Breaking news

Belhaj Badhon
14 Views · 1 month ago

⁣নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া হাটে সব ধরনের পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে

Azizar Rahman
24 Views · 1 month ago

⁣সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলাতেও মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি খানসামা উপজেলা শাখা।

Shakil Hasan
6 Views · 1 month ago

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

Al Mamun Gazi
13,780 Views · 1 month ago

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন।
সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।


গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া,ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অএ এলাকার সাধারণ জনগণ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে মুকুল বলেন বানিয়া পাড়া,ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী।আমাদের অএ এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি।কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

সৈয়দ আলী বলেন আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে উওোজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।

এসময় যুবক প্রজন্ম বলেন যতক্ষণ পর্যন্ত এই গোলাম রসুল রাজা এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে।
এছাড়া তিনি আরো বলেন গোলাম রসুল রাজা আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন।এখন আমরা শিশু কিশোরদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার তিনি জানান নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়ন মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করে এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি।পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের ক্ষমা চেয়েছি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

Al Mamun Gazi
12 Views · 1 month ago

⁣অনির্দিষ্টকালের সিএনজি চালিত অটোরিকশার কর্মবিরতি, চরম দুর্ভোগে যাত্রীরা

চালকরা নেমেছে কর্মবিরতিতে, থমকে গেছে সড়কপথ

রোববার (২৭ জুলাই) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের সিএনজি চালিত অটোরিকশার কর্মবিরতি।

জেলার প্রায় প্রতিটি স্ট্যান্ডেই দেখা গেছে অচলাবস্থা। যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, হেঁটে বা বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে। বিকল্প যানবাহনেও ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ।
বিকল্প যানে বাধা, কিছু এলাকায় হামলার অভিযোগ

বিভিন্ন যাত্রী অভিযোগ করেছেন, সিএনজি চালকেরা ব্যাটারিচালিত অটোরিকশা বা টমটমে যাত্রী পরিবহনেও বাধা দিচ্ছেন।

এক পথচারী বলেন:

গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, কিন্তু সিএনজি নেই। বাধ্য হয়ে টমটমে উঠলেও সেটাও চলতে দিচ্ছে না ওরা। মাঝ রাস্তায় থামিয়ে দিচ্ছে। এটা সহ্য করা যাচ্ছে না।”

কিছু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় হামলার খবরও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তুলেছে। এবং আজকে ব্রাক্ষণবাড়িয়ার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় এইচএসসি/আলিম সমমানের পরিক্ষা চলমান রয়েছে। চালকদের এই কর্মবিরতিতে পরিক্ষার্থীদের ও চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

মালিক-শ্রমিকদের অভিযোগ ও দাবিসমূহ
সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন—

ট্রাফিক পুলিশের ঘুষ, হয়রানি, বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে আমরা এই কর্মসূচি নিয়েছি।”

তাদের উল্লেখযোগ্য অভিযোগসমূহ:

সড়কে পুলিশি হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবি

ড্রাইভিং লাইসেন্স ও পারমিট পেতে দুর্ভোগ

বর্তমানে অনেকগুলো সিএনজি জব্দ অবস্থায়

সিএনজি লাইসেন্স কার্যক্রম বন্ধ

তাদের দাবি:
*আটককৃত গাড়ি নিঃশর্তে মুক্তি দিতে হবে
*পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলাচলের অনুমতি
*ট্রাফিক পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
> “দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।”
এর আগে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেন সিএনজি মালিক-চালকেরা।

পুলিশ প্রশাসনের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন—
যেসব যানবাহনের কাগজপত্র নেই, সেগুলোকেই আটক করা হচ্ছে। কাগজ দেখালে ছেড়ে দেওয়া হচ্ছে। কাগজপত্র ঠিক থাকলে কেউ হয়রানির শিকার হচ্ছেন না।

তিনি আরও বলেন—
তারা চাইছেন, কোনো গাড়ি যেন পুলিশ ধরতে না পারেএটা তো নিয়মের বাইরে। তাছাড়া এ বিষয়ে কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।”

নিরব সড়ক, অসহায় যাত্রী আর মালিক-শ্রমিকদের ক্ষোভের মাঝে প্রশাসনের অবস্থান – এই তিনটি রূপেই ফুটে উঠছে বর্তমান সংকট।এই অচলাবস্থার দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে, যা জেলা শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে ব্যাহত করতে পারে।

Al Mamun Gazi
5 Views · 1 month ago

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ ঘর থেকে আলম বেগম (৩০) নামের ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পইল গ্রামের শান্তিনগর এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী।


নিহতের স্বামী ঘটনার সময় স্থানীয় বাজারে সবজি বিক্রি করছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে তার ছোট ভাই কদর আলী (দেবর) এ হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক হয়েছেন।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। নিহতের দেবর কদর আলী ঘটনার পর থেকে পলাতক। তাকে আটকে অভিযান চলছে।”


স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। আমি কয়েকবার মীমাংসাও করেছি। ধারণা করছি এই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”


নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় আলম বেগম বাড়িতে একা ছিলেন। তার ছেলে সন্ধ্যায় বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত কদর আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।



হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ ঘর থেকে আলম বেগম (৩০) নামের ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পইল গ্রামের শান্তিনগর এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী ঘটনার সময় স্থানীয় বাজারে সবজি বিক্রি করছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে তার ছোট ভাই কদর আলী (দেবর) এ হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। নিহতের দেবর কদর আলী ঘটনার পর থেকে পলাতক। তাকে আটকে অভিযান চলছে।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। আমি কয়েকবার মীমাংসাও করেছি। ধারণা করছি এই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় আলম বেগম বাড়িতে একা ছিলেন। তার ছেলে সন্ধ্যায় বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত কদর আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।⁣

Al Mamun Gazi
8 Views · 1 month ago

⁣রাবিতে পোষ্য কোটায় জালিয়াতির মাধ্যমে ভর্তি চেষ্টাকালে এক ভর্তিচ্ছুকে আটক করে পুলিশে সোপর্দ করেন প্রক্টর।

Abdullah Ibne Khalid
36 Views · 1 month ago

আল আরাফাহ ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ৫৪৭ জন কর্মকর্তার চাকুরীচ্যুত করার প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ করছে চাকুরীচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা।

Md Mehedi Hasan
8 Views · 1 month ago

ইতিহাস ঐতিহ্যে ভরপুর রামসাগর।
দিনাজপুর।

খায়রুল ইসলাম
14 Views · 1 month ago

অবৈধ যায়গায় অনেক মসজিদ নির্মান করা হয়েছে বলে দাবি করে সেগুলো ভাঙ্গার আহব্বান জানান এই নারি,তিনি আরো বলেন,,,বিস্তারিত ভিডিওতে,,,,

Md Jakir Hossain
9 Views · 1 month ago

টানা লোডশেডিং, অনিয়ম, দুর্নীতি, মিটার ইউনিটের চেয়ে অধিক বিল, নতুন মিটার সংযোগে বাড়তি টাকা আদায় সহ বিদ্যুৎ বিভাগের নানা অপকর্মের কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। তাই প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ।

Rahmatullah Ashik
16 Views · 1 month ago

⁣গত১১ মাস যাবত আমরা দেখছি সরকার এখন ফেসবুকে চলে- ফজলে হুদা বাবুল

SHARIF MIA
20 Views · 1 month ago

⁣আশুলিয়া রপ্তানি ইপিজেড সড়কের ভয়াবহ অবস্থা #আই_নিউজ_বিডি

SHARIF MIA
21 Views · 1 month ago

⁣বাইবেল পল্লী বিদ্যুৎ হাইওয়ে রোড দখল করে বসে বাজার আশুলিয়া

Gm selim imran
5 Views · 1 month ago

⁣আজ রবিবার ২৭-০৭-২৫ খ্রিষ্টাব্দে ভোর বেলায় ফুলতলা উপজেলা সামনে মিস্ত্রিপাড়ার বাগানে একটি নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধর করে ফুলতলা হাসপাতালে ভর্তি করেছে। এই নিষ্পাপ শিশুটি জন্মদাতা পিতা মাতাকে সনাক্ত করে,জনসমক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যেন কেউ জেনে শুনে এমন ধরনের ডেলিভারি করতে সাহস না পায়। কেউ যদি টাকার বিনিময় ডেলিভারি সহযোগিতা করে থাকে তাহলে তাকে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। পিতা ও মাতার ভুলের কারণে বা অবৈধ মেলামেশ করার মাধ্যমে জন্মগ্রহণ করা সন্তানদের এমন করুন পরিণতি ভোগ করতে না হয় আমরা চাই না। 😭😭

MD ABDULLAH
9 Views · 1 month ago

⁣*নরসিংদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, দ্রুত বিচার আইনে মামলা*

নরসিংদীতে সড়কে প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দিনেই দুইজনকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ার বলেন,

> “নরসিংদীকে চাঁদাবাজিমুক্ত ঘোষণা করতে আমরা কাজ শুরু করেছি। কোনো প্রভাবশালী বা দলীয় পরিচয়ে কেউ রেহাই পাবে না। অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু চক্র মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় করছিল। এতে পরিবহন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছিল।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ এ অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তারা মনে করেন, সঠিকভাবে অভিযান চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং পরিবহন খাতে চাঁদাবাজির দৌরাত্ম্য কমবে।

Abdullah Ibne Khalid
7 Views · 1 month ago

জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপন করা হয়েছে প্রতিকী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালটি এতে শেখ হাসিনা সরকারের বিভিন্ন হত্যাকাণ্ড খুন গুম সহ নানা অপকর্ম উপস্থাপন করা হয়েছে।

Nazrul Islam
12 Views · 1 month ago

⁣কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাম কুতুবী সরকারের কাছে এই ভাঙা বেড়িবাঁধ অতিসত্বর মেরামত করে কুতুবদিয়াকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন।⁣#কুতুবদিয়া #বাঁধভাঙা #উপকূল_বাঁচাও #জলবায়ুপরিবর্তন #মানবিকবিপর্যয় #ঘরহারা #coastalcrisis #kutubdiaflood #climatejustice

Md Uzzal Mia
26 Views · 1 month ago

⁣নেত্রকোনায় এনসিপি র নেতা নাসির উদ্দিন পাঠোয়ারী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন

Md Humayun
18,464 Views · 1 month ago

⁣নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল।

Mahfuz Bappi Khan
5,185 Views · 1 month ago

দাকোপ উপজেলার বানিশান্তা পতিতা পল্লীর ময়না বেগম। ১৩ বছর ধরে ওই পল্লীতে বসবাস করেন ময়না।

MD IMRAN MUNSHI
9 Views · 1 month ago

⁣বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
...............................................................
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদ কমিটির পরিচিতি সভা আজ ২৭ জুলাই ( শনিবার) ১০ টায় এ মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির পরিচালনা পরিষদের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি ফারহানা জাহানের সভাপতিত্বে বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

Md Uzzal Mia
12 Views · 1 month ago

রাজবাড়ীর গোয়ালন্দে ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা।

Rabiul Alam
2,365 Views · 2 months ago

⁣মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন



মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। রোববার (২৭ জুলাই) দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে আসেন তারা৷ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান পিএসসি, মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া।

উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহাতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত। সারাদেশবাসী দোয়া করছি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পরে আমরা দোয়া করছি।

মাইলস্টোন ট্রাজেডির তদন্তের বিষয়ে উইং কমান্ডার আতিক হাসান জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআর এর মাধ্যমে জানানো হবে।

মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া বলেন, সারদেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় - এই দোয়া করি।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহুর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূঁইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাসেবা দেয়া হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বার উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Badsha Alamgir
16,398 Views · 2 months ago

⁣কুষ্টিয়ায় বিএনপি নেতা হাবলু মোল্লা পুলিশ সদস্যকে হুমকির অডিও ভাইরাল

Rahmatullah Ashik
26,698 Views · 2 months ago

⁣আমরা সেই দলের নেতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী যার ঢাকা শহরে একটা মথা গোঁজার ঠাঁই নেই - ফজলে হুদা বাবুল

Mahamud Mithu
3,781 Views · 2 months ago

⁣ই-সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট বর্তমানে বেশ আলোচিত একটি বিষয়। এটি দেখতে সিগারেটের মতোই, কিন্তু এতে তামাকের বদলে নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থযুক্ত তরল ব্যবহার করা হয়,যা গরম হয়ে বাষ্পে পরিণত হয় এবং ব্যবহারকারী তা গ্রহণ করে। ই-সিগারেট ব্যবহারের কিছু ক্ষতিকর দিক রয়েছে, যা সাধারণ সিগারেটের মতোই ক্ষতিকর হতে পারে, আবার কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি ক্ষতিকরও হতে পারে।

পুলক শেখ
26,194 Views · 2 months ago

⁣ময়মনসিংহ জুলাই চত্বরে গ্রাফিটি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025 | Mymensingh Art Event

২৭ জুলাই ২০২৫, রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ের জুলাই চত্বরে অনুষ্ঠিত হয়েছে একটি প্রাণবন্ত গ্রাফিটি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী তাদের সৃজনশীলতা প্রদর্শন করেছে। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের দেওয়ালে এই আয়োজনে নেত্রকোনাসহ প্রতিটি জেলা থেকে তিনটি হাইস্কুল অংশ নিয়েছে। বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ শিল্পকর্ম পরিদর্শন করে প্রশংসা করেন। এই Art Competition তরুণদের শিল্প ও সংস্কৃতির প্রতি উৎসাহিত করেছে। আরও জানতে ভিডিওটি দেখুন!
Subscribe for more cultural event updates!

Tags:
ময়মনসিংহ, গ্রাফিটি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, জুলাই চত্বর, মুমিনুন্নিসা কলেজ, নেত্রকোনা, শিক্ষার্থী, শিল্প, সংস্কৃতি, বিভাগীয় কমিশনার, Mymensingh Art, Graffiti Competition, Bangladesh Culture, Youth Art, 2025 Event,
#ময়মনসিংহ #গ্রাফিটি #চিত্রাঙ্কন #জুলাইচত্বর #শিল্পউৎসব #mymensinghart #bangladeshculture #youthcreativity #artcompetition2025 #graffitiart

Gm selim imran
5,099 Views · 2 months ago

জিত দখল করে কার্যালয়ে বানিয়েছে জামাত

Md Uzzal Mia
819 Views · 2 months ago

নেত্রকোনা জেলার জুলাই পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।

খায়রুল ইসলাম
2,198 Views · 2 months ago

গাইবান্ধায় রাবেয়া ক্লিনিকে একচোখা সিং ওয়ালা বাচ্চার জন্ম হয়েছে,, তবে মা এবং সন্তান উভয় ভালো আছে,,,,

Md Uzzal Mia
27,941 Views · 2 months ago

নেত্রকোনা জেলার কালেক্টর মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টির সমাবেশটি।

Azizar Rahman
39 Views · 2 months ago

⁣দিনাজপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ'কে সবরকম জনপ্রতিনিধি নির্বাচন করা থেকে প্রত্যাহার করতে হবে এবং আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে, দুর্নীতি, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবিতে সমাবেশ পালন করেছেন, দিনাজপুরের ছাত্র-জনতা।

রবিবার (২৭ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

SHARIF MIA
6,133 Views · 2 months ago

⁣আশুলিয়া দীর্ঘ যানজট বাইপাইল মহাসড়ক

Md Uzzal Mia
7,063 Views · 2 months ago

বেলা ১১ টার পরেও নেত্রকোনা এনপিপির সমাবেশে কয়েকজন সাংবাদিক ছাড়া নেই কোন জনগন।

Gm selim imran
379 Views · 2 months ago

⁣সাতক্ষীরায় বেড়ে চলেছে পরকীয়া প্রেম, খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হলোনা পরকীয়া প্রেমিকের। সবাই সাবধান হোন। প্রিয়জনের প্রতি যত্নশীল ও খোঁজখবর রাখুন।

@প্রিয় সাতক্ষীরা

খায়রুল ইসলাম
15,695 Views · 2 months ago

দের মাস সংসার করেও বুঝতে পারিনি যাকে বিয়ে করেছে সেও ছেলে এটা এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি করেছে,,,

Al Mamun Gazi
11 Views · 2 months ago

⁣কিশোরগন্জ জেলা আমিন (সার্ভেয়ার) সমিতির কার্যকরী কমিটির শপথ অনুস্ঠানের একাংশ।

Al Mamun Gazi
34,107 Views · 2 months ago

কর্মসূচির মধ্যে দিয়ে, ২৬-০৭-২০২৫ ইং রোজ শনিবার সাবেক ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ মোতালেব এর সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা আলোকদিয়া ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বহুলী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব এস এম রেজাউর রহমান ফিরোজ,জনাব মোঃ হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক, বহুলী ইউনিয়ন বিএনপি'। জনাব মোঃ ফেরদৌস আলী সাবেক সহ-সভাপতি বহুলী ইউনিয়ন বিএনপি। সহ-সভাপতি, মোঃ ফেরদৌস আলী মন্ডল।
মোঃ মাহমুদুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
সালেহ মাহমুদ মিয়া বাবু, সাবেক সহ সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
মোঃ আমিনুল ইসলাম দুলাল,সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ সোহাগ খান সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল,
মোঃ রেজাউল করিম তালুকদার, সহকারী আইনজীবী জেলা জজ কোর্ট সিরাজগঞ্জ।
মোঃ আবু তোহা পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
মোঃ আশিকুর রহমান,সহ সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ,মোঃ ইমরান হোসেন সভাপতি বহুলী ইউনিয়ন ছাত্রদল ও জামিল মেম্বার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Juwel Hossain
13 Views · 2 months ago

⁣সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান ও আগামীর রাজনীতিতে ত্যাগি নেতৃত্ব প্রত্যাশা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুঃসময়ে সেলিম ভাই পাশে ছিল আমি তাকেই এমপি হিসেবে দেখতে চাই।
.
তারিখ: ২২ জুলাই ২০২৫ইং
বার: মঙ্গলবার
সময়: রাত ০৮.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ প্রতিষ্ঠাতা আহ্বায়ক, উপজেলা সেচ্ছাসেবক দল, কাজিপুর।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Gm selim imran
15 Views · 2 months ago

⁣আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে গুলশানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে দ্বিতীয় দফায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয়।

এই ভিডিওতে দেখা যাচ্ছে ১৭ জুলাই প্রথম দফায় সকাল ১০টার দিকে বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মীর বাসার।

খায়রুল ইসলাম
5,419 Views · 2 months ago

আশুলিয় অঞ্চলে রুম ভাড়া নিয়ে চলছে রমরমা দেহ ব্যাবসা ধংস হচ্ছে যুব সমাজ,,,, দেখুন ভিডিওতে,,,,

MD JAHANGIR ALAM
24 Views · 2 months ago

⁣বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরে এক বর্ণাঢ্য ও শক্তিশালী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে এ মিছিলটি আয়োজিত হয়। মিছিলটি ভাগলপুর দেওয়ান বাড়ি থেকে শুরু হয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে ভাগলপুর জারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজিতপুর রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

Nazrul Islam
5,185 Views · 2 months ago

জোয়ারের উত্তাল ঢেউয়ে দ্বীপ কুতুবদিয়ায় নতুন দুর্যোগ। আবারও ভেঙ্গে পড়ছে বেড়িবাঁধ, ডুবে গেছে
শত শত পরিবার।

Badsha Alamgir
2,192 Views · 2 months ago

২৬ জুলাই, কুষ্টিয়ার কুমারখালিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে পদযাত্রা করেছে কেন্দ্রীয় কৃষক দল।

কেন্দ্রীয় নেতা হাফেজ মঈন উদ্দিনের নেতৃত্বে রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই পদযাত্রা শুরু হয়।

তিনি বলেন, “আবরার ফাহাদের শাহাদাত বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি নিজেও কুমারখালির সন্তান। তাই আবরারের স্মৃতিকে ধারণ করে মানুষের পাশে থাকতে চাই।”

পদযাত্রায় কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

⁣সামনে নির্বাচন জনগণ এখনও জানে না কোন দিকে যাবে

খায়রুল ইসলাম
4,381 Views · 2 months ago

⁣গাইবান্ধার মুক্তিযোদ্ধা তোতা মিয়া ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুনুন বিস্তারিত ভিডিওতে,,,

Monsur Alam
11,306 Views · 2 months ago

⁣ফিরে দেখা, ২৬ জুলাই ২০২৪-কোটা আন্দোলনের শহীদদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা, বাধা দিয়েও ঠেকাতে পারেনি প্রশাসন,,,

Towhidul Islam
10,926 Views · 2 months ago

⁣আল-কুরআনের দারসের অধীনে
চার মাস ব্যাপী (আবাসিক) দ্বীন শিক্ষা কোর্স

এতে রয়েছে :
১. সহীহ শুদ্ধ কোরআন শিক্ষা, নির্বাচিত অংশের হিফজ
এবং তার শব্দে শব্দে অনুবাদ
২. কোরআনিক আরবি
৩. আকীদা ও মাসায়েল
৪. দাওয়াতি সিলেবাস ও প্রশিক্ষণ

বিঃদ্রঃ খাবারের খরচ নিজেকে বহন করতে হবে।(নির্ধারিত টাকা দিয়ে মাদ্রাসা বোর্ডিংয়ে খাওয়ার সুযোগ রয়েছে) এবং থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আসতে হবে।

ভর্তির জন্য নিজের আইডি কার্ডের ফটোকপি আবশ্যক।
নিয়মতান্ত্রিক ক্লাস আরম্ভ: ১ আগস্ট থেকে

যোগাযোগ: +880 1862-695555

Gm selim imran
2,705 Views · 2 months ago

⁣জামায়াত নেতা স্বামীর পরকিয়া ধরায় স্ত্রীর দাত ভেঙ্গে দিল

Hm josim
6,413 Views · 2 months ago

পুলিশ-শিক্ষার্থী সং'ঘ'র্ষে রাজধানীর গুলিস্তান রণক্ষেত্র

SHARIF MIA
7,836 Views · 2 months ago

⁣আশুলিয়া বলিভদ্র বাজার সড়ক দুর্ঘটনা #আই_নিউজ_বিডি

Hm josim
18,770 Views · 2 months ago

⁣সবাই দোয়া করবেন আমার ভাই যেটা জেনে সুস্থ হয়.hd

Hm josim
11 Views · 2 months ago

⁣যুক্তরাষ্ট্রের সাথে সব চুক্তি উম্মুক্ত করার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ। সরাসরি..hd

Hm josim
19,594 Views · 2 months ago

⁣দেশের চলমান পরিস্থিতিতে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

Hm josim
7,003 Views · 2 months ago

⁣চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী ভাঙনে দিশেহারা দুই শতাধিক পরিবার, সরাসরি..hd

Hm josim
24 Views · 2 months ago

⁣এফ-৭ কি মুড়ির টিন

Hm josim
17,283 Views · 2 months ago

⁣এটা দেখার পরে রিকশাওয়ালার প্রতি সিম্পেথি কাজ করছে নাআমরা সাধারণত রিকশাওয়ালা দেখলেই গরীব এবং একটা সহানুভূতি আমাদের ভেতরে কাজ করে, বাট দেখুন এই রিকশাওয়ালারাই সংঘবদ্ধভাবে ক

Hm josim
28,392 Views · 2 months ago

⁣উপদেষ্টার ব্রিফিং

Hm josim
15 Views · 2 months ago

⁣আগামী কাল খুলছে মাইলসোন স্কুল এন্ড কলেজ সরাসরি

Hm josim
15,669 Views · 2 months ago

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টার ব্রিফিং

Hm josim
7,904 Views · 2 months ago

⁣প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের ব্রিফিং

Hm josim
12,003 Views · 2 months ago

দল নিয়ন্ত্রণ করতে পেরেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো ডা. শফিকুর রহমান

Hm josim
14 Views · 2 months ago

জুলাই শহীদদের স্বরন সভায় কথা বলছেন রাশেদ খান

Hm josim
18,190 Views · 2 months ago

জুলাই শহীদদের স্বরন সভায় কথা বলছেন জামায়াতের আমীর

Hm josim
12,029 Views · 2 months ago

গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা ডঃ সালেহউদ্দিন আহমেদ

Hm josim
11 Views · 2 months ago

কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের..hd

Hm josim
9 Views · 2 months ago

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রেস ব্রিফিং থেকে সরাসরি..hd

Belhaj Badhon
17 Views · 2 months ago

⁣বড়াইগ্রামে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত, আহত তিন

SHARIF MIA
31 Views · 2 months ago

⁣দীর্ঘ যানজট আশুলিয়া বাইপাইল মহাসড়ক #আই_নিউজ_বিডি


খানাকন্দ এবং ভাঙ্গা সড়কের অবস্থা ভয়াবহ সাধারণ মানুষ এবং অসুস্থ রোগীকে নিয়ে যদি হসপিটালে যাওয়া হয় সময়মত যেতে না পেরে এক ভয়াবহ অবস্থায় পড়তে হচ্ছে

Hm josim
13 Views · 2 months ago

⁣I'm Dhaka University I'm a genius and meritorious student from Dhaka University.hd

MD IMRAN MUNSHI
15,661 Views · 2 months ago

ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালন। এতে উদ্বোধক হিসেবে থাকবেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মো: শাহাদাত হোসেন।প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মাসুদ আহমেদ মিলন সাবেক যুগ্ম সাধারন সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব কামরুজ্জামান সাবোক সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব গোলাম আজম সৈকত সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্র দল কেন্দ্রীয় কমিটি।সভাপতিত্ব করবেন এ্যাড. জনাব মো: সৈয়দ হোসেন আহবায়ক জেলা বিএনপি ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্ক মাহানগর বিএনপির দক্ষিণ ( যুক্তরাষ্ট্র) এর সভাপতি সেলিম রেজা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

MD IMRAN MUNSHI
17 Views · 2 months ago

ঝালকাঠির সুগন্ধা,হলতা,বিষখালি নদীতে সবই কি তুলনায় ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি। অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত।জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।অনেক পরিবারের রান্নাঘর পানিতে তলিয়ে প্লাবিত হওয়ার ফলে তাদের জীবন বেশি দূর্বিষহ হয়ে পড়েছে।

খায়রুল ইসলাম
196 Views · 2 months ago

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)–এর নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম সাহেব।

এটি শুধু একটি নির্বাচনী জয় নয়—এটি সততা, নেতৃত্ব, এবং গ্রহণযোগ্যতার প্রতি সমাজের আস্থার প্রমাণ করে জানিয়েছেন সচেতন নাগরিক।

Shazzadul Alam Khan
18 Views · 2 months ago


ভালুকায় ক্রীড়াপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

খায়রুল ইসলাম
55 Views · 2 months ago

⁣গাইবান্ধার সাঘাটা থানায় একজন যুবকের হামলার পর তার রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা।

খায়রুল ইসলাম
3,774 Views · 2 months ago

গাইবান্ধার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাজলুম জননেতা আ: করিম সাহবের মোটরসাইকেল বহর,,,,

খায়রুল ইসলাম
789 Views · 2 months ago

⁣বৃষ্টি মানেই প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। তবে বৃষ্টিতে ভিজলে এর সাথে সম্পর্কিত কিছু স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষ করে শহরাঞ্চলে বৃষ্টির পানির সাথে মিশে যায় বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং জীবাণু, যা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

ডা. শহিদুল ইসলাম সোহাগ, একজন অভিজ্ঞ মেডিকেল বিশেষজ্ঞ, জানিয়েছেন যে বৃষ্টির পানিতে থাকা জীবাণু বিভিন্ন ধরনের সংক্রামক রোগের কারণ হতে পারে। তার মতে, বৃষ্টির পানিতে ভেজার পর শরীরে জীবাণু প্রবেশ করতে পারে এবং ফলস্বরূপ হতে পারে ত্বকের ইনফেকশন বা জ্বর।

তবে, বৃষ্টির পানিতে ভেজা থেকে পুরোপুরি এড়ানো সম্ভব না হলে কিছু সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ডা. সোহাগ পরামর্শ দেন যে বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব শরীর ধুয়ে ফেলা উচিত। এছাড়া, ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করা এবং শুকনো কাপড় পরিধান করা ভালো।

তিনি আরো বলেন, "বৃষ্টির পানির সাথে শহরের রাস্তার ময়লা মিশে পানিকে দূষিত করতে পারে, যা সরাসরি ত্বকের সাথে সংস্পর্শে এলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। তাই সতর্ক থাকা প্রয়োজন।"

বৃষ্টির সময় ছাতা ব্যবহার করা এবং পায়ে প্লাস্টিকের জুতা পরা একটি ভালো অভ্যাস হতে পারে, যা শরীরের সংস্পর্শে জল আসা থেকে রোধ করবে।

এই সতর্কতামূলক পরামর্শগুলো মেনে চললে বৃষ্টির দিনগুলো স্বাস্থ্যকরভাবে উপভোগ করা সম্ভব। যেখানে বৃষ্টি প্রকৃতিকে সতেজ করে, সেখানে আমাদেরও সতেজ থাকতে হবে, কিন্তু সুরক্ষিতভাবে।

অবশেষে, বৃষ্টিতে ভিজলে যেকোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে যেকোনো স্বাস্থ্যঝুঁকি সহজেই মোকাবিলা করা যায়।

বৃষ্টি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং সঠিক যত্নের মাধ্যমে এর সৌন্দর্য উপভোগ করা উচিত, তবে নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা ভুলে নয়।

MD IMRAN MUNSHI
3,167 Views · 2 months ago

ঝালকাঠির কাঁঠালিয়াতে শুক্রবার বিকালে এক সভায় বক্তব্যে বলেন আওয়ামী লীগকে প্রকাশ্যে বিএনপিতে যোগদানের বার্তা দিলেন কাঠালিয়া উপজেলা সভাপতি! তৃণমূলে তীব্র ক্ষোভ..
কাঠালিয়ার শৌজলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজিত এক রাজনৈতিক আলোচনা সভায় কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এর বক্তব্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে।

সভায় জালালুর রহমান আকন বলেন,
“জামাল ভাই (রফিকুল ইসলাম জামাল) এমপি হবেন, মন্ত্রী হবেন। যারা ব্যারিস্টার শাহজাহান ওমরের সাথে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ওমরলীগ নামে পরিচিত, তারা যদি আমাদের সঙ্গে ফিরে আসেন, তাহলে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে। তবে জামাল ভাই যদি এমপি-মন্ত্রী হন, তখন যদি ফিরে আসেন তাহলে তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে।”

এসময় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বিএনপি'র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিশেষ অতিথি -রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট মাহেব হোসেন রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান ও সিনিয়র যুগ্ন আহবায়ক হেদায়েতুল্লাহ সোহেল সহ কাঠালিয়া ও রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

জালাল আকনের এই বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন,
একজন উপজেলা সভাপতি হয়ে কীভাবে তিনি বিএনপির কর্মসূচিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ কে বিএনপিতে যোগদানের বার্তা দেন? এটি সম্পূর্ণ দলবিরোধী ও অসংগঠনিক আচরণ।

স্থানীয় একজন ইউনিয়ন বিএনপি নেতা বলেন,
আওয়ামী লীগকে বিএনপির মঞ্চে স্বাগত জানানো কিংবা ‘সাধারণ ক্ষমা’ দেওয়ার মতো বক্তব্যের কোনও এখতিয়ার উপজেলা সভাপতির নেই। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বিএনপির বহু নেতাকর্মী মনে করছেন, জালালুর রহমান আকনের এই বক্তব্য বিএনপির আদর্শ ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। তারা এমন বক্তব্যকে “আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সমতুল্য” বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে দলের ঊর্ধ্বতন মহলের কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন।

স্থানীয় পর্যবেক্ষক মহলের মতে, এই ধরনের বিতর্কিত বক্তব্য দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আন্দোলনের মাঠের শক্তিকে দুর্বল করার আশঙ্কা তৈরি করছে।

Abdullah Ibne Khalid
4,611 Views · 2 months ago

জুলাই ২৪ এর গনঅভ্যুত্থানের স্মৃতি কে স্মরণীয় করার লক্ষ্যে ডোমার সরকারি কলেজের শিক্ষার্থীদের দেওয়ালে গ্রাফিতি যা ডোমার বাসির নজর কেড়েছে ।

shahadat hossain Munsy
4,562 Views · 2 months ago

পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডার গার্টেন স্কুল শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার বৈষম্য মূলক সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কচুয়া বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মানববন্ধন করেছে ও স্মারকলিপি পেশ করেছে।

SHARIF MIA
3,292 Views · 2 months ago

⁣আশুলিয়া ফ্যান্টাসি কিংডম এ সময়ের সাথে সাথে দর্শনার্থীর ভিড় বাড়ছে

Rahmatullah Ashik
3,778 Views · 2 months ago

⁣নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
——————————————
বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে আধাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক শফিউল আলম রানা,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু মুসা,

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন, উপজেলা যুবদলের আয়বায়ক মেজবাউল হক রাজা,সাবেক ছাত্রনেতা রেজাউন নবী স্যান্ডু। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নান্নু রহমান।

শুক্রবার, জুলাই ২৫, ২০২৫।

Nazrul Islam
16,618 Views · 2 months ago

⁣সাগরের তীব্র স্রোতের ধাক্কায় কক্সবাজারের
কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর, বায়ু বিদুৎ, সাইট পাড়া এলাকায় বেড়িবাঁধ
সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এছাড়া উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারা কাটা,
কায়ছার পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।এতে লোকালয় ও কৃষিজমি সাগরের পানিতে
তলিয়ে গেছে।



জানা যায়, শুক্রবার ভোরে সাইট পাড়ায় বেড়িবাঁধ একদম ধসে
পড়লে ১নং ওয়ার্ডের প্রায় বাড়িঘর সাগরের পানিতে ডুবে যায়। বিশেষ করে কাজির পাড়া সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে
কাহার পাড়ায়
অন্তত ৫০টি বাড়িঘর পানিতে ডুবে যায় এবং সাইট পাড়ার ১০টি বাড়ি ভেঙে গেছে,
বাকিটা সাগরে
বিলীন হয়ে গেছে। রোমাই পাড়ায় আরও ১৫টি বাড়ি সাগরে ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রে
জানা গেছে।



স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে বেড়িবাঁধ ভেঙে
যাওয়ার ঝুঁকি নিয়ে বসবাস করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
ক্ষোভ প্রকাশে তারা বলেন," লাভ—কাজের সময় তাদের দেক



বাঁধ ধ্বংস হয়ে যাওয়ায় ধানচাষের বিস্তীর্ণ জমিও
পানির নিচে চলে গেছে। এতে কৃষি, বসতভিটা ও জীবিকার উপর চরম প্রভাব পড়বে বলে
আশঙ্কা করা হচ্ছে।



এব্যাপারে, কুতুবদিয়া পানি উন্নয়ন বোর্ডের
উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ পুনর্নির্মাণের
কাজ চলমান রয়েছে।বৈরিআবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে।পানি স্বাভাবিক হলে কাজ পুনঃরায়
শুরু হবে।



স্থানীয়দের দাবি অবিলম্বে জরুরি ভিত্তিতে বাঁধ
পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হোক।

পুলক শেখ
9,098 Views · 2 months ago

⁣আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাস্টারবাড়ীর জয় | Masterbari vs Habirbari

২৫ জুলাই ২০২৫, ভালুকার সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে মাস্টারবাড়ী একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে হবিরবাড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হবিরবাড়ী স্পোর্টস অ্যাকাডেমির আয়োজনে এই thrilling match-টি ছিল দর্শকদের উচ্ছ্বাসে ভরপুর। Watch the intense highlights of this nail-biting football final, featuring top moments, goals, and celebrations. প্রধান অতিথি ছিলেন আমিনুল হক, উদ্বোধক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম, এবং সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান মামুন। Don’t miss the action! Subscribe for more sports updates from Mymensingh.

Cover Topic -
শহীদ আরাফাত রহমান কোকো, ফুটবল টুর্নামেন্ট ২০২৫, মাস্টারবাড়ী একাদশ, হবিরবাড়ী একাদশ, ভালুকা ফুটবল, ময়মনসিংহ স্পোর্টস, football final 2025, Bangladesh football, local sports, tournament highlights, সোনার বাংলা মাঠ, হবিরবাড়ী স্পোর্টস অ্যাকাডেমি, thrilling match, tiebreaker, champion 2025,
#শহীদআরাফাতরহমানকোকো #ফুটবলটুর্নামেন্ট২০২৫ #মাস্টারবাড়ী #হবিরবাড়ী #ভালুকা #ময়মনসিংহ #footballfinal #bangladeshsports #localfootball #tournamenthighlights #sports2025 #champion

Md Uzzal Mia
4,374 Views · 2 months ago

গাজীপুর বনাম পূর্বধলা উপজেলার মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের মাঝামাঝি সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটি ফাউল নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে তুমুল ঝগড়ার সৃষ্টি হয় পরিশেষে একজন খেলোয়াড় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

⁣বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

Abdullah Ibne Khalid
6,450 Views · 2 months ago

এখন থেকে স্হানীয় সরকার নির্বাচনে আর দলীয় পতি থাকছে না এ নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি আমরা সাধারণ মানুষের আপনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি । রিপোর্ট মোঃ আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে খালিদ

Md Uzzal Mia
6 Views · 2 months ago

সারা বাংলাদেশের একমাত্র চিনামাটির পাহাড়,নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলায়।

⁣মাইলস্টোনের আরিয়ান নেই, আছে শুধু তার গন্ধমাখা জামা, মায়ের কান্না থামে না

Al Mamun Gazi
3,788 Views · 2 months ago

এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন....নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পর্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই পদযাত্রায় ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। জুলাই গণঅভ্যুঙ্খানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ,গণহত্যা,গুম,খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না,নির্যাতিত হয়ে যচ্ছিল,সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ নিয়েছি। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবণ ঘেরাও করতে গিয়েছিলেন। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলনের বিজয় দেশের ছাত্রজনতার। এই লড়াইয়ে হাজারো ছাত্রজনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বির্নিমাণ করেছেন। তিনি আরো বলেন,আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল। এই দল ফিটনেস বিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সবার বসবাসযোগ্য একটি রাষ্ট্র উপর দিতে চাই। তিনি মুজিববাদকে কখনো মাথাছাড়া দিয়ে না উঠতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপি’র সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক সাজাউর রাজা সুমনের সভাপতি অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় নেতা আক্তার হোসেন,এনসিপির উত্তারঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয় কাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাছনিম জারা ও সুনামগঞ্জে এনসিপির নেতা অনিক রায় প্রমুখ।

Al Mamun Gazi
3,774 Views · 2 months ago

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর উপস্থিতিতে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয় পল্টনে

Al Mamun Gazi
10,922 Views · 2 months ago

⁣এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন....নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পর্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই পদযাত্রায় ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। জুলাই গণঅভ্যুঙ্খানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ,গণহত্যা,গুম,খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না,নির্যাতিত হয়ে যচ্ছিল,সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ নিয়েছি। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবণ ঘেরাও করতে গিয়েছিলেন। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলনের বিজয় দেশের ছাত্রজনতার। এই লড়াইয়ে হাজারো ছাত্রজনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বির্নিমাণ করেছেন। তিনি আরো বলেন,আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল। এই দল ফিটনেস বিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সবার বসবাসযোগ্য একটি রাষ্ট্র উপর দিতে চাই। তিনি মুজিববাদকে কখনো মাথাছাড়া দিয়ে না উঠতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপি’র সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক সাজাউর রাজা সুমনের সভাপতি অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় নেতা আক্তার হোসেন,এনসিপির উত্তারঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয় কাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাছনিম জারা ও সুনামগঞ্জে এনসিপির নেতা অনিক রায় প্রমুখ।

SHARIF MIA
1,449 Views · 2 months ago

⁣আশুলিয়া বগাবাড়ি মহাসড়ক এর ভয়াবহ অবস্থা #আই_নিউজ_বিডি

Salahuddin Ahmed
8,562 Views · 2 months ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্হাপন চুক্তির প্রতিবাদে এবং ওই চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে জমিয়াত ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা শাখার সদস্যরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ইনস্টিটিউটের চত্তরে সমাবেশ করেন তারা।
এর আগে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন কমিটির জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী, সাধারন সম্পাদক মুফতি সোয়েব, পৌর কমিটির সভাপতি আব্দুর রাকিব, সাধারন সম্পাদক নামজুল ইসলাম এবং খায়রুজ্জামান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশুকে বর্বরোচিত হত্যা করা হচ্ছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন চুপ করে আছে।সিরিয়া লিবিয়া ইরাকে লাখ লাখ মুসলিমকে হত্যা বন্ধে কমিশন কিছু বলেনা। বাংলাদেশের সেনারা বিশ্বে বহু দেশে শান্তি ফিরিয়ে আনছে। এই দেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। ইসলাম বিরোধীরা ৯০ শতাংশের মুসলিম প্রধান বাংলাদেশে সমকামি ট্রানজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়। পার্বত্য চট্রাগ্রামকে আলাদা করে ফেলতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে কার্যালয় খুলে ব্রিটিশদের মধ্যে প্রবেশ করতে চায় মার্কিন চক্র। ইউনুস সরকারকে ভাড়াটিয়া সরকার আখ্যা দিয়ে অন্তবর্তী সরকারের এধরনের বৈদেশিক চুক্তির ৃঅধিকার নেই বলে তা বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন তারা।

⁣শেখ হাসিনা যদি রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করতো তাহলে সে হিরো হয়ে যেতো




Showing 24 out of 25