য সম্পদ হারালাম।
বিশেষ মেহমান বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস বলেন,
তাঁর চরিত্র, আদর্শ ও কর্মপ্রেরণা তরুণদের জন্য অনুকরণীয় হবে।
মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী তাঁর বক্তব্যে বলেন,
মাওলানা জালাল উদ্দিন রহ. ছিলেন আল্লাহভীরু, পরহেযগার ও নিষ্ঠাবান আলেমে দ্বীন। তিনি কখনো দ্বীনের স্বার্থে আপস করেননি। তাঁর মতো আলেমদের জীবনই আমাদের জন্য পথনির্দেশ।
এছাড়াও বক্তব্য রাখেন বাইতুল হাসান জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হারুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিরা ইউনিয়নের মাওলানা ইদ্রিস হক্কানী, বিএনপির মোঃ হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিরা ইউনিয়ন সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা শফিক, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ রবিউল হাসান, বাইতুল হাসান জামে মসজিদের সভাপতি মাওলানা মাহমুদুল হক, সেক্রেটারি জানে আলম বাবুল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস সীতাকুন্ড থানা শাখার মোঃ তানভীরুল হক।
দোয়া পরিচালনা করেন কুমিরা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আলমগীর।
আল-কুরআনের দারসের অধীনে
চার মাস ব্যাপী (আবাসিক) দ্বীন শিক্ষা কোর্স
এতে রয়েছে :
১. সহীহ শুদ্ধ কোরআন শিক্ষা, নির্বাচিত অংশের হিফজ
এবং তার শব্দে শব্দে অনুবাদ
২. কোরআনিক আরবি
৩. আকীদা ও মাসায়েল
৪. দাওয়াতি সিলেবাস ও প্রশিক্ষণ
বিঃদ্রঃ খাবারের খরচ নিজেকে বহন করতে হবে।(নির্ধারিত টাকা দিয়ে মাদ্রাসা বোর্ডিংয়ে খাওয়ার সুযোগ রয়েছে) এবং থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আসতে হবে।
ভর্তির জন্য নিজের আইডি কার্ডের ফটোকপি আবশ্যক।
নিয়মতান্ত্রিক ক্লাস আরম্ভ: ১ আগস্ট থেকে
যোগাযোগ: +880 1862-695555
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা!
চট্টগ্রামের সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় কাভার্ড ভ্যান চালকের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে একদল যুবক। গাড়ি থামিয়ে চালককে মারধর করার ঘটনায় সাধারণ মানুষ ও অন্যান্য চালক আতঙ্কিত হয়ে পড়েন। এতে পিছনে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।
প্রশ্ন উঠছে – **এরা কারা? এদের পরিচয় কী?**
দিনদুপুরে জনবহুল রাস্তায় এমন নৃশংসতার ঘটনায় সীতাকুণ্ডের মানুষ আতঙ্কে রয়েছে। দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এইমাত্র চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজারের দক্ষিণ পাসে ডিএবি ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা অনেক জন আহত হয়েছে।
এখনো পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ আসেনি
এক দলের অনেক গুণ দশমাসে দেড়শ খুন স্লোগানে উত্তাল সীতাকুণ্ড থানার রাজপথ।
গতকাল বাদে আসর মিটফোর্ড ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সীতাকুণ্ড থানার ছাত্রসমাজ। বিক্ষোভ মিছিলটি সীতাকুণ্ড সিকিউর সিটি সামনে থেকে শুরু হয়ে সীতাকুণ্ড মডেল থানা ঘুরে শেষ হয়।মিছিলে বক্তারা বলেন ছাত্রসমাজ এখনো সজাগ আছে চাঁদাবাজি, দর্শন খুন এগুলোর বিরুদ্ধে সদা সোচ্চার ছাত্রসমাজ। মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ছাত্রসমাজ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও কুমিরা ছাত্রসমাজ প্রতিনিধিরা।
বৃষ্টিস্নাত কুমিরা বাজার মনোরম দৃশ্য। যে বাজারে আপনি নিত্যপ্রয়োজনীয় সব জিনিস। এটি একটি স্বনামধন্য বাজার। এই বাজারের পাশে রয়েছে প্রাচীনতম সব প্রতিষ্ঠান। মছজিদ্দা হাইস্কুল, লতিফা সিদ্দিকী কলেজ, হাম্মাদিয়া কমপ্লেক্স ও ইসলামিয়া আরবিয়া মাদরাসা।
চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরার আকিলপুর সমুদ্র সৈকতের প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য মনে আনে প্রশান্তির পরশ!
এখানে ছুটে আসছে দেশের বিভিন্ন জায়গার ভ্রমণ প্রিয় মানুষ।
যাতায়াত,
এটি ঢাকা -চট্টগ্রাম হাইওয়ে সীতাকুণ্ডের ছোটকুমিরা বাজারে নেমে পশ্চিম পার্শে সি এন জি যোগে আকিলপুর সমুদ্র সৈকত যেতে পারবেন।
গত রাতে চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ছোটকুমিরা এলাকায় গাড়ির চাকা ব্লাস্ট হয়ে হয়ে একজনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তি ঐ এলাকার স্থানীয় বাসিন্দা।