Breaking news
মানুষ জীবনের ঝুকিঁ নিয়ে তবুও বাড়ীর পথে নারীর টানে। প্রিয়োজন কে সাথে নিয়ে প্রিয়োজনের কাছে গিয়ে ঈদ করার উদ্ধেশ্য বাড়ির পথে চললো। কত মানুষ জীবনের ঝুকিঁ নিচ্ছে।
কুরবানির জন্য সুস্থ গরু চেনার। Ways to recognize healthy cows for sacrifice.
দৈনিক জীবন যাত্রা Doynik Jiboonjatra
স্টাফ রিপোর্টার > সাম্প্রতিক সময়ে দিনাজপুর এবং ঠাকুরগাঁও বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে কয়েক দফায় ৫৭ জন বাংলাদেশী নারী পুরুষ শিশুকে শুন্যহাতে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। শ্রম বিক্রি করে কষ্টে উপার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তি অর্জিত কোন সম্বল দেশে আনতে দেওয়া হয়নি তাদের। যথাযথ প্রক্রিয়া অনুসরনের পরিবর্তে রাতের আধারে বাংলাদেশে পুশইন করা হয়েছে তাদের।
সীমান্ত পরিস্থিতির বিষয়ে আজ বৃহস্পতিবার বিকালে শহীদ কর্নেল গুলজার হলে রুমে আয়োজিত প্রেস ব্রিফিং করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মাহফুজুর রহমান এবং সুবেদার মেজর সামিউল ইসলামসহ অন্যান্যরা।
৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন, যথাযথ নিয়ম অনুসরন না করে জোর করে দিনাজপুরে ১৫জন এবং ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ৪২জনসহ ৫৭ জনকে পুশইনের ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। পুশইনের শিকারদের স্বীকারোক্তি উদ্ধৃত করে তিনি আরো জানান,সবাইকে শুন্যহাতে পুশইন করা হয়েছে। কষ্টার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তিগত কোন কিছুই সঙ্গে আনতে পারেনি তারা।
তিনি আরো জানান, আসন্ন ঈদুল আজহায় খামারিদের ক্ষতি থেকে রক্ষায় সীমান্ত পথে গরু পাচার রোধে এবং কোরবানীর পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর সতর্ক অবস্হান নিয়ে দ্বায়িত্ব পালন করছেন তারা । পাশাপাশি সীমান্ত অপরাধ ঠেকানোসহ ঈদে সাধারন মানুষের নিরাপত্তা এবং আইন শৃংখলা রক্ষায় সীমান্ত বাসিদের সাথে নিয়ে বিজিবি দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
###
চাঁদপুর-১(কচুয়া) সহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব।
ঢাকা বেরাইদ বালু নদী দখল ও দূষণের কবলে, অবৈধ চাঁদাবাজির শিকার স্থানীয় জনগণ।
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনন্দ উপভোগ
পিরোজপুরে ঈদ উল আযহা উপলক্ষে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খামারে শাহীওয়াল, সিন্ধী ও দেশীজাতের শতাধিক ষাঁড় মোটাতাজাকরণ করা হয়েছে, হাটবাজার গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা
মোঃ আজিম হোসেন পিরোজপুর প্রতিনিধি :
এবারের ঈদ উপলক্ষে প্রায় ৪ কোটি টাকার গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে পিরোজপুরে কয়েকটি খামার। গরুর পাশাপাশি মহিষ, ছাগল এবং ভেড়া প্রস্তুত করা হয়েছে। তবে প্রতিনিয়তই প্রাকৃতিক ভাবে গবাদিপশু হৃষ্টপুষ্টকরনের সকল পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই আসন্ন ঈদুল আযহার হাটগুলোতে যদি গবাদিপশুর দাম ভালো পাওয়া যায় তাহলে খামারীরা বাঁচবে। আর যদি বাহিরে থেকে গরু আমদানী করা হয় তাহলে সকল শ্রেণির খামারীরা লোকসানে পড়বে। তাই খামারীদের বাঁচাতে বাহির দেশ থেকে গরু আমদানী না করতে এবং প্রতিটি পণ্যের দাম কমাতে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন এই খামারী।
পিরোজপর প্রাণিসম্পদ কর্মকর্তা জানান প্রাকৃতিক উপায়ে গবাদিপশু মোটাতাজাকরণ করতে প্রতিনিয়তই প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারীদের সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক ভেটেরিনারি মেডিকেল টিম প্রতিটি ইউনিয়নে গিয়ে খামারীদের অংশগ্রহণে উঠান বৈঠকের মাধ্যমে ক্ষতিকর ওষুধ ব্যবহার করে গবাদিপশু মোটাতাজাকরণ করলে সেই পশুর মাংস খেলে ভোক্তাদের কি কি মারাত্মক ক্ষতি হতে পারে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রয়েছে। আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে খামারীরা সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে গবাদিপশু মোটাতাজাকরণ করছেন কিনা সেই বিষয়ে সব সময় প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে কঠোর নজরদারী রাখা হয়েছে। তাই এবার ভোক্তারা অনেকটাই প্রাকৃতিক উপায়ে বড় করা গবাদিপশুগুলো কোরবানী দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন স্থানীয় চাহিদা পূরণের পর পার্শ্ববর্তী জেলার বিভিন্ন হাটে বিক্রির হবে।। এবার যেহেতু দেশের বাহির থেকে কোন গবাদিপশু আমদানী করবে না সরকার সেহেতু জেলার ছোট-বড় সকল শ্রেণির খামারীরা গবাদিপশুর ভালো একটা দামের মাধ্যমে লাভবান হতে পারবেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে যেন কোন ঝামেলা ছাড়াই সুন্দর পরিবেশে পিরোজপুর জেলার হাটগুলো থেকে গবাদিপশু কিনতে পারেন সেই লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে প্রাণিসম্পদ দপ্তরও একযোগে কাজ করছে।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন পশুর হাটকে কেন্দ্র করে জেলার কোন সড়ক কিংবা মহাসড়কে যেন কেউ কোন চাঁদা আদায় করতে না পারে সেই জন্য জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া জেলার প্রতিটি হাটের পরিবেশ সুন্দর রাখার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। পাশাপাশি পোষাকধারী পুলিশের সঙ্গে সাদা পোষাকধারী পুলিশ সদস্যরাও পশুর হাটে দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসক বলেন জেলার হাটগুলোতে যেন কেউ গবাদিপশুসহ সকল পণ্যের অতিরিক্ত খাজনা আদায় করতে না পারে সেই লক্ষ্যে সারা বছরই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। তবে কোরবানীর সময় কোন চক্র যেন কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ে কোন ধরনের অরাজকতার সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে প্রতিটি হাটে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান আগামীতে আরো কঠোর করা হবে। কোরবানীর পশু ক্রয় ও বিক্রয় সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিগত সময়ের চেয়ে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা কঠোর পদক্ষেপ হিসেবে মাঠ পর্যায়ে একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল সব সময় কাজ করবে বলে জানান জেলা প্রশাসক।
বিশ্ব পরিবেশ দিবস: প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক উদ্যোগ (World Environment Day: Global initiative to c
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে সারা বিশ্বে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হচ্ছে। এ বছরের থিম 'প্লাস্টিক দূষণের অবসান', যা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এবং এই দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে।
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়। ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘের সাধারণ সভায় 'মানবিক পরিবেশ সম্মেলন' এর আয়োজনের মাধ্যমে এর সূচনা হয়। ১৯৭৪ সালে প্রথম এই দিবসটি অনুষ্ঠিত হয়। এর পর থেকে প্রতি বছর ভিন্ন ভিন্ন থিমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন শহরে দিবসটি পালিত হয়ে আসছে।
এই দিবসের মূল লক্ষ্য হল পরিবেশ সুরক্ষায় জনসাধারণকে সচেতন করা এবং পরিবেশের অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা। বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে এই দিবসটি পালিত হয়।
১. প্লাস্টিক দূষণ: প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা। প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে যা মাটি, জল এবং বায়ুকে দূষিত করছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম প্লাস্টিক দূষণের অবসান, যা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং এর মোকাবেলা করার জন্য সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
২. জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বর্তমান বিশ্বে পরিবেশগত সমস্যাগুলির মধ্যে অন্যতম। এ নিয়ে বিভিন্ন দেশ সচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নিচ্ছে। পরিবেশ সুরক্ষায় গাছ লাগানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং শক্তি সঞ্চয়ী প্রযুক্তি ব্যবহার সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করতে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।
৩. জনসাধারণের ভূমিকা: পরিবেশ সুরক্ষায় জনসাধারণের ভূমিকা অপরিসীম। আমাদের দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন এনে আমরা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারি। যেমন- প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ সঞ্চয় করা এবং জ্বালানি সাশ্রয়ী যানবাহন ব্যবহার করা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষায় সফল হতে পারব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীকে একটি বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব।
কিং অব বর্ডার ক্ষ্যাত কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে এক সফল অভিযানে তাকে আটক করতে সফল হয় বাংলাদেশ সেনাবাহিনী।
বড়ইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় ট্রাক-পিকআপের সং"ঘ"র্ষে নি"হ"ত ১ আ'হ'ত ১
ঢাক নবাবগন্জ গালিমপুর ইউনিয়ন এর সোনাহাজরা ডুবায় থেকে অগ্গাত এক জুবতি নারীর (৩০) লাস উদ্ধার করেছে পুলিশ নাম পরিচয় জানা জায়নি রিপুর্ট সোহেল দেওয়ান আজকের খবর ঢাকা জেলা প্রতিনিধি
ঈদে গড় মুখি মানুষের চাপ বেড়েছে যানজটের সৃষ্টি হয়েছে
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ীর প্রচন্ড জ্যামের কারনে এখন পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে জ্যাম।
বড়াইগ্রামের কি/শো/র "গ্যাং" ও ই/ভ/টি/জা/র সদস্য সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন
আসলেই কি সত্য, না মিথ্যা অভিযোগ , বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কী তাহলে জনগনকে ধোকা দিলো? আসুন জেনে নেই। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর
বারুইপাড়া থেকে পল্লী বিদ্যুৎ যাওয়ার এই অবস্থা
চান্দুরা পল্লী বিদ্যুৎ আন্ত ট্রাকের অগ্নিকাণ্ড ভয়াবহ
প্রসঙ্গ: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাক্ষাৎকারে তিনি দলের চলমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
🔹 রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় ভাবনা:
🔹 ঈদুল আজহা প্রসঙ্গে:
তারিখ: ০৩/০৬/২০২৫ইং
বার: মঙ্গলবার
সময়: ১১.০০টা
অতিথি: মির্জা মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
গাবতলী থেকে উত্তরাঞ্চলের কোন বাসেই সময় মত যেতে পারছে না। প্রচন্ড জ্যামে একই স্হানে ঘন্টার পর ঘন্টা বাস গুলো কে দাড়িয়ে থাকতে দেখা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনায় যাত্রীদের হয়রানি।
শিক্ষা-সামাজিক সচেতনতার বিস্তারে কাজ করে যাচ্ছে ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ
দেশের প্রান্তিক ও অনুন্নত এলাকার শিক্ষার্থীদের মাঝে বাস্তবজীবনভিত্তিক সচেতনতা ও প্রয়োজনীয় দক্ষতা ছড়িয়ে দিতে কাজ করছে তরুণদের গড়া সামাজিক সংগঠন ‘ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ’। পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষাকে জীবনের সঙ্গে যুক্ত করতেই তারা চালু করেছে ‘শিক্ষালোক’ নামের একটি বিশেষ প্রকল্প, যা ইতোমধ্যেই ঢাকা বিভাগের চারটি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশংসনীয় কর্মসূচি বাস্তবায়ন করছে।
২০২৪ সালের ২১ জানুয়ারি শিক্ষার্থীদের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সংগঠনটি ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই চারটি অঞ্চলের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষামূলক ও সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজন করেছে। এ পর্যন্ত সংগঠনটির সঙ্গে কাজ করছেন প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক, যারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ভ্রাম্যমাণ বিদ্যাপীঠের প্রথম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম “শিক্ষালোক ১.০” প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। প্রথমত, হিটওয়েভ সচেতনতা—জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরমে করণীয় বিষয়ে সচেতনতা ও শারীরিক সুরক্ষা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। দ্বিতীয়ত, ধর্ষণ প্রতিরোধ ও আত্মরক্ষা—নারী ও কিশোরীদের নিরাপত্তা, আত্মরক্ষার কৌশল এবং আইনি সহায়তা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। তৃতীয়ত, সাইবার বুলিং ও অনলাইন হ্যারাসমেন্ট সচেতনতা—ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার উপায় ও অনলাইনে হেনস্তার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হয়। এবং চতুর্থত, ক্যারিয়ার পরিকল্পনা ও দিকনির্দেশনা—শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় পরিকল্পনা ও দক্ষতা অর্জনের বিষয়ে সহায়তা প্রদান করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই উপকৃত হচ্ছেন না, বরং স্বেচ্ছাসেবকরাও নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, জনসম্পৃক্ততা ইত্যাদি গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করছেন, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য সহায়ক ভূমিকা পালন করছে।
ভ্রাম্যমাণ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও প্রশাসন পরিচালক মিয়াদ আহমেদ শুভ বলেন, “একটা দেশের হাজারটা সমস্যার উৎস ঐ দেশের শিক্ষা ব্যবস্থা। দেশের প্রতিটি প্রান্তে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধসহ সকল স্তরের মানুষের মধ্যে সত্যিকারের শিক্ষার আলো পৌঁছে দিতে আমাদের ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, “শিক্ষালোক নামটি শিক্ষার প্রকৃত আলোতে সকলকে আলোকিত করার প্রয়াসে রাখা হয়েছে। আমাদের সক্রিয় ও মেধাবী স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যেই ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা দেশের অন্যান্য বিভাগেও এটি সম্প্রসারণের পরিকল্পনা করছি।”
।।
সীমান্তে ভারতীয় বিএসএফ আটক জনগণের হাতে
২০১৯ সালে ঘূর্ণিঝড় ‘ফনি’ সময়ে জন্ম নেওয়ায় শখ করে গরুর নাম রাখা হয়েছে ফনি। শান্ত স্বভাব আর চঞ্চল গরুটির মালিক বরিশাল জেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আবদুল সালাম বেপারি।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যেরটেক পশুর হাটে ৩৫ মন ওজনের গরুটি নিয়ে এসেছেন তিনি। আবদুল সালাম বেপারী ফনি'র দাম হাঁকছেন ১০ লাখ টাকা।
তবে এ হাটে ১ লাখ টাকায় ৫ হাজার টাকা হাসিল আদায়ে অনেকটায় ক্রেতা শূণ্য হাট। ঈদের আর দুইদিন বাকি থাকলেও ঐতিহ্যবাহী এই হাটে নেই ক্রেতার দেখা। অনেক বেপারি অসল সময় পার করছেন ক্রেতার অপেক্ষায়। এমনটায় বলছেন দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসা বেপারিরা।
বেপারি আবদুল সালাম বেপারী বলেন, তিনি ছয় বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি পালন করে বড় করেছেন। স্বভাবে শান্ত প্রকৃতি ও ঘূর্ণিঝড় ‘ফনি’ সময়ে জন্ম নেওয়ায় শখ করে গরুর নাম রাখা হয়েছে ফনি। হাটে তুললে গরুটি দেখতে মানুষ ভিড় করছেন। সেই সঙ্গে দূরদূরান্ত থেকেও ক্রেতারা আসছেন। এখনও পর্যন্ত কোনো ক্রেতা আসেনি কিনার জন্য। ১০ লাখ হাঁকানো হয়েছে। তবে ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি হবে বলে আশা করছি।
সরেজমিনে দেখা যায়, নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ফনি নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। গরুটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং উচ্চতা ৬ ফুট। বদনজর থেকে বাঁচাতে কপালে দিয়েছেন কালো টিপ। ফনিকে ঘাস বাদ দিয়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খাওয়াতে হয় বলেও জানান তারা।
গরুটি দেখাশুনা করছেন তার ছেলে শফিকুল ইসলাম। তিনি বলেন, গরুটি স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায় তবে বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাবার খাওয়াচ্ছি। যত্ন করে লালন পালন করা হয়েছে। সবসময় এটা ফ্যানের নিচে থাকে। রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় এবং প্রতিদিন দুই বেলা গোসল করাতে হয়।
চট্টগ্রামের কর্ণফুলীতে হাসপাতালের জায়গায় বসা ইজারাবিহীন পশুর হাটে বিদ্যুৎপৃষ্টে মোহাম্মদ রিয়াদ (১৪) নামে এক কিশোরের ঝলসে যাওয়ার ঘটনা ঘটে।
বুধবার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসা ফকিনীরহাট পশুর হাটে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে হাটের আয়োজক ও বড়উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাজ্জাদ হোসেন বলেন, ভূমি অফিসের অধীনে হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন আহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে পশুর বাজার দেখতে গেছিল। পশুর বাজারে বৈদ্যুতিক তারের লেগে এ ঘটনা ঘটে। এসময় হাটে থাকা লোকজনের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
জানা গেছে, বড়উঠান ইউনিয়নের ফকিনীরহাট বাজারটি খাস কালেকশন আদায় করছিল ভূমি অফিস। তারাই হাসপাতালের মাঠে পশুর হাটটি বসিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘পশুর হাটে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত এক কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে বলে আমি শুনেছি। তার বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’
কক্সবাজারের
কুতুবদিয়ায় অভিযান চালিয়ে মন্দিরের চুরাই মালামালসহ মনির আলম নামের এক চুরকে
গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
থানা
সূত্রে জানা গেছে, গোপন
সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হাসমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় গ্রামের ফরিদুল আলমের ছেলে মোঃ মনির আলমকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে নিজ বসতঘর হতে ০১টি ব্যাটারী, ০১টি গ্যাস সিলিন্ডার ও ০২ চুলা বিশিষ্ট গ্যাসের চুলা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী জনৈক চন্দন পালের ওয়ার্কশপ দোকান হতে মন্দিরে ব্যবহৃত পিতলের ০১টি ঘন্টি, ০৩টি থালা,০১টি কাসা এবং ১টি প্রদীপ রাখার স্ট্যান্ড উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: আরমান হোসেন।
জামালপুর জেলার মেলান্দহ থানার মামা ভাগিনা বেইলি ব্রিজের নিচে একজন মহিলার লাশ উদ্ধার
মঙ্গলবার(৩ জুন) সভার প্রধান অতিথি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন কোরবানির পশশুর চামড়া সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে রাজধানী তে ভ্রাম্যমান কামারের কদর বেড়েছে। কুরবানীর পশু জবহ করার জন্য যে উপকরণ লাগে সব উপকরণ ভ্যানে করে বিক্রি করছে ভ্রাম্যমান কামারীরা।
দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে বিএসএফ
বাবার দেওয়া শিক্ষা নিয়ে প্রতি ঈদে অসহায় মানুষের পাশে ছেলে।।
নেত্রকোনার কেন্দুয়া থেকে।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গরু হাটে বিক্রেতাদের মধ্য ষাঁড় গরু বাধা নিয়ে হট্টগোল।
বড়াইগ্রামের রাজাপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে দেশি ম / দ উদ্ধার, আটক ৫
।।
।।
ময়মনসিংহের প্রান্তিক খামারির গরু রাজা বাবু কে বেশি দামে বিক্রির আশায় ঢাকার কমলাপুর বালুর মাঠ পশুর হাটে আনা হয়। কিন্তু গত দুই দিনেও বিক্রি হয়নি রাজা বাবু। গত কাল আই নিউজ বিডি তে সংবাদ প্রকাশের পরে অনেকেই রাজা বাবু কে দেখতে এসেছে বলে জানিয়েছেন বিক্রেতা।
,,
আসন্ন ঈদ উল আযহা কে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখছেন বিআরটিএ'র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।
ভিডিও চিত্র: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
উত্তরা-বাইপাইল রোডের অন্যতম ভোগান্তির স্থান জামগড়া সড়কটি
বড়াইগ্রামে রান্নার চুলার পাশে রাখা মোটরসাইকেলে পেট্রোল ঢালার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড
ঈদের মার্কেট- জুতার দোকানেও উপচে পড়া ভীড়
শেষ মুহূর্তে জমে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী তৈলারদ্বীপ সরকারহাট কোরবানির পশুর বাজারে। হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। জনসমাগম আর হাকডাকে মুখরিত হাটে পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি মতভেদ রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে।
এক একটি গুরু বিক্রি হচ্ছে এক লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত।
উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী, ছোট বড় নানান সাইজের গরু, মহিষ ও ছাগলের বড় হাট হিসেবে সরকার হাট গত ২০ বছরের বেশি সময় ধরে দক্ষিণ চট্টগ্রামের বড় পশুর হাটের মধ্যে অন্যতম। সারাদেশে এ হাটের ব্যাপক পরিচিতি রয়েছে।
ফলে সারা বছর এ হাটে রেকর্ড পরিমাণ গবাদি পশু বিক্রি হয়। যার কারণে প্রতি বছর প্রায় ৭ কোটি টাকা বেশি এই হাট ইজারায় উঠে। এ হাটে দুইশ’র বেশি গবাদি পশু বিক্রেতাও রয়েছেন। তাছাড়া সরকার হাটকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও আশপাশ এলাকায় একশ’র বেশি খামার গড়ে উঠেছে। খামারগুলিতে দেশি, বিদেশি গবাদি পশুর উৎপাদন হয়। উৎপাদিত গরু–মহিষ কুরবানের ঈদে চট্টগ্রামের মানুষের চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করে।
বর্তমানে এ হাটে ক্রেতা বিক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সাপ্তাহিক বাজার ছাড়াও প্রতিদিন গবাদি পশু বেচাকেনা হবে বলে জানা গেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কম খরচে পরিবহন সুবিধার কারণে এ হাটের বাড়তি কদর পুরো চট্টগ্রামে।
এবার ঈদকে সামনে রেখে আনোয়ারা ও কর্ণফুলীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পশুর হাট রয়েছে ২২টি। শেষ সময়ে ক্রেতা-বিক্রেতার আনাগোনায় সরকার হাট মুখরিত থাকলেও দুই উপজেলার অন্য হাটে ক্রেতার দেখা মিলেনি গত ৫দিনেও। অন্যান্য বছরের তুলনায় পশুর দাম অনেকটা কম বলে জানান বিক্রেতারা। তবে পশুর দাম নিয়ে ক্রেতাদের রয়েছে নানা মতপার্থক্য বেশীরভাগ ক্রেতাই পশুর দাম বেশি বললেও কেউ কেউ আবার বলছেন গরুর দাম নাগালের মধ্যেই রয়েছে।গরু কেনাবেচার তারা সরকার নির্ধারিত হাসিল আদায় করছেন। নিবিঘ্নে কোরবানীর পশু কেনাবেচায় হাট কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী অব্যাহত আছে।
সরকার হাট পশুর বাজারের ইজারাদার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বলেন, ৭ কোটি টাকায় ইজারায় নেওয়া এ হাটের ঐতিহ্য ধরে রাখতে আমরা নানান পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে ক্রেতা বিক্রেতাদের জন্য বাজারে রয়েছে ব্যাংকিং সুবিধাও। ক্রেতা-বিক্রেতার ভিড়ে কেউ যেন প্রতারিত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিনও রাখা হয়েছে। আশা করি, বিক্রেতারা স্বচ্ছন্দে ব্যবসা করতে পারবেন।
তিনি আরও বলেন, প্রশাসনের সহযোগিতায় আমরা বাজারে গাড়িতে গরু মহিষ উঠানোর সময় হয়রানি মূলক টাকা নেওয়া বন্ধ করেছি। কোনো প্রকার হয়রানি ছাড়াই তুলনামূলক কম হাসিলে এ হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে।
পা বাধা অবস্থায় ১৩ কিলোমিটার ভেসে বেচে ফিরলেন প্রতিবন্ধী যুবক
(শামিম হোসেন) গাজীপুর প্রতিনিধি
ঈদকে ঘিরে র্যাবের তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা- অপরাধ ও বিশৃঙ্খলা থেকাতে তৎপর র্যাব -১১। জানাচ্ছেন র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন ।
রনজিৎ বর্মন ,শ্যামনগর,সাতক্ষীরা ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে রালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
রনজিৎ বর্মন
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের
আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা সহ অন্যান্য
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়
।।
কুয়াকাটায় ফটোগ্রাফারদের স্টুডিও থেকে মালামাল নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও ইউএনওর পদত্যাগের দা
কুয়াকাটায় ফটোগ্রাফারদের স্টুডিও থেকে মালামাল নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও ইউএনওর পদত্যাগের দাবি।
দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।পরবর্তীতে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেয়া হয়।
চট্রগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের ঐতিহ্যবাহী অলির হাটে কোরবানির গরু, মহিষ ও ছাগলের বাজারের বর্তমান মহিষের বাজার থেকে সরাসরি
জনরোষে পড়ে প্রতারণার কথা স্বীকার করলেন
রাজধানীর কমলাপুর বালুর মাঠে পশুর হাটে আসতে শুরু করেছে কুরবানীর বৃহৎ বৃহৎ গরু। তবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ময়মনসিংহ এর রাজাবাবু। এর বর্তমান ওজন ২৬ মন দাম চাওশা হয়েছে ১২ লক্ষ। এখন পর্যন্ত ৭ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
বি আর বি গ্রুপের কিয়াম মেটালের শ্রমিকদের দাবি না মানলে আন্দলোন চলমান থাকবে।
স্টাফ রিপোর্টোর > শরির কিছুটা বেলে সাইজের গঠন। সারা অঙ্গজুড়ে অসংখ্য কাটা সেলাইয়ের দাগে ভরা। সব ধারাল চাকুছুরির কোপের ক্ষতদাগে ভরা। কমপক্ষে ৭৮৬টি সেলাইয়ে ক্ষত ভরে রয়েছে পুরো শরির জুড়ে। তবে বয়স খুব বেশী হলে ২৮ এর ঘরে। বয়সে কম হলেও দিনাজপুরে অপরাধ জগতে শীর্ষে জড়িয়ে মুসা'র নাম। এই নামে আইন প্রয়োগকারি সংস্হা এবং ভুক্তভোগিসহ সবাই চেনে তাকে।
দিনাজপুরের পুলিশ সুপারের বর্ননায় উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী মুসার অপরাধ জগতের চাঞ্চল্যকর কাহিনী । আজ মঙ্গলবার দুপুরে গণ মাধ্যমকর্মীদের কাছে মুসার অপরাধ জগতের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
জানা গেছে মুসা শহরতলীর বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। পিছু নিয়ে আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে তাকে সরকারি কলেজ মোড়ে আটক করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ইনচার্জ মুহাম্মদ আলমগীর এবং পরিদর্শক সোহেল রানাসহ অন্যান্যরা। এসময় ছিনতাইয়ের অপেক্ষায় ছিল মুসা। দেহ তল্লাসি করে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি এবং অপরাধ করে দ্রুত সরে পড়ার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল।
পুলিশ সুপার জানান, আটক মুসার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, অপহরন জিম্মি করে টাকা আদায় এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০টি মামলা রয়েছে। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এর আগে পুলিশের হাতে ৭বার গ্রেপ্তার হয়েছে সে। এছাড়াও নানা কারনে মামলার পথে যাননি বহু ভুক্তভোগি।
একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেক শীর্ষ সন্ত্রাসী রুবেল গ্রুপের সংঙ্গে সংঘাতে মুসার শরিরে ৭৮৬টি সেলাই পড়েছে। রুবেল বর্তমানে কারাগারে রয়েছে।
কিন্তু তাকে অপরাধ থেকে থামানো যাচ্ছেনা। অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে পাওয়ায় অপরাধে উৎসাহ পাচ্ছে।
হয় অপরাধ ছাড়ো নয়তো দিনাজপুর ছাড়ো বলে অপরাধিদের উদ্দেশ্যে ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন । কোন অপরাধি ছাড় পাবেনা বলে হুসিয়ারী দিয়েছেন তিনি।
###
গার্মেন্টস শ্রমিক বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ রাস্তা অবরোধ
বসুন্ধরা গ্রুপ হেমায়েতপুর
কুষ্টিয়ায় বিআরবি গ্রুপের কিয়াম মেটালে চলছে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন।
গার্মেন্টস শ্রমিক এর উপর পুলিশের হামলা হেমায়েতপুর সাভার ঢাকা
ঈদের আমেজ মানেই কোরবানির পশু , আর কামারের দোকানে টুংটাং শব্দ, ঈদে গাবতলী গরুর হাটের খামাররা পার করছে ব্যস্ত সময়, দা, বটি , ছুরি, চাপাতি তৈরি করছে।
ব্যক্তিগত কাজে লাগানো হচ্ছে সরকারি রাস্তার ইট
পবিত্র
ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতে শুরু
হয়েছে পাঁচ দিনব্যাপী কুরবানির গরু ও ছাগলের হাট। ২রা জুন সোমবার থেকে শুরু হওয়া এই হাট বসবে ৬ই জুন শুক্রবার পর্যন্ত । প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই হাটের কার্যক্রম।
স্থানীয়
ইজারাদার ওয়াহিদের তত্ত্বাবধানে পরিচালিত এ পশুর হাটে কুতুবদিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যাপারীরা তাদের গরু ও ছাগল
নিয়ে এসেছেন। হাটটি সৈকতের পাশে হওয়ায় একদিকে যেমন পশু ব্যবসায়ীরা স্বস্তিতে পশু
রাখতে পারছেন, অন্যদিকে দর্শনার্থী ও ক্রেতারাও উপভোগ করছেন একটি সমুদ্রপাড়ের
ব্যতিক্রমধর্মী বাজার।
এ
বছর হাটে দেশি গরুর পাশাপাশি কিছু উন্নত জাতের গরুও দেখা গেছে। ছোট ছাগল থেকে শুরু
করে বড় আকৃতির বলদ পর্যন্ত বিভিন্ন দামের পশু কেনাবেচা হচ্ছে। দাম তুলনামূলকভাবে
কিছুটা বেশি হলেও ক্রেতারা সন্তুষ্ট। অনেকেই মনে করছেন, নিরাপদ
পরিবেশ, পর্যাপ্ত জায়গা এবং খোলা বাতাসে হাট হওয়ায় এটি একটি ভালো
আয়োজন।
হাট
কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো সময়জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় রয়েছে পর্যাপ্ত পুলিশি
নিরাপত্তা এবং পশু চিকিৎসার জন্য রয়েছে ভেটেরিনারি টিম।
এ
বিষয়ে হাট ইজারাদার ওয়াহিদ বলেন,“আমরা চেষ্টা করছি পশু ও মানুষের জন্য
একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুবিধাজনক হাট পরিবেশ নিশ্চিত করতে। সকলের
সহযোগিতায় এটি একটি সফল আয়োজন হবে বলে আশা করছি।”
স্থানীয় বাসিন্দা মো. হারুন জানান,“সমুদ্রের
পাশে এমন পশুর হাট সত্যিই আনন্দদায়ক। শুধু পশু কেনার জন্য নয়, দেখতে
এসেও আনন্দ পাচ্ছে সবাই।”
ঈদুল আজহার আগমনে প্রাণ ফিরে পাওয়া এ
পশুর হাট স্থানীয় অর্থনীতির জন্য যেমন ইতিবাচক,
তেমনি দ্বীপের মানুষের উৎসবমুখর
পরিবেশেও এনেছে এক ভিন্নমাত্রা।
‘কুতুবদিয়া প্রতিনিধি’
কুরবানির পশুর জমজমাট হাট।Netrokona
জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন গ্রামবাসী।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে।।
ফিলিস্তিনিদের মুক্তি হবে?
আগে খাইছে বাপ,পরে খাইবো কন্যা, শেষে খাইবো চৌদ্দগুষ্ঠি
সিলেটের বালাগঞ্জ হাওর বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এই হাওরটি তার বৈচিত্র্যময় পরিবেশ এবং প্রাকৃতিক রূপের জন্য বিশেষভাবে পরিচিত। বালাগঞ্জ হাওর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন প্রজাতির পাখি, উদ্ভিদ এবং জলজ প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। এই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যই নয়, বরং দেশি-বিদেশি পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয়।
বালাগঞ্জ হাওর সিলেট শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এই হাওরের চারপাশে বিস্তৃত সবুজ প্রান্তর এবং পানির আধার রয়েছে যা প্রকৃতির অনন্য রূপ প্রকাশ করে। বর্ষাকালে হাওরটি জলমগ্ন হয়ে একটি বিশাল জলাশয়ে পরিণত হয়, যেখানে নৌকা ভ্রমণ করে স্থানীয় এবং পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। শীতকালে হাওরটি তার রূপ পরিবর্তন করে এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমনে মুখরিত থাকে।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, "বালাগঞ্জ হাওর আমাদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস। এখানে মাছ চাষ এবং কৃষিকাজের মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করি। কিন্তু একইসঙ্গে আমরা এই হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে সচেষ্ট।"
একজন পর্যটক, মেহেদী হাসান, জানান, "আমি প্রথমবারের মতো বালাগঞ্জ হাওরে এসেছি এবং এর নৈসর্গিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে পাখিদের কলরব এবং সবুজের সমারোহ সত্যিই মনোমুগ্ধকর।"
বালাগঞ্জ হাওরের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশবিদদের মতে, এই হাওরটি শুধু পর্যটনের জন্য নয়, বরং পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ সরকার এবং স্থানীয় প্রশাসন হাওরের সংরক্ষণ এবং উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসন পর্যটন সুবিধা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া, স্থানীয় প্রশাসন হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের জীবিকা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে।
বালাগঞ্জ হাওরের প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এর ওপর নির্ভর করে স্থানীয় লোকজ সংগীত, নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। এই হাওরের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
বালাগঞ্জ হাওরের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণ সহ সবার অংশগ্রহণ জরুরি। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তবে, পর্যটন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার বিষয়টিও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। যথাযথ পরিকল্পনা এবং সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে বালাগঞ্জ হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য ভবিষ্যতেও অটুট থাকবে।
এক কাপ চা হাতে নিয়ে আপনি যদি বাজেট সংবাদে চোখ রাখেন, ভাবুন তো—হঠাৎ মোবাইল ফোন, ফ্রিজ, এমনকি গামছার দামও যদি বেড়ে যায়, কেমন লাগবে? এটা কোনো গুজব নয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এমন বাস্তবতা তৈরি হচ্ছে।
একটি বাজেট কেবল অর্থনৈতিক নীতির দলিল নয়—এটি আমাদের প্রতিদিনকার জীবনযাত্রা, খরচ আর স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই বাজেট ঘোষণার দিন শুধু অর্থ উপদেষ্টার কণ্ঠ নয়, প্রতিটি পরিবারের হিসাবের খাতা খুলে যায় একসঙ্গে।
মিরাপাড়া হাটটি সিলেট শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। হাটের বিপুল আকার এবং সুসংগঠিত ব্যবস্থাপনা ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সুবিধাজনক স্থান হিসেবে পরিচিত। প্রতিটি হাটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কেনাবেচা চলে। ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ভোরে হাটে উপস্থিত হন, এবং ক্রেতারাও সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন।
হাটের এক ব্যবসায়ী, রহিম উদ্দিন, বলেন, "এই হাটে বেচাকেনা দিন দিন বাড়ছে। বিশেষ করে উৎসবের সময় ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো।" অন্যদিকে, এক ক্রেতা জানান, "আমরা এখানে আসি কারণ এখানে গরু ও ছাগলের মান ভালো এবং দামও সাশ্রয়ী।"
সরকারের পক্ষ থেকে হাটের কার্যক্রম পরিচালনা এবং সংরক্ষণে বিশেষ নজর দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া, পশু বেচাকেনার ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিলেটের মিরাপাড়া গরু-ছাগলের হাট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক মেলবন্ধনের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় এবং সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটি আরও উন্নত হতে পারে।
রাজধানীর গাবতলী পশু হাটে সাত লাখ টাকার একটি গরুর আকস্মিক মৃত্যু ঘটেছে। এই ঘটনা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেছে।
হাট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলী হাটে এক বিশাল আকৃতির গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়। গরুটির মালিক রাজশাহীর এক খামারি, যিনি গরুটি বিক্রয়ের উদ্দেশ্যে হাটে এনেছিলেন।
মালিকের বক্তব্য অনুযায়ী, গরুটি সম্পূর্ণ সুস্থ ছিল এবং তার প্রয়োজনীয় সব টিকা ও চিকিৎসা করানো হয়েছিল। তিনি বলেন, "গরুটির অস্বাভাবিক আচরণ দেখে আমরা সঙ্গে সঙ্গে হাটের পশু চিকিৎসকদের খবর দিই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।"
হাটের পশু চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুটি খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা গেছে। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।" ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য বিক্রেতারা এই ঘটনার জন্য হাট ব্যবস্থাপনাকে দায়ী করছেন। তাঁদের অভিযোগ, হাটে পশুর জন্য যথাযথ স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই।
এই ঘটনা পশু ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেক ক্রেতা বিক্রেতারা তাদের গরুর স্বাস্থ্য নিয়ে শঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে হাট কর্তৃপক্ষের উচিত পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা জোরদার করা এবং খাদ্য ও পানীয়ের মান নিয়ন্ত্রণ করা।
পশু পালন বিশেষজ্ঞ ড. শাহিন আলম বলেন, "পশু হাটে প্রচুর পশু একত্রে রাখা হয়, যা রোগ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। হাট কর্তৃপক্ষের উচিত পশুর স্বাস্থ্য সুরক্ষায় আরো বেশি নজর দেয়া।"
এই ঘটনার প্রেক্ষিতে হাট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে এবং পরবর্তী সময়ে এর পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
জামাতি ভণ্ডামি ধরা খেলো!
চট্টগ্রামের জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ার ঘটনায় ক্রেডিট নিতে গিয়ে অপদস্ত হল জামায়াতে ইসলামী। চট্টগ্রাম নগরের ৫৭টি খালের মধ্যে একটি খাল পরিষ্কারের দায়িত্ব নিয়েছিল তারা। সেই খালের অবস্থা দেখুন। তাদের দায়িত্বশীলতার নমুনা দেখুন!
#rashedkhanbnp #shahadathossain ##চট্টগ্রাম #জামাত
##bnpbangladesh #bnp #শিবির #মেয়রশাহাদাত
চট্টগ্রামের জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ার ঘটনায় ক্রেডিট নিতে গিয়ে অপদস্ত হল জামায়াতে ইসলামী। চট্টগ্রাম নগরের ৫৭টি খালের মধ্যে একটি খাল পরিষ্কারের দায়িত্ব নিয়েছিল তারা। সেই খালের অবস্থা দেখুন। তাদের দায়িত্বশীলতার নমুনা দেখুন!
#rashedkhanbnp #shahadathossain ##চট্টগ্রাম #জামাত
##bnpbangladesh #bnp #শিবির #মেয়রশাহাদাত
নোয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা কামালের উপর মিথ্যা অপপ্রচার ও মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন
অ'পহরণ কারীদের আ'স্তানায় র্যাবের অ'ভিযান চলছে...
টেকনাফ থেকে সরাসরি
ভোলা চরফ্যাশন উপজেলা ঢালচর ইউনিয়নে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান-তারেক রহমানের পক্ষে, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়নের নির্দেশনায়- বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বর্ষা মানেই গ্রামের মানুষের ভোগান্তী!
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে।
বাজিতপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক সরারচর গরুর হাটে এবারের চিত্র একেবারেই ভিন্ন। বর্ষণ ও কাদাপানিতে হাটের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে, আর এর প্রভাব পড়েছে গরুর কেনাবেচায়। হাটে গরুর সংখ্যা থাকলেও কেনাবেচা হয়েছে কম, দামও ওঠেনি প্রত্যাশামতো।
স্থানীয় ও মৌসুমি ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাটে এবার দুই লাখ টাকার বেশি দামের গরু আসেনি। বেশিরভাগ গরুর দাম এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। বড় গরু আনতে পরিবহন সমস্যা, খরচ ও বাজার অনিশ্চয়তার কারণেই অনেকে পিছিয়ে আছেন।
এক বিক্রেতা বলেন, “বৃষ্টির কারণে মাঠে কাদা জমেছে, গরু হাঁটানো যাচ্ছে না। ক্রেতারা এসে ঘুরে যাচ্ছেন, কিনছেন না।”
এক ক্রেতা জানান, “ভালো গরু আছে, কিন্তু কাদা আর পানির কারণে গরুগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। দামও অনেকটাই অপরিষ্কার।”
হাট কর্তৃপক্ষ জানায়, পূর্বপ্রস্তুতি থাকলেও হঠাৎ ভারি বৃষ্টিতে হাটে পানি জমে গেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী হাটে এমন অবস্থা না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।
ঈদুল আযহা মাত্র ৬ দিন পর। এই সময়টায় গরুর হাটে সবচেয়ে বেশি কেনাবেচা হওয়ার কথা। কিন্তু সরারচরের মতো গুরুত্বপূর্ণ হাটে এমন মন্দা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতা ও খামারিরা।
হুজুরদের খুশি করতে বিদেশে চামড়া রপ্তানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম. এ. রশিদ ভূঁইয়া।
সোমবার (২ জুন) সাভার চামড়া শিল্প নগরীর বিএফএলএলএফইএ ভবনের হলরুমে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সরকারি আদেশ বাতিলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকার কাঁচা চামড়া বাহিরের দেশে রপ্তানীর সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে প্রশ্ন করলে রশিদ ভূঁইয়া বলেন, “সরকার ঈদের ছুটি ১০ দিন করেছে মানুষের মন রক্ষা করতে। হুজুরদের এবং মাদ্রাসার লোকজনকে খুশি করার জন্য সরকার নিজ ইচ্ছায় বাহিরের দেশে চামড়া রপ্তানি করছে। আমরা স্পষ্ট নিষেধ করে বলেছি, এটা করা ঠিক হবে না। আগে চামড়াটা রক্ষা করুন, কাঁচা চামড়া দেশের বাইরে রপ্তানি করা যাবে না। এতে অনেক খরচেয় বিষয় আছে। এছাড়া আমাদের এখানে রপ্তানির কোনো সুযোগ নেই।
তিনি অভিযোগ করে বলেন, “সরকার কিভাবে কার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাদের বোধগম্য নয়। এই সিদ্ধান্তটা আত্মঘাতী হয়েছে। রাস্তায় হাজার হাজার লোক আজ মানববন্ধন করতে এসেছে, তারা এইখানের শ্রমিক। এরা কি করে চলবে? এখানে প্রত্যেকটা লোক চামড়া শিল্পের সাথে যুক্ত।”
চামড়ার দাম কমার পেছনের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “এখন সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা ট্যানারি মালিকরা কোনোভাবেই এর সাথে যুক্ত না। যখন চামড়ার দাম ৩ থেকে ৪ হাজার টাকা ছিল, তখন এগুলো হতো। এখন সারা বিশ্বে চামড়ার দাম কমে গেছে। এছাড়া তিন-চারটা হাত ঘুরে কাঁচা চামড়া আমাদের কাছে আসে।”
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ বলেন, “আমরা কোরবানির মৌসুমে প্রায় ৬০% কাঁচা চামড়া সংগ্রহ করে থাকি। কিন্তু এবার পরিস্থিতি ব্যতিক্রম। বাংলাদেশ থেকে কখনোই কাঁচা চামড়া রপ্তানি হয় না। ১৯৯০ সালে ওয়েট-ব্লু চামড়া রপ্তানি হয়েছিল, কিন্তু পরে তা নিষিদ্ধ করা হয়। এবারে কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে আমাদের সঙ্গে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে কাঁচা চামড়া রপ্তানি করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমাদের শিল্পখাতের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এর মধ্যে যদি কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়বে। কাঁচামাল যদি দেশ থেকে বেরিয়ে যায়, তাহলে হাজারো শ্রমিক বেকার হয়ে যাবে। আমাদের অনেক ব্যাংকঋণ রয়েছে, যেটা পরিশোধ করতে কঠিন পরিস্থিতি ফেস করতে হবে।”
চামড়া শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে ঐতিহ্যবাহী ও ব্যাপক সম্ভাবনাময় চামড়া শিল্প বর্তমানে মারাত্মক সংকটে রয়েছে। প্রায় ৮৫ বছরের পুরনো এই শিল্প খাতটি দেশীয় কাঁচামাল নির্ভর, ৮০ শতাংশ মূল্য সংযোজনকারী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটির বেশি মানুষের জীবিকায় জড়িত যাদের অধিকাংশই গ্রাম থেকে এখানে এসে কাজ করছে।
বক্তব্যে তারা জানান, শিল্প উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে একাধিকবার বৈঠক ও সুপারিশ পত্র প্রদান সত্ত্বেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের কমিটিও এখন পর্যন্ত কোনো কার্যকরী উদ্যোগ নিতে পারেনি । তবে তারা ২৫ মে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় যা ট্যানারি মালিকদের জন্য ‘আত্মঘাতি’।
নেতৃবৃন্দরা বলেন, ওয়েট ব্লু রপ্তানি করলে ট্যানারি নগরীতে ফিনিশড ও ক্রাস্ট চামড়া উৎপাদনের লক্ষ্যে যে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে পরিবেশ দূষণ, উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, যন্ত্রপাতি ও কেমিক্যাল আমদানিতে সমস্যাসহ পুরো খাতের ওপর প্রভাব পড়বে। যার ফলে রপ্তানি আয় ৩০–৪০ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ট্যানারি খাতকে রক্ষা, বৈদেশিক মুদ্রা আয় অব্যাহত রাখা, শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে।
এসময় সংবাদ সম্মেলনে ট্যানারি মালিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ডিপজল ভাইয়ের বড় হাট গরু বিক্রি করব খাজনা ছাড়া যদি বেশি তেরিবেরি করে সানডে মানডে ক্লোজ কইরা দিমু
অনিয়মের অভিযোগ তুলে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিলেন ইউনিয়ন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ।
বড়াইগ্রামের জোনাইল ডিগ্রী কলেজে অধ্যক্ষকে প্রবেশে বাঁ'ধা
নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রানি নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর চলমান বিলবোর্ড নিয়ে শোডাউন করে ছাত্রদল যুবদল এবং সেচ্ছা-সেবকদল।
ডিল ডাল নিরবতায় চলছে বড় বাজার তেরী পট্টির কাপড়ের দোকানের বেচাকেনা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোরবানির হাট বাজার।
দুর্গাপুরে পথ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা উপকরণ পেলো পাহাড়ী অঞ্চলের শিক্ষার্থীরা
ঈদুল আযহা যত নিকটে ততই হাটে বাড়ছে মানুষের সমাগম, ক্রেতারা যেমন গরু দেখছে এবং দাম করছে তেমনি বিক্রেতারা চাচ্ছে দাম, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশে-বিদেশি নানা প্রজাতির ট্রাক ভর্তি গরু নিয়ে হাজির হচ্ছেন রাজধানীর গাবতলী গরুর হাটে ।
টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ স্কুল মাঠ।
রাস্তাঘাটে এভাবে হাতি দিয়ে টাকা নেওয়া কত টুকু যৌক্তিক বলে মনে করেন?
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা'র রা্ষ্টতপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের সামনের দৃশ্য।
এ যেনো বৃষ্টি না হতেই বন্যা কিশোরগঞ্জ জেলা শহরে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়া ঝিরিঝিরি বৃষ্টিতে'ই জলাবদ্ধতা'র সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায়
বর্তমান অন্তবতীকালীন সরকারের প্রথম জাতীয় বাজেট এটি । এই বাজেট সম্পর্কে সাধারণ মানুষ কে প্রশ্ন করা হলে সাধারণ মানুষ মনে করে বাজেট মানেই দড় বৃদ্ধি। আবার অনেকেই জানানে জাতীয় বাজেট কি?
যশোরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে
আধুনিক যন্ত্রপাতির আড়ালে হারাতে বসেছে দুর্গাপুরের কামার শিল্প।
"গরীবের ইজ্জত আর ধনির প্রেসটিজ
রক্ষায় ব্যস্ত"—এই চিত্রনাট্য যেন
হুবহু মিলে যায় ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির নিউমার্কেট ও গাউছিয়ার বাস্তবতায়।
এই দুই মার্কেট শুধু কেনাকাটার স্থান নয়, বরং রাজধানীর সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক গতিপথের
একটি জীবন্ত প্রতিচ্ছবি।
নিউমার্কেট প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে,
এক সময়কার 'নতুন বাজার' আজ পুরনো হয়েও
নতুনের চেয়ে কম নয়। তখনকার
দিনে ঢাকাবাসীর কাছে এটি ছিল আধুনিকতার প্রতীক। গাউছিয়া মার্কেট যোগ হয় পরবর্তী সময়ে,
কিন্তু জনপ্রিয়তার দিক থেকে সে আজ নিউমার্কেটের
সমতুল্য, অনেক ক্ষেত্রেই অগ্রগামী।
একটি লিংকে ক্লিকের মাধ্যমে সর্বস্ব হারাচ্ছে অনেক ব্যক্তি
আওয়ামী লীগের জন্য খারাপ খবর ! ফাঁসির মঞ্চে ডাকছে এক ডজন নেতা কে
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে নিহত ১।
রিপোর্টার: মোঃ রুস্তম আলী, যশোর, আই নিউজ বিডি
ছয়শত টাকা হাজিরায় ১০ মাটিকাটা শ্রমিককে ভাড়া করেন যুবলীগ নেতা
কুষ্টিয়ায় পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে ১৫/১৭ জন ঝটিকা মিছিল করেছে। এদের মধ্যে ১০ জনই ছিলো মাটিকাটা শ্রমিক। ওই রোডে বালি সরানোর কথা বলে শ্রমিকদের ডেকে নিয়ে আসে শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজিব। সেখানে গিয়ে ওই যুবলীগ নেতা শ্রমিকদের বলে সারাদিন কষ্ট করে মাটিকাটা লাগবেনা, তোমরা এক মিনিট মিছিল করলেই পুরো টাকা পেয়ে যাবে। গ্রামের সহজসরল মানুষগুলো তাদের ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যোগ দেয়। গতকাল রোববার সকালে পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে এই মিছিলের চেষ্টা করে যুবলীগের কয়েকজন নেতা। পরে এ ঘটনায় পুলিশ পিটিআই রোড থেকে ১০ শ্রমিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৮জন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা ও দুজন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।
নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের খেলার মাঠ, যেটি স্থানীয় শিশুদের জন্য জনপ্রিয় একটি খেলার স্থান, আজ অবহেলিত অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত শিশু এই মাঠে খেলাধুলা করতে আসে, কিন্তু মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ ও ঘাস লাগানোর অভাবে এটি যেন মৃতপ্রায়।
মাঠের পরিবেশ উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা শিশুদের খেলাধুলার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে। মাঠটি শুধু খেলাধুলার স্থান নয়, বরং এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাঠের বর্তমান অবস্থা সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, "আমরা প্রতিদিন আমাদের সন্তানদের এই মাঠে পাঠাই, কিন্তু মাঠের বেহাল দশা দেখে আমরা খুবই হতাশ। কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা।"
নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষকও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমরা আশা করি স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ড এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।"
সরকারি নীতিমালা অনুযায়ী, স্কুলের খেলার মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া উচিত। কিন্তু বাস্তবে এই নীতিমালা প্রায়ই উপেক্ষিত হয়। মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রশাসনের অনাগ্রহ বিশেষভাবে লক্ষণীয়।
বিশেষজ্ঞরা বলছেন, খেলার মাঠ শুধু শারীরিক কসরত করার স্থান নয়, এটি শিশুদের সামাজিক দক্ষতা ও সহযোগিতার অনুভূতি বিকাশে সহায়ক। মাঠের উন্নয়নের মাধ্যমে শিশুদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে, যা তাদের স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক বিকাশে সহায়ক হবে।
এই মাঠের সংস্কার না হলে ভবিষ্যতে এর আরও ক্ষতি হতে পারে এবং স্থানীয় শিশুদের জন্য খেলার সুযোগ আরও কমে আসবে। এ কারণে নন্দীগ্রামের বাসিন্দারা স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন তারা দ্রুত মাঠের উন্নয়নে পদক্ষেপ নেয়।
অবশেষে, নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের মাঠের সংস্কার ও রক্ষণাবেক্ষণ একটি জরুরি প্রয়োজন। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে এবং মাঠটি পুনরায় শিশুদের খেলার উপযোগী করে তুলবে।
৫ কোটি ৬০ হাজার মূল্যের, প্রায় ১ লক্ষ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করলো বাংলাদেশ কোস্ট গার্ড।
ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে জেলার হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আজ সকালে হরিপুর উপজেলার বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার মোড়ে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম ঐ এলাকার ওয়াইজুল হক টুনু মাস্টারের ছেলে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবলীগ নেতা ফারুক মিয়া'কে গণধোলাই