close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

কুতুবদিয়া রক্ষার দাবিতে ঢাকায় একটুকরো কুতুবদিয়া

17 بازدیدها· 12/08/25
Nazrul Islam
Nazrul Islam
7 مشترکین
7
که در ملی


অস্তিত্ব সংকটে কুতুবদিয়া: গোল টেবিল আলোচনায় বিশেষজ্ঞদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া

জলবায়ু পরিবর্তন, সাগরের উচ্চতা বৃদ্ধি, বেড়িবাঁধ ভাঙন ও অব্যবস্থাপনার কারণে কুতুবদিয়া আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। “অস্তিত্ব সংকটে কুতুবদিয়া” শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে দ্বীপের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, ফসলি জমি ও মানুষের জীবিকা।

আলোচনায় জানানো হয়, এটি শুধু একটি ভৌগোলিক সংকট নয়—বরং একটি মানবাধিকার সংকট। মানুষ ঘর হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে, স্থানচ্যুত হচ্ছে। রাষ্ট্রের তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া ভবিষ্যতে কুতুবদিয়া হয়তো কেবল ইতিহাস বইয়ের পাতায় থাকবে।

বক্তারা দ্বীপ রক্ষায় ৫টি জরুরি করণীয় তুলে ধরেন—

দীর্ঘস্থায়ী ও আধুনিক বেড়িবাঁধ নির্মাণ – আন্তর্জাতিক মানের টেকসই বাঁধ নিশ্চিত করা।

জলবায়ু অভিযোজন পরিকল্পনা – স্যাটেলাইট জরিপ, জিও-ইঞ্জিনিয়ারিং ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা।

পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা – ক্ষতিগ্রস্ত পরিবারদের নিরাপদ স্থানে পুনর্বাসন ও জীবিকার বিকল্প ব্যবস্থা।

অর্থনৈতিক পুনর্জাগরণ – সমুদ্রভিত্তিক অর্থনীতি, পরিবেশবান্ধব পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প।

আইন ও নীতি বাস্তবায়ন – উপকূল রক্ষায় বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ এবং স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিতকরণ।

বক্তারা জোর দিয়ে বলেন, কুতুবদিয়া রক্ষা মানেই উপকূলীয় বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষা। সরকারের প্রতিটি নীতিগত সিদ্ধান্তে এই বিষয়টি প্রতিফলিত হওয়া জরুরি। ট্যাগ দাও

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی