Najnoviji video zapisi
বুধবার (০১ অক্টোবর) দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা করেন ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে "দি বেবি টাইগার্স" এর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কঃ ওমর ফারুক, পিএসসি।
এসময় তিনি শারদীয় দুর্গোৎসব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নরেন্দ্রপাড়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গোপন নজরদারি সরঞ্জাম। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই অভিযান চালায়। অভিযান চলাকালে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেসি ফ্রন্ট)-এর সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তাৎক্ষণিক জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালায়। সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির ক্যামেরা এবং একটি বিশেষ চশমা।এছাড়াও উদ্ধার করা হয়েছে ‘ইউপিডিএফ লং লাইভ’ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফ- চারটি পতাকা, ১২টি বিভিন্ন বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা।
বুধবার (২৮ জুলাই) সকাল থেকে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫" এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাচ শতাদিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
টানা লোডশেডিং, অনিয়ম, দুর্নীতি, মিটার ইউনিটের চেয়ে অধিক বিল, নতুন মিটার সংযোগে বাড়তি টাকা আদায় সহ বিদ্যুৎ বিভাগের নানা অপকর্মের কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। তাই প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ।
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে আজ বিক্ষোভ করেছে শ্রমিক দল
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩ নং কবাখালি ইউনিয়নের উত্তর হাচিনসনপুর, ৪ নং ওয়ার্ডে মাইনী নদীর উপশাখা নদীর ভাঙ্গনের ফলে চলাচলের রাস্তা নদীতে বিলীন হয়ে গিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার ও স্কুল মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।
সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিলে বাঘাইহাট উপজেলার অপরুপ ১০ নাম্বার হাজাছড়া ঝর্ণাটি হতে পারে পর্যটনের প্রধান আকর্ষণ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে আরিয়ান (৮) নামের এক শিশু নদীর প্রবল স্রোতে ডুবে যায়। দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আরিয়ানের লাশ উদ্ধার করে।
