লাইক দিন পয়েন্ট জিতুন!
প্রকাশ্যে এল ‘ব্যাটল অফ গালওয়ান’-এর লোমহর্ষক টিজার | Battle Of Galwan - Teaser
বড় পর্দায় আবারও ধামাকা নিয়ে ফিরছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। তবে এবার আর সাধারণ কোনো অ্যাকশন হিরো নন, তিনি ধরা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক সাহসী অফিসারের রূপে। শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle Of Galwan)-এর টিজার, যা মুহূর্তেই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
টিজারে সালমানের অ্যাকশন অবতার
১ মিনিট ১২ সেকেন্ডের এই টিজারে দেখা যায়, গালওয়ান উপত্যকার হাড়হিম করা ঠাণ্ডা আর বরফঢাকা পাহাড়ের বুকে চলছে যুদ্ধের প্রস্তুতি। সালমান খান তার সৈন্যদের উজ্জীবিত করছেন এক অনন্য জৌলুসে। টিজারের প্রতিটি ফ্রেমে রয়েছে টানটান উত্তেজনা আর দেশপ্রেমের আবহ। সালমানকে বলতে শোনা যায় এক শিহরণ জাগানো সংলাপ—‘‘জওয়ানরা মনে রেখো, জখম লাগলে মেডেল মনে করবে, আর মৃত্যু দেখলে সালাম করবে’’।
তারকাবহুল সিনেমা
সালমান খান ফিল্মস প্রযোজিত এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতনামা পরিচালক অপূর্ব লাখিয়া। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। টিজারে তাদের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে।
মুক্তির অপেক্ষা
টিজার শেষে জানিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখও। আগামী ১৭ এপ্রিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ভক্তরা ইতিমধ্যেই দিন গুনতে শুরু করেছেন প্রিয় তারকাকে সেনার পোশাকে বড় পর্দায় দেখার জন্য।
সব মিলিয়ে, ‘ব্যাটল অফ গালওয়ান’ যে বক্স অফিসে নতুন রেকর্ডের জন্ম দিতে যাচ্ছে, তার আভাস মিলল এই টিজারেই।
