বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৪/১২/২০২৪ ০৪:১২পি এম

সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ: চোরাচালান দমনে বিজিবির বড় সাফল্য

সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ: চোরাচালান দমনে বিজিবির বড় সাফল্য
সিলেট সীমান্তে চোরাচালান দমনে বড় সাফল্য পেল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি’র ৪৮ ব্যাটালিয়ন।

৪৮ বিজিবির একাধিক বিওপির জোয়ানরা সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক এলাকায় পৃথক অভিযানে এই পণ্যগুলো জব্দ করেন। ভারত থেকে চোরাই পথে আসা শাড়ি, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ওষুধ, আপেল, কমলা ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও আটক করা হয়।

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, “বিজিবি’র এই অভিযান চোরাচালান রোধে আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বিজিবির এই পদক্ষেপ সীমান্তে চোরাচালান কার্যক্রম দমনে একটি বড় বার্তা প্রদান করেছে। জনগণের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে এবং অর্থনৈতিক ক্ষতি রোধে এই ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ