ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
বাজিতপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যাচেষ্টা, অপরাধীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের বাজিতপুরে সুরুজ ম্যানশন (কৃষি ব্যাংক ভবন নামক মার্কেট)-এর মালিক ব্যবসায়ী রকিবুল হাসান খানকে(৪০) হত্যার উদ্দেশ্যে হামলা ও মার্কেটে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ সভাপতি করিম চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে পশ্চিম বাজিতপুর নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করে হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান খাঁন।
এসময় তিনি বলেন, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বাজিতপুর বাজারস্থ সুরুজ ম্যানশনের সামনের খোলা জায়গায় তাকে অতর্কিতভাবে হামলা চালায় করিম চেয়ারম্যানের ছেলে অর্নব মিয়া (২২) ও সহযোগীরা। এ সময় করিম চেয়ারম্যান (৫৯), রেনু মিয়া (৪৫) এবং আরও ৫-৬ জন অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে অর্নব মিয়া ধারালো রামদা দিয়ে তার মাথায় কোপ মারতে চাইলে তিনি হাত তুলে প্রতিরোধ করেন। এতে তার ডান হাতের আঙুল কেটে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করেন।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মার্কেটে প্রবেশ করে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে তারা ভবিষ্যতে খুনের হুমকি দিয়ে চলে যায় বলে জানান তিনি।
তার দাবি, ঘটনার ভিডিও ফুটেজ তার মোবাইল ফোনে রয়েছে। তিনি বলেন, করিম চেয়ারম্যান ও তার লোকজন অত্যাচারী ও দাঙ্গাবাজ। যেকোনো সময় আবারও আমাকে আক্রমণ করে খুন করতে পারে।
সংবাদ সম্মেলনে তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।