close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Breaking news

Alamin hosen suvo
25 Views · 5 months ago

⁣গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
গাজাবাসীর ওপর দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচিতে সাভার মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব ১নং সহ সভাপতি হাবিব।১নং যুগ্ম সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান সম্পাদক রিচওয়েল প্রচার সম্পাদক আল-আমীন সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বক্তারা ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “নিরীহ ফিলিস্তিনিদের উপর যারা হামলা চালায়, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

তারা আরও বলেন, “ইসরায়েলের পণ্য বিক্রয়কে কেন্দ্র করে কিছু দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

MD IMRAN MUNSHI
15 Views · 5 months ago

⁣অদ্য ০৮ ই এপ্রিল ২০২৫ খ্রিঃ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঝালকাঠি এর আয়োজনে ৮ই এপ্রিল হতে ১৪ই এপ্রিল পর্যন্ত জটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয় অতঃপর জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফুর রহমান, (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত), ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে সুযোগ্য পুলিশ সুপার, জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়।

এ-সময় ঝলকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Akm Kaysarul Alam
15 Views · 5 months ago

⁣টানা ৯ দিনের সরকারি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

Md Ismail Hossain
16 Views · 5 months ago

আজকে ভারত থেকে হুঁশিয়ারি দিল যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় ফলাফল ভালো হবে না

Akm Kaysarul Alam
18 Views · 5 months ago

ইসরাইল বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা

Md Faysal
25 Views · 5 months ago

ঢাকা, ৮ এপ্রিল:
আজ মিরপুর ১০ গোলচত্বরে ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণ করেন পল্লবী থানা যুবদলসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা।

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম মোহাম্মদ কিবরিয়া। তিনি তার বক্তব্যে বলেন, "ইসরাইলের নিষ্ঠুর হামলার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও দৃঢ় ও সোচ্চার। আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করছি।"

এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সাংগঠনিক মোঃ মনির হোসেন, যিনি বলেন, "আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে বার্তা দিতে চাই যে, ফিলিস্তিনের প্রতি আমাদের সহমর্মিতা এবং সংহতি অবিচল।"

অন্যান্য বক্তারাও ইসরাইলের নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মিছিলটি মিরপুর ১০ গোলচত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Md Ismail Hossain
11 Views · 5 months ago

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক

Md Humayun
39 Views · 5 months ago

⁣হাওর বাসীর গ্রামগুলোকে বর্ষার উত্তাল ঢেউ এবং ঝড়-তুফান থেকে বছরের পর বছর ধরে রক্ষা করছে
হিজল-করচগাছ। কথা গুলো বলছেন হাওর পাড়ের স্থানীয় বাসিন্দা মোহনগঞ্জ উপজেলার বরান্তার গ্রামের
সোহেল চৌধুরী।

Shazzadul Alam Khan
73 Views · 5 months ago

⁣ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী এক নারীসহ ৮ সদস্যের সশস্ত্র দল সোমবার ০৭ এপ্রিল রাতে স্থানীয় এক পরিবারের গৃহকর্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভালুকা মডেল থানায় ইতিমধ্যে এ ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে।

Nazrul Islam
18 Views · 5 months ago

⁣ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসন, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কুতুবদিয়ার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণে আজ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।





‎মিছিলে অংশগ্রহণকারীরা ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা করে এবং ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের ইসরাইলি পণ্যের ডিলারশিপ ত্যাগ করে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


‎‎এক সংহতি সমাবেশে বক্তারা বলেন, "ফিলিস্তিনে শিশু-নারী-বৃদ্ধ নির্বিশেষে হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইসরাইল। বিশ্বনেতারা নীরব থাকলেও আমরা কুতুবদিয়ার মানুষ নিষ্ক্রিয় থাকব না।"

Md Faysal
21 Views · 5 months ago

বরিশাল জেলার হিজলা থানার মেমানিয়া ইউনিয়নের টেকের হাট বাজারে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শতাধিক বাসিন্দা এই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইজরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা “ইজরায়েল নিপাত যাক”, “ফিলিস্তিনের জনগণের পাশে আছি”—এমন নানা স্লোগানে মুখরিত করেন এলাকা। তারা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “আমরা এই অমানবিক হামলার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে পদক্ষেপ নিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো।”

প্রতিবাদ মিছিলটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।

Tariqul Taj
14 Views · 5 months ago

⁣ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে কক্সবাজার কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তীর বক্তব্য প্রদান করেন।


এসময় তিনি ইরেজিতে তার বক্তব্য পেশ করেন এবং উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান, উপাধ্যক্ষ আবুল হাসনাতসহ শিক্ষার্থীবৃন্দ।

Kader Sk
24 Views · 5 months ago

⁣গাঁজা বাসির জন্য সকল মুসলিমদের জিহাদ করা প্রয়োজন

Akram Hossen
29 Views · 5 months ago

⁣বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনের আয়োজন ও কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

MD IMRAN MUNSHI
17 Views · 5 months ago

ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ঝালকাঠির নলছিটিতে সোমবার ৭ মার্চ সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা।

এতে নেতৃত্ব দেন ইসলামি আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি আবু মূসা সরদার,মাহবুব হোসেন,সাইফুল ইসলাম সহ ইসলামি আন্দোলনের নেতা কর্মীরা।

এছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি নলছিটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে লঞ্চঘাট ইসলামি আন্দোলনের কার্যালয় হয়ে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে এসে শেষ হয়।

Akm Kaysarul Alam
15 Views · 5 months ago

⁣লালমনিরহাটের মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান


#লালমনিরহাট #মাদক #অভিযান #পুলিশ

MD IMRAN MUNSHI
15 Views · 5 months ago

⁣পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে জেলা পরিষ্কার মার্কেটের পাশে সরকারি ফাকা যায়গায় অবৈধ ঘর তোলা হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড এবং দায়িত্বশীল প্রশাসনের লোকজনের উপস্থিত থেকে উক্ত ঘর উচ্ছেদ করা হয়।এছাড়াও ভান্ডারিয়া বাজারের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়। দায়িত্বশীল কর্মকর্তা জানান ৩-৪ বার জরিমানা ও সর্তকতা করার পরেও ফুটপাত দখল করে পথচারীদের কষ্ট দেওয়াতে কিছু দোকানের মালামাল জব্দ করা হয়।এসময়ে বাজার কমিটির সভাপতি ও দায়িত্বশীল গন উপস্থিত হলে পরে এমনটি যেন না হয় সেই নির্দেশনা দেওয়া হয়।

MD IMRAN MUNSHI
11 Views · 5 months ago

⁣ফি’লি’স্তি’নি অবরুদ্ধ গা’জা’য় ই’স’রা’ই’লি আ’গ্রা’সনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় ”দ্য ওয়াল্ড ফর গাজা” কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও জনতার ব্যানারে গতকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
⁣বিক্ষোভকারি প্ল্যাকার্ড , ব্যনার হাতে ’ফ্রি প্যালেস্টাইন’ স্টপ কিলিং ইন গাজা’সহ নানা শ্লোগান দেন। মিছিলটি বাসস্টান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

MD IMRAN MUNSHI
3 Views · 5 months ago

⁣ফি’লি’স্তি’নি অবরুদ্ধ গা’জা’য় ই’স’রা’ই’লি আ’গ্রা’সনের প্রতিবাদে ঝালকাঠিতে ”দ্য ওয়াল্ড ফর গাজা” কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও জনতার ব্যানারে গতকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১০টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Akm Kaysarul Alam
18 Views · 5 months ago

⁣তিস্তা প্রকল্প নিয়ে কাজ শুরু অনুমতি পেলেই

ইমন সরকার
12 Views · 5 months ago

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি

ভালুকার সিডস্টোর বাজারে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত। যোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আশপাশের এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে ছিল “Free Palestine”, “Boycott Israel” সহ বিভিন্ন মানবিক বার্তা সংবলিত প্ল্যাকার্ড। শেষে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য অশ্রুসিক্ত বিশেষ মোনাজাত করা হয়। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে এই মানবিক উদ্যোগ।

Tariqul Taj
8 Views · 5 months ago

⁣ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশের ন্যায় কক্সবাজারে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচিতে হাজারো গনমানুষের বিক্ষোভ মিছিল।


উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেয়।

Md Ismail Hossain
8 Views · 5 months ago

⁣জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপদেষ্টা ফরিদা আখতার।

Md Ismail Hossain
27 Views · 5 months ago

⁣সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

Md Ismail Hossain
9 Views · 5 months ago

সুন্দরবনে কোস্টগার্ড দেখে পালিয়ে
গেল দস্যুরা, দেশীয় অস্ত্র উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল সোমবার দুপুর ২টায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Mubashweir Hossain
5 Views · 5 months ago

ই/হুদি পণ্য বর্জন করুন নিজ থেকে, ভা ঙ চুর করে নয়..

ভালুকায় কোকাকোলা ফ্যক্টরির নিরাপত্তা জোরদার

Abdulmalek
18 Views · 5 months ago


এবার বি*ক্ষো*ভে জাতীয় নাগরিক পার্টি। শাহবাগ থেকে সরাসরি...

Abdulmalek
155 Views · 5 months ago

⁣কী হবে ইসরায়েলের শেষ পরিণতি? কুরআন কী বলে এই ব্যাপারে?

Abdulmalek
7 Views · 5 months ago

গণহ ত্যার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

Abdulmalek
22 Views · 5 months ago

ই'স'রা'ইলী আ'/গ্রা'সনের প্রতিবাদে কথা বলছেন লেবার পার্টির চেয়ারম্যান ইরান

Akm Kaysarul Alam
27 Views · 5 months ago

লালমনিরহাট রেলওয়ে স্টেশন । Hatibandha Railway Station । Lalmonirhat

Akm Kaysarul Alam
19 Views · 5 months ago

⁣কালীগঞ্জে শিশুপার্ক থাকলেও বিনোদন বঞ্চিত শিশুরা । তুষভান্ডার । লালমনিরহাট

Abdulmalek
48 Views · 5 months ago

এবার ফিলিস্তিনের পক্ষে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। সরাসরি

Abdulmalek
27 Views · 5 months ago


ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মিরপুরে ছাত্র জনতার নামাজ আদায়, সরাসরি

জবাব চাই
21 Views · 5 months ago

⁣পাঁচবিবিতে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ আল আমিন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

Kader Sk
2 Views · 5 months ago

⁣ফকিরহাটে...
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভংগ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গনহত্যা ও উপর্যপুরী বিমান হামলার প্রতিবাদে বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ...

Md Sharifuzzaman
18 Views · 5 months ago

সাভারে পৌরসভার সড়ক ও ড্রেনের কাজে অনিয়ম, দুদকের অভিযানে সত্যতা
সাভার প্রতিবেদক
অনিয়মের অভিযোগ পেয়ে সাভার পৌরসভায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শনে করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় প্রকল্পের কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায় দুদক কর্মকর্তা।

সোমবার (৭ই এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্মিত এসব রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে পরিদর্শন করেন দুদকের তিন সদস্যের দল। কমিটির অন্য সদস্যরা হলেন দুদুকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে,ও বিলকিস বানু।

দুদুকের সহকারী পরিচালক আরিফ আহমেদে বলেন, সাভার পৌর সভার আইইউ আই ডিপির প্রকল্পের বরাদ্দকৃত এক কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের নির্মাণ কাজ করছে শিকদার কনন্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের বদলে সিঙ্গেল রড দিয়ে কাজ করা হচ্ছে। পরে অভিযোগের ভিত্তিত্বে আজ দুপুরে সেখানে তারা নির্মাণ কাজ পরিদর্শন করে অনিয়ম ও দুর্নীতি তথ্য পান। এসময় তারা রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার কাদের শিকদার ও সাভার পৌর সভা কতৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের ব্যবস্থা নেওয়া হবে ।

Nazrul Islam
9 Views · 5 months ago

⁣জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের নেতৃত্বে তলিয়ে যাওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে সমাবেশ


(প্রেস বিজ্ঞপ্তি):



উপজেলার তলিয়ে যাওয়া বেড়িবাঁধ দ্রুত পুনর্নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে কুতুবদিয়া সদরে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য এইচ.এম. হামিদুর রহমান আযাদ।

সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় বেড়িবাঁধের দুর্বল নির্মাণ ও সংস্কারের অভাবে সামান্য জলোচ্ছ্বাসেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা ফসলি জমি ও বসতবাড়ি ডুবিয়ে দেয়। তারা দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশে স্থানীয় জনগণের পক্ষ থেকে আরও দাবি উঠেছে—প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ, নদী খনন এবং জলনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের।

হামিদুর রহমান আযাদ তার বক্তব্যে বলেন, "সরকারের অবহেলায় উপকূলীয় জনপদ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণে বিলম্ব হলে আগামীতে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে।"

Sumon Hawlader
27 Views · 5 months ago

⁣ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

⁣শাহবাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে শাহবাগীদের পদযাত্রা, সরাসরি...

Gourob Shaha
10 Views · 5 months ago

নরসিংদী প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত বোমা হামলা ও শিশু সহ নিরীহ গাজাবাসীদের উপর চলমান গণহত্যার প্রতিবাদে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (তারিখ দিন) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং “গাজায় গণহত্যা বন্ধ করো”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “নিরীহ শিশুদের রক্ষা করো”—এই ধরণের স্লোগান দেন।

বিক্ষোভে বক্তারা বলেন, গাজায় প্রতিদিন যেভাবে শিশু ও সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে এই বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, মানবতার পক্ষেই এই প্রতিবাদ। গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ ও তাদের ন্যায্য অধিকারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করেন নিহতদের আত্মার মাগফিরাত কামনায়

#news #bd

⁣আমেরিকান দূতাবাসের সামনে সর্বশেষ যা দেখা যাচ্ছে সরাসরি...


গা*জায় হা*মলার প্রতিবাদে এনসিপির বি*ক্ষো*ভ থেকে সরাসরি...


ফি'লি'স্তিন এর পক্ষে সংহতি জানিয়ে মিরপুরে বি*ক্ষো*ভ , সরাসরি ...


এবার ফি/লি/স্তি/নে/র পক্ষে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। সরাসরি

Akm Kaysarul Alam
15 Views · 5 months ago

⁣শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলো । শৈশব স্মৃতি ।

Gourob Shaha
11 Views · 5 months ago

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদী: রাস্তায় নেমেছে হাজারো জনতা

নরসিংদী, ৭ এপ্রিল — গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সারাদেশের মতো নরসিংদীর মানুষও। আজ দুপুরের পর থেকেই নরসিংদীর বিভিন্ন সড়কে হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে নেমে আসেন।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী মানুষ ‘আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিনের বিজয় চাই’, ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানে মুখর করে তোলে পুরো শহর। নরসিংদীর প্রধান সড়কগুলোতে মিছিল ছড়িয়ে পড়ে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নরসিংদীর হাজার হাজার মানুষ।

মিছিল শেষে আয়োজকরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেয়া হয় এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো হয়।

Rabiul Alam
10 Views · 5 months ago

⁣⁣কুমিল্লায় অবৈধভাবে বালু দ্বারা পুকুর ভরাট করার অপরাধে ভরাটকৃত বালু জব্দ করে তা প্রকাশ্যে প নিলামে তুলেছেন জেলা প্রশাসন।

সোমবার (৭ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর মৌজার বালুতুপা গ্রামে এ নিলামের আয়োজন করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

এ সময় আনুমানিক ১ লক্ষ ২০ হাজার ঘনফুট বালু নিলামে তুলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোশেদ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী আবু বকর চৌধুরী।

এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান সাংবাদিকদের জানান- বালুতুপা নামে এই এলাকায় একটি শতবছরের পুকুর ছিলো। যেটি একটি কুচক্র মহল বালু দ্বারা ভরাট করে ফেলেছে। তারই পেক্ষিতে আমরা মোবাইল কোট পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর থেকেও এখানে কয়েকবার আসা হয়েছে। এখানে যে বেআইনিভাবে বালু দিয়ে পুকুরটি ভরাট করা হয়েছে। তা আমরা জব্দ করেছি। যা আজকে প্রকাশে নিলামে তুলা হয়েছে। সেই অথ সরকারি কোষাগারে জমা হবে। অভিযানটি জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূণ করা হয়েছে। আমরা পুনরায় এ পুকুরটি খনন করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো। যারা এ ধরণের কাজে জড়িত থাকবে, তাদের জন্য আমাদের ম্যাসেজ - যারা এভাবে পুকুর ভরাট করবে, তারা কেউই ছাড় পাবে না। পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে, তা খুবই কঠোর। সেই পেক্ষিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চকবাজার পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াসের নেতৃত্বে একটি পুলিশের টিম ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ কাজে সহায়তা করেন।

Akm Kaysarul Alam
17 Views · 5 months ago

⁣২ বছরের মেয়েকে রেখে পালিয়ে গেলেন মা

Aminul Islam
10 Views · 5 months ago

⁣ইসরাইলী বর্বতার প্রতিবাদে উত্তাল ভোলা

Akm Kaysarul Alam
28 Views · 5 months ago

⁣কবি শেখ ফজলল করিম স্মৃতি গণ পাঠাগারে বছরের পর বছর ধরে ঝুলছে তালা ।

Akm Kaysarul Alam
12 Views · 5 months ago

⁣কৃষকদের মাঠের ধান কেটে দিচ্ছে আধুনিক মেশিন _ কম্বাইন্ড হারভেস্টর

Akm Kaysarul Alam
19 Views · 5 months ago

⁣শিশু সুমাইয়ার নাম ভাঙিয়ে চিকিৎসার জন্য ফিতরা-জাকাতের টাকা চেয়ে প্র_তা_র_ণা ।

Akm Kaysarul Alam
40 Views · 5 months ago

⁣পাটগ্রামে শিশুদের জন্য নেই বিনোদনের জায়গা । পাটগ্রাম । লালমনিরহাট

Alamin hosen suvo
21 Views · 5 months ago

ফিলিস্তিনি মুসলমানদের মুক্তির দাবিতে সারা বিশ্বব্যাপী যে স্ট্রাইক ঘোষণা করা হয়েছে , তারে ধারাবাহিকতায় পুরা বাংলাদেশ স্লোগানের স্লোগান উত্তাল, ঢাকা সাভার আমিন বাজারেও বাজারে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, এবং সেই সাথে তাদের জন্য দোয়ার আয়োজন।

Akm Kaysarul Alam
19 Views · 5 months ago

⁣পাটগ্রামে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম | Patgram Lalmonirhat

Sumon Hawlader
9 Views · 5 months ago

⁣ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি চলছে। ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা, সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা

Sumon Hawlader
13 Views · 5 months ago

⁣গাজায় গণহত্যা বন্ধে বিক্ষোভে উত্তাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

⁣হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন করছে, এই সরকার ও তেমন সংস্কার সংস্কার করছে

⁣সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ৩নং চম্পাফুল ইউনিয়নের ২ নং
ওয়ার্ডের বালাপোতা গ্রামে শিব পূজা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখছেন বিএনপি'র কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা- ৩ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ মোঃ শহিদুল আলম।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

⁣সারজিস আর হাসনাত, তারা দিনে দিনে হাসিনা হয়ে উঠছে

Mehedi Hasan
194 Views · 5 months ago

⁣শিক্ষকের মুখে অশালীনতা! ফেসবুক বিতর্কে জড়ালেন শারমিন রেজোয়ানা, উত্তাল শিক্ষক মহল..

Akm Kaysarul Alam
19 Views · 5 months ago

⁣সিলেট বিভাগের দৃষ্টিনন্দন মসজিদ ও মাদ্রাসা ।

Akm Kaysarul Alam
20 Views · 5 months ago

⁣আওয়ামিলীগ কাউন্সিলের বিচারের দাবীতে ⁣উত্তপ্ত লালমনিরহাট

⁣ডিবি পুলিশের অভিযানে সাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় অভিযান ও বিপুল পরিমাণ ভেজাল দুধ ঘি সহ আটক দুই সহোদরের আটকের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস কনফারেন্সে বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

⁣ড ইউনূস ব্যর্থ, ড ইউনূসে উপর আমাদের আর আস্থা নেই

Gourob Shaha
38 Views · 5 months ago

ডেট: ৬ এপ্রিল ২০২৫
লোকেশন: রায়পুরা, নরসিংদী

বিস্তারিত সংবাদ:
নরসিংদীর রায়পুরা উপজেলার প্রান্তশালা ফেরীগাট এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরীগাটের পাশের সড়ক পার হচ্ছিলেন তিনজন পথচারী। এসময় হঠাৎ করে একটি দ্রুতগতির অটোরিকশা এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, ফেরীগাট এলাকায় অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এই বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

⁣রাজধানীতে হঠাৎ আ.লীগের ঝটিকা মি*ছি*ল সরাসরি...

Kader Sk
9 Views · 5 months ago

ফকিরহাট বিশ্বনাথ মোড়

⁣আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৫ এপ্রিল) দুপুরে খুলনা নৌ অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে আনুলিয়ার নয়াখালী গ্রামে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সংকটকালে জনগণের পাশে থাকা শুধু কর্তব্য নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার। দুর্যোগে মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

গত ৩১ মার্চ খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে আনুলিয়ার কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেত, ঘরবাড়িসহ বিশাল এলাকা পানির নিচে চলে যায়। বহু মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে।

এ অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর একটি ত্রাণ ও মেডিকেল দল ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। নয়াখালী গ্রামের প্রায় ২৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, মোমবাতি ও দিয়াশলাইসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

নৌবাহিনী জানায়, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Mehedi Hasan
505 Views · 5 months ago

⁣"সহকারী শিক্ষিকার মুখোশে ভয়ঙ্কর প্রতারক! নরসিংদীতে শারমিন রেজোয়ানাকে ঘিরে তোলপাড়"

ShahidulIslamkhokan
12 Views · 5 months ago

⁣মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে
বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) দখল করতে এসে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়া প্রধান বাড়ি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি বরোপিট আছে, যা এলাকার ৩০ জন লোক মিলে একটি সমিতি ঘটনা করে, ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
২০০৯ সালে ঐ লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গনি প্রধান জোর করে সে একাই বরোপিট ভোগ করতো। কিন্তু ৫ আগষ্টেরপর আবার সবাই মিলে ঐ ৩০ পরিবার ভোগ করতে চাইলে গনি প্রধান তাতে রাজি হয়নি। এই নিয়ে গত ৭ মার্চ তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মিলে ঐ ৩০ পরিবারকে ভোগ করার সিদ্ধান্ত দেয়। গনি প্রধান স্থানীয়দের কথা অমান্য করে জোর করে আবার দখল, হামলা ও লুটপাট করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলী আরশাদের ছেলে আনিছ প্রধান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল শনিবার দুপুরে গনি প্রধান ও মামুন মনিরের হুকুমে,গনির ছেলে ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বরোপিটের সাইনবোর্ড ভেঙ্গে এবং আরশাদ আলীর ঘরে হামলা, ভাংচুর, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে।

আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, তার ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ, গজরার মামুন মনির ও উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং দুই বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।

এ বিষয়ে গনি প্রধান বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। পূর্বে আমি লিজ এনেছিলাম। বর্তমানে লিজ দেওয়া বন্ধ থাকায় নতুন করে লিজ আনতে পাড়িনি।

এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ছবি ক্যাপশন :
মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে বাড়িতে হামলা ও লুটপাট।

Rabiul Alam
9 Views · 5 months ago

কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশানে শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে দুই দিনব্যাপী শ্মশান ঘাট সংলগ্ন গোমতী নদীতে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়।


জানা যায়- পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় বিকেল হতে জেলার বিভিন্ন উপজেলাসহ পাশ্ববর্তী রাষ্ট্র ত্রিপুরা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্নানোৎসবে যোগ দিতে জড়ো হন শ্মশান ঘাটে। স্নানোৎসবে যোগ দেওয়া পুণ্যার্থীদের পদচারণার সাথে ঢাক, ঢোল আর কাঁসার বাড়িতে মুখরিত হয়ে ওঠে আড়াইওরা কালী বাড়ি ও শ্মশান ঘাট।


আগত পুণ্যার্থীরা জানায়- পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ ও মঙ্গল প্রার্থনা কামনায় মন্দিরে পূজা-অর্চনা শেষে গোমতী নদীতে স্নান করে "হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো"- এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান-দুর্বা, হরিতকী, আমপাতা, কাঁচা আম, ডাব ও কলা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্য তর্পণ করেন। যেসব ভক্তরা পূর্ণতীর্থভূমি লাঙ্গলবন্দ যেতে পারেননি সেসব ভক্তরা গোমতী নদীতে স্নান করে পাপ মোচনের জন্য সমাগম হয়। ব্যাপক উচ্ছ্বাস প্রত্যক্ষ করা যায় ভক্তদের মধ্যে। কেউ কেউ মন্দির প্রাঙ্গণে মোমবাতি, ধূপ কঠি জ্বালিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মনস্কামনা পূরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। দূর দুরান্ত হতে এসেছে বহু সাধু-সন্ন্যাসীরা।
নবযুগ ডাইরেক্টর পঞ্জিকা অনুসারে গত শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত-রাত ০২টা ৭ মিনিট ৪৫ সেকেন্ড গতে অষ্টমীর স্নানোৎসবের লগ্ন আরম্ভ আর লগ্ন শেষ শনিবার (৫ এপ্রিল) দিবাগত-রাত ১২টা ৫১ মিনিট ৫০ সেকেন্ডে বিহীত পূজার মাধ্যমে। লগ্ন শুরুর পরই শ্মশান ঘাটে পুণ্যার্থীর ঢল নামে। ওই অষ্টমী স্নানে ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতি রূপ নেয় জনসমুদ্রে।
স্নানোৎসবকে ঘিরে মন্দিরের দুপাশে মেলা বসেছে। মেলায় কারুপণ্য, মৃৎশিল্প ও বাহারি খাবারের দোকানসহ বিভিন্ন জিনিসের পসরা বসে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
কুমিল্লা আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার পাল বলেন- গত শুক্রবার বিকেল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্নানোৎসবে যোগ দিতে জড়ো হন স্নান ঘাটে। ওই অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধু সন্ন্যাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আড়াইওরা কালী বাড়ি ও শ্মশান ঘাট।

⁣ভারতে ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন। সরাসরি...

⁣মাছ ধরাকে কেন্দ্র করে সহোদর চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বড় ভাই আলী হোসেন।


শনিবার (০৫ এপ্রিল '২৬) বেলা এগারটার দিকে সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এঘটনা ঘটে। আহত আলী হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।


নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেঝ ছেলে।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা ।

Gourob Shaha
994 Views · 5 months ago

নরসিংদী সেবা সংঘের আয়োজনে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব শুরু
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

নরসিংদী জেলার অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন নরসিংদী সেবা সংঘ-এর আয়োজনে এবারও শুরু হয়েছে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা। বাংলা ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ও ইংরেজি ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার, পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সপ্তমী পূজার আরতির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

সকালে দেবীর নবপত্রিকা স্থাপন ও পূজার প্রারম্ভিক আনুষ্ঠানিকতার পর, সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা আরতি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। পূজামণ্ডপটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক প্রতিমা স্থাপনের মাধ্যমে। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর।

নরসিংদী সেবা সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক (নাম উল্লেখ করা যাবে চাইলে) বলেন,
"প্রতিবছরের মতো এবারও আমরা যথাসম্ভব সুন্দরভাবে বাসন্তী দুর্গা পূজার আয়োজন করেছি। এটি আমাদের ঐতিহ্যের অংশ এবং সবার অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।"

পূজায় স্থানীয় সুধীজন, ভক্তবৃন্দ এবং শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। ভোগ বিতরণ, প্রসাদ গ্রহণ, অঞ্জলি প্রদান ও সন্ধ্যা আরতিতে উপস্থিত জনতার মধ্যে ছিল ভক্তিভাব ও আনন্দের সমন্বয়।

এই উৎসব চলবে নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে পরবর্তী দিনগুলোতেও। বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।


---

ছবি ও ভিডিও সংযুক্ত থাকলে পোস্টের শেষে দেওয়া যেতে পারে: “ছবিতে দেখুন নরসিংদী সেবা সংঘের বাসন্তী পূজার কিছু মুহূর্ত।”

প্রয়োজনে এই রিপোর্টটি ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ফরম্যাটে সাজিয়ে দিতেও পারি। বললেই করে দিচ্ছি।

Akm Kaysarul Alam
146 Views · 5 months ago

⁣নীলফামারীতে ব্যাতিক্রমধর্মী মাইকিং

Shazzadul Alam Khan
11 Views · 5 months ago

⁣সাকিব খানের বরবাদ হাউজফুল চলছে ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে

Aminul Islam
8 Views · 5 months ago

ভোলায় ১ টি আগ্নেয়াস্ত্র, ২১ পিস হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও ৪৪৫১০ টাকা সহ ৫ সন্ত্রাসী কে আটক করেছে কোস্ট গার্ড।

Rabiul Alam
17 Views · 5 months ago

⁣ঈদ শেষে ফিরতি যাত্রায়ও স্বস্তি কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবিরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কোনো ভোগান্তি না থাকায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বাচ্ছন্দ্যেই ফিরছেন বিভিন্ন পেশার মানুষ।


তবে কুমিল্লার ৩টি বাস টার্মিনালসহ জেলার মহাসড়কের পাশে বাসে ওঠতে দীর্ঘ ক্ষণ পরিবার পরিজন নিয়ে বাসের অপেক্ষায় দাড়িঁয়ে দেখা গেছে। মহাসড়ক অন্যদিনের তুলনায় ছিল ফাঁকা। নিজ কর্মস্থল বা নিকট আত্নীয়র বাড়িতে যেতে বাস টার্মিনালগুলো ভীড় ছিলো লক্ষণীয়।



বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন,ভোর থেকেই ঈদ শেষে নিজকর্মস্থলে ফিরতে শুরু করেছেন কুমিল্লাবাসী। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। তবে ঢাকা থেকে বাস অনেকটা খালি অবস্থায় ছাড়ছে বলে জানিয়েছেন তারা।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা বলছেন প্রশাসনের তাৎপরতায় এবার ঈদ যাত্রায় কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।বিভিন্ন বাস সার্ভিসের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।


ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫কিলোমিটার মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ ১২টি হটস্পট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্য, হাইওয়ে পুলিশ সদস্যরা।

Akm Kaysarul Alam
27 Views · 5 months ago

⁣সড়ক দুর্ঘটনা নিহত ৪,আহত ২

Akm Kaysarul Alam
9 Views · 5 months ago

⁣তুষভান্ডার প্রিমিয়ার লিগ উদ্বোধন ঘোষণার মুহূর্তে

Akm Kaysarul Alam
10 Views · 5 months ago

⁣সাবেক কমিশনারের গ্রেপ্তারের দাবীতে উত্তপ্ত পাটগ্রাম
#patgram #patgramnews #news

Sabbir Hossain
10 Views · 5 months ago

দেখুন

Sabbir Hossain
4 Views · 5 months ago

গাধা

Nazrul Islam
28 Views · 5 months ago

চলন্ত বাসে আগুন

⁣সাতক্ষীরা সরকারি কলেজে জেলার সাবেক ও কলেজ ছাত্রদলের ঈদ পুনর্মিলনীতে বক্তব্যে রাখছেন জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Rakibul Islam
23 Views · 5 months ago

বাংলাদেশে অভিশপ্ত রাজনীতি কোন দিন যেন ফেরত না আসে- শহিদুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল।

Nazrul Islam
21 Views · 5 months ago

⁣সংষ্কার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না-হামিদুর রহমান আযাদ

Zahid Hasan
6 Views · 5 months ago

জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হামযা চৌধুরী

SH bappy Ahmed
4 Views · 5 months ago

ঝিনাইদহ বাজারে ১৬০ টাকা কেজি রুই মাছ বিক্রি করা হচ্ছে

Kader Sk
14 Views · 5 months ago

⁣সুন্দরবনের গহীনে গোলবাপাতা!

Kader Sk
3 Views · 5 months ago

⁣আজ রাত ৯ ঘটিকার সময় কসকনকপুর ইউনিয়ন চেক পোষ্ট নামক স্হানে সুরমা নদীর পাড়ে এই সিএনজি ড্রাইবার কে ডাকাতি করে তাহার সিএনজি নিয়ে গেছে। যদি এই ড্রাইবার কে চেনেন তাহলে ইউনিয়ন অফিস নামক স্হানে যোগাযোগ করুন।

Shazzadul Alam Khan
13 Views · 5 months ago

⁣ভালুকা বাসস্ট্যান্ড জামে মসজিদে জুতা চুরি করতে গিয়ে চোর আটক

ShahidulIslamkhokan
17 Views · 5 months ago

⁣মতলব উত্তরে পৌর বিএনপির জনসমাবেশ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে - বিএনপি নেতা তানভীর হুদা


শহিদুল ইসলাম খোকন :

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র তানভীর হুদা বলেছেন,শেখ হাসিনা হাজার হাজার মানুষকে জুলাই-আগস্টে হত্যা করেছে। তাই মানুষ ফুঁসে উঠে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। জুলাই-আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী একযোগে নামিয়ে তারা ছাত্র-জনতার ওপর গুলি করাল, হাজার হাজার মানুষকে হত্যা করল। এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামল। স্বৈরাচার সরকারকে পতন করে দিল। শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে চলে গেছে ইন্ডিয়ায়। আজও শেখ হাসিনা সেখানে বসে ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার(৩ এপ্রিল-২০২৫) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা মাঠে ছংগারচর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনে আয়োজনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে জনসমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,বিএনপি গনমানুষের দল। এই দলটি গনমানুষের উন্নয়ন ও কল্যানের জন্যই সারা জীবন কাজ করে গেছেন। আর আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে ও দিনের ভোট রাতে, কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। লুণ্ঠন করে বাংলাদেশকে ফাঁকা করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে সে ভারতে পালিয়েছে।


ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণত সম্পাদক গাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার,জেলা বিএনপির সহকারী কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. বশির আহমেদ বশির,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন আমির, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম রাব্বানী মামুন,যুবদল নেতা ইদ্রিস আলী প্রধান,গাজী ইকবাল হোসেন স্বপন।




Showing 50 out of 51