close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Breaking news

SHARIF MIA
6 Views · 3 months ago

সাভারে স্ত্রীকে হ*ত্যার অভি*যোগে স্বামীকে গ্রেফ*তার করেছে পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর। পুলিশ জানায়, গেল ২৩ এপ্রিল পারিবারিক ক*লহের জের ধরে স্ত্রী পোশাক শ্রমিক তানিয়া আক্তারকে সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় বাঁশ ঝারে নিয়ে শ্বা*সরোধ করে হ*ত্যা করেন স্বামী সোহাগ মিয়া।

SHARIF MIA
24 Views · 3 months ago

আশুলিয়ার জামগড়া এলাকার ছয়তলা ইষ্টার্ন হাউজিং মাঠের এমএস গলিতে RAB -4 এর অভিযানে অ*স্ত্র ও গু*লিসহ ১ জন আ*টক।

SHARIF MIA
19 Views · 3 months ago

সাভারের ডগর মোড়ার একাধিক হ*ত্যা মাম*লার আ*সামি ও মাদ*ক সম্রাট রনি ওরফে কুত্তা রানী ঢাকা জেলা উত্তর ডিবির হাতে আ*টক।

SHARIF MIA
12 Views · 3 months ago

পুলিশের তল্লাশিকালে ব্যাংক টাউন এলাকায় এক ছিনতা*ইকারীকে দেশীয় অস্ত্র*সহ গ্রেফ*তার করেছে সাভার মডেল থানা পুলিশ ।
শুক্রবার(১৮এপ্রিল) দুপুর দের টায় যাত্রীবাহী বাস রাজধানী পরিবহনে তল্লাশির পর বার্মিজ চাকুসহ ওই ছিনতা*ইকারীকে গ্রেফ*তার করে পুলিশ।গ্রেফ*তারকৃত আসা*মীর নাম -
মোঃ ইমাম হাসান (১৮) পিতা-মৃত তরিকুল ইসলাম, অভয়নগর, যশোর, বর্তমান ঠিকানা-১৩ নং রাস্তা, আব্দুল আজিজ এর ভাড়াটিয়া, ব্যাংক টাউন, সাভার ঢাকা।

SHARIF MIA
12 Views · 3 months ago

⁣অবশ্যই সাভার নামাবাজারে এই অবৈধ টোল বা চাঁদা বন্ধ হওয়া উচিত।সাভারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

MD Arif
13 Views · 3 months ago

ডা. সুলতান আহমদ এর শুভ আগমন উপলক্ষে
পাথরঘাটায় জামায়াতে ইসলামীর জনসভ

SHARIF MIA
18 Views · 3 months ago

অবশেষে সেই সাভারের একবারে ক্লিয়ারলি ভিডিওটা পাওয়া গেছে

Monsur Alam
28 Views · 3 months ago

⁣৫ আগস্টের পর যারা নেতা হয়েছে তাদের যেখানেই পাবেন পেটাবেন,,,,নূর তানজিলা রহমান, সাংগঠনিক সম্পাদক ফেনী জেলা মহিলা দল

Shahadat Hossain Munsy
20 Views · 3 months ago

গভীর রাতে উচ্চ আওয়াজে হোন্ডা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় কিশোরগেংয়ের উপর সেনাবাহিনীর একশন। স্যালুট আমাদের গর্বিত সেনাবাহিনীকে।

MD Arif
14 Views · 3 months ago

আপনি কি জানেন? বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩.৫ বিলিয়ন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল পরিবেশ দূষণের জন্য দায়ী। যা পরবর্তীতে পরিবেশ ও আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে মাইক্রোপ্লান্টিক ও বিষাক্ত রাসায়নিক ছড়ায়। এই ক্ষতিকর বিষক্রয়ার ফলা মানবসমাজ পরবে চরম দূর্ভোগে। মাইক্রোপ্লাস্টিক এর ফলে হতে পারে থাইরয়েড ও কিডনিজনিত সমস্যা ছাড়াও হতে পারে ক্যান্সারের মতো দুরারোগ্য অসুখ। সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা-ESDO এর এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বছরে প্রায় ৩.১৫ থেকে ৩.৮৪ বিলিয়ন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল ব্যবহৃত হয়। যার মধ্যে মাত্র ২১.৪% রিসাইকেল করা হয়। আর বাকি ৭৮.৬% প্লাস্টিক বোতল নদী, সমুদ্র এবং ডাম্পিং স্টেশনে জমা হয়। এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল ৪৫০ বছর পর্যন্ত টিকে থাকে, যা পরবর্তীতে পরিবেশ ও আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে মাইক্রোপ্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক ছড়ায়। প্লাস্টিক নিষেধাজ্ঞা আইন দুষণ এবং জীববৈচিত্র্যের হুমকির কথা বিবেচনা করে পেট্রোলিয়াম বা জীবাশ্ম জ্বালানির থেকে তৈরি পলিমারের ব্যবহার নিষিদ্ধ করে। ২০২২ সাল পর্যন্ত, ৯৯ টি দেশে এই ধরনের নিষেধাজ্ঞা প্রবর্তন করা হয়েছে এবং ৩২ টি দেশে নিষেধাজ্ঞার পরিবর্তে প্রতিটি ব্যাগের উপর নির্দিষ্ট হারে চার্জ আরোপ করা হয়েছে। বাংলাদেশ ২০০২ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম প্লাস্টিকের উৎপাদন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তবুও বর্তমানে বাংলাদেশে অসংখ্য প্লাস্টিক উৎপাদনকারী কারখানা রয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছরে একজন মানুষ প্রায় ৫ কেজি পর্যন্ত প্লাস্টিক জাতীয় উপাদান ব্যবহার করছে। যদিও জিডিপি ও কর্মসংস্থানে প্লাস্টিক জাতীয় উপাদানের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু পরিবেশগত দিক দিয়ে প্লাস্টিকের পরিবর্তে বিকল্প চিন্তায় অগ্রসর হওয়া অত্যন্ত জরুরি। পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ন্যাশনাল জিওগ্রাফিকের প্লাস্টিক দূষণ নিয়ে করা এক গণ্ডবষণায় পদ্মা থেকে বঙ্গোবসাগরের ওই বিস্তৃত এলাকজুড়ে মোট ৫৬ হাজার প্লাস্টিক পন্যের নমুনা সংগ্রহ করেন। বাংলাদেশে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর একটি অংশ প্লাস্টিক বর্জ্য দেশের বিভিন্ন নদ-নদী এবং ভবাগকে মারাত্মকভাবে দূষিত করছে। প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার ব্যবস্থা গ্রহন করতে হবে। আইন বাস্থবায়ন করা দেশে ২০০২ সালে আইন পাশ হলেও এখনো নেই তার কার্যকারিতা, সাধারন মানুষকে সচেতন করতে হবে যাতে অযথা প্লাস্টিক ব্যবহার কমানো জন্য। প্লাস্টিক এর বিকল্পকে উৎসাহ দেওয়ার মাধ্যেমেই প্রস্টিক ব্যবহার কমানো সম্ভব।

Shahadat Hossain Munsy
12 Views · 3 months ago

চাঁদপুরের কচুয়া জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু নাসের আশরাফীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ১১ জুন নাউলা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

Juwel Hossain
20 Views · 3 months ago

⁣সিরাজগঞ্জ সং*ঘ*র্ষে উত্তাল একডালা, দুইজন অন্ধ সহ আ*হ*ত অন্তত ৩০

Nazrul Islam
31 Views · 3 months ago

⁣‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি,
১১ জুন ২০২৫:



‎কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার
ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহুল আলমকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



‎বুধবার সকাল দশ টায় ধুরুং বাজার সড়কে স্থানীয় ব্যবসায়ী
ও জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজার কয়েক শতাধিক
ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।



‎মানববন্ধনে সভাপতিত্ব করেন ধুরুং বাজার
ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আল আজাদ। সমাবেশে
বক্তারা বলেন, “ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে মারধর করার মত ঘটনা
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে
হবে।”



‎বক্তারা আরও জানান, যদি
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পরবর্তী
সময়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।



‎স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী
জানানো হয়, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

Dalowar Khan
23 Views · 3 months ago

⁣বাগেরহাট-১ আসনে || বাংলাদেশ জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী || অধ্যক্ষ মশিউর রহমান খান || বিশাল

Al Mamun Gazi
4 Views · 3 months ago

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থী ও বিএনপির তরুণ নেতা মাহবুবুর রহমান সরকার ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন।

তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। দল মনোনয়ন দিলে জয়ী হব ইনশাআল্লাহ। আর মনোনয়ন না পেলেও দলীয় কাজ চালিয়ে যাব।”

পথসভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক লিয়াকত আলী মোড়ল, জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু লেইছ, যুগ্ম আহবায়ক শাহ মো. লিয়াকত আলী, জহিরুল ইসলাম, জিয়াউর রহমান, সাইদুর রহমান ও ওয়াহিদুর রহমানসহ আতিকুর রহমান তম্ময় প্রমুখ।

Rajesh Gour
14 Views · 3 months ago

⁣দুর্গাপুরে ইউএনও'র হস্তক্ষেপে বন্ধ হলো ২টি বাল্যবিবাহ

Shazzadul Alam Khan
11 Views · 3 months ago

⁣ভালুকায় সড়ক দুর্ঘটনায় বিয়ের গাড়ির যাত্রী আহত

গোলাম রব্বানী
11 Views · 3 months ago

উত্তর টাঙ্গাইলের বৃহৎ ঈদগাহ ধনবাড়ী নওয়াব শাহী ঈদগাহ মাঠ এখন আবর্জনার স্তূপ। মাঠের আশেপাশের বাসাবাড়ি থেকে প্রতিনিয়ত আবর্জনা ফেলা হচ্ছে মাঠের বিভিন্ন অংশে। পবিত্র এই ঈদগাহ মাঠের দিকে নেই প্রশাসনের নজর।

Md Humayun
73 Views · 3 months ago

⁣নেত্রকোনার কেন্দুয়ায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত

Rakibul Islam
25 Views · 3 months ago

আজ (১১ জুন) বুধবার সিরাজগঞ্জ সদর থানা সংলগ্ন রাস্তায় দিয়ার ধানগড়া ও পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে সদর থানার একটি টহল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সংবাদটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

SHARIF MIA
6 Views · 3 months ago

ঢ়াকা টাঙ্গাইল মহাসড়কের তিনরাস্তা মোড় পয়েন্ট চন্দ্রা স্ট্যান্ডের পরিস্থিতি

SHARIF MIA
21 Views · 3 months ago

বারুইপাড়া চান্দুরা তিন রাস্তার মোড় এলাকা পুরাই ফাকা

SHARIF MIA
18 Views · 3 months ago

ঢাকা শহর ফাঁকা দিন মঞ্চে বাস ড্রাইভার অটো এবং সিএনজি চালক

SHARIF MIA
9 Views · 3 months ago

পোশাক শ্রমিক ফিরতে শুরু করেছে তার নিজ নিজ কর্মস্থলে

SHARIF MIA
8 Views · 3 months ago

আজ থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ

SHARIF MIA
6 Views · 3 months ago

কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ

SHARIF MIA
2 Views · 3 months ago

ব্যস্ত শহরে আসা শুরু করেছে কর্মজীবী মানুষ তার নিজ নিজ কর্মস্থলে ফেলা শুরু করতেছে দেখা গেছে কিছু যানজটের

Dalowar Khan
34 Views · 3 months ago

⁣বাগেরহাট-১ আসনে || বাংলাদেশ জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান বিশাল ঈদ শুভেচ্ছা সোঊডাউন!

SHARIF MIA
4 Views · 3 months ago

চন্দ্র স্ট্যান্ডে বাইক রাইডাররা যাত্রী না থাকায় দিন গুনছে

SHARIF MIA
10 Views · 3 months ago

সাভার নববাজার চালের গোডাউনের পাশে একজন চাঁদাবাজ ওপেনে চাঁদাবাজি করছে

Md Uzzal Mia
21 Views · 3 months ago

নেত্রকোনার রাজধলা বিলে স্পিড বোট দিয়ে ঘুরাঘুরি...

Rajesh Gour
9 Views · 3 months ago

⁣ঈদের ছুটিতে সোমেশ্বরী নদীর চোখ জুড়ানো দৃশ্য দেখতে পর্যটকদের ভিড়

Juwel Hossain
27 Views · 3 months ago

⁣মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানা সংলগ্ন রাস্তায় শর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে সদর থানার একটি টহল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সংবাদটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

Saiful Islam
3 Views · 3 months ago

⁣চরলক্ষ্যা জোনাকি সড়ক সংস্কারে ব্যাপক দু'র্নী'তির অভি'যোগ মেম্বারের বি'রুদ্ধে, মেম্বারের অভি'যোগ প্রতি লাখে ৩০হাজার টাকা করে কেটে নিয়েছেন সচিব। বিস্তারিত আসছে শীঘ্রই...

⁣সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে এলাকাবাসী


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Ali Hossain
4 Views · 3 months ago

⁣লালমনিরহাট তিস্তা ইকো পার্কে /দু/র্বৃ/ত্ত/দে/র/ হা/ম/লা/, থা/না/য় /মা/ম/লা / দা/য়ে/র।/

Juwel Hossain
462 Views · 3 months ago

⁣সিরাজগঞ্জ সদর থানার সামনে দুই গ্রুপের সংঘর্ষ

SHARIF MIA
18 Views · 3 months ago

শরীয়তপুর জেলা সুরেশ্বর অঞ্চল যেখানে সুরেশ্বর দরবার শরীফ নামে একটি মাজার আছে তো সেই মাজারের বর্তমান পীর সাহেব কে ঈদের নামাজ শেষে এক ভক্ত সেজদা দিয়েছে শেষে এক ভক্ত সেজদা দিয়েছে তারা আবার একদিন আগে ঈদ পালন করে

মাজহারুল রানা
9 Views · 3 months ago


সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি সায়মন সৈকতে গোসলে নেমে ত'লিয়ে যায় ছেলে সিফাত, পরে বাবা শাহীন ছেলেকে উ'দ্ধা'রে গেলে বাবাও ফিরে আসে লা-শ হয়ে।

#coxsbazar #tourist #death #rajshahi #dhaka #chittagong #bangladesh #safteyfirst #alertpost

SHARIF MIA
11 Views · 3 months ago

বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস দেশ চালাতে ব্যর্থ

MD JAHANGIR ALAM
11 Views · 3 months ago

⁣গতকাল (৯ জুন) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ট্রেনের ছাদে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভৈরব রুটের একটি যাত্রীবাহী ট্রেন সরারচর স্টেশনে প্রবেশ করলে একদল কিশোর গ্যাং সদস্য ছাদে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু করে। এসময় জায়গা দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুইটি গ্যাংয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

পরে তা হাতাহাতি ও তুমুল মারামারিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোররা লাঠিসোটা এবং হাতের কাছে পাওয়া বিভিন্ন বস্তু দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাজিতপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংদের সক্রিয়তা বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
ট্রেনের ছাদে ওঠা যেমন জীবনের জন্য বিপজ্জনক, তেমনি গ্যাং কালচারের এই ধরনের সহিংসতা আরও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ABU SALMAN
3 Views · 3 months ago

বিকাল বেলা অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য

Gourob Shaha
8 Views · 3 months ago

গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি: Eye News Bd
নরসিংদীর রায়পুরায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার, রায়পুরার কৃতি সন্তান সোলাইমান মিয়া। 'রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরাম' এর উপদেস্টা পরিষদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলাইমান মিয়া তরুণ স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "স্বেচ্ছাসেবামূলক কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার। রায়পুরার তরুণরা যেভাবে নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।"
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। এলাকার উন্নয়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
#inewsbd #raipura #narsingdi #voluntarism #cid #police #communitypolicing #রায়পুরা #নরসিংদী #সেচ্ছাসেবীফোরাম #সোলাইমানমিয়া

SHARIF MIA
5 Views · 3 months ago

ঈদের ভাঙ্গা বাজারে বারুইপাড়া লিচুর দাম ৪০০ টাকা তাছাড়া সব ধরনের শাকসবজির মূল্যই অতিরিক্ত

SHARIF MIA
17 Views · 3 months ago

সাভার বাড়ই পাড়া মঙ্গলবার শাক সবজি কাঁচাবাজার ও মাছ মাংসের দাম বাড়তে বয়লার কেজি ১৭০ টাকা

SHARIF MIA
14 Views · 3 months ago

ঈদভাঙ্গা বাজারে বারুইপাড়া মাছের দাম বাড়তে

SHARIF MIA
17 Views · 3 months ago

সাভার বারুইপাড়া বাজার মূল্য উরদো গতি ইটভাঙ্গা বাজার হিসেবে অতিরিক্ত মূল্য নির্ধারণ

Badsha Alamgir
13 Views · 3 months ago

⁣কুষ্টিয়ায় একটি বহুতল ভবনের গ্যারেজে কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ির সন্ধান মিলেছে। বিলাসবহুল গাড়িটি ঝিনাইদহের নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে জানতে পেরেছে পুলিশ।


জানা গেছে, তিন মাস আগে কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি আনা হয়। কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে।


গতকাল সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া এমপি আনার।


ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যর স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। কাগজে গাড়িটির মালিক হিসেবে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের নাম রয়েছে। তবে গাড়িটি এখানে কীভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে।


বিলাসবহুল গা‌ড়ি‌টি কা‌রো কা‌ছে বি‌ক্রি ক‌রেন‌নি জানি‌য়ে‌ছেন সা‌বেক এম‌পি আনা‌রের মে‌য়ে ড‌রিন। তি‌নি গা‌ড়ি ফেরত পে‌তে আইনশৃঙ্খলা বা‌হিনীর সহায়তা চাইবেন।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন। বিষয়টি যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। গত বছরের মে মাসে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতায় তিনি খুন হয়েছেন বলে জানা যায়।

Tasliem Akhon
50 Views · 3 months ago

ঘটনাটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার খোদেজা বাগ ৯নম্বর ওয়ার্ডে। ১০ জুন সকালের দিকে এই ঘটনাটি জনসম্মুখে আসে

কলম সৈনিক
5 Views · 3 months ago

চট্টগ্রাম প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, সহ যুগ্মআহবায়ক বৃন্দ এবং প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুর করিম কচি-

Sumon Hawlader
23 Views · 3 months ago

⁣একসময় গ্রামীণ স্বপ্নের প্রতিচ্ছবি ছিল বাড্ডা, আজ তা নাগরিক দুঃস্বপ্নের এক ঘনঘটা। ঢাকার এই অংশটি এখন যেন শহরের এক অনিয়ন্ত্রিত, উপেক্ষিত এবং অসম্ভাব্য অধ্যায়।

Belhaj Badhon
19 Views · 3 months ago

⁣নাটোরের বড়াইগ্রামে সোনালী অতীত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাজাপুর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে ৪০ অনূর্ধ্ব প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এ সময় বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান সুজন, মুলাডুলি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলী আকবর। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য কামরুল হাসান, রাশেদ খান মাসুম, প্রভাষক কে এম কল্লোল সহ প্রায় দুই শতাধিক রাজাপুর ও এর আশেপাশের প্রাক্তন ফুটবল খেলোয়াড় এসময় উপস্থিত ছিলেন।

Belhaj Badhon
16 Views · 3 months ago

⁣নাটোরের ৪টি আসনে ধানের শীষ প্রতীকে যারা নমিনেশন পাবে আমরা তাদের সাথে সম্মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব- আবুল কাশেম

SHARIF MIA
10 Views · 3 months ago

ঈদুল আজহার ছুটিতে ঢাকা শহর পুরা ফাঁকা বাংলা টিভি থেকে নয়াপল্টন পর্যন্ত

SheikhRaihan
10 Views · 3 months ago

⁣বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিনের ভাইয়ের বক্তব্য

Md Babu
6 Views · 3 months ago

⁣ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি নামক ইউনিয়নে। পুকুরে গোসল করতে নেমে কিশোর মৃত্যু হয়েছে

SheikhRaihan
17 Views · 3 months ago

⁣বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষ পরবর্তী অবস্থার খন্ড চিত্র।

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
০৯/০৬/২০২৫ ইং,সোমবার।

চিত্র মোল্লাহাটের সিংগাতী গ্রামে ঈদের দিন সংঘর্ষের প্রায় ৩ মাস পূর্বে মনু চৌধুরীর বাড়ীতে হামলা ঘটিয়েছিল মাসুম চৌধুরী গ্রুপ।এ ঘটনার ৩ মাস যেতে না যেতেই আবার এ ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করি। এলাকাবাসী জানায়, এ ধরনের ঘটনা এই প্রথম নয়, সেই ব্রিটিশ আমল থেকে ধারাবাহিক ভাবে ঘটে আসছে।দুই বংশের বিরোধের বলি হচ্ছে সাধারণ মানুষ।সাধারণ মানুষ এ ধরনের অবস্থার অবসান চায়। তারা সুষ্ঠু তদন্ত করে বিচার ও শাস্তির দাবি করেন।

Md Humayun
17 Views · 3 months ago

নেত্রকোণার কেন্দুয়ায় ⁣তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২ জন।

⁣রাণীশংকৈলে হামিদুর মুক্তিযোদ্ধা কমান্ডের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রানীশংকৈল প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পলাশ চত্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা (অবসবপ্রাপ্ত পশু চিকিৎসক) হামিদুর রহমান (৮৩) রোববার (৮ জুন) অসুস্থতাজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরদিন সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০টায় পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাণীশংকৈল ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌরশহরেরর পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

⁣সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খালে সোমবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Md Arif Hossian
2 Views · 3 months ago

সংবাদ সম্মেলন

M Obaydullah Al Mahmudi
11 Views · 3 months ago

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

SheikhRaihan
70 Views · 3 months ago

⁣মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিনের ভাইয়ের বক্তব্য

রায়হান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি। ০৯/০৬/২০২৫ইং,সোমবার।

আজ বিকাল ৫.০০ ঘটিকায় সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিন চৌধুরীর ভাই হামলার ঘটনা বিস্তারিত তুলে ধরেন।

SheikhRaihan
7 Views · 3 months ago

⁣মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিনের ভাইয়ের বক্তব্য

রায়হান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি। ০৯/০৬/২০২৫ইং,সোমবার।

আজ বিকাল ৫.০০ ঘটিকায় সিংগাতী গ্রামে সংঘর্ষে নিহত মুরসালিন চৌধুরীর ভাই হামলার ঘটনা বিস্তারিত তুলে ধরেন।

Nazrul Islam
36 Views · 3 months ago

⁣কুতুবদিয়ায় বিএনপির সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুতুবদিয়া উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মজলুম জননেতা সালাহউদ্দিন আহমেদ-সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব
অপপ্রচার চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"

এছাড়াও আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা মিথ্যাচার এবং রাজনৈতিক হীন উদ্দেশ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Rajesh Gour
9 Views · 3 months ago

⁣দুর্গাপুরের বিজয়পুরের সাদা মাটির পাহাড়ে ঈদ আনন্দ

Abdullah Ibne Khalid
30 Views · 3 months ago

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মওঃ মনজুরুল ইসলাম আফেন্দী এর মুখোমুখি আই নিউজ বিডি। গত ৮ জুন নীলফামারীর ডোমার সোনারায়ে নিজ বাড়ীতে তিনি আই নিউজ বিডির মুখোমুখি হন। এসময় তিনি বলেন দেশের স্বার্থে জাতীয় ঐক্য র বিকল্প নাই। তিনি আরো বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বছর এপ্রিল এর প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন সেসময় নির্বাচন হলে কিছুটা সমস্যা রয়েছে - যেমন তিনি বলে সে সময় আবহাওয়া, মাধ্যমিক পরীক্ষা, জুনে জাতীয় বাজেট ইত্যাদি । তারপরে ও দেশের কল্যানে ঐক্য বদ্ধ হলে কোন সমস্যাই সমস্যা হবে না।

কলম সৈনিক
32 Views · 3 months ago

চট্টগ্রাম ১৩ নং ওয়ার্ড খুলশী থানা বিএনপি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, এতে উপস্থিত ছিলেন ৯০ এর ছাত্র নেতা'রা। খুলশী থানা বিএনপি নেতা শাহাবুদ্দিন, আমান উল্লাহ আমান, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা জহিরুল হাসান জীবন, মোজাফফর, আরমান বাবু, ও সেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের নেতা নুর হোসেন গুড্ডু, শোহেব, মীর হোসেন, ছাত্রদল নগর সদস্য সহ নেতৃবৃন্দ

কলম সৈনিক
10 Views · 3 months ago

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় সম্পত্তির জের ধরে ভাই ভাইয়ের দন্ধে মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বড় ভাই। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

Al Mamun Gazi
16 Views · 3 months ago

⁣🎁 ঈদের আনন্দ সবার জন্য
৪ নং পায়রা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরিব, দুঃখী ও অসহায় প্রায় ১০০ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

Md Uzzal Mia
6 Views · 3 months ago

নেত্রকোনার রাজধলা বিলপাড়ে প্রত্যেক উৎসবে জমায়েত হয় হাজার হাজার পর্যটকরা।

Md Uzzal Mia
19 Views · 3 months ago

পূর্বধলা উপজেলায় ঐতিহ্যবাহী রাজধলা বিলের পাড়ে হাজার হাজার মানুষের ভীড়।

Md Midul Islam
8 Views · 3 months ago

একটি ছেলে বাইক এ সাউন্ড জোরে করে বাঁচিয়ে চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনী নজর আসলে তার কানের কাছে বিকট শব্দের অনুভূতি নিতে বলেন। যাতে করে বুঝতে পারে বিকট শব্দের কারণে কি ক্ষতি হতে পারে।

SheikhRaihan
17 Views · 3 months ago

⁣মোল্লাহাটের সিংগাতি গ্রামের সংঘর্ষের পর ব্যাপক লুট-পাটের অভিযোগ :

রায়হান শেখ,
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
০৯/০৬/২০২৫ইং, সোমবার।

শনিবার ঈদের দিন বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতী গ্রামের সংঘর্ষের পর নিহতদের গ্রুপের লোকজন হামলাকারীদের ঘর - বাড়িতে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ করেন সিংগাতী গ্রামের পুত্রবধূ শাহনাজ পারভিন (৩০), স্বামী দুলাল চৌধুরী। তিনি বলেন, ঈদের দিন সন্ধ্যার পর অতর্কিতভাবে মহিলাসহ বেশ কিছু ব্যক্তি তাদের বাড়িতে হামলা করে এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ লুটপাট করেন। একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। তার মেয়ে লামিয়া চৌধুরী (১০); তাহাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। তার নাবালকপুত্র রিফাত চৌধুরী( ৪), তাকে কোল থেকে কেড়ে নিয়ে জবাই করতে যায়। প্রাণভয়ে তারা পরিবারসহ অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন। এছাড়াও ওই গ্রামের ওসিকার চৌধুরী, রফিক চৌধুরী, বদদুল চৌধুরী, সুখ, ইমাত চৌধুরী ;পিতা বাসি চৌধুরী। কাবিল চৌধুরী, ইসরাফিল চৌধুরী এদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এসেছে। ফখরুল চৌধুরীর ঘর লুট সহ দুইটা গরু হামলাকারী নিয়ে যায়।ইমানদুল চৌধুরীর দুই তলা বিল্ডিং ভেঙ্গে ফেলেছে, মালামাল লুটপাট করেছে। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।যাহাতে ওই গ্রামের লোকজন শান্তিতে বসবাস করতে পারে এবং প্রকৃত দোষিরা সাজা পায়।

Belhaj Badhon
26 Views · 3 months ago

⁣ঢাকায় বিয়ে, স্ত্রী স্বীকৃতির দাবিতে বড়াইগ্রামে এসে মা/র*ধ*রে/র স্বীকার দিনাজপুরের মেয়ে

Rajesh Gour
17 Views · 3 months ago

⁣দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুব জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।

Md Sohel Rana
4 Views · 3 months ago

ময়মনসিংহের মুক্তাগাছায় বিবাহিত নারীর সঙ্গে কোটিপতি হ‍্যাচারী মালিকের আপত্তিকর ভিডিও ভাইরাল ঘটনা ধামাচাপা দিতে উল্টো সাংবাদিকের নামে মামলার হুমকি দিয়েছেন। উপজেলার বাঁশাটি ইউপির বাসিন্দা সাদিয়া মৎস্য হাচারির মালিক আবু বক্কর সিদ্দিক অরফে সিদ্দিক হাজী। সাংবাদিক কে ৫ লাখ টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অফার করেন সিদ্দিক। তাতে সাংবাদিক রাজি না হওয়াতে তার বিরুদ্ধে মানহানির মামলা দেওয়ার হুমকি দিয়েছেন আবু বক্কর সিদ্দিক।

Belhaj Badhon
15 Views · 3 months ago

⁣পারকোল হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী-২০২৫ ও আনন্দ শোভাযাত্রা

Shahadat Hossain Munsy
12 Views · 3 months ago

বন্ধ করে শক্তি প্রদর্শন করতে গিয়ে সোডাউন। একটি দুর্ঘটনায় হতে পারে সারা জীবনের কান্না। বন্ধ হোক সমাজের এই শক্তি প্রদর্শনের খেলা।

Shahadat Hossain Munsy
8 Views · 3 months ago

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট বসানোর বিষয়গুলো পূর্ব পরিকল্পিত হওয়া উচিত । শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট গড়ায় পরিবেশ নষ্ট হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Mehedi Hasan
42 Views · 3 months ago

⁣ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর ড্রিম হলিডে পার্ক

abuSalman
3 Views · 3 months ago

ঈদের তৃতীয় দিন দর্শনার্থীদের মিলন মেলা
রামগতি আলেকজান্ডার মেঘনা বিচে

Ramzan Ali
13 Views · 3 months ago

একটা জাতির সভ্যতার বহিঃপ্রকাশের প্রথম স্তর হল, তা প্রাথমিক শিক্ষা।
প্রাথমিক শিক্ষার অর্জনই তাকে বলে দেবে, সে কোন পথে চলবে।
আজকের বাংলাদেশে দেখা যায়, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে অর্থপূর্ণ কোন শিক্ষা ব্যবস্থা নেই। যার ফলে দেখা যায় প্রাইমারি স্কুলের লেখাপড়া শেষ করে মাধ্যমিক জীবন লেখাপড়া শেষ করে, ভার্সিটি জীবনে পদার্পণ করে, তবুও সে আত্ম মানবতা সম্পর্কে অবগত হতে পারে না।
অথচ মাদ্রাসাগুলোতে তাকালে দেখা যায় বিশেষ করে বিশেষ করে নূরানী মাদ্রাসা ও কওমি মাদ্রাসা গুলোতে,
শতভাগ আস্থা পূর্ণ মানব সভ্যতা বিকাশে শিক্ষা ব্যবস্থা রয়েছে।
অতএব সব বিবেকবান সকল অভিভাবকগণকে বলবো,
আপনারা আপনাদের সন্তানকে সেই শিক্ষা ব্যবস্থায় বড় করে তুলুন,
যে শিক্ষা ব্যবস্থা উপকারে আসে, দেশ জাতির উপকারে আসে।

Raihan Shake
14 Views · 3 months ago

⁣মোল্লাহাটের সিংগাতি গ্রামের সংঘর্ষে আরও একজন নিহত।

রায়হান শেখ,
মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
০৮/০৬/২৫ ইং, রবিবার
গতকাল ০৭/০৬/২৫ বিকাল ৫ টায় সংঘর্ষে আজিজুল চৌধুরী নিহত হন ও রাত আনুমানিক ১১:৩০ টায় মুরসালিন চৌধুরী( ৩০) নিহত হন।
০৮/০৬/২৫ ইং রবিবার বিকাল ৫ ঘটিকায় নিহতদের বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার লোকজন জানাযায় শরিক হন। নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। ভুক্তভোগীদের থেকে জানা যায়, কোরবানির মাংস বিতরণের ঘটনাটি মিথ্যা। নিহতদের পরিবার ও ভুক্তভোগীগণ এ নেক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। হামলাকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে, যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুলখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামের কাবিল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে ০৭/০৬/২৫ শনিবার বিকাল ৫ ঘটিকায় আজিজুল চৌধুরি ও মোরসালিন এর বাড়িতে মাসুম চৌধুরী গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে ঘেরাও করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।

কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই হন। তাদের এ বিরোধ ৫০- ৬০ বছর ধরে চলে আসছে।
এ বিরোধের জের ধরে গতকাল এ নেক্কারজনক জন্য ঘটনা ঘটে।

এলাকায় পুলিশ বাহিনী সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীদের বাড়ি পুরুষ শূন্য।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

Shahadat Hossain Munsy
7 Views · 3 months ago

বউটা যদি ভালো হয় খারাপ ছেলেটাও ভালো হয়ে যায়।ভালো ছেলেটাও খারাপ হয়ে যায় বউটা যদি খারাপ হয় ।

SHARIF MIA
20 Views · 3 months ago

ইন্টারভিউ সাভার উপজেলা বাডইপাডা

Imran Hossain
22 Views · 3 months ago

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবীতে আবারও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

রোববার বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মইজ্জ্যেরটেক এলাকায় গিয়ে শেষ হয়৷

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, বাংলাদেশ জামায়াত ইসলামীর ওয়ার্ডের সভাপতি ফরহাদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ জাবেদ, দেলোয়ার হোসেন মুন্না, বাহারুল বাহার, মোহাম্মদ রুবেল, ফয়সাল, আমজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা অপুসহ স্থানীয়রা।

উল্লেখ, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়।

এটি প্রকাশ হওয়ার পরই শুক্রবার (৬ জুন) বিকেলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুলিয়ে দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছে। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও দাবী করেন তারা। দ্রুত অপসারণ না করলে স্থানীয় এলাকাবাসী কঠোর বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেন।

Bozlur Rashid
5 Views · 3 months ago

⁣অটো রিক্সার সাথে বোরকা পেঁচিয়ে দুর্ঘটনা জামিল শপিং সেন্টার এর সামনে দত্ত বাড়ি বগুড়া

Nazrul Islam
25 Views · 3 months ago

⁣“আমরা চাই প্রতি বছর এই কর্মসূচি অব্যাহত থাকুক এবং আরও বেশি মানুষ এতে যুক্ত হোক।”

Tasliem Akhon
13 Views · 3 months ago

দ্রুত বর্জ্য অপ্রসারণের দাবি জানিয়েছেন এলাকার সর্বসাধারণ।

Tasliem Akhon
18 Views · 3 months ago

এটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ভূইয়ারহাট এয়াকুব মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হয়ে রমাগঞ্জ ইউনিয়নের তেগাচছিয়া ব্রিজ পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এ সড়কের নাম বাউল সড়ক।

Ramzan Ali
6 Views · 3 months ago

গ্রামীণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিলো আগে খেলাধুলা।

MD JAHANGIR ALAM
21 Views · 3 months ago

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর বাজারের বাজাজ মোটরসাইকেল শোরুমে গত রাত আনুমানিক ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তাঘাট ছিল ফাঁকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ শোরুমের ভেতর থেকে আগুন ও ধোঁয়ার বিশাল শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। বাজার বন্ধ থাকায় আশপাশে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল, ফলে আগুন প্রথম দিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোরুমের ভেতরে থাকা বেশ কিছু নতুন মোটরসাইকেল, যন্ত্রাংশ ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শোরুম মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ভাগ্যক্রমে, রাতের বেলায় বাজার বন্ধ থাকায় আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়ায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও জোর দেয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।

Alkarimbd News
8 Views · 3 months ago

একটা জাতির আগামীর ভিত্তি মজবুতির সঠিক কারিকুলাম।
নূরানী শিক্ষাঙ্গান।




Showing 38 out of 39