close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Strax

⁣জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের অপসারণ দাবিতে জনতার বিশাল মানববন্ধন

11 Visningar· 10/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
12 Prenumeranter
12

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগন। রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে ‘ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।
মানববন্ধনে বিএনপি, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি, সাধারণ ছাত্র সমাজ এবং অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।
উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, সভাপতি জমিয়তে উলামা ইসলাম মাওলানা আব্দুল গফফার, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফুর রহমান, সেক্রেটারি ইসলামী আন্দোলন হাফেজ কামাল হোসেন, সভাপতি খেলাফত মজলিস কাজী রশিদ আহমদ, সেক্রেটারি খেলাফত মজলিস মাওলানা আইন উদ্দিন, কৃষক দলের উপজেলা সদস্য সচিব আসাদ নূর সাদি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমদ এবং জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর সারা দেশে পরিবর্তন এলেও জামালগঞ্জে আসেনি। ইউএনও নিজের পছন্দের লোক নিয়ে সরকারি অনুষ্ঠান করছেন এবং স্থানীয় জনগণকে অবজ্ঞা করছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থকে দিয়ে অনুষ্ঠান শুরু এবং প্রতিবাদকারী সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। এছাড়া সরকারি ক্যান্টিন উদ্বোধনে আওয়ামী নেতা ও চার আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী ওয়ালী উল্লাহ সরকারকে আমন্ত্রণ জানিয়ে ‘ফ্যাসিস্ট পূর্ণবাসন’ অব্যাহত রাখার অভিযোগও তোলেন তারা।
জমিয়তের নেতা আলতাফুর রহমান বলেন, “ইউএনও মুশফিকীন নূর সরকারি প্রতিটি অনুষ্ঠানে ফ্যাসিবাদীদের উপস্থিতি নিশ্চিত করতে ভালোবাসেন। ভালো কোনো কাজে তার সহযোগিতা পাওয়া যায় না বললেই চলে।”
বক্তারা অবিলম্বে ইউএনও মুশফিকীন নূরের (সাত দিনের) অপসারণের দাবি জানিয়ে সতর্ক করেন- প্রয়োজন হলে কঠোর আন্দোলনে নামতে জনগণ প্রস্তুত।
অপরদিকে মানববন্ধন শেষে জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি জমা দেন।

Visa mer

 3 Kommentarer sort   Sortera efter


Md Rafin
Md Rafin 2 månader sedan

V

0    0 Svar
Sazmul Islam
Sazmul Islam 2 månader sedan

J

1    0 Svar
Md Hamidul Islam
Md Hamidul Islam 2 månader sedan

?

3    0 Svar
Visa mer

Strax