ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কুষ্টিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভিপি নূর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।  
 
 
১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।  
 
 
এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃশাকিল আহমেদ তিয়াস,  
 
কুষ্টিয়া জেলা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ মিলন মালিথা,   
 
যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক  মোঃ জিলহজ খান,  গণঅধিকার পরিষদ কুষ্টিয়া  পৌরসভার সভাপতি এম এ শাহেদ ভিপি রঞ্জু,  গণঅধিকার পরিষদ কুষ্টিয়া পৌরসভার সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সভাপতি মোঃ রাজিজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক মুরসালিন আলম রাফিদ, এনসিপি’র ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি, কুমারখালী প্রতিনিধি কেএমআর শাহীন, নাগরিক পার্টির কুখারখালীর প্রতিনিধি আলমাস হাসান মামুন,কুষ্টিয়া সদরের প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল,,রাসেল পারভেজ,মোঃ তাসের,শারমিন ইসলাম যুথি, খোকসার প্রতিনিধি নুসরাত জারা,ভেড়ামারা প্রতিনিধি শোভন,অভিরাজ,রাজ, সদরের প্রতিনিধি সুজন মাহমুদ,আয়েশ মাহমুদ, সহ আরো অনেকেই।  
 
 
এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
			 
						 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			