রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২২/০২/২০২৫ ০২:৫২পি এম

ভোররাতে প্রাইভেট কারে এসে ৬ দোকান ও বাসায় লুটপাট: সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য

ভোররাতে প্রাইভেট কারে এসে ৬ দোকান ও বাসায় লুটপাট: সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য
ভোররাতে এক ভয়াবহ ঘটনার শিকার হয়েছে এলাকার কয়েকটি দোকান এবং বাসা। তবে, এই ঘটনা ডাকাতি না দস্যুতা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে, যেন চক্রের সদস্যদের শনাক্ত করা যায়। অভিযুক্তরা প্রাইভেট কারে এসে একের পর এক দোকান ও বাসায় ডাকাতি চালিয়েছে।

ভোররাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিনজন ব্যক্তি নামেন 'মা মনি' স্টোরের সামনে। তালা কেটে, তারা দোকানটির শাটার খুলে নগদ টাকা ও মালপত্র নিয়ে চলে যায়। এই কৌশলেই তারা পাশের তিনটি দোকান এবং দুটি বাসায় ডাকাতি করে।

‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, "সকালে এসে দেখি দোকানের শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।" তার মতে, এই ঘটনার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। একই অভিযোগ করেছেন আরিফুল ইসলাম (পাঞ্জাবির দোকান মালিক) এবং রুবেল মিয়া (সালমান বিরিয়ানি হাউসের মালিক)। তারা জানান, ভোর ৫টা পর্যন্ত একই চক্র এভাবে দোকান ও বাসায় ডাকাতি চালিয়েছে।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, "২৮ বছর ধরে আমি এখানেই ব্যবসা করছি। কিন্তু এই ধরনের ঘটনা কখনো হয়নি। ডাকাতরা দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে এবং দোকানেও প্রবেশের সময় তারা নির্দয়ভাবে চুরি করেছে।" তিনি জানান, তার দোকানের সামনের ভবনের দোতলায় তার বাসা রয়েছে। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। তার মতে, নিরাপত্তাহীনতা নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তির পরনে সবুজ স্যুট, পায়ে কেডস এবং হাতে ধারালো অস্ত্র ছিল। তার সঙ্গে ছিলেন আরও দুইজন, যারা দোকান থেকে মালপত্র লুট করে নিয়ে আসেন। পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।

এখন পর্যন্ত ঘটনার তদন্ত চলছে এবং প্রশাসন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর এলাকাবাসী যেন আরও বেশি নিরাপত্তা অনুভব করতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ