close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Breaking news

panchananroy
4 Views · 5 months ago

নীলফামারীর ডোমারে সাংবাদিক আব্দুর রাজ্জাক হামলার শিকার

পঞ্চানন রায় , নীলফামারীঃ নীলফামার ডোমারে সাংবাদিক ও কাউন্সিলর আব্দুর রাজ্জাক হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ।
প্রাথমিক ভাবে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। আব্দুর রাজ্জাক ডোমার পৌরসভার কলেজ পাড়ায় বাসা । তিনি দৈনিক জনতা পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি ।
২ এপ্রিল বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় । প্রথমে তিনি শারীরিক অসুস্থতার জন্য না বলে । পরে পারিবারিক মীমাংসার কথা বলে নিয়ে যায় পৌরসভার মডেল পাড়ায়।

shahadat hossain Munsy
4 Views · 5 months ago

Watch the video adalot and enjoy this.

Mohammad Ayas Uddin Rana
18 Views · 5 months ago

⁣চট্টগ্রামে জোড়া খু/ ন: ছোট সাজ্জাদের দুই সহযোগী গ্রেপ্তার

shahadat hossain Munsy
4 Views · 5 months ago

allah allah allah jallah jalaluhu.

shahadat hossain Munsy
2 Views · 5 months ago

সকল কাজের শুরুতে বলো বিসমিল্লাহ

Kader Sk
5 Views · 5 months ago

⁣বাগেরহাটের কচুয়ায় ৪ পুলিশ আ-হ-ত, গ্রে/প্তা/র ১৭ জন

Asif Mahmud
8 Views · 5 months ago

⁣নিজামীর ফাঁ/সি/র মাস্টারমাইন্ড অধ্যাপক আবু সাঈদের গ্রে*ফ*তা*রের দাবিতে বি*ক্ষো*ভ মিছিল।

Md Shahjalal Masim
20 Views · 5 months ago

লালপুর উপজেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Md Shahjalal Masim
6 Views · 5 months ago

লালপুর উপজেলায় বিএনপির উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Md Yousuf
14 Views · 5 months ago

অদ্য সকাল ১১ ঘটিকায় , অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা জেলার বাবুর হাটে। আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ও রুহুল আমিন খলিফা ভূমি দস্যু হিসেবে পরিচিত।
কথায় কথায় মানুষকে মেরে ফেলা হুমকি ও কথা বলে।

উক্ত ভূমি দস্যু কে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এলাকাবাসী।

Sabbir Hossain
6 Views · 5 months ago

⁣কি নিষ্পাপ চেহারা কি নিষ্পাপ চাহুনি।
আল্লাহ আপনি মাসুম বাচ্চাদের রক্ষা কর।
🤲🤲🤲

ShahidulIslamkhokan
20 Views · 5 months ago

⁣মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

শহিদুল ইসলাম খোকন :
ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘ ১৭বছর পর মুক্ত বাতাসে কোন ধরনের দুশ্চিন্তা ছাড়াই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের এবারের ঈদ ছিল এক ব্যতিক্রমধর্মী উৎসবের। সেই সুবাদে ঈদ পরবর্তীতে নিজ এলাকা মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
উপজেলার খন্দকার কান্দি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মরহুম নুরুল হুদার কবর জিয়ারতের পর রাত ৯টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার, বাগানবাড়ি বাজার, মান্দারতলী, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় মাঠে, মিঠুরকান্দি চৌরাস্তা, দাসের বাজার, ব্রাহ্মণ চক, আলীপুর বাজার, কৃষ্ণপুর চৌরাস্তা বাজার, সুজাতপুর বাজার, ইসলামাবাদ, টরকী বাজার এবং সাহেব বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তানভীর হুদা বলেন, বিগত স্বৈরাচার সরকার তাদের ১৭ বছরের শাসনামলে এ দেশের মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার সনদই হচ্ছে এই ৩১ দফা, যা বাংলাদেশের মুক্তির সনদ।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে এবং দেশের বাইরে বসে বিএনপি ও দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় মতলবে বিএনপি নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন তানভীর হুদা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ইউনিটের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসরাফিল প্রমুখ।

মিনহাজুল বারী
23 Views · 5 months ago

⁣বগুড়া সোনাতলায় কাঁধে জোয়াল তুলে নিয়ে টানছেন তেলের ঘনি

ShahidulIslamkhokan
24 Views · 5 months ago




মতলবে গৃহবধূ রুনার হত্যাকারীর
বিচারের দাবীতে মানববন্ধন


শহিদুল ইসলাম খোকন : চাঁদপুরের মতলব উত্তরে রুনা আক্তার হত্যাকারীদের গ্রফতার এবং বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার ২রা এপ্রিল দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের ডাকুরকান্দি (রসুলপুর) গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি রসুলপুর হাজী চাঁন বক্স দাখিল মাদ্রাসা থেকে বের করে ঢাকা-মতলব আঞ্চলিক মহাসড়কের রসুলপুর কাজীবাড়ী,
বারোহাতিয়া,সাহেব বাজার পর্যন্ত গিয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন - নিহত রুনা আক্তারের মা মিলন নেছা, ভাই শরীফ হোসেন ভূইয়া, ভাবি রোকেয়া বেগম, ফাতেমা বেগম, বান্ধবী ফাতেমা মুন্নী প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রায় ৬ মাস আগে ডাকুরকান্দি গ্রামের রফিকুল ইসলাম ভূইয়ার মেয়ে রুনা আক্তারের সাথে একই ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামের শামসুল হক মোল্লার ছেলে হাকিম মোল্লার সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই হাকিম মোল্লা রুনার সাথে খারাপ আচরন করে আসছে। তারই সূত্র ধরে ৩১ মার্চ সকালে স্বামী হাকিম মোল্লা পরিকল্পিতভাবে রুনাকে হত্যা করে ফ্যানের সাথে জুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল।
আমরা চাই খুনি হাকিম মোল্লাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক। নিহত রুনার মা বলেন, ঈদের দিন আমার মেয়েকে যে হত্যা করেছে তাকে যেন ফাঁসিতে জুলানো হয়। ভাবি রোকেয়া বেগম বলেন, আমার নিষ্পাপ ননদের হত্যাকরীদের দৃষ্টিান্তমূলক বিচার চাই। বান্ধবী ফাতেমা মুন্নী বলেন, আমার বান্ধবীর হত্যাকারী হাকিম মোল্লাকে অতি দ্রুত গ্রেফতার না করলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।
এসময় এলাকার শতশত নারী-পুরুষসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক জানান, এ বিষয়ে নিহত রুনার ভাই শরীফ হোসেনে বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বামী হাকিম মোল্লা পলাতক রয়েছে।

উল্লেখ্য গত ৩১ মার্চ সকালে গৃহবধূ রুনাকে হত্যা করে ফ্যানের সাথে ওড়না বেধে জুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ঘটনারপর থেকে ঘাতক স্বামী হাকিম মোল্লা গাঢাকা দিয়েছে।

ছবি ক্যাপশন: গৃহবধূ রুনা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।


শহিদুল ইসলাম খোকন
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
তারিখ ০৩/০৪/২৫ ইং
মোবাইল -০১৮২৪০২৯৬০৮

Shah monir Hossen
5 Views · 5 months ago

⁣ধর্মপাশা উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহার মাঠে ৮টি গ্রামের মানুষ একত্রিত ভাবে ঈদ-উল-ফিতর এর নামাজ অনুষ্ঠিত হয়।

Kader Sk
7 Views · 5 months ago

বাগেরহাট ফকিরহাট লাল চন্দ্রপুরগ্রামে প্রতিপক্ষের হামলা

Kader Sk
9 Views · 5 months ago

বাইক এক্সিডেন্ট

Akm Kaysarul Alam
41 Views · 5 months ago

⁣প'রকী'য়া করতে গিয়া স্বামীর হাতে স্ত্রী ধরা খেয়ে যা বললেন

Md Rejaul Karim
33 Views · 5 months ago

বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বাঙালি নদীর উপর নির্মিত জোড়গাছা ব্রিজের নিচে তৈরি হয়েছে ঐতিহ্যবাহী জাফলং এর মত মিনি জাফলং পর্যটন কেন্দ্র। এখানে পানির প্রপাত দেখতে ভিড় জমাচ্ছে হাজার হাজার দর্শনার্থী।উপচে পড়া ভিড়,এযেন এক পর্যটন মেলা।

Tanjim Ahmed Ahmed
798 Views · 5 months ago

⁣ হবিগঞ্জের সাতছঁড়িতে ভয়াবহ দূঘর্টনা

Nazrul Islam
1,370 Views · 5 months ago

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে বিকেল গড়াতেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করতে অনেকেই সমুদ্রের কিনারে জড়ো হয়েছেন। কেউ ফুটবল খেলে ব্যস্ত, আবার কেউ বা প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে মগ্ন।

সমুদ্রের শীতল বাতাস ও নান্দনিক পরিবেশ স্থানীয়দের জন্য হয়ে উঠেছে অবসর কাটানোর আদর্শ স্থান। পর্যটকদের পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীরাও এখানে ভিড় করছেন, যা সৈকতকে করে তুলেছে প্রাণবন্ত।

স্থানীয়রা জানান, কুতুবদিয়ার সৈকতের নির্মল পরিবেশ ও নিরাপত্তা তাদের নিয়মিত আসতে উৎসাহিত করে। তবে, তারা সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখারও অনুরোধ জানিয়েছেন।

সন্ধ্যা নামতেই ধীরে ধীরে কমতে শুরু করে ভিড়। তবে প্রকৃতির অমূল্য সৌন্দর্য উপভোগ করতে আগামী দিনেও এখানে ভিড় বাড়বে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা।

Md Mehedi Hasan
8,682 Views · 5 months ago

⁣টোলারবাগ, মিরপুর-১, ঢাকা -১২১৬, টোলারবাগে মাদক এবং ইভটিজিং এ বিস্তৃত , অতিষ্ঠ নারী-সমাজ।।


প্রতিবেদক: মোঃ মেহেদী হাসান, ঢাকা মহানগর

মিনহাজুল বারী
4,600 Views · 5 months ago

⁣বগুড়া সোনাতলায় বিরল চর্ম রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করেছে কাবিল উদ্দিন

shahadat hossain Munsy
8,549 Views · 5 months ago

⁣কচুয়ার সাচার ও আশ্রাফপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শাহাদাত হোসেন মুন্সীঃ ১ এপ্রিল মঙ্গল বার বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়ার ১নং সাচার ইউনিয়নে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুুল ইসলাম বুলবুল, কচুয়া হতে এমপি পদপ্রার্থী মাওলানা আবু নসর আশরাফি, মাস্টার সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ১২নং চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মাসুম বিল্লাহ মাদানী ও সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি মাওলানা মনির হোসাইন হেলালী প্রমুখ।

Sumon Hawlader
1,002 Views · 5 months ago

⁣নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান সড়কে দাপিয়ে বেরাচ্ছে লোকাল সার্ভিস

Mehedi Hasan
2,388 Views · 5 months ago

⁣⁣⁣মাদারীপুরে হাজার অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদারীপুর প্রতিনিধি , মেহেদী হাসান ছবি তুলেছেন রাসেল তালুকদার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদারীপুর প্রতিনিধি , ছবি তুলেছেন রাসেল তালুকদার

Akm Kaysarul Alam
9,907 Views · 5 months ago

⁣তুষভান্ডার কেন্দ্রীয় ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত

Aminul Islam
3,147 Views · 5 months ago

ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে ভোলার পর্যটন এলাকা ও বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচে পরা ভিড়।

Mohammad Ariful Islam
2,219 Views · 5 months ago

⁣দীর্ঘ এক দশক পর নিজ মাতৃভূমিতে স্বজনদের সাথে ঈদ পালন করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সকাল ৯টায় পেকুয়া উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি তাঁর মরহুম পিতা মাতার কবর জিয়ারত করেন। পরে আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ভিডিও : দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি

Akm Kaysarul Alam
2,377 Views · 5 months ago

⁣বিশ্বজয়ী হাফেজ মোঃ হুজায়ফা'র তেলাওয়াত । Hafez Huzaifa

Akm Kaysarul Alam
7,931 Views · 5 months ago

⁣আলজেরিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশী হাফেজ হুজায়ফা ।

ShahidulIslamkhokan
41 Views · 5 months ago

চাঁদপুরের মতলব উত্তরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য।

Md Mehedi Hasan
40 Views · 5 months ago

⁣টোলারবাগ, মিরপুর-১, ঢাকা -১২১৬, টোলারবাগে মাদকে বিস্তৃত , ওপেনে ছিনতাই, আতঙ্কে এলাকাবাসি।


প্রতিবেদন: মোঃ মেহেদী হাসান
01640-269776

Shazzadul Alam Khan
26 Views · 5 months ago

ভরাডোবা নতুন বাস স্ট্যান্ডে গ্যাস লিক: দুর্ঘটনার শঙ্কা!

Arifur Rahaman
74 Views · 5 months ago

আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ঈদ জামাত ও ঈদ মিছিল শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এর বক্তব্য।

Akm Kaysarul Alam
28 Views · 5 months ago

⁣ঈদের আগের রাতের ঢাকার চিত্র #eidmubarak #eidulfitr2025 #eid2025

Aminul Islam
13 Views · 5 months ago

⁣সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করেন ভোলার ১৪ টি গ্রামের প্রায় ৬০০০ মানুষ

Aminul Islam
10 Views · 5 months ago

⁣ভোলা ইলিশায় আটকে থাকা ৩০০ যাত্রী কে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

Nazrul Islam
5 Views · 5 months ago

⁣রমজানের শেষ মুহূর্তে কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে কেনাকাটার ধুম

রমজান মাসের শেষ রবিবার (২৯ রমজান) কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের প্রস্তুতি ও শেষ মুহূর্তের কেনাকাটা করতে স্থানীয়দের উপচে পড়া ভিড়ে বাজারটি প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়রা জানান, বাজারের সরু গলিগুলো পর্যন্ত মানুষে মানুষে পরিপূর্ণ ছিল, ফলে সাধারণ চলাচল করাও কঠিন হয়ে পড়েছিল।

বাজারের দোকানিরা জানান, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় তুঙ্গে উঠেছিল। অনেকেই শেষ সময়ে জরুরি জিনিসপত্র কেনার জন্য দৌড়াদৌড়ি করছিলেন। পোশাক, জুতা, খাদ্যপণ্য ও ঈদের অন্যান্য সামগ্রী কেনায় ব্যস্ত ছিলেন ক্রেতারা।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, *"প্রতি বছরের মতো এবারও শেষ দিনে বাজারে চাপ বেড়েছে। অনেকেই বেতন পেয়ে শেষ মুহূর্তে কেনাকাটা সেরে নিচ্ছেন। তবে এত ভিড়ে হাঁটতেও কষ্ট হচ্ছিল।"*

বাজার কমিটির সদস্যরা অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নেন। তবে ঈদের আগে এমন চাপ সাধারণ ঘটনা বলে জানান তারা।

ঈদের দিন বাজারটি স্বাভাবিক থাকলেও রমজানের শেষ দিনের এই ভিড় স্থানীয়দের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

Aminul Islam
40 Views · 5 months ago

⁣ভোলায় এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে সামান্তা শারমিন।

ShahidulIslamkhokan
27 Views · 5 months ago

সৌদির সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর আজ ঈদ অনুষ্ঠিত হয়েছে।

shahadat hossain Munsy
5 Views · 5 months ago

রাখছেন জামায়াতে ইসলামি আমির ডা: শফিকুর রহমান।

Md Ismail Hossain
19 Views · 5 months ago

⁣ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ বাজারে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পি টু নি

MdNadim
6 Views · 5 months ago

⁣ফল প্রকাশের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে
রাতভর মানবন্ধন করছে চাকরি প্রত্যাশিরা।


২০২০ সালের ১০ই মার্চ পরিবার পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
হওয়ার ৩ বছর পর অর্থাৎ ২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা
অনুষ্ঠিত হয়। চাকুরীর আশায় প্রায় সাড়ে তিনলক্ষ পরিক্ষার্থী নিয়োগ
পরীক্ষায় অংশ গ্রহন করলেও এত সংখ্যক পরীক্ষার্থীর মধ্যদিয়ে লিখিত
পরীক্ষায় উত্তীর্ণ হন, মাত্র ৭৬২১ জন ৷
উত্তীর্ণ প্রার্থীদের ২০২৩ সালের ২৫ মে থেকে শুরু করে পরবর্তী মাসের
১৮ জুন পর্যন্ত মৌখিক পরিক্ষা নেওয়া হয়। মৌখিক পরিক্ষার ৩ বছর
সময় অতিবাহিত হওয়ার পরেও মৌখিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও
চাকরিতে নিয়োগের ব্যপারে কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না নেওয়ার কারনে এই
মানববন্ধনের আয়োজন করেছেন চাকরি প্রত্যাশিরা।

shahadat hossain Munsy
4 Views · 5 months ago

নাটক দেখুন আর ইচ্ছামত হাসুন

Akm Kaysarul Alam
16 Views · 5 months ago

লালমনিরহাটের ⁣কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন

Md Ismail Hossain
22 Views · 5 months ago

⁣জুলাই গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি ব্যর্থ: ছাত্রদল সাধারণ সম্পাদক

Md Ismail Hossain
20 Views · 5 months ago

⁣জনগণের উপর তাদের আস্হা নেই, তাই নির্বাচনে যেতে ভয় পাচ্ছে: আমির খসরু

Nazrul Islam
21 Views · 5 months ago

⁣পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুতুবদিয়া চ্যানেলের মগনামা-বড়ঘোপ পয়েন্টে অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। কোস্টগার্ড কুতুবদিয়ার কন্টিজেন্ট কমান্ডারের তত্ত্বাবধানে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।





‎অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে জমির উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা অর্থদন্ড এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী জামাল হোসাইন (৩২) এর বিরুদ্ধে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান শেষে ২০টি অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।





‎এ সময় অভিযান দল উভয় পাড়ে যাত্রীদের ভাড়া নিয়ন্ত্রণ ও স্পিডবোট যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা নিশ্চিত করে। এছাড়া স্থানীয় জেলেদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকিং করে ঈদের সময় চ্যানেলে জাল না বসানোর অনুরোধ জানানো হয়, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।





‎কোস্টগার্ড সূত্রে জানানো হয়, ঈদে নৌযান চলাচলের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Md Ismail Hossain
6 Views · 5 months ago

⁣সচিবের সঙ্গে শ্রমিক নেতাদের বাকবিতণ্ডা; 'আপনারা ঈদ করতে না পারলে ওনারাও পারবে না'

Md Ismail Hossain
1,259 Views · 5 months ago

সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী

Md Ismail Hossain
986 Views · 5 months ago

⁣সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধীদের কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল নিয়ে সংবাদ সম্মেলন

Tanjim Ahmed Ahmed
492 Views · 5 months ago

⁣এশিয়ান টিভি সাংবাদিকের গায়ে হাত!

Md Ismail Hossain
576 Views · 5 months ago

⁣মাদারীপুরে নদীতে ধরা পড়লো কুমির অতপর.

Md Ismail Hossain
2,381 Views · 5 months ago

⁣'লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে নির্বাচনের ব্যবস্থা করাই ড. ইউনূসের মূল কাজ'

Md Ismail Hossain
54 Views · 5 months ago

লুৎফুজ্জামান বাবর হাসপাতালে গেছেন আহতদের পাঞ্জাবি দিতে। এক আহত বললেন, চিকিৎসার বেলায় নেই, এখন এসেছেন পাঞ্জাবি দিতে। যখন তিনি পাঞ্জাবি নিতে অস্বীকৃতি জানালেন, তখন বাবরের পাশে থাকা নেতা সেই আহত ছাত্র কে ভয়ভীতি দেখায় ।

Md Humayun
491 Views · 5 months ago

⁣নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের পিঁছনের পুকুরের দৃশ্য এটি।

Aminul Islam
23 Views · 5 months ago

⁣ভোলায় সাংবাদিক, রাজনীতিবিদ বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার ও ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য ভোলা জার্নালিস্ট ফোরাম কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Rahmatullah Ashik
1,015 Views · 5 months ago

⁣বাপকে হত্যা করেছে স্বৈরাচারীনি শেখ হাসিনা!
যারা দেশ বিক্রির পায় তারা করে' যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেয়,যারা ঐ জনগণের টাকা মেরে লন্ডন আমেরিকা জাপান সিঙ্গাপুরে গিয়ে বাড়ি বানাই!এদেশের রাজনৈতির সাথে-যারা রাতের ভোট করে প্রধানমন্ত্রী হয় যারা জনগণের ভোটাধিকার হরন করে; তাদের সাথে বেগম খালেদা জিয়া আপোষ করেনন নি...
শনিবার, মার্চ ২৯, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল এর নেতৃত্বে মহাদেবপুর জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ।

Rahmatullah Ashik
1,322 Views · 5 months ago

আপনাদের ভালো হবার সুযোগ দিলাম।যদি না ভালো হন যদি বলেন ওই "আপা" ঠুস করে চলে আসবে! যদি বলেন,আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে!যদি বলেন, আবার আওয়ামী লীগের দিন আছে!আপনাদের কিন্তু ছাড় দেওয়া হবে না আগামীতে...
"আমরা দেশের জন্য রাজনীতি করি, আমারা নিজের জন্য রাজনীতি করি না!"- ফজলে হুদা বাবুল।

Nazrul Islam
29 Views · 5 months ago

কক্সবাজারের কুতুবদিয়ায় মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

Akm Kaysarul Alam
30 Views · 5 months ago

⁣আধুনিক পরিবহন মেট্রোরেল ঢাকার নগরজীবনে এতে দিয়েছে অভূতপূর্ব পরিবর্তন। বদলে গেছে জীবনযাত্রা। যানজটের নগরে অল্প সময়েই মানুষ যেতে পারছে কাঙ্ক্ষিত গন্তব্যে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলে ভিড়ের কমতি নেই। তবে বর্তমানে শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রোরেল চলাচল করায় দিনের অন্যান্য সময় আধুনিক পরিবহনের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। তাই আগামী মে মাস থেকে শুক্রবারও সকাল থেকে মেট্রোরেল চালানোর চিন্তা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার উত্তরায় মেট্রোরেলের ডিপোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, “মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনার জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে উপদেষ্টার নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “রাত ১০টা পর্যন্ত চালানোর ব্যাপারে প্রচণ্ড চাপ রয়েছে।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেট্রোরেলের পিলারে গ্রাফিতি গ্রহণযোগ্য। গ্রাফিতি আমাদের উদ্বুদ্ধ করছে। কিন্তু এখন অনেক পোস্টার লাগানো হচ্ছে। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন ও পুলিশকে চিঠি দিয়েছি। আমাদের অ্যাকশন আমরা নেব।”

Akm Kaysarul Alam
37 Views · 5 months ago

⁣৬০ হাজার কোটি টাকা লোপাট করলো হাসিনা জয় টিউলিপ । শেখ হাসিনা । আওয়ামিলীগ

AbdurRazzak44
13 Views · 5 months ago

পাখি নিয়ে খেলা

⁣যত ভালো ভাবে দেশ পরিচালনা করুক, তার বদনাম থাকবেই

⁣সরকার তাদের দিকেই তাকায় যার কোটি কোটি টাকা আছে, গরিব এর দিকে সরকার এর কন নজর নাই

⁣ড ইউনুস রাজনীতির কি বোঝে, আর সেই লোক এখন দেশ শাসন করছে

⁣জামাত ইসলাম ক্ষমতায় আসলে মানুষের দুর্গতি আছে, তারা দেশে ইসলাম বাস্তায়ন করবে নতুন রুপে

⁣জামাত ইসলাম ক্ষমতায় আসলে মানুষের দুর্গতি আছে, তারা দেশে ইসলাম বাস্তায়ন করবে নতুন রুপে

⁣কান্নায় ভেঙ্গে পড়লেন রিকশাচালক, বাবা হয়ে সন্তানকে কাপড় কিনে দিতে না পেরে

⁣আমরা পেট চালাবো নাকি বাচ্চাদের ঈদের কাপড় দিব

⁣ঘষামাজা সংস্কার করার চিন্তা করা হচ্ছে

AbdurRazzak44
4 Views · 5 months ago

আমার ফানি ভিডিও সবাই আমাকে সাপোর্ট করবেন

MdShohanSarker
10 Views · 5 months ago

⁣নাটোরে পুকুর থেকে ৪টা‌ শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নাটোর সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র হলো, চারটি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামে। এসময় তারা দেখে একটি কম্বলে আটকে গেছে। পরে কম্বলটি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে আমরা এসে আলামতগুলো দেখি। এরপর নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজতে গিয়ে আরো দুটো পাট ছাড়া ও দুটি পাটসহ মোট চারটি শর্টগান পাওয়া যায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামীকাল থেকে পুরো পুকুরের পানি ছেঁচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে।

Farhad Ahmad
8 Views · 5 months ago

⁣ফাইতং সড়কটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সড়কটির ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি ওজন নিয়ে প্রতিদিন ১০ চাকার ডাম্প ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করছে, যার ফলে এটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত ওজনের চাপে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে এবং বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে খানাখন্দ এতটাই গভীর হয়েছে যে, এখন রিকশা, ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশার মতো ছোট যানবাহনগুলোও চলাচল করতে পারছে না।

দুঃখজনক বিষয় হলো, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ভয়াবহ অবস্থা দেখেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি দ্রুত সংস্কার কাজ শুরু করা না হয় এবং ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে অচিরেই সড়কটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। এর ফলে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়বে এবং দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ, যাতে সড়কটি টিকে থাকে এবং এলাকাবাসীর ভোগান্তি কমে।

Umme Hani Akter
9 Views · 5 months ago

⁣শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়ল ৩০ তলা ভবন। ⁣ভবনের কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন⁣। ⁣মিয়ানমারে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭⁣। ⁣⁣ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে⁣।

জবাব চাই
5 Views · 5 months ago

জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি

Shazzadul Alam Khan
21 Views · 5 months ago

⁣গাঙ্গিনাপাড় মোড়ে বহুতল ভবন থেকে লাফিয়ে পরে এক নারীর মৃত্যু।

Rahmatullah Ashik
3,718 Views · 5 months ago

⁣আমার নেতা শহীদ জিয়াউর এ দেশের স্বাধীনতার ঘোষণা করছে!ফাইজলামি করতে আমরা বিএনপি করি না! আমরা দেশের অতন্ত্র প্রহরী,এই দেশ'কে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদীদল,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ করেছে ৯০ এর ম্যাডাম খালেদা জিয়া করেছে ২৪ শে আমার নেতা বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে - কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক,ফজলে হুদা বাবুল।
@

Md Mehedi Hasan
32 Views · 5 months ago

সম্পন্ন ভিডিও টি বিনোদনের জন্য, একজন সাংবাদিক এর সাথে কখন কি ঘটে, কিছু বুঝে উঠার আগেই সব ঘটে!!

হালকা বিনোদন!!

Badsha Alamgir
471 Views · 5 months ago

⁣অপহরণ সন্দেহে গণপিটুনি। অবশেষে জানা গেল আসল ঘটনা।
কুষ্টিয়ায় দুটি ছেলেকে অপহরণের সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সাধারণ জনগণ। জানাযায় গত ২৫ মার্চ সোমবার ১৫ বছরের একটু ছেলেকে অপহরণ করে মারধোর করছিলো পরে এলাকাবাসী দেখে গনপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়।


কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন এটি কোন অপহরণ নয়, তারা তিনজন একে অপরকে অনেক আগে থেকে চেনে এবং একই স্কুলে পড়াশোনা করে। তাদের মধ্যে একটি ভিডিও নিয়ে ঝামেলা হয় ঠিক ওই সময় এলাকাবাসী দেখে ফেলে। পরে ওই ভুক্তভোগী ছেলের বাবা এসে দাবি করে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। এই কথা শুনে এলাকাবাসী কোন যাচাই-বাছাই না করেই এই দুটি ছেলেকে অপহরণকারী বলে গণপিটুনি দেয়, পরে আমরা খবর পেয়ে ছেলে দুটিকে উদ্ধার করে নিয়ে আসি। থানায় নিয়ে আসার পরে দুই পক্ষের থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


যে দুটি ছেলেকে গণপিটুনি দেওয়া হয়েছে, সেই দুটি ছেলে এটির সঠিক বিচার চাই কারণ সোশ্যাল মিডিয়া তাদের এই গণপিটুনি খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। তারা এখন সমাজে মুখ দেখাতে পারছে না।

Farhad Ahmad
355 Views · 5 months ago

⁣'লামার ফাইতং 4BM' নামের ইট ভাটার মালিক, খাইরুল মাস্টার, বোল্ড ড্রোজার চালিয়ে নির্বিচারে পাহাড় নিধন করছেন। এই কর্মকাণ্ডে পরিবেশের ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।

⁣মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়া ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে সাতক্ষীরা জেলা জামাতে সেক্রেটারি আজিজুর রহমান #muktobela #hilights #flowers

shahadat hossain Munsy
25 Views · 5 months ago

watch the video and enjoy.

Md Humayun
799 Views · 5 months ago

⁣মুঘল আমলে নির্মিত ৮২৫ বছরের পুরনো মসজিদটি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোফাফরপুর ইউনিয়নে ‘হারুলিয়া গ্রামে হারুলিয়া পুরাতন মসজিদ নামে পরিচিত।

Aminul Islam
889 Views · 5 months ago

⁣মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে ভোলায় বর্ণিল কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

Nazrul Islam
662 Views · 5 months ago

সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখায় টাকা উত্তোলনের জন্য বৃহস্পতিবার সকাল থেকে ছিল গ্রাহকের ভিষণ ভীড়। একপর্যায়ে টাকার সংকট দেখা দিলে বড় এমাউন্টের গ্রাহকদের বসিয়ে রাখা হয়। সাধারণ গ্রাহক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিলকে অগ্রাধিকার দিতে দেখা যায়। অনেক গ্রাহক সোনালী ওয়ালেটের মাধ্যমে টাকা উত্তোলন করতে নেটওয়ার্ক বিভ্রাটের শিকার হন।ফলে গ্রাহক কিছুটা ভোগান্তির শিকার হন।
ব্যাংকের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, ঈদের আগে নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই মতে ভল্টের অতিরিক্ত টাকা একদিন আগেই জেলায় পাঠানো হয়েছে।

গ্রাহকদের অভিযোগ,
মূলত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ব্যাংকের সাথে সমন্বয় না করে ইউনিয়ন পরিষদসহ বেশ কিছু বিল পাশ করার কারণে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

তবে তাড়াহুড়ো করে ঈদের আগে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় দেওয়ায় মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Alamin hosen suvo
41 Views · 5 months ago

টাকার উত্তরবঙ্গে প্রবেশ মুখে আমিনবাজারে লোকাল লাইনে যানজট এবং অবৈধভাবে গাড়ি পার্কিং নিষিদ্ধকরণে ছাত্রদের সাথে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
উদ্যোগ নিয়েছে আমিনবাজার ছাত্র সমাজ, ঈদে বাড়িতে ফিরতি যাত্রীদের নিরাপদ যাত্রা নির্ধারণের লক্ষ্য।

Aminul Islam
999 Views · 5 months ago

⁣ভোলা তজুমদ্দিনে ৭ টি আগ্নেয়াস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্য আটক করছে কোস্ট গার্ড।

Alamin hosen suvo
1,425 Views · 5 months ago

⁣ঢাকা সাভারের আমিনবাজারে ,আমিন বাজার ছাত্রসমাজের উদ্যোগ পরিবেশ অধিদপ্তর ও ৩ বাহিনীর এর সহযোগিতা ব্যাটারি ফ্যাক্টরি ৬ টি কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

Mohammad Ariful Islam
25 Views · 5 months ago

⁣পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাই-বোনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রাত ৯টার দিকে উপজেলার শিলখালীর পেঠান মাতবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে৷
বিস্তারিত ভুক্তভোগীর বক্তব্যে...

Mohammad Ariful Islam
29 Views · 5 months ago

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২৫ মার্চ(মঙ্গলবার)বিকেল ৪টার সময় উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া সাইফুল ইসলাম এর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি আভিযানিক টিম।

জানাগেছে, জমি দখল নিতে গত সোমবার সকালে উজানটিয়ার রুপালী বাজার এলাকায় অস্ত্রধারী ২০-২৫ জনের দল রুপালি বাজার পাড়া এলাকার খুইল্যা মিয়া, কালা মিয়া গংদের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।আর একটি ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়।এসময় ছোঁড়াগুলিতে নারী-পুরুষসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ ।ভিডিওতে দেখা যায় মালেক পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম একনাগাড়ে গুলি ছুড়তে থাকে,তার দলবল ও নিরস্ত্র লোকজনের ওপর গুলি করে। তাঁরা অন্তত ২০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে স্থানীয়া দাবী করেছেন।
এদিকে অস্ত্রধারীরা গুলিছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখাগেছে, কয়েকজন ব্যক্তি লোকজনকে লক্য করে পরপর গুলি ছুঁড়ছে।
পেকুয়া থানাসুত্রে জানাগেছে, রুপালী বাজার এলাকায় গুলি করে আহত করার ঘটনায় ১৪ জনকে আসামি করে ওইদিন রাতে নুরুন্নবীর ছেলে ইসমাঈল বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-১২ জন। ওই মামলায় সাইফুল ইসলাম ৪ নম্বর আসামি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়া সাইফুলের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করবে।

Asif Mahmud
8 Views · 5 months ago

⁣পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান।

Mamun Sorder
350 Views · 5 months ago

⁣গাজায় থেকে পেটে পাথর বেদে গোটা বিশ্বের উদ্দেশে যে খুতবা দিলেন গাজার ইমাম সাহেব।😭

Mamun Sorder
579 Views · 5 months ago

⁣আলহামদুলিল্লাহ ইসরাইলে ঢুকে হামলা করেছে ফিলিস্তিনি যোদ্ধারা

Mamun Sorder
71 Views · 5 months ago

⁣শেখ মুজিবের ৬ দফার গোপন রহস্য সত্য না প্রোপাগান্ডা Pinaki Bhattacharya

Aminul Islam
39 Views · 5 months ago

এবার আলোচনায় এনসিপির উত্তরঅঞ্চলের সংগঠক সারজিস আলম কে উদ্দেশ্য করে এনসিপির যুগ্ন সদস্য সচিব তাসনীম জারার খোলা চিঠি।




Showing 51 out of 52