আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০২/২০২৫ ১২:০৮পি এম
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়ির গান নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া, ১৩ ফেব্রুয়ারি ২০২৫:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মনিপুর আতকাপাড়া গ্রামে একটি বিয়ে বাড়িতে গানবাজনা নিয়ে সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছে ১২ বছরের শিশু ময়না আক্তার। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঘটনাটি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঘটেছে।
ময়না আক্তার নিহত হওয়ার ঘটনায় এলাকার মানুষ শোকাবহ। নিহত শিশুটি ওই গ্রামের ফারুক মিয়ার কন্যা। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার বিবরণ:
মনিপুর আতকাপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের বাড়িতে গান বাজানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পাশের চাউরাখোলা গ্রামের ছেলেরা বিয়ের বাড়িতে এসে উচ্চ শব্দে গান বাজানোর জন্য শোরগোল সৃষ্টি করে। এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে চাউরাখোলার যুবকদের ঝগড়া হয়। পরে মীমাংসার জন্য চাউরাখোলা গ্রামের ছেলেরা কনের চাচা হোসেন মিয়া মিয়াকে বিষয়টি জানায়। কিন্তু হোসেন মিয়া বিষয়টি মীমাংসা না করে উল্টো ক্ষুব্ধ হয়ে চাউরাখোলার বেলাল মিয়াকে শারীরিকভাবে আঘাত করেন।
এ ঘটনায় উত্তেজনা আরও বাড়ে এবং চাউরাখোলা গ্রামের যুবকেরা প্রতিশোধ নিতে মনিপুর আতকাপাড়া গ্রামে গিয়ে কনেপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এই সংঘর্ষের এক পর্যায়ে টেঁটাবিদ্ধ হয়ে শিশুকন্যা ময়না আক্তার নিহত হয়। এছাড়া, ইট-পাটকেলের আঘাতে আরও অন্তত পাঁচজন আহত হন।
স্থানীয় প্রশাসন:
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এই ধরনের ঘটনায় এলাকার শান্তি প্রতিষ্ঠা করতে সর্বাত্মক চেষ্টা চলছে।"
শোক ও প্রতিবাদ:
এ ঘটনার পর এলাকাবাসী শোক প্রকাশ করেছেন এবং এর প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, এমন সহিংসতা যেন ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ ঘটনায় শিশুর মৃত্যু এবং অনেকের আহত হওয়ার ঘটনায় এলাকাটি শোকাবহ হয়ে উঠেছে।