ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
ঝালকাঠির পৌরসভার পানি সংকটে তীব্র বিক্ষোভ..
ঝালকাঠির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তীব্র পানি সংকটে বিক্ষোভে ফেটে পড়েছেন।..
ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের পানি সংকট নিয়ে পৌরবাসী বিক্ষোভে ফেটে পড়েছেন। রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন যা ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত বক্তারা পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার ত্রুটির বিষয়ে সরাসরি অভিযোগ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা মো. মুরাদ হোসেন, মাওলানা নাঈম, মো. রমজান, আলিম হাওলাদার ও আনিস হাওলাদার। তারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় পৌরসভার পানি সরবরাহ প্রায় অনুপস্থিত। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি সরবরাহ বন্ধ থাকে। এতে করে খাওয়া, গোসল, রান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন যে, নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থার কারণে এই সংকট তৈরি হয়েছে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। পাম্প চালকরা নিয়মিত কাজ না করায় এই সমস্যা আরও প্রকট হচ্ছে।
বিক্ষোভকারীরা জেলা প্রশাসনের কাছে দ্রুত নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন যার মাধ্যমে তাদের সমস্যার সমাধান চাওয়া হয়।
এই বিষয়ে ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান জানান, “পানি সরবরাহ সচল রাখার জন্য আমরা সাধ্যমত চেষ্টা করছি। তবে আমাদের নানা রকমের সীমাবদ্ধতা রয়েছে। আশা করছি দ্রুত ৯ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ স্বাভাবিক হবে।” তিনি আরও বলেন যে, পৌরসভা এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে এবং তারা আশাবাদী যে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। প্রতিবাদকারীদের মতে, পানি মানুষের জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ এবং এ ধরনের সংকট জনজীবনকে ব্যাহত করছে।
বিশ্লেষকদের মতে, পানি সংকটের এই সমস্যা দীর্ঘমেয়াদী এবং এর সমাধান করতে হলে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এছাড়া, সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি বলে মনে করছেন তারা।