Mochte Videos

আই নিউজ বিডি ডেস্ক
30,014 Ansichten · 2 Monate vor

⁣আ ন্দো ল ন করেছিলাম দেশ ও জাতির মুক্তির জন্য, ১৬ জুলাই আ ন্দো ল ন বড় আকার ধারণ করে

⁣প্লিজ স্যার যাবেন না', ড. ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ কাতার প্রবাসী | Dr Yunus | Qatar

Towhidul Islam
2,474 Ansichten · 29 Tage vor

⁣মাওলানা জালাল উদ্দিন রহ. এর জীবন ও কর্ম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সীতাকুন্ড (চট্টগ্রাম) :
আজ রবিবার বাদ মাগরিব সীতাকুন্ড ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার উদ্যোগে মরহুম মাওলানা জালাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ তৌহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী। তিনি বলেন,
মাওলানা জালাল উদ্দিন রহ. ছিলেন একজন নীতিবান, ত্যাগী ও নিরলস দ্বীনের খেদমতগার। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন।

প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ বলেন,
তিনি ইমামতি ও খুতবার পাশাপাশি সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর চলে যাওয়ায় আমরা এক অমূল্য সম্পদ হারালাম।

বিশেষ মেহমান বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস বলেন,
তাঁর চরিত্র, আদর্শ ও কর্মপ্রেরণা তরুণদের জন্য অনুকরণীয় হবে।

মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী তাঁর বক্তব্যে বলেন,
মাওলানা জালাল উদ্দিন রহ. ছিলেন আল্লাহভীরু, পরহেযগার ও নিষ্ঠাবান আলেমে দ্বীন। তিনি কখনো দ্বীনের স্বার্থে আপস করেননি। তাঁর মতো আলেমদের জীবনই আমাদের জন্য পথনির্দেশ।

এছাড়াও বক্তব্য রাখেন বাইতুল হাসান জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হারুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিরা ইউনিয়নের মাওলানা ইদ্রিস হক্কানী, বিএনপির মোঃ হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিরা ইউনিয়ন সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা শফিক, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ রবিউল হাসান, বাইতুল হাসান জামে মসজিদের সভাপতি মাওলানা মাহমুদুল হক, সেক্রেটারি জানে আলম বাবুল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস সীতাকুন্ড থানা শাখার মোঃ তানভীরুল হক।

দোয়া পরিচালনা করেন কুমিরা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আলমগীর।

Towhidul Islam
13 Ansichten · 29 Tage vor

⁣সীতাকুন্ড (চট্টগ্রাম) :
আজ রবিবার বাদ মাগরিব সীতাকুন্ড ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার উদ্যোগে মরহুম মাওলানা জালাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

Towhidul Islam
2 Ansichten · 2 Monate vor

⁣বৃষ্টিস্নাত কুমিরা বাজার মনোরম দৃশ্য। যে বাজারে আপনি নিত্যপ্রয়োজনীয় সব জিনিস। এটি একটি স্বনামধন্য বাজার। এই বাজারের পাশে রয়েছে প্রাচীনতম সব প্রতিষ্ঠান। মছজিদ্দা হাইস্কুল, লতিফা সিদ্দিকী কলেজ, হাম্মাদিয়া কমপ্লেক্স ও ইসলামিয়া আরবিয়া মাদরাসা।

Zeig mehr