Susunod

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

3 Mga view· 20/08/25
Rabiul Alam
Rabiul Alam
4 Mga subscriber
4

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে "খুনি কেন বাহিরে, হত্যার বিচার চাই"— এমন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন কয়েকশ মানুষ। অংশগ্রহণকারীরা মাথায় কালো কাপড় বেঁধে, হাতে হাত ধরে প্রতিবাদ জানান এবং প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত এ হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে মুখোশধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৮ আগস্ট রাতে আসামি শেখ ফরিদকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod