শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৫/০২/২০২৫ ০৬:৫৮পি এম

বিএনপি নেতা ও তার দুই ছেলেকে চাঁদাবাজির অভিযোগে আটকের পর বিক্ষোভ ও সড়ক অবরোধ

বিএনপি নেতা ও তার দুই ছেলেকে চাঁদাবাজির অভিযোগে আটকের পর বিক্ষোভ ও সড়ক অবরোধ
নাটোরের লালপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির নেতা খোকন খাঁ এবং তার দুই ছেলে অনিক খাঁ ও ফিরোজ খাঁকে আটকের পর তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিএনপি কর্মী-সমর্থকেরা।

ঘটনার সূত্রপাত:

শুক্রবার রাতে লালপুর কলোনিপাড়া থেকে খোকন খাঁ ও তার দুই ছেলেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বিক্ষোভ ও সড়ক অবরোধ:

শনিবার সকাল ৮টা থেকে বিএনপি কর্মী-সমর্থকেরা লালপুর থানার সামনে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বেঞ্চ ফেলে অবরোধ করেন। পুলিশের আশ্বাসে অবরোধকারীরা সাময়িকভাবে অবরোধ তুলে নিলেও পরে বেলা ১টার দিকে পুনরায় ঈশ্বরদী-লালপুর-বাঘা ও লালপুর-নাটোর সড়ক অবরোধ করেন। এতে দুটি সড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি:

বিকেল ৫টা পর্যন্ত সড়কগুলোতে বিক্ষোভ চলছিল। তবে একপাশ দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান রাজু জানান, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ