কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
বেড়িবাঁধ ভাঙনে আতঙ্কিত ফেরদৌস বেগম
নদীভাঙনে আতঙ্কিত ফেরদৌস বেগম, বেড়িবাঁধের কাজে অনিয়মের অভিযোগ
কুতুবদিয়া প্রতিনিধি:
"সাগরে জোয়ার এলেই বুক কাঁপে,"—এমন কথায় আতঙ্কের চিত্র তুলে ধরলেন ৭০ বছর বয়সী ফেরদৌস বেগম। কুতুবদিয়ার উপকূল ঘেঁষা এলাকা, যেখানে তাঁর একমাত্র আশ্রয়—a ছোট্ট কুঁড়েঘর, তা এখন প্রতিটি জোয়ারেই লোনাপানিতে ভিজে যাচ্ছে। স্বামীহীন ফেরদৌস বেগম ছেলেদের সঙ্গে থাকলেও ঘরটা ভেঙে গেলে আর কোনো ঠিকানা থাকবে না- তাঁর সবচেয়ে বড় ভয়।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ জানান, গত ৫ আগস্টের পর থেকেই বেড়িবাঁধের নির্মাণকাজে অনিয়ম শুরু হয়। তাঁর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী চাঁদাবাজ আগের ঠিকাদারকে কাজ করতে না দিয়ে বাধা দেয়। ফলে বাঁধের গুরুত্বপূর্ণ অংশে কাজ বন্ধ থাকায় এখন সেখানে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলার সহকারী কমিষ ভূমি জানান, “মেরামতের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পেলে আমরা সরাসরি এলাকা পরিদর্শন করে প্রয়োজন হলে কাজ বন্ধ রাখি। ইতোমধ্যে কিছু জায়গায় তদারকি জোরদার করা হয়েছে।”
পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট বাঁধের মেরামতের কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, কাজের গতি ধীর এবং অনেক অংশে মানহীনভাবে করা হচ্ছে, ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।
এখনই প্রয়োজন সঠিক তদারকি ও দুর্নীতিমুক্তভাবে বাঁধ নির্মাণ নিশ্চিত করা—নচেৎ ফেরদৌস বেগমের মতো অসংখ্য পরিবার প্রতিটি জোয়ারেই হারাবে নিরাপদ আশ্রয়।