রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২২/০২/২০২৫ ০৩:০২পি এম

বাংলাদেশে প্রথমবারের মতো মহিলা সম্মেলন আয়োজন করল জামায়াতে ইসলামী

বাংলাদেশে প্রথমবারের মতো মহিলা সম্মেলন আয়োজন করল জামায়াতে ইসলামী
বাংলাদেশে প্রথমবারের মতো মহিলাদের নিয়ে সম্মেলন আয়োজন করল জামায়াতে ইসলামী। ২২ ফেব্রুয়ারি, শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার এইচ. জে. সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এবং চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি তার বক্তব্যে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম শেখ হাসিনার পদত্যাগ, আল্লাহর রহমতে তা পূর্ণ হয়েছে, এবং দেশের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের উপর অত্যাচার চালিয়েছে, যার ফলে বহু মায়ের বুক খালি হয়েছে, বোন হারিয়েছে তার ভাইকে, আর স্ত্রীরা হারিয়েছে তাদের স্বামীকে।"

ডা. তাহের আরও বলেন, "আমার সংসদ সদস্য থাকাকালীন সময়ে চৌদ্দগ্রাম ছিল একটি শান্তির বাগান, যেখানে কোনো অস্ত্রের ঝনঝনানি ছিল না। কিন্তু যখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন থেকে চৌদ্দগ্রামে একের পর এক দুঃখ-কষ্টের পাহাড় তৈরি হয়েছে।"

তিনি আরো উল্লেখ করেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আমাদের মা-বোনদের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।"

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, কুমিল্লা অঞ্চলের মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনা আক্তারসহ আরও অনেকে।

এই সম্মেলনটি জামায়াতে ইসলামী মহিলাদের জন্য একটি নতুন রাজনৈতিক দিক উন্মোচন করেছে, যেখানে নারীরা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ