আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২০/০২/২০২৫ ০৭:১২পি এম
জামায়াত আমিরের চমকপ্রদ ঘোষণা: স্বেচ্ছায় গ্রেপ্তার হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে কারাগারে আছেন। এটা আর মেনে নেওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “তাকে কারাগারে রেখে আমি বাইরে অবস্থান করতে পারছি না। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু কোনো সমাধান আসেনি। তাই এই জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজেই গ্রেপ্তার হতে যাচ্ছি।”
ডা. শফিকুর রহমান আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি আদালত প্রাঙ্গণে হাজির থাকব, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা নিন।”
প্রেক্ষাপট:
এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। জামায়াতের দাবি, তার মুক্তির বিষয়টি উপেক্ষিত হচ্ছে। ফলে দলীয় নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ডা. শফিকুর রহমানের এই সাহসী পদক্ষেপ জামায়াতের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখন দেখার বিষয়, ২৫ ফেব্রুয়ারি কী হয়! পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে রয়েছে সবার আগ্রহ।