close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Breaking news

⁣সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অপারেশনাল কার্যক্রম পরিচালনা, শান্তি-শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরার দেবহাটার " ছুটিপুর সীমান্ত ফাঁড়ি”র শুভ উদ্বোধন করেন যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর (পিএসসি)


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Md Abir Hasssn
31 Views · 3 months ago

⁣ঈদের আগেই থমকে গেছে মহাসড়ক, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের নগরী

Mohammad Tajul Islam khan
25 Views · 3 months ago

বন্যার ভয়াবহ দৃশ্য

Shojol Ahmed
143 Views · 3 months ago

কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে দেশের বিভিন্ন স্থানের পশুর হাটগুলো। এমনই একটি হাট বসেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওরিহাট হাইস্কুল মাঠে।"

Mohammad Tajul Islam khan
4,560 Views · 3 months ago

কি ঘটেছিল সেই দিন মামুনুল হকের সাথে?

Imran Hossain
533 Views · 3 months ago

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগে আবদুল মোনাফ (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।


রোববার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।


বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, পুকুর ভরাটের অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভরাটকৃত মাটি অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত) ২০১০ অনুযায়ী, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না।


এরআগে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে সরকারী ১নং খতিয়ানের জমির উপর স্থিত ১০০ বৎসরে পুরানো পুকুর ভরাট ও স্থাপনা নির্মাণ বন্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন একই এলাকার বাসিন্দা ও রিজুয়ান মোস্তফা জামে মসজিদের অর্থ সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী।

⁣কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে সাতক্ষীরা দেবহাটা পারুলিয়া পশুর হাট #Satkhira


তথ্যচিত্রে: এস এম তাজুল হাসান সাদ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

Md Elias Ali
30,497 Views · 3 months ago

⁣সিলেটে পাহাড় ধসে এক পরিবারের ৩ জনের মৃত্যু।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Md Humayun
1,471 Views · 3 months ago

⁣বৃষ্টিতে গ্রামের রাস্তায় জলাবদ্ধতা: মানুষের অনুভুতি।
নেত্রকোণার কেন্দুয়া থেকে।

Md Shamim
977 Views · 3 months ago

পানির নিচে ডুবে আছে গাজীপুর চৌরাস্তা ও টঙ্গী হোসাইন মার্কেট গাজীপুরা সাতাইশ এলাকা

AK KAWSUR
806 Views · 3 months ago

⁣টানা ভারী বর্ষণে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এই ঘটনার পর এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো মাটিচাপা অবস্থায় রয়েছেন আরেকজন। রোববার (০১ জুন) ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বখতিয়ারঘাট গ্রামের বাসিন্দা মো. ইয়াজ উদ্দিন সপরিবারে আধাপাকা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ টিলা ধরে ঘরের ওপর পড়লে তারা মাটিচাপা পড়েন। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে যান। কিন্তু তারা মাটিচাপা পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ইয়াজ উদ্দিন ছাড়াও মাটিচাপা পড়েছেন তার স্ত্রী, ছেলে ও মেয়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনকে উদ্ধার করে। আরেকজনকে এখনো উদ্ধার করতে পারেনি।

লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকু জানান, আমাদের ইউনিয়নবাসীর জন্য একটি দুঃখের রাত। গ্রামের ইয়াজ উদ্দিন সপরিবারে মাটিচাপা পড়েছেন। তারা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলেও রাত সাড়ে ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, রাত ১টা থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ঝড়ে রাস্তায়ঘাটে জলাবদ্ধতা ও গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যে কারণে ঘটনাস্থলে বিকল্প রাস্তা হয়ে অনেক ঘুরে যেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস সিলেট তালতলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্টেশন অফিসার টিটক শিকদারের নেতৃত্বে ঘটনাস্থলে উদ্ধারকাজে পৌঁছায়।

তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে খবর দিচ্ছি প্রশাসন, ফায়ার সার্ভিস, কোনো সংস্থাই আসতে পারছে না। আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছিলেন। তিনজনের মাথা বের করার চেষ্টাকালে আবারও টিলা ধসে ঘরের ওপর পড়ে ঘরটি সামনের দিকে হেলে পড়েছে। তাছাড়া ভারী বর্ষণও চলছে। যে কারণে ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালাতে পারিনি।

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটক শিকদার বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কিন্তু ঝড়ে অনেক বড় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ রয়েছে। তাই গাছ সরিয়ে যেতে একটু সময় লেগেছে।

একই রাতে উপজেলার চৌধুরীবাজার ও বিয়ানীবাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে। তবে ওই দু’টি স্থানে কেউ হতাহত হননি।

Alamin hosen suvo
471 Views · 3 months ago

ঈদুল আযহারকে কেন্দ্র করে গাবতলী গরুর হাটে চলছে ক্রেতা সমাগম আর এই ক্রেতা সমাগমের মাঝেই হঠাৎ দেখা মিলল বাউল শিল্পী কুদ্দুস বয়াতি কোন একটি বিশেষ গানের শুটিংয়ে, পরবর্তীতে দর্শনার্থীদের অনুরোধে গান করে শোনান, পূরণ করেন অনেকের মনের ইচ্ছাছবি ও ভিডিও করে।

Aktaruzzaman Chowdhury
4,538 Views · 3 months ago

⁣দিনাজপুর জেলার হাকিমপুর ১নং খট্রা মাধব পাড়া ইউনিয়নে গরীব অসহায় দুস্হ মানুষের মাঝে ভিডব্লিউবির চাল বিতরন ---

আকতারুজ্জামার চৌধুরী হাকিমপুর দিনাজপুর প্রতিনিধিঃ- গত২৮ মে ২০২৫ ইং তারিখ হাকিমপুর উপজেলার ১নং খট্রা মাধব পাড়া ইউনিয়নে ২০২৩--২০২৪ চক্রের অতিরিক্ত ৬১৫ জন গরীব অসহায় দুস্হ মানুষের মাঝে ৩০ কেজি করে ভিডব্লিউবির চাল বিতরন করেন।চাল বিতরনের সময় উপস্হিত ছিলেন উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, সদরুল শামিম স্বপন, টেগ অফিসার রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য শাহানুর ইসলাম, তারেকুল ইসলাম, আবুল কাশেম,বিনুল, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাম্মত লিলিফা বেগম,ইউপি সচিব জাহিদ হাসান,হিসাব সহকারী শারমীন আকতার। চাল বিতরনের সময় গ্রাম পুলিশ উপস্হিত ছিলেন।

মিনহাজুল বারী
2,096 Views · 3 months ago

⁣“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যে বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ এর র‍্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে প্রানি সম্পদ দপ্তর ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার ড. আনিসুর রহমানের সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, (পিপিএম)।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ সহ আরও অনেকে।

GK Shohag
1,091 Views · 3 months ago

⁣কক্সবাজারের মহেশখালীতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

MD ELIAS HOWLADER
1,504 Views · 3 months ago

⁣উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের গৃহহীন অতিদরিদ্রের বসবাসের ঘর , মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশন

MD ELIAS HOWLADER
785 Views · 3 months ago

⁣জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউপির কয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২'হাজার পিস নেশা জাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন সহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদককারবারি উপজেলার কয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাগর আহমেদ (২৭)। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক সহ সাগরকে আটক করে। মাদকগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩’লক্ষ টাকা বলে জানায় বিজিবি।

AK KAWSUR
1,615 Views · 3 months ago

হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, গত বছরও একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। ফলে চলতি বছর আবারও একই জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত মেরামত না হলে আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও মাছের ঘের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পাউবোর প্রকৌশলী জানান, বাঁধটি মেরামতের জন্য বড়ো আকারের একটি নৌকার প্রয়োজন রয়েছে। কিন্তু নদীতে পানি না থাকায় এখনও নৌকা পৌঁছায়নি। তবে আশা করা যাচ্ছে, শনিবার অথবা রোববার সকালের মধ্যে ভৈরব থেকে নৌকা এসে পৌঁছাবে এবং দ্রুত মেরামত কাজ শুরু হবে। আপাতত ক্ষতিগ্রস্ত স্থানে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে।

Gourob Shaha
19 Views · 3 months ago

নরসিংদীবাসীর জন্য আনন্দের সংবাদ!

আজ ১লা জুন ২০২৫, শুভ উদ্বোধন হলো নরসিংদী সদর রেল স্টেশনে আন্তঃনগর তিনটি ট্রেনের যাত্রা বিরতি।
এখন থেকে নিয়মিত থামবে –
🚆 মহানগর প্রভাতী
🚆 মহানগর গোধুলী
🚆 উপবন এক্সপ্রেস

দীর্ঘদিনের দাবির পর নরসিংদীবাসী পেল আন্তঃনগর ট্রেনের সুবিধা।
এই উদ্যোগে যাত্রীসেবা যেমন সহজ হলো, তেমনি বাড়বে ভ্রমণের গতি ও স্বস্তি।

🎤 ভিডিও রিপোর্টিং: গৌরব সাহা

Motior Rahman Sumon
1,710 Views · 3 months ago

⁣লাগাতার বৃষ্টিতে গৃহবন্দী নগরবাসী, ময়মনসিংহ ।

ferdus Joy
83 Views · 3 months ago

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা। রংপুর মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং ইমরান হোসাইনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর আটক করে। পরে খবর শুনে মধ্য রাতেই রংপুরের পায়রা চত্বর এলাকায় ছুটে আসেন সারজিস।মূলত গত ৩০ মে জাতীয় পার্টির চেয়রাম্যান জিএম কাদেরের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযুক্ত ওই দুই নেতা।

Anisul Hoque Sumon
29 Views · 3 months ago

বাংলাদেশের প্রাচীন ⁣পুরাকীর্তি নেত্রকোনার রোয়াইল বাড়ি দুর্গ

Shojol Ahmed
44 Views · 3 months ago

⁣গত কয়েকদিন ধরেই সিলেট অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়ে যাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে বরাবরই সিলেট অঞ্চল ভেসে যায়।

এবারও তাই হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে সিলেটজুড়ে থেমে থেমে বৃষ্টি ঝরছিল। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার পরিমাণ ছিল প্রায় ২২৯ মিলিমিটার। শুক্রবার রাত আর শনিবার মিলে এ অঞ্চলে চলীছল তুমুল বৃষ্টিপাত, যাকে বলে মুষলধারে বৃষ্টি।

এদিকে আবার ক্ষনে ক্ষনে আশঙ্কাজনক হারে বাড়ছে সুরমা কুশিয়ারার পানি। শুক্রবার বিকেলেও বিপৎসীমার কয়েক ফুট নিচে থাকলেও রাতেই তা আশঙ্কাজনক পর্যায়ের দিকে যেতে থাকে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে মোট ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আসাম আর মেঘালয়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে যেকোনো সময়ে বন্যায় ভাসতে পারে সিলেট অঞ্চল। আর আবহাওয়া অফিস কয়েকদিন আগেই এ অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি করে রেখেছে।

Liton Das
19 Views · 3 months ago

কুয়াকাটা সমুদ্র সৈকত শুক্রবারের ফুটেজ। ঘূর্ণিঝড় শক্তি অন্যদিকে ঘুরতে আসা পর্যটকদের আনন্দ উল্লাস। ঢেউয়ের উপর ঢেউ বাতাস ঝড় বৃষ্টি কখনো আলো কখনো অন্ধকার এক মিনিটেই আবহাওয়া পরিবর্তন প্রচুর বাতাস

Mahamud Mithu
15 Views · 3 months ago

⁣শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহদত বাষিকী উপলক্ষে ⁣রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলআয়তনে আলোচনা ⁣সভায় সভাপতির বক্তব্য রাখছেন ⁣বিবিএন নিউজ চেয়ারম্যান শফিকুর রহমান।

Md Abir Hasssn
25 Views · 3 months ago

⁣মাঝারি বৃষ্টিপাতে আশুলিয়ার রাস্তায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে পথচারী।

⁣শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহবায়ক আগামীর বাঁশখালী জননেতা Miskatul Islam Chowdhury Pappa ভাই।
ধন্যবাদ প্রিয় নেতা রেজাউল হক চৌধুরী রেজা ভাই

Motior Rahman Sumon
15 Views · 3 months ago

⁣বৃষ্টিতে আমাদের শৈশব মনে পড়

Abdullah Ibne Khalid
461 Views · 3 months ago

সাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীতে কয়েকদিন ধরেই ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর নিম্ন অঞ্চল বিশেষ করে রাজধানীর নিউ মার্কেটের সড়কের অবস্থা একেবারে বেহাল। নিউমার্কেটের সড়কে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের মাথায় হাত।

GK Shohag
2,687 Views · 3 months ago

⁣নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সিআইখোলা এলাকায় ময়লার ভাগাড় থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার।

Shariful islam Sumon
6,558 Views · 3 months ago

জুলাই ২৪ এর পর থেকেই গণমানুষের মিডিয়া হিসেবে কাজ করে সেই ভারতীয় মিডিয়া মিথ্যাচার করে বেড়াচ্ছে ইচ্ছামত। যা সত্য কে ধামা চাপা দিয়ে মিথ্যা কে বাহবা দেওয়ার শামিল।

Liton Das
665 Views · 3 months ago

⁣শনিবার দুপুরের ফুটেজ কুয়াকাটা সমুদ্র সৈকত

Rajesh Gour
6,564 Views · 3 months ago

⁣দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

Belhaj Badhon
6,634 Views · 3 months ago

⁣বড়াইগ্রামের জোনাইল হাটে অতিরিক্ত খাজনা আদায়, সেনাবাহিনীর হস্তক্ষেপ, হাট কমিটির ভুল স্বীকার, অতিরিক্ত টাকা ফেরত পেল জনগণ

Ratan Entiser
275 Views · 3 months ago





সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছুড়ে ফেলে অবমাননার অভিযোগ উঠেছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন সমিতির সভাপতি বিপ্লব সওদাগর। শনিবার বিকালে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। তবে অভিযোগ ভিত্তিহীন ও সাজানো দাবি করেছেন মিলন ও আমিনুল ইসলাম। জানা যায়,২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর কমিটি গঠনের পর পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে একটি ঘর নিয়ে সমিতির কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা। অফিসের দেয়ালে জিয়াউর রহমান,খালেদা জিয়া,তারেক রহমানের ছবি রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ বাস মালিক সমিতির কার্যালয় থেকে ছবি গুলো নামিয়ে মাটিতে রাখা হয়। বাস মালিক সমিতির সভাপতি যুবদল নেতা বিপ্লব সওদাগরের অভিযোগ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এই ঘটনার সঙ্গে জড়িত। তাৎক্ষনিক তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এর প্রতিবাদ করেন। রাতেই সাধারণ সম্পাদক মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বাদী সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির। বাস মালিক সমিতির সভাপতি বিপ্লব সওদাগর বলেন,মিলন ও আমিনুল আওয়ামীলীগের দোসর বলেই তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি মাটিতে ফেলে রেখে অবমাননা করেছেন। তিনি আরো বলেন মিলনের স্ত্রী ছিলেন কৃষি বিশ্বদ্যিালয় ছাত্রলীগের পদধারী নেতা। কোঠায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। স্ত্রীর দাপট দেখিয়ে বেকার মিলন এখন অর্ধশত কোটি টাকার মালিক। ১০ টি গাড়ি একাধিক বাড়ির মালিক বনে গেছেন মিলন। তাই দুর্নীতিবাজ মিলন ও আমিনুলকে দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় নেতাকর্মীদেও সাধে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তিনি।

তবে এই অভিযোগ সাজানো দাবি করেছেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন। মাহমুদুল হাসান মিলন বলেন,বিপ্লব সওদাগরের কোন বাস নেই,আমার গাড়ি দিয়েই সে মালিক সেজেছে। তিনি সবাইকে বাদ দিয়ে একক ভাবে সব কিছু করেন। আমাকে হেয় করতে ছবি অবমাননার মিথ্যা নাটক সাজিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Md Humayun
669 Views · 3 months ago

⁣কয়েক দিনের টানা বৃষ্টিতে গ্রামের মানুষের ভোগান্তি।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে।।

Badsha Alamgir
1,001 Views · 3 months ago

⁣কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা।

Alamin hosen suvo
381 Views · 3 months ago

প্রতিবারের মতো এবারও গাবতলী গরুর হাটে একটি বিশাল সাইজের উট এসেছে, মরুভূমির উট এবার দেখা মিলল গাবতলী হাটে যার দাম চাওয়া হচ্ছে ২৫ লক্ষ টাকা

Md Shamim
344 Views · 3 months ago

জয়পুরহাট আক্কেলপুর উপজেলার সোনামুখী গ্রাম ৯নং ওয়ার্ডের দক্ষিণা জামে মসজিদে বিনা মূল্যে কোরাআন শিক্ষা পাওয়ায় আনন্দিত গ্রাম বাসি

Abdullah Ibne Khalid
24 Views · 3 months ago



নিজ এলাকায় মানুষের জন্য স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জমিয়ত মহাসচিব -মাওলানা আফেন্দী।


জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার আমেরিকা প্রবাসী ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে নিজ এলাকাবাসীর জন্য "আফেন্দী এ্যাম্বুলেন্স " সেবা চালু করা হয়। দীর্ঘ দুই যুগ ধরে চলে আসা সেবামূলক বহুমুখী কার্যক্রমের সাথে নতুন করে যুক্ত করা হল এলাকাবাসীর বহুল কাঙ্ক্ষিত এই এ্যাম্বুলেন্স সেবা।

গতন ৩০ মে-২৫ইং শুক্রবার, বাদ মাগরিব,ডোমার উপজেলার সোনারায় হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী দোয়া মাহফিলে অংশ নেন ডোমার উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলগণসহ এলাকার ময়মুরুব্বী ও সর্বস্তরের জনসাধারণ।

এলাকার প্রবীন মুরুব্বি জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আমেরিকা প্রবাসী জনাব ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ডোমার উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহমূদ বিন আলম, নীলফামারী জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী, হাজী সাইফুল ইসলাম ও হরিনচড়া ইউনিয়ন জমিয়তের প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।


জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী বলেন, মানবসেবা ইসলাম ধর্মের অন্যতম এক মহান শিক্ষা। পবিত্র কুরআন ও হাদীস শরীফে সেবামূলক এ সকল কার্যক্রমের অনেক ফজীলত বর্ণিত হয়েছে। দীর্ঘ ২ যুগ থেকে চলে আসা বহুমুখী সামাজিক কর্মসূচীর সাথে আজ আমরা এ্যাম্বুলেন্স সেবাটি যুক্ত করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া চাই-আগামী দিনগুলোতে আমরা যেন আমাদের পরিচালিত সেবামূলক কর্মকাণ্ডে আরো ব্যাপকতা আনতে পারি।

তিনি স্বীয় ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, এই রকম দ্বীন দরদী দানবীর, সুন্দর মানসিকতার একজন ভাই আমি পেয়েছি, এটাও আল্লাহ তায়ালার মেহেরবানী। ছেলে।

Alamin hosen suvo
273 Views · 3 months ago

ঢাকার রাজধানীতে গত তিন দিনের ধারেই ভারী বৃষ্টির কারণে রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলী গরুর হাটে নেই ক্রেতা সংখ্যা, বিশ্বের বলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ক্রেতারা হাঁটতে পারছে না, ব্যাপারী জানিয়েছে বৃষ্টির কারণে ক্রেতা নাই যার কারণে তাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে, গরুর হতে পারে না না পানি বাহিত রোগ এবং নানা মুখী সমস্যা চাপে পড়তে পারে।

Alamin hosen suvo
666 Views · 3 months ago

অতি বৃষ্টির কারণে আসলে তেমন ক্রেতা সংখ্যা দেখা দিচ্ছে না , বলে জানিয়েছে গরুর ব্যাপারীরা, তাই গান গেয়ে, অলস সময় পার করছে এমন তারা আকর্ষণের বিশেষ গান গাচ্ছে।

আসগর সালেহী
28 Views · 3 months ago

গাড়িতে করে হাজিরা আল্লাহর ঘরে যাওয়ার দৃশ্য।

Shojol Ahmed
382 Views · 3 months ago

⁣মোবাইল চুরি'র ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জের খড়িয়ালা দুই চাতাল কলের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ।

Badsha Alamgir
3,666 Views · 3 months ago

⁣আমরা দ্রব্যমূল্যের দিক থেকে একটু স্বস্তিতে আছি।

Masudur Rahman
20 Views · 3 months ago

আজ ৩১ মে শনিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় সম্মেলন শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এতে জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

Md Humayun
159 Views · 3 months ago

⁣বৃষ্টি দিনে গ্রামীণ চিত্র: প্রকৃতির সঙ্গে মানুষের জীবনযাত্রার নিবিড় সংলাপ।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে।

Rajesh Gour
1,279 Views · 3 months ago

⁣দুর্গাপুরে বৃষ্টিতে শিবগঞ্জ গরুর হাটে বিক্রেতারা এলেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই।

⁣রানীশংকৈলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত।

রানীশংকৈল প্রতিনিধিঃ

হাসিনুজ্জামান মিন্টু,,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার আয়োজনে


বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকালে ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহাজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আলী’র সঞ্চালনায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান, নূর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক, এম আর বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জিয়া পরিষদের আহ্বায়ক, শরিফ উদ্দীন মাস্টার, ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি, গোলাম রসুল, হামিদুর রহমান, ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র, যুগ্ম সাধারণ সম্পাদক, মুনতাসির আল মিঠু, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, পৌর যুবদলের আহ্বায়ক, আক্তারুল ইসলাম আক্তার, যুবদল সদস্য, মোমিন, মুক্তারুল ইসলাম মুক্তার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।
এর আগে বিকাল ৪ টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

⁣বাঁশখালীর চাম্বল ইউনিয়নে জলাবদ্ধতা: বাসিন্দাদের দুর্ভোগ চরমে

Rostom Ali
708 Views · 3 months ago

⁣যশোরে বিএনপি'র নেতাকর্মীর মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Liton Das
943 Views · 3 months ago

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সরাসরি কিছু ফুটেজ বন্যার পরিস্থিতি জানানোর জন্য শুক্রবার বিকেলে

⁣পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ তৎপরতা শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। এরই অংশ হিসেবে র‌্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিনেরপোতা, লাবসা জিরো পয়েন্ট, কদমতলা বাজারসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

⁣পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরায় র‌্যাব-৬ এর বাড়তি নিরাপত্তা বিষয়ে কথা বলছেন র‌্যাব-৬, এর কোম্পানি কমান্ডার মো: এহতেশামুল হক খান


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ,সাতক্ষীরা ।

Nazrul Islam
971 Views · 3 months ago

⁣কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে দীর্ঘকাল ধরে জিও ব্যাগ দিয়ে রক্ষার চেষ্টা করা হলেও বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এর একটি বড় অংশ তলিয়ে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগের জন্য বরাদ্দ এলেও, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।


স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ ব্যবহারের নামে কোটি কোটি টাকা
আত্মসাৎ করা হচ্ছে। এ প্রসঙ্গে, স্থানীয়রা বলেন, "জিও ব্যাগ বালু দিয়ে ভরাট করে যেভাবে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে, তাতে কুতুবদিয়াবাসীর দুর্দশা লাঘব হচ্ছে না।" তার মতে, এই অর্থ অপচয়ের ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে কুতুবদিয়ার বাসিন্দারা জোয়ারের পানিতে তাদের ভিটেমাটি হারাচ্ছেন।


কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দারা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু জিও ব্যাগ দিয়ে সাময়িক সমাধান না করে, একটি স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হলে কুতুবদিয়াকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এটি কুতুবদিয়ার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Adit Hasan
6 Views · 3 months ago

⁣"টিকে থাকা অসম্ভব: ধ্বংসের দিকে ক্ষমতার খেলোয়াড়েরা"

থাম-ক্ষমতার দম্ভ আর থাকেনা চিরকাল: ধ্বংসের পথে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী ঘাঁটি

Imran Hossain
20 Views · 3 months ago

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে চট্টগ্রামের কর্ণফুলীর পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। সঙ্গে মরুভূমির জাহাজ খ্যাত উটও এনেছেন। যা হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও উৎসুক জনতা দেখতে ভিড় জমাচ্ছেন।


সরেজমিন হাট পরিদর্শনে গিয়ে দেখা যায়, হাটের মূলগেট দিয়ে ঢুকেই পশ্চিম পাশে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে গরু। একটু সামনে যেতেই চোখে পড়ে বিরাট আকৃতির মরুর তিন প্রাণী। যেখানে জটলা পাকিয়ে চতুর্দিক দিয়ে জনতা উঠ তিনটি দেখছেন। অনেকে তুলছেন ছবিও। নয় মনের বিশাল আকৃতির প্রতিটি উটের দাম হাঁকা হয়েছে ৩০ লাখ টাকা পর্যন্ত। তবে এখনও বেচাবিক্রি শুরু হয়নি বলে জানিয়েছে বিক্রেতারা।


হাট সংশ্লিষ্টদের ভাষ্য, উট একটি প্রাণী নয়, বরং এটি একটি ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের প্রতীক। ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতি বিজড়িত উট নিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রয়েছে এক বিশেষ অনুভূতি।


উট বিক্রেতা মোহাম্মদ মন্টু হোসেন ও আলী আকবর মামা বলেন, 'মইজ্জ্যেরটেক পশুর হাটে যশোর থেকে তিনটি উট আনা হয়েছে। এগুলো দেখতে অনেকেই ভীড় করছেন।'

sohel dewan
5 Views · 3 months ago

আজ ৩০/০৫/২০২৫ ইলেক্ট্রিক এর তার ও ইলেক্ট্রিক বোতল চুরি করার সময় জনগনের কাছে ধরা পরলো কেরানিগন্জ রুহিতপুর লাখিরচর ফেরিঘাট রিপুর্ট সোহেল দেওয়ান

Motior Rahman Sumon
18 Views · 3 months ago

ক্যান্টনমেন্ট শাখা, জনতা ব্যাংক পিএলসি, স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, ময়মনসিংহে আজ তাদের সেমিনারের আয়োজন করে

Ratib Abrar
8 Views · 3 months ago

⁣টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন।হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

Gourob Shaha
24 Views · 3 months ago

নরসিংদী জেলায় হিন্দু ছাত্র মহাসংঘের পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে গীতা দান কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের মূল্যবোধ প্রচারের লক্ষ্যে। এতে বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এই মহতী উদ্যোগে গীতা প্রদান ছাড়াও ধর্মীয় আলোচনা, ভক্তিগীত এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস প্রশংসিত হয়েছে সকল মহলে।

Motior Rahman Sumon
11 Views · 3 months ago

হাজার হাজার মানুষের সমাগমে ⁣ত্রিশালে তিন দিন ব্যাপী নজরুল জয়ন্তী উদযাপন

Imran Hossain
34 Views · 3 months ago

ঘূর্ণিঝড় শক্তির প্রচন্ড টেউয়ে বঙ্গোপসাগরের কয়লা বোঝায় নাভিমার-৩ লাইটার জাহাজ ও মারমেইড-৩ কার্গো তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রভাবে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুইটি জাহাজ কুলে এসে আটকে যায়।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণে নেন বলে জানিয়েছে জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজ গুলো দেখতে ভীড় জমান স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতে দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।

abdullah al mamun
6 Views · 3 months ago

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ ও গরীবদের জন্য বরাদ্দকৃত চাল ডোমার বোড়াগাড়ী র চাল ব্যবসায়ী গোলাম রাব্বানীর দোকানে মজুদ রয়েছে।

Al Mamun Gazi
22 Views · 3 months ago

⁣সন্ত্রাসীদের গুলিতে নিহত অভয়নগর উপজেলার পৌর কৃষক দলের নেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় নোয়াপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত.........

M A Eusuf Ali
7 Views · 3 months ago

পটুয়াখালীর রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়নে তীব্র স্রোতে ভেরি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত

Mohammad Fakrul Moula
18 Views · 3 months ago

⁣বাংলাদেশে বর্তমানে যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছে, তা এক কথায় ভয়াবহ। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সব খবর আমাদের সামনে আসে—খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন—তা যেন এক দুঃস্বপ্নের নামান্তর। আর এসব অপরাধের জবাবে আমরা যেটুকু শুনে থাকি, তা হলো—“সংস্কার চলছে”, “আইনশৃঙ্খলা বাহিনী তৎপর”, কিংবা “অপরাধীরা আইনের আওতায় আসবে”।
কিন্তু বাস্তব চিত্র কী বলছে?

আসগর সালেহী
346 Views · 3 months ago

কাজিরহাট বাজার, ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

Abdullah Ibne Khalid
807 Views · 3 months ago

একজন সাধারণ শিক্ষার্থী মনে করেন স্বাধীনতার ৫৩ বছরে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তারা সকলে লুটপাট করেছে। তাই তিনি মনে করেন ডক্টর মুহাম্মদ ইউনুস কে আরো সময় দিতে হবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে।

Motior Rahman Sumon
998 Views · 3 months ago

কবিতা দুর্বুদ্ধ ইহা সকলের পাঠকের জন্য নয়

Mohammad Fakrul Moula
918 Views · 3 months ago

⁣বাংলাদেশের জন্মলগ্ন জড়িয়ে
রয়েছে
এক
গৌরবময়
ইতিহাস
— ১৯৭১
সালের
মুক্তিযুদ্ধ। এ
যুদ্ধ
ছিল
একটি
জাতির
আত্মপরিচয়, ভাষা,
সংস্কৃতি ও
স্বাধীন অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য
এক
মহাকাব্যিক সংগ্রাম। লাখো
শহীদের
আত্মত্যাগ, লক্ষ
মা-বোনের নির্যাতনের ইতিহাস
আর
কোটি
মানুষের স্বপ্ন

বেদনায়
গাঁথা
এই
মুক্তিযুদ্ধ আমাদের
জাতীয়
অস্তিত্বের শিকড়।
অথচ
আজকাল
দেখা
যায়,
কিছু
রাজনৈতিক গোষ্ঠী

ব্যক্তি স্বাধীনতার এই
ইতিহাসকে নিজেদের স্বার্থে বিকৃত
করে,
যা
নিঃসন্দেহে দেশের
অস্তিত্বের জন্য
এক
ভয়ঙ্কর
হুমকি।

SHARIF MIA
658 Views · 3 months ago

⁣ঈদুল আযহার ছুটি ঘোষণা গার্মেন্টস শ্রমিক বাংলাদেশ
সাভার ঢাকা জেলার পোশাক শ্রমিক কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে ঈদুল আযহার

Ratib Abrar
3,726 Views · 3 months ago

⁣প্রেমিকার বিয়ের খবরে ছুরিকাঘাত করে আত্যহতার চেষ্টা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

Mahamud Mithu
275 Views · 3 months ago

⁣বিশেষ এ আই প্রতিবেদন -⁣দুম্বা পাওয়া যাচ্ছে বাংলাদেশই

Abdullah Ibne Khalid
1,340 Views · 3 months ago

এখন যষ্টি মাস বা মধু মাস আম, কাঁঠাল, জাম এর মাস। রাজধানী জুড়ে এখন আমের দখলে।

Mehedi Hasan
490 Views · 3 months ago

⁣স্বপ্নপূরণ মাত্র ১২০ টাকায়—নরসিংদীতে দুর্নীতিমুক্ত পুলিশ নিয়োগ

Md Shamim
983 Views · 3 months ago

⁣নিম্ন চাপ বৃষ্টির কারণে কাস্টমার শুন্য মুদির দোকান

Rostom Ali
500 Views · 3 months ago

⁣অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল
প্রতিবেদন: মুহাম্মদ রুস্তম আলী, যশোর থেকে
যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের পরপরই প্রতিশোধপরায়ণ হামলায় অন্তত ১৯টি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এই নির্মম ঘটনার শিকার হয়ে বহু পরিবার এখন ঘরহীন ও দিশেহারা। এমন দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।
বুধবার 28মে সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পারিবারিক সহানুভূতির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, “এ ধরনের অমানবিক ঘটনা দেশের জন্য কলঙ্ক। নিরপরাধ মানুষদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কেউ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে না। আমরা জামায়াত ইসলামী সব সময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসনের দাবিও জানাচ্ছি।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের তাগিদ দেন।
স্থানীয় জনগণের মধ্যে অধ্যাপক গোলাম রসুলের উপস্থিতি স্বস্তি ও সাহস জুগিয়েছে বলে জানান অনেকে। তারা বলেন, “আমাদের পাশে কেউ এসে দাঁড়াবে, এটা আমরা ভাবিনি। তিনি শুধু আমাদের কথা শুনেননি, কিছু সাহায্যও করেছেন, যা এই মুহূর্তে আমাদের অনেক প্রয়োজন ছিল।”

Abdullah Ibne Khalid
1,004 Views · 3 months ago

আজ সারাদিন ধরে ই বৃষ্টি। কয়েক দিনের প্রচন্ড গরমের পরে আজ সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি। আজ সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ার কারণে বিপাকে পরে কর্মজীবী নারী ও পুরুষেরা বিশেষ করে অফিস ছুটির পরে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পায়। আজ বৃষ্টিতে একজন লেগুন চালকের সাক্ষাৎকার তুলে ধরা হলো।

Imran Hossain
2,667 Views · 3 months ago

চট্টগ্রামের আনোয়ারায় টানা কয়েকদিনের বৃষ্টি ও বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদীর পাড় ভেঙে তীরবর্তী এলাকায় পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে কৃষি জমির ফসল ও ওই এলাকার মৎস্য ঘের পানিতে ডুবে গেছে।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুষলধারে ভারি বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরের বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে ভেঙে গেছে শঙ্খ নদীর পাড়। শঙ্খ নদীর পানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় তীর উপচে লোকালয়ে ঢোকা শুরু করেছে।

স্থানীয়রা জানান, বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। ফলে স্বাভাবিক সময়েই জীর্ণ, শঙ্খ নদীর পাড়ের বাঁধ ভেঙে এবং উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। ফলে উপজেলার জুঁইদন্ডী বিস্তীর্ণ এলাকায় হুমকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের, কৃষকদের ফসলও।

স্থানীয় জুঁইদন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা জানান, জুইঁদন্ডী ইউনিয়নের ৮ কিলোমিটার বাঁধ এখনও অরক্ষিত। বর্ষার আগে ঝুঁকিপূর্ণ শঙ্খ নদীর পাড় মেরামত না করায় পানি ঢুকছে লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে মাছের ঘেরের মাছ ও ক্ষতি হয়েছে বেশি কৃষকদের। দ্রুত মেরামত না করলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়নের ১ হাজার পরিবারের।

অন্যদিকে ভাঙন তীব্র হচ্ছে পারকি সমুদ্র সৈকতে:

বেশ কয়েক বছর ধরে পারকি সমুদ্র সৈকত ভাঙছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ভাঙন আরও বেড়েছে। এ কারণে পর্যটকদের জন্য সৈকত যেমন অনিরাপদ হয়ে উঠেছে, তেমনই লুসাই পার্কসহ বিভিন্ন স্থাপনাও ঝুঁকিতে পড়েছে।


ব্যবসায়ীদের আশঙ্কা, ভবিষ্যতে সৈকতের এমন ভাঙন বাড়তেই থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাঙান রোধে সরকারকে দ্রুত পদক্ষেপের দাবী জানিয়ে ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী ও মাছের ঘেরের মালিকদের নিজস্ব অর্থয়ানে মাটি ও জিওব্যাগ ভর্তি বসানো বালুর বাঁধও টেকসই হচ্ছে না সৈকতে। পানির ধাক্কায় কিছুদিনপরই পানিতে তলিয়ে যায়। পারকি সমুদ্র সৈকত রক্ষায় স্থানীয়ভাবে পাথরের বক্ল বসানো দরকার।

বৃহস্পতিবার সরেজমিনে পারকি সৈকতে দেখা যায়, প্রবল জোয়ারের ধাক্কায় চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতের ভাঙন দেখা দিয়েছে। জলোচ্ছ্বাসের কাছে পারকি যেমন উন্মুক্ত হয়ে পড়ছে, তেমনি হুমকির মধ্যে পড়েছে সম্ভাবনাময় এই সৈকত। সৈকতের লুসাই পার্ক এলাকা থেকে আধা কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ঝাউগাছের গোড়ার বালু সরে দেড় থেকে দুই ফুট বালু সরে যাওয়ায় গাছগুলোর শেকড় বেরিয়ে পড়েছে। এসব ভাঙন ঠেকাতে নিজ উদ্যোগে মাছের ঘেরের মাটি কেটে অস্থায়ী বাঁধ দিচ্ছেন ব্যবসায়ীরা।

লুসাই পার্কের স্বত্বাধিকারী মো. হাশিম চৌধুরী বলেন, ‘গত কয়েকদিনের টানা বাঁধের ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন ঠেকাতে আামদের নিজেদের অর্থয়ানে বিভিন্ন অংশে কাজ করা হচ্ছে। পারকি সমুদ্র সৈকত রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের দাবী করছি।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, ‘নতুন করে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের জন্য ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। যেটি বাস্তবায়ন করছেন বাংলাদেশ নৌ-বাহিনী। জুঁইদন্ডীর শঙ্খ নদীর পাড় ভাঙনের বিষয়টি নৌ-বাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছে। পানি নামলে মেরামত কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন প্রকল্পের পরিচালক।’

পারকি সমুদ্র সৈকতের ভাঙনের বিষয়ে তিনি বলেন, ‘পর্যটকদের আকর্ষণের কেন্দ্র পারকি সমুদ্র সৈকত রক্ষায় আমরা নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে পারকি সমুদ্র সৈকতের চিত্র।

Md Ismail Hossain
471 Views · 3 months ago

⁣অনির্দিষ্টকালের জন্য পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি |

Md Ismail Hossain
1,244 Views · 3 months ago

⁣বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য |

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য।

Md Abir Hasssn
7 Views · 3 months ago

ঢাকা-টাংগাইল মহাসড়কের চন্দ্রাতে বাড়ছে বারতি যাত্রীদের চাপ।অতিরিক্ত যাত্রিদের চাপ এর কারণে হতে পারে অতিরিক্ত মাত্রায় জ্যামজট।

⁣আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

GK Shohag
16 Views · 3 months ago

⁣⁣বরগুনায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বানের পানিতে তলিয়ে গেছে নিম্মাঞ্চল। পীর সাহেব চরমোনাই এর নির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের উদ্ধার তৎপরতা.....

আসগর সালেহী
28 Views · 3 months ago

শহীদ জিয়ার সহচর প্রবীণ মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ এখনো পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি

Md Shamim
26 Views · 3 months ago

জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আফাজ জামিন পাওয়ার পর জাকের পার্টির আনন্দ মিছিল

ahamadul rahman Maruf
14 Views · 3 months ago

বৃষ্টি পড়ছে সকাল থেকে তারই ধারাবাহিকতায় গাজীপুর ও সকাল থেকে বৃষ্টি ও ঝড়

Salahuddin Ahmed
25 Views · 3 months ago

⁣দিনাজপুর সীমান্তে ১৩জনকে পুশইন

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশী এলাকায় গেল বুধবার রাতের আধারে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্হানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ।

স্হানীয়রা জানান, গেল বুধবার দিনগত রাত ৩টার দিকে বিরলের কাঠালিয়াপাড়ায় এসে গ্রাম এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারন করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ননীয় দৈহিক নির্যাতন জনিত অসুস্হ ছিল।

বিজিবি'র ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩জনের নাগরিক পরিচয় সনাক্তে অনুসন্ধ্যান চালাচ্ছেন তারা।

অন্যদিকে ধর্মজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম জানান, বাংলাদেশে পুশ করতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাভাষীদের
জড়ো করছে বিএসএফ বাহিনী সদস্যরা।
###

Mohammad Fakrul Moula
31 Views · 3 months ago

⁣বাংলা
সাহিত্যের এক
অনন্য
রত্ন,
আমাদের
জাতীয়
কবি
কাজী
নজরুল
ইসলাম।
যিনি
শুধু
একজন
কবি
ছিলেন
না,
ছিলেন
এক
দুরন্ত
ঝড়,
এক
জাগ্রত
আগ্নেয়গিরি, এক
বিপ্লবী চেতনার
প্রতীক। নজরুল
ছিলেন
বিদ্রোহী কবি,
প্রেমের কবি,
মানবতার কবি—তবে তার চেয়েও
বড়
কথা,
তিনি
ছিলেন
বৈষম্যের শিকার
এক
নিপীড়িত প্রাণ,
যার
জীবনের
প্রতিটি স্তর
সমাজের
নানা
রূপ
বৈষম্য

বঞ্চনার কষাঘাতে রক্তাক্ত ছিল।

Kawsar Ahmed Duranta
30 Views · 3 months ago

⁣কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে ডিসিএফের মালামাল বিতরণ করার প্রতিবাদে সাংবাদিক সহ ইসলামী আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মীর উপর আক্রমণ করা হয়।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামালের বিরুদ্ধে অবৈধভাবে ভিজিএফের চাল বিতরণে ওজন কারসাজির ভিডিও ধারণ করায় ইসলামী আন্দোলন এর নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়।

⁣সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ডিজিএফ"র মালামাল বিতরণের কার সাজির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনন্দ টিভি প্রতিনিধি সাংবাদিক মাজহারুল ইসলাম চুন্নুর উপর আক্রমণ করে ইউপি চেয়ারম্যানের লোকজন ।
এবং আরোও আক্রমনের শিকার হোন ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মো. হাবিবুল্লাহ হাবিব।
সাইফুল ইসলাম মিজবাহ সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা।
মুহাম্মাদ রুহুল আমিন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা।
মাজহারুল ইসলাম দাওয়াহ ও প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা।
মাওলানা আশরাফ উদ্দিন বাবুল
দাওয়াহ ও প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ
নোয়াবাদ ইউনিয়ন।


উক্ত আক্রমণের পরবর্তীতে করিমগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মো. হাবিবুল্লাহ হাবিব সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখা ।

অভিযোগে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষদের মাঝে বিতরণের জন্য সরকার জনপ্রতি ১০ কেজি করে চাল দিয়েছে। এই চাল বিতরণ সঠিকভাবে বন্টন হচ্ছে কি-না তার তদারকি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীদের দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়।

এই নির্দেশনা অনুযায়ী, করিমগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে ভিজিএফ চালের ১০ কেজির ওজন সঠিক আছে কি-না তা তদারকি করতে যান ইসলামী আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। উপজেলার নোয়াবাদ ইউনিয়ন থেকে চাল নিয়ে বের হওয়ার সময় কয়েকজন মানুষের চাল মেপে দেখা যায়, ভিজিএফের ১০ কেজি চালের জায়গায় কাউকে ৭ কেজি আবার কাউকে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।

ওজন কারসাজির এই ঘটনাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মো. হাবিবুল্লাহ হাবিবকে তার মোবাইল ফোনে ধারণ করতে দেখে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের হুকুমে ৮-৯ জন ইসলামী আন্দোলনের নেতাদের উপর অতর্কিতে চড়াও হয়।

এ সময় তাদের ঘিরে রেখে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেচারী মো. হাবিবুল্লাহ হাবিবকে চড় থাপ্পড় মারেন এবং তার নাকে-মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম এবং পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন।

একজন সংবাদকর্মী এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করার সময় তাকেও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মারপিট করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানববন্ধন করে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।

⁣রানীশংকৈল উপজেলার বিএনপি'র সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত

GK Shohag
4 Views · 3 months ago

⁣নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের আস্তানায় র‌্যাব-১১ এর অভিযান। বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র সহ ডি কোম্পানি কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্য আটক।

বুধবার (২৮ মে) বিকালে, র‍্যাব-১১’র সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন ।

ফরহাদ হোসেন
5,500 Views · 3 months ago

⁣চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছে, বামেরা

Ratib Abrar
1,077 Views · 3 months ago

⁣সুনামগঞ্জের জনপ্রিয় খাবার হোটেল পানসী রেস্টুরেন্ট। প্রতিদিন শত শত মানুষ এখানে খেতে আসেন। কিন্তু এবার সেখানে খেতে গিয়ে ঘটলো এক অস্বস্তিকর ঘটনা।

এক ভোক্তা গরুর মাংস দিয়ে খাবার খাওয়ার সময় হঠাৎ দেখতে পান চিংড়ির পায়ের কাটাযুক্ত অংশ, যেটাকে প্রাণিবিজ্ঞানে বলা হয় রোস্ট্রাম। বিষয়টি নজরে আসতেই তিনি বিস্মিত হয়ে পড়েন।

এ নিয়ে প্রশ্ন করা হলে পানসী রেস্টুরেন্টের ম্যানেজার বলেন, "ভুলবশত রান্নার সময় এটা হয়তো পড়ে গেছে, আমরা দুঃখিত।"

Ranajit Barman
4,615 Views · 3 months ago

⁣রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বুধবার(২৮মে) বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে সুন্দরবন সংলগ্ন বরষা রিসোর্টে ভিটিআরটি ও বাঘবন্ধুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

Mohammad Fakrul Moula
4,599 Views · 3 months ago

⁣বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, এবং বৈষম্যমূলক আয় বণ্টনের বাস্তবতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ — বিশেষ করে একজন দিন মজুর। প্রশ্ন আসে, একজন দিন মজুরের জীবন ও বর্তমান বাজারের বাস্তবতা কি একসাথে চলে? বাস্তবতা বলছে—না, কখনোই না।




Showing 40 out of 41