close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Breaking news

⁣শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছে তখন ভারত চু্‌ক্তিতে এসেছে

⁣শেখ মুজিবের রক্ষী বাহিনীর অযোগ্যতা চাপানো হলো সেনাবাহিনীর উপর

⁣শেখ মুজিবুর রহমানের তৈরি করা রক্ষী বাহিনী ছিল সেনাবাহিনী ক্ষো ভে র কারণ

⁣রাজনৈতিক আওয়ামী লীগকে পরিত্যাগ করা হলো বড় বিষয়

⁣ভারত অসম্ভব ভুল করেছে, চিরশত্রুতার জায়গা চিহ্নিত করেছে

⁣বিভিন্ন জায়গায় চাঁ দা বা জি, দ খ ল বা জি চলছে সব কিছু তারেক রহমান মোকাবিলা করার চেষ্টা করছে

⁣বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো একজন প্রেসিডেন্ট বা নেতা আর কখনো হবে না

⁣পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনীতির জন্য কতটা কার্যকর

⁣জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি ভারত বিরোধিতার উপর দাঁড়িয়ে আছে

⁣জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেই বসে ছিলেন না মু ক্তি যু দ্ধে র ঘোষণা করেন

⁣জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের নামে দ্বিতীয় বার স্বাধীনতা ঘোষণা করেন

⁣জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতায় পাইওনিয়ার ভূমিকা রাখেন

⁣জিয়াউর রহমান জীবন দিয়ে বাংলাদেশকে গড়ার চেষ্টা করেছে, তার ফলাফলে জীবন দিতে হয়েছে

⁣আমাদের দেশে বিরোধী দলকে শ ত্রু র মতো দেখা হয়, এটা ঠিক না

⁣আওয়ামী ছিন্নভিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না

SHARIF MIA
3,050 Views · 2 months ago

⁣দিনমজুরের হাট জিরানী বাজার আশুলিয়া

খায়রুল ইসলাম
7,917 Views · 2 months ago

⁣প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় দলের সভাপতি গণ অধিকার পরিষদের নুরুল হক নুরকে মারতে আক্রমণ করতে গেলেন,,,,,,,

MD Mahedi khan
7 Views · 2 months ago

⁣বাকেরগঞ্জে আদালতের নির্দেশে কবর থেকে শিশু রিফাতের মরদেহ উত্তোলন



বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নে ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র রিফাতের মরদেহ।

বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর ইউনিয়নের স্থানীয় কবরস্থান থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশের একটি দল ও চিকিৎসকদের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

রিফাত চট্টগ্রামের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর পর থেকেই পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ প্রকাশ করা হয়। বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে, পুনঃময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ দেওয়া হয়।

মরদেহটি পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

রিফাতের মৃত্যু ও কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু ছিল না এবং তারা সঠিক তদন্ত ও বিচার দাবি করছে।

Salahuddin Ahmed
11,136 Views · 2 months ago

⁣জিযা হার্ট ফাউন্ডেশনে আজাদের পদত্যাগপত্র গৃহিত হয়নি, স্বপদে ফিরে রাজনৈতিক দলে না জড়ানোর ঘোষনা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > রাজনৈতিক দলে জড়ানো নিয়ে বির্তকের জেরে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের সাধারন সম্পাদকের পদ থেকে এ.কে.এম আজাদের জমা দেওয়া পদত্যাগপত্র অনুমোদন করেনি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। এব্যাপারে আজ বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সাথে এনসিপিসহ যে কোন রাজনৈতিক দলে আর সম্পিক্ত না থাকার বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করেছেন। ইমোশোনাল বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যদের নামে করা সমালোচনার জন্য ক্ষমা চাওয়াসহ দুঃক্ষ প্রকাশ করেছেন আজাদ। বাকী জীবন মানব সেবা কল্যানকর কাজে যুক্ত থাকার আশা।

> বিস্তারিত ভিডিওতে

Nazrul Islam
13,105 Views · 2 months ago

⁣“কুতুবদিয়ায় পর্যটন শিল্প বিকাশে লঞ্চিং ওয়ার্কশপ | টেকসই উন্নয়নের নতুন দিগন্ত”

"সম্ভাবনার দ্বীপ কুতুবদিয়া—যেখানে প্রকৃতি মেখেছে নীল সমুদ্র, সবুজ প্যারাবন আর ইতিহাসের বাতিঘর। এই সৌন্দর্যকে পর্যটন শিল্পে রূপ দিতে, কুতুবদিয়ায় অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ লঞ্চিং ওয়ার্কশপ।"

"২৪ জুলাই, বৃহস্পতিবার — উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।"
"ওয়ার্কশপে বক্তারা বলেন—কুতুবদিয়ার মনোমুগ্ধকর সৈকত, ঐতিহ্যবাহী বাতিঘর, বায়ু বিদ্যুৎ প্রকল্প, কুতুব শরিফ দরবার, লবণ শিল্প, অরগানিক শুট্কি, সমৃদ্ধ প্যারাবন ও স্থানীয় সংস্কৃতিকে ঘিরে গড়ে উঠতে পারে একটি টেকসই পর্যটন অর্থনীতি। এর জন্য প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, প্রচার ও জনসচেতনতা।"
“আমরা চাই কুতুবদিয়া শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় অর্থনীতির জন্যও একটি সম্ভাবনার নাম হোক।”

"ওয়ার্কশপে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন, ওসি আরমান হোসেন, শিক্ষা অফিসার মুসলিম উদ্দীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, বাপা কুতুবদিয়া সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, এনটিভি প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেম সমাজসেবা দপ্তরের প্রতিনিধি হাসন মুরাদ প্রমুখ।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন , কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার, সমবায় কর্মকর্তা ওসমান গণি, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মিনহাজ, জাইকা প্রতিনিধি জামাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সাংবাদিক ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিবৃন্দ।"

MD IMRAN MUNSHI
16,365 Views · 2 months ago

⁣ঝালকাঠি-১(রাজাপুরকাঠালিয়ায়)গনমানুষের নেতা,জনাব গোলাম আজম সৈকত, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা,ও কর্নেল মোস্তাফিজুর রহমান এর নেতৃত্ব কাঠালিয়াতে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।


তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি ১ আসন ( রাজাপুর-কাঠালিয়া) এর এমপি প্রার্থী গোলাম আজম সৈকত ও কর্নেল মোস্তাফিজুর রহমান।


এটি কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদের রাস্তা ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের পরে এ কর্মসূচি শেষ হয়।


এসময়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাঠালিয়া উপজেলা কৃষক দলের সভাপতি আ: মালেক ও সদস্য সচিব শহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা কমিটির একাংশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Al Mamun Gazi
26,259 Views · 2 months ago

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী। বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে। বাংলাদেশ সীমান্তে মুসলিমদের পুশইন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে মুসলিম ঘৃণা ভারতের হিন্দুত্ববাদী সরকার বছরের পর বছর ছড়িয়েছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পুরো দক্ষিণ এশিয়ায় মুসলিম এবং যত ছোট ছোট নৃগোষ্ঠী রয়েছে সকলের ঐক্য দরকার। আমরা সকলের ঐক্য গড়ে তুলবো। বাংলাদেশে মুসলিম, দলিত, নিপিড়িত মানুষের মাঝে আমরা সংহতি গড়ে তুলবো।
তিনি বলেন, আমাদের লড়াই মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের লড়াই। এ লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমাদের এ লড়াই এখনও শেষ হয়নি। কারণ আমরা আমাদের নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসন হচ্ছে, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে আমাদেরকে সে রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশে যে একতা, যে সংহতি তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগনের মধ্যে সেই সংহতি ঐক্য আমাদের ধরে রাখতে হবে। তার মানে এই নয় যে, আমরা চাঁদাবাজদের প্রশ্রয় দেব। আমরা বলেছিলাম কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবেনা। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথবাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধীতা করি, তেমনি বিচার বহির্ভূত হত্যারও বিরোধীতা করি।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সারজিস আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপি’র সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, ডা. তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ উদ্দিন তারেক প্রমূখ। এর আগে তারা সার্কিট হাউজে জেলায় শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় করেন। পরে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

SHARIF MIA
11,434 Views · 2 months ago

⁣পেঁয়াজ এর বাজার পরিস্থিতি আশুলিয়া বাড়ইপাড়া #আই_নিউজ_বিডি

Al Mamun Gazi
13,099 Views · 2 months ago

⁣জনগণের জানমাল ইজ্জত রুটিরুজি মহাবিপন্ন হলেও ক্ষমতাসীন চক্রের কোনো বিবেকবোধ নাই!
ক্রুয়েল মেন্টালিটিই প্রকাশ পেলো!

- আল্লামা ইমাম হায়াত
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

⁣আওয়ামী লীগ আগামী একচল্লিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না
অনুষ্ঠান: আই এক্সক্লুসিভ
অতিথি: ড. আবদুল লতিফ মাসুম
উপস্থাপনা: জুয়েল আজ্জম

Gm selim imran
30,010 Views · 2 months ago

⁣কেশবপুরে সাংবাদিক ও যুবদল কর্মী
মনিরুজ্জামান।হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Gm selim imran
5,492 Views · 2 months ago

⁣মানুষের জীবন বড্ড অদ্ভুত। অদ্ভুত তার ভালোবাসার আদান-প্রদান। পাগল হয়ে ঘুরে বেড়ানো এই বোনটির অপেক্ষা কবে তার ভাই তারেক ( জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি) দেশে আসবে! পেটের ক্ষুধা মিটবে কিনা কে জানে। ভালোবাসার টানে কটা টাকা সে জোগাড় করে এনেছে যদি তার ভাই তারেককে পৌঁছে দেওয়া যায়।

📌 জয়দেবপুর রেলস্টেশন, গাজীপুর

Md Uzzal Mia
8 Views · 2 months ago

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চাচাতো ভাবিকে কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

Mehedi Hasan
32 Views · 2 months ago

⁣দুবাই থেকে খুনি গ্রেপ্তার, দেশে ফিরলো চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি

Juwel Hossain
37 Views · 2 months ago

⁣“সাংবাদিক জুয়েল জানতে চায়” অনুষ্ঠানে তিনি তার রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও মিথ্যা অভিযোগ এবং আগামীর রাজনীতি, নির্বাচন ও মুক্তিযুদ্ধ
প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন,
স্বাধীনতা যুদ্ধে জামায়াত যুদ্ধের পক্ষে ছিল না তবে দলীয়ভাবে জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয় বলে উল্লেখ করেন।
.
তারিখ: ২৩ জুলাই ২০২৫ইং
বার: বুধবার
সময়: সন্ধ্যা ০৭.০০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারী, জামায়াতে ইসলামী বাংলাদেশ, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার গ্রহণে: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Rabiul Alam
8 Views · 2 months ago

⁣কুমিল্লায় গণঅভ্যুত্থানের জন -আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন।



মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি

আগামী ২৫ জুলাই কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণঅভ্যুত্থানের জন -আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ আয়োজন করেছে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে নগরীর কান্দিরপাড় সিটি মার্কেটের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের কুমিল্লা জেলার সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, এডভোকেট জয়নাল আবেদিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজহারুল আমিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রিয়াদসহ অনেকে।

উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।

মানববন্ধনে বক্তারা অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে সকলের উপস্থিতির আহবান জানান।

এছাড়াও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন গন অধিকার পরিষদ।

Azizar Rahman
124 Views · 2 months ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় এএসআই ও ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবিতে ও মারধরের অভিযোগ তুলে আজ (২৪ জুলাই) সকালে ১১টায় প্রেস ব্রিফিং করেছেন, খানসামা উপজেলার অলটাইম বেকারী পরিবেক (ডিলার) হাবিবুর রহমান। তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রেস ব্রিফিং করেন।

MD Mahedi khan
7 Views · 2 months ago

⁣পরিচ্ছন্নতা সংকটে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, জনবল বৃদ্ধির জোর দাবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে মাত্র তিনজন পরিচ্ছন্নতা কর্মী কর্মরত থাকায় হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে।

নোংরা টয়লেট, ফ্লোরজুড়ে ময়লা-আবর্জনা এবং আর্দ্র পরিবেশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে— যা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

কর্মীরা জানিয়েছেন, "আমরা তিনজন যথাসাধ্য চেষ্টা করছি হাসপাতাল পরিষ্কার রাখার। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কাজের পরিমাণও অনেক বেড়ে গেছে। তাই অতিরিক্ত জনবল নিয়োগ খুবই প্রয়োজন।"

তাদের দাবি, পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা অন্তত ৫–৭ জনে উন্নীত করতে হবে, যাতে প্রতিদিন নিয়মিতভাবে টয়লেট পরিষ্কার এবং আবর্জনা অপসারণ করা সম্ভব হয়।

এ অবস্থায় রোগী, অভিভাবক ও স্থানীয় জনগণের পক্ষ থেকে সরকারি স্বাস্থ্য অধিদপ্তর এবং জেলা স্বাস্থ্য অধিদপ্তর-এর প্রতি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

⁣স্কাই বিভাগের শিক্ষার্থীরা আ গু নে কমলা রঙের পুতুলের মত দাঁড়িয়ে রয়েছ প্রত্যক্ষ বর্ণনা

⁣সরকার পতনের পর আমরা বলেছি এইমুহূর্তে দরকার, সেনাবাহিনী সরকার এখন তারা আমাদের মাথার উপরে উঠে গেছে

⁣মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে অধিক মুনাফা নিচ্ছে বিক্রেতারা

⁣মাইলস্টোন স্কুলের সামনে খাবারের দাম বাড়িয়ে দিয়েছে হোটেল মালিকরা

Satyajit Das
22 Views · 2 months ago

A fighter pilot's breathtaking escape reminds us, war is never the answer. Let’s unite for peace, not conflict.
— Squadron Leader (Rtd) Sadrul Ahmed Khan

Belhaj Badhon
8 Views · 2 months ago

⁣বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জন সহ নিহত ৮

⁣আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Rabiul Alam
1,040 Views · 2 months ago

⁣‎হাসিনার দুশ্চিন্তার কারণ ছিল কুমিল্লা- হাসনাত আব্দুল্লাহ

MD IMRAN MUNSHI
892 Views · 2 months ago

⁣দেশনায়ক জানাব তারেক রহমান এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল ও কলেজের ছাত্র ও ছাত্রীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন।


নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি’র সভাপতি , ঝালকাঠি- ১ (রাজাপুর-কাঠালিয়ার). গন মানুষের নেতা জনাব হাবিবুর রহমান সেলিম রেজা ভাই এর নিজ কার্যালয় - মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র ছাত্রিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ।


এর আয়োজন করেন স্থান- নৈকাঠী বাজার রাজাপুর উপজেলা। তারিখঃ ২৩শে জুলাই, ২০২৫ সময় সন্ধ্যা ৭.৩০ মাগরিববাদ।

Nazrul Islam
1,757 Views · 2 months ago

⁣কক্সবাজারের
মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভেসে থাকা 'হাবিবা' নামের একটি মাছ ধরার ট্রলার ও এর ১৮ জন
জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।



মঙ্গলবার (২২ জুলাই) সাধারণ টহলের জন্য
নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'শহীদ ফরিদ' মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে ভাসমান
অবস্থায় এটিকে শনাক্ত করে। বিপদসংকেত পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজের সদস্যরা
দেখতে পান, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ভাসছে।



জেলেরা জানান,
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে চার দিন ধরে আটকে পড়েছেন ।এ সময় তাদের খাবারে ও পানির ঘাটতি
থাকার ফলে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী মানবিক সহায়তা প্রদান করে এবং ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়ায় পৌঁছে দেয়। জেলেদের মধ্যে কেউ গুরুতর
অসুস্থ না থাকলেও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলে
জানিয়েছে নেভী।



জানা গেছে,
ট্রলারটি ভোলার মনপুরা এলাকা থেকে মাছ ধরতে সাগরে গিয়েছিল। উদ্ধার
হওয়া জেলেরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নেভী জানায়,
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, ব্লু-ইকোনমি
সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা
নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজ নিয়োজিতকরণের মাধ্যমে সমগ্র
বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে । যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

⁣মাইলস্টোন স্কুলের আসমাউল হুসনার ক্লাস নোট খাতা আছে অথচ তার কোন খোঁজ নেই

⁣বিমান কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে, বাংলাদেশে সমুদ্রবন্দর নাই!

⁣বাবা মারা এখনও হসপিটালে বসে কান্না করতেছে সন্তানদের খুঁজে পাচ্ছে না ওদের খোঁজ কে দেবে!

⁣পুলিশ ঢুকতে বাঁধা প্রদান করছে মাইলস্টোনের শিক্ষার্থীরা

⁣দুর্ঘটনার খবর চাপা দিতে মাইলস্টোন স্কুলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়

⁣দুইটা সেকশনের কেউ বেঁচে নেই মাইলস্টোন শিক্ষার্থী

Nazrul Islam
1,389 Views · 2 months ago

⁣কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ০৪ দিন ভেসে থাকা 'হাবিবা' নামক একটি মাছ ধরার ট্রলার ও বিপদগ্রস্থ ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) নৌবাহিনী যুদ্ধ জাহাজ 'শহীদ ফরিদ' নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী হতে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুজে পায়। এ সময় ট্রলারে অবস৑ জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করতে থাকে যা নৌবাহিনীর নিকট সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় শীঘ্রই জাহাজটি বিপদগ্রস্ত ট্রলারের নিকট ছুটে যায়। ট্রলারটির নিকট পৌঁছানোর পর নৌ সদস্যরা মাঝিদের কাছ থেকে অবগত হন যে, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিগত ০৪ দিন যাবৎ তারা গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। তাদের কাছে অবশিষ্ট খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় তাদের করুণ অবস্থা পরিলক্ষিত করে নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাদের খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করেন। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যগণ জেলেসহ ট্রলারটিকে উক্ত স্থান হতে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেয়। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন। অসহায় জেলেরা তাদের জীবন রক্ষা করার জন্য এবং তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য নৌবাহিনীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৌ সদস্যরা জানতে পারেন যে, দুর্ঘটনা কবলিত ট্রলারটি ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে গমন করে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, ব্লু-ইকোনমি সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজ নিয়োজিতকরণের মাধ্যমে সমগ্র বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যহত থাকবে।

SHARIF MIA
2,973 Views · 2 months ago

⁣সাপ্তাহিক শাক সবজির বাজার পরিস্থিতি #আই_নিউজ_বিডি

Rabiul Alam
2,979 Views · 2 months ago

⁣আপনি জামায়াত করতে পারেন, বিএনপি করতে পারেন কিন্তু আওয়ামীলীগ পুনর্বাসনের কোনো চেষ্টা মেনে নেয়া হবে না।

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

আমাদের লড়াই এখনও শেষ হয়নি- এসব কথা বলেন এনসিপির দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

তিনি আজ,কুমিল্লা কান্দিরপাড় টাউনহল মাঠে পথসভায় এসব কথা বলেন।

এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের স্বরণে কুমিল্লা নগরী টমছমব্রীজ থেকে শুরু করে একটি শোক মিছিল টাউনহল মাঠে পথসভা স্থলে আসে।
পথসভার নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা।।

পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।।


পদযাত্রায় উপস্থিত ছিলেন, উত্তরের সমন্বয়ক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এবং জেলার নেতৃবৃন্দ।

Al Mamun Gazi
18 Views · 2 months ago

⁣সারাদেশের মতো সুনামগঞ্জে ও আগামী শুক্রবার (২৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)”র পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নের পাবলিক লাইব্রেরি হলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

তিনি বলেন, “যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে চাই। সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করি।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, “আমরা জেলার ১২টি উপজেলায় প্রচার চালাচ্ছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি। আমাদের স্বেচ্ছাসেবক দলও থাকবে। পদযাত্রা ঘিরে কোনো ধরনের জনভোগান্তি হবে না। আমরা মহাসমাবেশ করছি না, করছি পথসভা। তবুও সতর্ক থাকব, জনদুর্ভোগ হোক এমন কিছু চাই না ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দীন প্রমুখ।

⁣বাংলাদেশের নির্বাচন কমিশন কাঠের পুতুল- বিএনপি নেতা শিপু

Gm selim imran
1,982 Views · 2 months ago

⁣রংপুরে বদরগঞ্জে জামায়েতে ইসলামের নেতার বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা ধরনের অন্যায়ের অভিযোগ উঠেছে।
বিস্তারিত ভিডিওতে........
#highlightseveryonefollowers2025 #followersシ゚ #highlightsシ゚ #foryoupageシforyou #livenews
@topfans

Juwel Hossain
2,647 Views · 2 months ago

⁣“সাংবাদিক জুয়েল জানতে চায়” অনুষ্ঠানে তিনি তার রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও মিথ্যা মামলায় শিকার হওয়া এবং আগামীর রাজনীতি ও নির্বাচন কেমন হবে প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন একটি কাঠের পুতুল, তারা আসলে কিছু না বলে উল্লেখ করেন।
.
তারিখ: ২৩ জুলাই ২০২৫ইং
বার: বুধবার
সময়: দুপুর ০১.০০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ শাহরিয়ার শিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

SHARIF MIA
7,548 Views · 2 months ago

⁣আশুলিয়া ইলিশের বাজার পরিস্থিতি #আই_নিউজ_বিডি

শমসের নূর খোকন
3,584 Views · 2 months ago

⁣বগুড়ার যুবলীগ নেতা আমিনুর ইসলামের বিচার দাবিতে আদালতের সামনে বিক্ষোভ

MD Mahedi khan
596 Views · 2 months ago

⁣বাকেরগঞ্জে ডাকাতির অভিযোগ, তদন্তে পুলিশের গড়িমসি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের উত্তর জিনিয়া গ্রামে (পোস্ট: কাঠিপাড়া) সাঈদ মল্লিকের বাড়িতে সম্প্রতি একটি ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ দায়েরের পর দুই দিন পার হলেও এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো তদন্ত কার্যক্রম শুরু করেনি। এতে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশের এই উদাসীন আচরণে দুষ্কৃতকারীরা আরও সাহসী হয়ে উঠতে পারে। তারা দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Al Mamun Gazi
1,573 Views · 2 months ago

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার সময় সিসি টিভি ফুটেজ।

GK Shohag
1,979 Views · 2 months ago



রাজধানীর মিরপুর পল্লবী এলাকার কসমো স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Al Mamun Gazi
1,765 Views · 2 months ago

সেনাপ্রধানের এই বক্তব্যে স্পষ্ট কিছু মেসেজ আছে বুঝতে পারলে চুপ থাকুন।

Monsur Alam
6,786 Views · 2 months ago

⁣দুর্নীতি-অবহেলার প্রতিবাদে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে জনতার পদযাত্রা


⁣পুরাতন বিমান ডাম্পিং করতে হবে,এমন দৃশ্য আর দেখতে চাই না

⁣পুরাতন বিমান কেন ঘনবসতি এলাকায় উড়াতে হবে!

⁣পাইলট স্কুলের মাঠে পড়তে চেয়েছিল দুর্ভাগ্যবশত স্কুলে পড়ল শিক্ষার্থী

⁣দেশে রাজনীতি করতে আসি নাই, শান্তির জন্য আসছি স্কুল শিক্ষার্থী

⁣উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে জনসমাগম বাড়ায় খাবারের দাম দ্বিগুণ

Satyajit Das
10,443 Views · 2 months ago

ঢাকার উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ দোয়া মাহফিল।
সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এই মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জাতীয় শোকের এ সময়ে বিএনপি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।”

⁣আমাদের দুঃখ লাগবে না, যারা অন্যায় করছে সবার বিচার করতে হবে

⁣আপনারা তো এসব খবর পাবলিশ করবেন না মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের তোপের মুখে সাংবাদিক

খায়রুল ইসলাম
2,976 Views · 2 months ago

ফেনির মেয়েটির প্রায় সব পুরে গিয়েছে াআর কোনোদিন স্কুলে যাওয়া হবেনা তার,,,,

খায়রুল ইসলাম
1,761 Views · 2 months ago

শরিরের প্রায় সব পুরে গিয়েছে দেখুন ভিডিওতে,,,

খায়রুল ইসলাম
6,341 Views · 2 months ago

শিক্ষা সচিব এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল কে আটকিয়ে রেখেছেন ছাত্র জনতা,,,,,

Mahamud Mithu
5,683 Views · 2 months ago

⁣শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয় এলাকায় সংঘর্ষে পরিণত হয়। শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৮০ জন আহত হন, যাদের মধ্যে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্যরাও রয়েছেন।

খায়রুল ইসলাম
12,357 Views · 2 months ago

সেনাবাহিনীর বিরুদ্ধে লাশ গুম করার অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ভুক্ত ভোগিরা তাদের দাবি প্রায় দুইশত জান ছাত্র হতাহত হয়েছে,,৷

খায়রুল ইসলাম
8,507 Views · 2 months ago

লিড দেয়া যুবক ফেনি ছাত্র হত্যার আসামি এবং বিগত শৈরা চারের দোষর তাকে গ্রেফতারে দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা,,,

খায়রুল ইসলাম
6,461 Views · 2 months ago

আন্দোলন কারিরা দড়জা ভেঙ্গে ভিতরে ঢুকলেন,,,,

খায়রুল ইসলাম
7,152 Views · 2 months ago

সঠিক তদন্ত করে মৃত্যুর সংখ্যা বলা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা,,,

⁣উপদেষ্টা আসিফ নজরুলকে বের করতে মাইলস্টোন স্কুলে বিশাল সংখ্যাক পুলিশ ফোর্স

খায়রুল ইসলাম
9,574 Views · 2 months ago

⁣গাইবান্ধার হরিরামপুরে কাউন্সিল নির্বাচন: সাবেক ও বর্তমান সভাপতির পাল্টাপাল্টি অভিযোগগাইবান্ধার হরিরামপুরে কাউন্সিল নির্বাচন ঘিরে সাবেক ও বর্তমান সভাপতির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয় নং হরিরামপুর ইউনিয়নে আসন্ন কাউন্সিল নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি প্রার্থী একে অপরকে পূর্ববর্তী সরকারের দোসর হিসেবে অভিযুক্ত করছেন। এই বিতর্কিত অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রেক্ষিতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সভাপতি বর্তমান সভাপতি প্রার্থীকে তার পূর্ববর্তী সরকারের সাথে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সভাপতির কর্মকাণ্ড বিগত সরকারের সময়ের অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পর্কিত। পাল্টা জবাবে বর্তমান সভাপতি প্রার্থী বলেন, "আমি সব সময় জনগণের স্বার্থে কাজ করেছি এবং আগামীতেও করবো। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"নির্বাচনী প্রচারণায় এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ স্থানীয় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এক স্থানীয় ভোটার বলেন, "আমরা উন্নয়ন দেখতে চাই, কিন্তু এই ধরনের অভিযোগ আমাদেরকে বিভ্রান্ত করছে।"বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের রাজনৈতিক বিতর্ক স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর উপর প্রভাব ফেলতে পারে। নির্বাচনী সময়ে এরকম অভিযোগ-প্রতিযোগিতা রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলছে।স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।এই বিতর্কের ফলে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, সকল প্রার্থী এবং সমর্থকদের কাছ থেকে শান্তিপূর্ণ আচরণ আশা করা হচ্ছে। ভোটারদের মধ্যে সচেতনতা এবং তথ্যের প্রকাশ নিশ্চিত করতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।এই পরিস্থিতি নির্বাচনের পরও স্থানীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং সমাজের মধ্যে মতবিরোধের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।ট্যাগস: গাইবান্ধা, নির্বাচন, রাজনীতি, স্থানীয় সরকার, বিতর্ক

SHARIF MIA
1,377 Views · 2 months ago

⁣আশুলিয়া বাড়ইপাড়া সাপ্তাহিক মাছের বাজার পরিস্থিতি #আই_নিউজ_বিডি

Shakil Hasan
9,362 Views · 2 months ago

জুলাই এর পদযাত্রায় ⁣লক্ষ্মীপুরের মাটিতে_এনসিপির_কেন্দ্রীয়_নেতারা...লক্ষ্মীপুরে_এনসিপির_কেন্দ্রীয়_নেতারা...

⁣সময় টেলিভিশনের একজন সাংবাদিক পুলিশকে বলতেছিল, 'ভাই গু লি করেন একটা শ্যুট নিই'

⁣এই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী না মাইলস্টোন স্কুলের একজন অভিভাবকের হাহাকার

Mirza Mizanur Rahman Mizan
3,707 Views · 2 months ago

⁣পাবনায় কর্মী মোস্তাফিজের কবর জিয়ারত করলেন জামায়াত আমির।

Al Mamun Gazi
3,714 Views · 2 months ago

⁣জলঢাকায় অবৈধ বালুবাহি গাড়ি আটকিয়েছে উপজেলা ভুমি অফিসার

⁣বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচের টাকায় যদি ব্যবসা করত, বড়লোক হতে সময় লাগত না শিক্ষার্থীদের

Al Mamun Gazi
30,007 Views · 2 months ago

ফরিদপুরের নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আলোক কুমার সাহা, সিনিয়র প্রশিক্ষক প্রদীপ কর এবং সিনিয়র প্রশিক্ষক নিশিত রায়ের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও দুই সিনিয়র প্রশিক্ষক কর্তৃপক্ষের প্রভাব খাটিয়ে নানা ধরনের আর্থিক অনিয়ম, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ করে আসছেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, অধ্যক্ষ নিজেই এসব অনিয়মে সরাসরি জড়িত।

এক বিক্ষুব্ধ ছাত্রী বলেন, “নিশিত রায় স্যার বিভিন্ন বাহানায় আমাদের শরীরের বিভিন্ন অংশে হাত দেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাছাড়া প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত মালামাল ক্লাসে না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়। ফলে প্রয়োজনীয় উপকরণ সংকটে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারছি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি না হলে আমরা ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দুর্নীতিবাজ অধ্যক্ষ ও দুই সিনিয়র প্রশিক্ষকের পদত্যাগ চাই’, ‘শ্লীলতাহানির বিচার চাই’ স্লোগান দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।

অধ্যক্ষ প্রকৌশলী আলোক কুমার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই। শিক্ষার্থীদের কিছু দাবি বাস্তবায়নে দেরি হওয়ায় তারা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছে।”

অভিযুক্ত সিনিয়র প্রশিক্ষক প্রদীপ কর ও নিশিত রায়ও অভিযোগ অস্বীকার করে বলেন, “অধ্যক্ষ স্যার আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা তা পালন করেছি। আমরা কারও কাছ থেকে টাকা নেইনি এবং কোনো ছাত্রীকে শ্লীলতাহানি করিনি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবিরউদ্দিন জানান, “অভিযোগের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলক শেখ
13 Views · 2 months ago

⁣মুন্সীগঞ্জে নদী ভাঙন রক্ষায় মানববন্ধন | Riverbank Protest in Munshiganj

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচলের বিরুদ্ধে ঘাসভোগ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
২২ জুলাই ২০২৫, সকাল ১০টায় এই কর্মসূচিতে স্থানীয়রা নদী ও বসতি রক্ষার দাবি জানান। বাল্কহেডের কারণে শতশত ঘরবাড়ি ভাঙনের মুখে।
Watch the full story of this powerful protest to save the riverbank
বিক্রমপুর খাল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মওলানা হেলাল উদ্দিন খান, ইসরাফিল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Stay updated with environmental issues in Bangladesh.

Cover Topic -
মুন্সীগঞ্জ, নদী ভাঙন, মানববন্ধন, লৌহজং, তালতলা-ডহুরী খাল, বাল্কহেড, পরিবেশ রক্ষা, ঘাসভোগ, বিক্রমপুর খাল, Riverbank Erosion, Munshiganj Protest, Bangladesh Environment, Save Riverbank, Human Chain Protest,
#মুন্সীগঞ্জ #নদীভাঙন #মানববন্ধন #লৌহজং #পরিবেশরক্ষা #riverbankerosion #munshiganjprotest #savebangladeshrivers #environmentaljustice #humanchain

SHARIF MIA
10,020 Views · 2 months ago

⁣হাজারো শ্রমিকের চলার পথ ভয়ংকর অবস্থা #আই_নিউজ_বিডি

⁣প্রিজনভ্যানের দুইপাশের পুলিশের ব ন্দু কে র নল তাক করা থাকতো আ ন্দো ল ন কা রী শিক্ষার্থীদের উপর

⁣পুলিশের সামনে গিয়ে একটা মেয়ে বলতে ছিল, কে এসেছে কে এসেছে, তাকে খুঁজতে কেন এক বছর লাগবে

⁣পুলিশের চেকপোস্ট পার হয়ে চলে আসি পেছন থেকে একজন এসআই আমাকে ডাক দেয়

⁣পুলিশের গাড়ি পুলিশ ডুকতে দিচ্ছিল না, তারা নিজেরাই নিজেদের অবিশ্বাস করতো

⁣পুলিশ থানায় নিয়ে রাতভর অমানবিক নি র্যা ত ন চালায়

⁣পুলিশ আমার ফোন নেওয়ার দুই মিনিট পরে জানতে পারে আমি ছাত্র শিবিরের সভাপতি

⁣একজনের অবস্থা এমন ছিল বর্ণনা করার মত না: মাইলস্টোনের একজন শিক্ষার্থীর সরেজমিন বর্ণনা

⁣চারটা জীবন চলে গেলো আমার সামনে তখন নিজের জীবন নিয়ে শ ঙ্কি ত হয়ে পড়ি




Showing 25 out of 26