Politik

⁣শহরের মোসলেমা একাডেমিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার ২ নং ওয়াড আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সাতক্ষীরা-২ আসনের জামাত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

⁣সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুরে ধানেরশীষ বিজয়ের লক্ষে উঠান বৈঠকে বক্তব্যে রাখছেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Salahuddin Ahmed
6 Visninger · 1 dag siden

⁣বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে
উত্তাল দিনাজপুরের পাবর্তীপুর


স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকালে পাবর্তীপুরের বাস টার্মিনাল মাঠে বিক্ষোভ সমাবেশ অংশ নেন তারা। এসময় বক্তব্য দেন পাবর্তীপুরের ১০টি ইউনিয়নের বিএনপি সমর্থক জন প্রতিনিধিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী এ.কে.এম কামরুজ্জামানকে বাদ দিয়ে বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার ফুলবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। আসনটি বিএনপির ঘরে আনতে নিশ্চিতের জন্য প্রার্থী পরিবতর্নে সড়ক অবরোধসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

Mamunur Rashid
4 Visninger · 2 dage siden

⁣উজানটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাহ উদ্দিন আহমেদ সাহেব এর নির্বাচনী প্রচারণায়
উজানটিয়া ইউনিয়ন মৎস্য জীবিদলের মিছিল সহকারে যোগদান
#সালাহউদ্দিন_আহমদ #পেকুয়া #bnpbangladesh # এডমিনপোস্ট #এডমিনপোস্ট

Salahuddin Ahmed
23 Visninger · 2 dage siden

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর ৫ (পাবর্তীপুর - ফুলবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার বিকালে পাবর্তীপুরের ঢাকা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মী সমর্থকেরা।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পৌরস়ভা এবং ইউনিয়ন কমিটিসহ তৃণমূলের নেতারা। তারা বলেন, দল ঘোষিত ব্যক্তি ব্যারিষ্টার কামরুজ্জামানের দলে কোন অবদান নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দলের জন্য তার কোনদিন অংশ গ্রহন ছিলনা। কোনদিন হামলা মামলার স্বীকার হননি। এমনকি দলের সাধারন সদস্য পদ পর্যন্ত তার নেই। তার পিতা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী এ.জেড. এম রেজোয়ানুল হকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বতা করেছিল। সে জামায়াত ঘরের সন্তান।
দলীয় মনোনয়ন প্রত্যাশি এ.জেড. এম রেজোয়ানুল হক বলেন, যখন বিএনপির দলীয় কর্মসূচিতে পাঁচজন লোক খুজে পাওয়া যেতনা। তখন থেকে ৩০ বছর ধরে তিলে তিলে দলকে সুসংগঠিত করেছেন তারা। দলের হাল ধরে দলকে এমন পর্য্যায়ে আনা হয়েছে স্হানীয় এবং জাতীয় নির্বাচনে জয় পাবার অবস্হায় দলকে দাড় করিয়েছেন তিনি। অথচ দলে যার কোন অবদান নেই তাকেই দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। এই মনোনয়ন পরিবর্তন করা না হলে আসনটি ধানের শীষের পরিবর্তে জামায়াতের হাতে তুলে দেওয়ার সামিল হবে।
দলীয় নেতার পরিবর্তে জামায়াত ঘরের সন্তানকে দেওয়া মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
প্রার্থী পরিবর্তন করে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা এ.জেড.এম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আগামীকাল শনিবার বিকালে সমাবেশের ডাক দিয়েছেন তারা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অন্তরায় দুর করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেছেন তারা।
###

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা—২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক পৌরসভার ৫নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ

ভিডিও ধারণ; শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

⁣সাতক্ষীরার কালিগঞ্জে সোনাতনীদের সাথে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Juwel Hossain
4 Visninger · 3 dage siden

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Mehedi Hasan
13 Visninger · 4 dage siden

⁣ ৮ দফায় বদলে যাবে নরসিংদী সদর?
প্রতিশ্রুতি দিলেন এনসিপি নেতা ফয়সাল

Mamun Sorder
156 Visninger · 4 dage siden

⁣কেমন আছেন খালেদা জিয়ালাইফ সাপোর্ট মানে কি

⁣সাতক্ষীরার কালিগঞ্জের চাঁদখালী সর্বজনীন কালীমন্দির চত্বরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের নির্বাচনী বৈঠক

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

⁣জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটোরী ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির সাতক্ষীরা—২ ( সদর ও দেবহাটা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী গণসংযোগ


ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Mamun Sorder
311 Visninger · 6 dage siden


নিরাপত্তা জোরদারের পর যা দেখা যাচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে

Mamun Sorder
240 Visninger · 6 dage siden

⁣হাসপাতালে ‘স্পেশাল কেয়ারে’ খালেদা জিয়া, নেয়া হতে পারে বিদেশে

সালমান বিশ্বাস
6 Visninger · 6 dage siden

⁣যশোর চৌগাছা প্রেসক্লাব মোড়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি
মিজানুর রহমান খান _________

Mahin Ahammed
6 Visninger · 6 dage siden

কুরিয়ারের ছয়সূতী ইউনিয়নের, কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসায় খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Rakibul Islam
6 Visninger · 7 dage siden

⁣আমাকেই ভোট দিতে হবে সেটা নয় ভোটটা বুঝে শুনে দিবেন- সাকিব আনোয়ার

Md Hamidul Islam
5 Visninger · 7 dage siden

⁣দীর্ঘ ১৫ বছর পর জন্মভূমি গলাচিপায় ফিরে এলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। তাকে বরণ করতে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো শহর। শত শত নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা, মোটরসাইকেল শোডাউন, জনতার ঢল—সব মিলিয়ে গলাচিপায় দেখা গেছে এক ভিন্ন আবেগ।


সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দেখুন গলাচিপার মানুষের ভালোবাসায় সিক্ত এই ঐতিহাসিক দিনের ভিডিও।

Mamun Sorder
6 Visninger · 8 dage siden

⁣অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান।

Mamun Sorder
13 Visninger · 9 dage siden

⁣খালেদা জিয়াকে দেখতে এনসিপির নেতারা

Md Hamidul Islam
3 Visninger · 9 dage siden

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হাসান মামুন তাঁর বক্তব্যে বলেন— “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে, কোনো ভাড়াটে প্রার্থীকে মানুষ আর মেনে নেবে না।”
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, সনাতন-মুসলিম সম্প্রীতি ও দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

পুরো ঘটনাটি দেখুন ভিডিওতে।

গলাচিপার আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।

Mamun Sorder
3 Visninger · 9 dage siden

⁣ভ্যান গাড়ি নিয়ে ওসমান হাদির ব্যাতিক্রমী নির্বাচনী প্রচারণা

Md Hamidul Islam
3 Visninger · 11 dage siden

পটুয়াখালী-৩ আসনে হাসান মামুন কে ছাড়া কাউকে চাই না নেতাকর্মীরা। আন্দোলন চলছে চলবে। আমাদের দাবি একটাই।

Md Hamidul Islam
3 Visninger · 11 dage siden

জাতীয় সংহতি দিবস ও ৩১ দফা বাস্তবায়নে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।

MD IMRAN MUNSHI
2 Visninger · 11 dage siden

ঝালকাঠির কাঠালিয়াতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত সন্ধ্যার পরে গন মিছিল কর্মসূচি পালন। এতে উপস্থিত ছিলেন তিনি সহ উপজেলা বিএনপির একাংশ। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান ফুল,মালয়েশিয়া বিএনপি নেতা ( সহোদর), উপজেলা কৃষক দলের সভাপতি আ. মালেক তালুকদার ও সদস্য সচিব শহিদুল ইসলাম। এতে ব্যাপক লোকজন উপস্থিতি লক্ষ করা গেছে।

MD IMRAN MUNSHI
1 Visninger · 11 dage siden

ঝালকাঠির কাঠালিয়াতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। আজকে ২৬ নভেম্বর রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময়ে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চত্বরে আয়োজিত হয় মিলাদ ও দোয়া।

এতে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান উপজেলা বিএনপির একাংশ ও ৬ ইউনিয়ন নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কৃষক দলের উপজেলা সভাপতি মালেক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

Md Hamidul Islam
3 Visninger · 12 dage siden

⁣গজালিয়া ইউনিয়নে বিএনপির বিশাল জনসভায় নেতাকর্মীরা স্লোগানে জানান— “ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্র করিস না, আমাদের নেতা হাসান মামুনকে হারাতে দেবো না।”
স্থানীয় মানুষের ঢল, উত্তাল স্লোগান ও নির্বাচনী প্রস্তুতিতে পুরো জনসভা ছিল উত্তেজনায় ভরপুর। ⁣Mass BNP rally in Gajalia Union. Supporters warn conspirators and vow strong support for leader Hasan Mamun.

Abu Rayhan
4 Visninger · 12 dage siden

দিনাজপুর–০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ (পিনাক চৌধুরী)–কে পরিবর্তনের দাবিতে স্থানীয়ভাবে অসন্তোষ দেখা দিয়েছে। ওই অসন্তুষ্ট অংশের উদ্যোগে বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজার এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় আন্দোলনকারীরা অভিযোগ করছেন—দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তাঁদের মতামত প্রতিফলিত হয়নি এবং নির্বাচনে “যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী” চান। এ কারণে তাঁরা ধারাবাহিকভাবে মশাল মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।

সমগ্র পরিস্থিতিতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও ভিন্নমত স্পষ্ট হয়ে উঠেছে, যা আসন্ন নির্বাচনে স্থানীয় পর্যায়ের তৎপরতাকে আরও আলোচনায় এনেছে।

Mahin Ahammed
6 Visninger · 12 dage siden

⁣শরিফুল আলম সাহেবের কিশোরগঞ্জ ৬ আসনে নির্বাচনের প্রচারণা

Mehedi Hasan
4 Visninger · 13 dage siden

⁣কমিটির দৌরাত্ম বন্ধে, শিক্ষা স্পেশালিস্ট যারা তাদেরকে আনতে হবে

Md Hamidul Islam
7 Visninger · 13 dage siden

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। মাঠজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে নেতাকর্মীরা দাবি জানান— পটুয়াখালী–৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হাসান মামুনকে চূড়ান্ত ঘোষণা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন অভিযোগ করেন— এ আসনে নতুন করে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা–মামলার ঘটনাগুলো তুলে ধরেন।
জনসভায় দলীয় ঐক্য জোরদার ও আন্দোলন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

GK Shohag
9 Visninger · 15 dage siden

⁣সম্মিলিত সমমনা জোট এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ক্যান্সার গবেষক এস এম সরোয়ার

Md Hamidul Islam
7 Visninger · 15 dage siden

⁣-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক নির্বাচনী জনসভায় বলেন— “আমরা ক্ষমতায় এলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না, কোন মামলা বানিজ্য হবে না।”
তিনি আরও দাবি করেন— শুধু নেতার পরিবর্তন নয়, দেশের জন্য প্রয়োজন নীতির পরিবর্তন।


জনসভা আয়োজন: ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীপুর ইউনিয়ন শাখা।


বিষয়: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন


স্থান: আলীপুর, দশমিনা, পটুয়াখালী
আরও ভিডিও পেতে চ্যানেলটি


সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Md Uzzal Mia
5 Visninger · 15 dage siden

⁣মানবতার ছোঁয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প: এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

Mahin Ahammed
19 Visninger · 16 dage siden

⁣কিশোরগঞ্জ ৬ আসনের নির্বাচনের আলোচনা ও উসমান পুর ইউনিয়নের শ্রমিকদলের ইউনিয়ন কমিটি ঘোষণা

Md Hamidul Islam
7 Visninger · 16 dage siden

⁣জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গলাচিপা সদর ইউনিয়নের বিপিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই দাবি—
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে এমপি হিসেবে চান হাসান মামুনকে।


সভায় বক্তারা বলেন, নেতাকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন আর গণতন্ত্র পুনরুদ্ধারে গণমানুষের নেতা হাসান মামুনই সবচেয়ে যোগ্য প্রার্থী।


জনসভার বিশেষ মুহূর্ত, জনতার উচ্ছ্বাস, স্লোগান এবং নেতাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।


ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।


আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।


#গলাচিপা #দশমিনা #হাসানমামুন #জাতীয়_বিপ্লব_ও_সংহতি_দিবস #গণমানুষের_নেতা

Md Hamidul Islam
7 Visninger · 16 dage siden

⁣পটুয়াখালীর গলাচিপায় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউকে বর্গা দেওয়ার জন্য তৈরি হয়নি। নিজেদের শক্তিতেই নির্বাচনে জয়ী হবে বিএনপি।”


স্থান: বিপিসি স্কুল অ্যান্ড কলেজ মাঠ, গলাচিপা


তারিখ: ২১ নভেম্বর ২০২৫

আয়োজক: উপজেলা বিএনপি


এ জনসভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


হাজারো মানুষ জনসভায় যোগ দিয়ে ভরিয়ে তোলে মাঠের প্রতিটি কোণ।


আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


লাইক, কমেন্ট ও শেয়ার করুন


#bnp #golachipa #bangladeshpolitics

Mahin Ahammed
24 Visninger · 16 dage siden

কিশোরগঞ্জ ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব শরিফুল আলম সাহেবের নির্বাচনের প্রচারণা শুরু করেছেন স্বেচ্ছাসেবক দলের কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন শাখা

Al Mamun Gazi
14 Visninger · 16 dage siden

⁣ত্যারুনের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বলেন
মোঃ শেখ মতিয়ার রহমান
আহ্বায়ক সদস্য অভয়নগর উপজেলা ও সাবেক সদস্য সচিব ০৪নং পায়রা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, অভয়নগর, যশোর।

Mamun Sorder
8 Visninger · 16 dage siden

⁣বংশালে ভূমিকম্প, ঘটনাস্থল পরিদর্শনে ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা

Nazrul Islam
7 Visninger · 18 dage siden

নিজস্ব প্রতিবেদক

Salahuddin Ahmed
12 Visninger · 18 dage siden

স্টাফরিপোর্টার,দিনাজপুর> দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তণ এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবিতে আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর প্রেস ক্লাবে যৌথ ভাবে সংবাদ সম্মেলন করেছে ওই আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল হালিম এবং অবসরভোগী কর্নেল মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনের আগে দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে প্রেস ক্লাবে হাজির হন এলাকার নেতাকর্মীরা।

মনোয়ন প্রত্যাশী বিএনপির জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম ও অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আসনে মনোনিত প্রার্থী আক্তারুজ্জামানকে পরিবর্তন করা না হলে আসনটি জামায়াতের প্রার্থীকে জয় এনে দেবে। নেতাকর্মীসহ সাধারন ভোটারদের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলে জয় পাবে বিএনপির ধানের শীষের প্রার্থী।
গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় দিনজপুর ৪ আসনে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণার সাথে সাথে খানসামা এবং চিরিরবন্দর উপজেলা জুড়ে সর্ব সাধারনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে। ১৬ নভেম্বর খানসামা ও চিরিরবন্দর উপজেলার হাজার হাজার বিএনপির ভোটার খানসামা উপজেলার পাকেরহাটে একত্রিত হয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করার দাবিতে মৌন মিছিলসহ মতবিনিময় সভা করেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দুই প্রত্যাশী জানান পরিবর্তনের পর যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করবেন তারা।

Abu Rayhan
4 Visninger · 19 dage siden

⁣আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই — বিরল–বোচাগঞ্জ–২ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ একে এম আফজালুল আনামের বিশেষ সাক্ষাৎকার।

Salahuddin Ahmed
19 Visninger · 19 dage siden

স্টাফ রিপোর্টার> দলীয় প্রার্থী হিসেবে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে নাম ঘোষনার সাথে নেতাকর্মীদের নিয়ে প্রচারনা শুরু করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। প্রতিদিন ছুটছেন সব শ্রেণির ভোটারদের দ্বারে দ্বারে। নিচ্ছিন আর্শিবাদ, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

নেতাকর্মী সমর্থকদের শতশত মোটর সাইকেলের বহরে মেঠোপথে ভোটারদের কাছে ছুটছেন তিনি। হাতে তুলে দিচ্ছেন প্রচারপত্র, ধানের শীষ প্রতীক। কুশল বিনিময়ে কথা দিচ্ছেন এলাকার উন্নয়ন এবং বিরাজমান সমস্যা সমাধানের।

Md Mamun Molla
11 Visninger · 20 dage siden

⁣পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া কে প্রকাশ্য গুলি করে হত্যা

Salahuddin Ahmed
7 Visninger · 20 dage siden

স্টাফ রিপোর্টান, দিনাজপুর > দিনাজপুর ১ আসনে ( বীরগঞ্জ-কাহারোল) বিএনপির ঘোষিত এমপি প্রার্থী পরির্তন করে ত্যাগী নেতা জাকির হোসেন ধলুকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ শহরে বিক্ষোভসহ মশাল মিছিল করেছে তৃণমূলের স্হানীয় নেতাকর্মীরা।
দলের দুর্দিনে পার্টির হাল ধরে থাকায় এবং স্বৈরাচারি সরকারের দমন পীড়নে নির্যাতিত নেতাকর্মীর পাশে থাকার কারনে তাকে প্রার্থী হিসেবে চাইছেন আন্দোলনকারিরা।
একই দাবিতে প্রতিদিনই সভা সমাবেশসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
মনোনয়ন পরিবর্তন করা হলে আসনটি জামায়াতের ঘরে চলে যাবে বলে আশংকা নেতাকর্মীদের। জাকির হোসেন ধলুকে মনোনয়ন দিলে আসনটি বিএনপির ঘরে আসবে বলে দাবি করছেন তারা।
মশাল মিছিলের আগে স্হানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মলনে বিস্তারিত তুলে ধরেছেন স্হানীয় নেতারা

Juwel Hossain
7 Visninger · 20 dage siden

⁣সাবেক এমপি মিল্লাত মুন্নার ফাঁসির দাবিতে উত্তাল সিরাজগঞ্জ
.
#sirajganj | #millatmunna | #awameleague

Emran Sarkar
4 Visninger · 21 dage siden

⁣শেখ হাসিনার মামলার রায় আজ, আদালত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, সরাসরি

Sujat Molla
6 Visninger · 21 dage siden

⁣বিশ্ব নেতা তারেক রহমান রাজবাড়ী ১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে আসলাম মিয়াকে দিবে

Mamun Sorder
8 Visninger · 21 dage siden

⁣ধানমন্ডি ৩২ এ আওয়ামী সন্দেহে যুবক আটক

Md Abu Nayem
4 Visninger · 22 dage siden

টাঙ্গাইলের সখিপুর উপজেলায়, বিশিষ্ট দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল আজ ৩০০ অধিক মসজিদে অনুদান প্রদান করেছেন।

Nuralam Shaikh
5 Visninger · 22 dage siden

⁣ফরিদপুরের ভাঙ্গা শোয়াদী পাম্পের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে ১৩ তারিখে কার্যক্রম

Nuralam Shaikh
7 Visninger · 22 dage siden

⁣গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ নেতা একযোগে সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল শেখ পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, ব্যক্তিগত কারণে তাদের পক্ষে আর সংগঠনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তারা নিজ নিজ পদসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আনোয়ার হোসেন ও মোঃ রাসেল শেখ তাদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সংবাদ সম্মেলন শেষ করেন।

Md Hamidul Islam
7 Visninger · 22 dage siden

⁣পটুয়াখালী-০৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী মুফতী আবুবকর সিদ্দিক বলেছেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হতে হবে। ইসলামী যুব আন্দোলন গলাচিপা উপজেলা শাখার নবাগত সদস্য সম্মেলনে তিনি নেতাকর্মীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে সাংগঠনিক দায়িত্ব, শৃঙ্খলা ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

Monsur Alam
11 Visninger · 23 dage siden

⁣ফেনীর লেমুয়ায় ধানের শীষের জয় নিশ্চিত করতে বিএনপির ব্যাপক প্রচারণা


Salahuddin Ahmed
22 Visninger · 23 dage siden

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > পুলিশী বাধায় পন্ড হয়েছে দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন। সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক থ্রেট থাকায় এবং সমাবেশ আয়োজনে প্রশাসনের অনুমতি না থাকার কথা উল্লেখ করে সম্মেলনে বাধা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ওই কর্মী সম্মেলন আয়োজন ছিল দিনাজপুর প্রেস ক্লাবের ভাড়া নেওয়া মিলনায়তনে। 
সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীদের সম্মেলন কক্ষ অবস্হান গ্রহনের পুর্ব মুহুর্তে  তাদের হটিয়ে দেয় পুলিশ।
পরে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় উপস্হিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন
সম্মেলনে প্রধান অতিথি পার্টির মহা সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,  প্রধান বক্তা রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,  তিন চার মাস ধরে জাতীয় পার্টকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে পরের বার বেশী লোক নিয়ে আমরা আসি। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে৷ কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। যদি না নেয় আরেকবার '৯১ হবে। জাতীয় পার্টি ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কাউকে পরোয়া করিনা। আমরা রাজনীতি করি, জেল জুলুমের জন্য প্রস্তুত। শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি। কিছু ছোট দল আমাদেরকে  দশর বলে। কারন জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবেনা। দশর বলে জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন। আমরা ৯টা ভোট করেছি। ভাল ফল করেছি। তাই অনেকে ভোটের মাঠ রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় ভোটের সময় গজিয়ে উঠা দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলেও ছিল।
জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোন সুষ্ঠ নির্বাচন হবেনা। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করা হলে সেই ভোট নিষ্কৃষ্ট ভোট হবে। সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবেনা। সেই সরকারের পতন হবে। দেশে বারবার গন বিপ্লব হবে। বিপ্লব থেকে বাঁচতে জাতীয় পার্টিকে ভোটে অংশ গ্রহনের আবহান জানিয়েছেন তিনি।
তিনি প্রশ্ন করেন ,ভোটে অংশ গ্রহন করা যদি অপরাধ হয়ে থাকে ৭৭ গন ভোটে সেই সরকার ৯৮ পার্সেট ভোট পেয়েছিল। ৭৯ তে গণ ভোট হয়েছিল, সেখানে অভিযোগ আছে। ৮৬তে জামায়াত অংশ গ্রহন করেছিল সেটা বিএনপি এক তরফা বলে, বিএনপি ১৫ ফেব্রুয়ারীতে ভোট করেছে। কোন দল কখন কোথায় এক তরফা ভোটে অংশ গ্রহন করেনি। ৮৮ ভোটে আ.স.ম রব অংশ গ্রহন করেছে। আজকে জাতীয় পার্টি ভোটে অংশ গ্রহন করেছে এজন্য জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে বাদ দেওয়ার যে হীন প্রক্রিয়া হচ্ছে। এই হীন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর জাতীর জন্য অসনি সংকেত।
তিনি বহুত্ববাদের বাংলাদেশ গড়তে সকলে নিয়ে ফ্রী ফেয়ার ইলেকশনের দাবি জানিয়েছেন। 

Monsur Alam
6 Visninger · 25 dage siden

⁣ফেনীতে জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় এটিএম আজহারুল ইসলাম সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, “ভাঙচুর ও আগুন দিয়ে কেউ রেহাই পাবে না।”

⁣সাতক্ষীরার কালিগঞ্জ সদরে মৎস্য সেট, দোকান, কাঁচাবাজার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন

Md Hamidul Islam
12 Visninger · 26 dage siden

⁣হাসান মামুন বলেছেন, ভাড়াটিয়া প্রার্থীরা বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখছে। এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগে না, তেমনি অন্য দল থেকে নেতৃত্ব এনে প্রতিষ্ঠা করতে গেলে দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হন। তিনি নেতৃত্বের স্বচ্ছতা, যোগ্যতা ও দলীয় আনুগত্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

Bidhan Das
8 Visninger · 26 dage siden

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবার নির্বাচন যদি আর পিছিয়ে দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “সংস্কারের বিষয়ে যে বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় নিতে হবে সরকারকেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুর বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”

তিনি বলেন, “পিআর (Proportional Representation) পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

বিগত সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “এমন কাজ আমরা কেন করবো, জনগণ তাহলে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে।”

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি “আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই” বলেও উল্লেখ করেন তিনি।

সভায় ৪নং বড়গাঁও ইউনিয়ন শাখা বিএনপি সভাপতি আলহাজ্ব ডা: আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন
সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

শেষে দলীয় নেতৃবৃন্দ আগামীর আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাননি শেষ বারের মতো ধানের শীষে ভোট চান তিনি।

Salahuddin Ahmed
11 Visninger · 26 dage siden

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে দলের হাই কমান্ডের কাছে দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করতে প্রার্থীর বিরোধী পক্ষের প্রতি আহবান জানিয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার বিএনপির নেতারা। দলের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের পক্ষে আজ মঙ্গলবার বিরলের শহীদ মিনার চত্তরে সংবাদ সম্মেলনে ওই আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নেতা এ্যাডভোকেট আব্দুল বাকী, নুরজামাল হোসেন, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেনসহ তৃণমূলের বিভিন্ন কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে দলের মনোনিত ২৩৭ টি আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষনা করেছিলেন। এর মধ্যে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম রয়েছে৷ দলের ওই মনোনয়নের বিরোধিতা করছেন মনোনয়ন প্রত্যাশি বঞ্চিতরা। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশিদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ভার্চুয়ালি মিটিং করেছিলেন। তখন সবাই অঙ্গিকার করেছিল দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে সবাই কাজ করবেন। এর আগে দিনাজপুর ২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী ২০১৮ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার দলের মনোনয়ন প্রত্যাশী বঞ্চিতরা তার বিরুদ্ধাচারন করছেন।
সংবাদ সম্মেলন শেষে খন্ড খন্ড মিছিল বের করেন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।
##

Hossain Mahmud
7 Visninger · 27 dage siden

⁣স্লোগান মাস্টার আনিসুর রহমান তালুকদার খোকন
মাদারীপুর কালকিনি ৩ আসনের এমপি মনোনীত প্রার্থী

SHARIF MIA
9 Visninger · 28 dage siden

⁣নির্বাচন বানচাল ও পেছানোর চক্রান্ত চলছে,
যা কোনোভাবেই মেনে নেবে না বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত ঢাকা ১৯ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
রবিবার বিকেলে তারাপুর মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করবার কথা বলেন এবং সবার কাছে ধানের শীষে ভোট চান।
এ সময় মিছিল স্লোগানে মুখোরিত পুরো সভা চত্বরে বিপুল পরিমান নেতা-কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভাস্থল জনসভায় রুপ নেয়।
সাভার পৌর সভার বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেনের (বিল্টু) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ঢাকা ১৯ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. কফিল উদ্দিন। ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। যুবদল নেতা শাওন সরকারসহ অন্যান্য নেতারা।

সালমান বিশ্বাস
6 Visninger · 28 dage siden

নিজ দলীয় গ্রুপিং এর ভেদাভেদ ভুলে প্রতীকের পক্ষে একত্র হয়ে কাজ করতে হবে

মিজানুর রহমান খান------

Nazmul Mia
10 Visninger · 28 dage siden

⁣শেরপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Shahajan Hoshian
7 Visninger · 28 dage siden

গাবুরা ইউনিয়নের ভাঙ্গন পরিদর্শন করেছেন সাবেক এমপি গাজি নজরুল ইসলাম

মোঃশরিফ হোসেন
13 Visninger · 28 dage siden

⁣চাঁদপুরের ফরিদগঞ্জে এমএ হান্নানকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবিতে মশাল মিছিল।

Bidhan Das
12 Visninger · 28 dage siden

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কয়েকটি রাজনীতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। আমরা বলছি গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে। উপস্থিত ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা সত্যি করে বলেন তো, সনদ ও গণভট নিয়ে আপনারা কি বুঝেন? বুঝেন না। সাধারণ মানুষ সনদ, গণভোট বুঝেনা, এসব বুঝে উচ্চ শিক্ষিত মানুষজন, আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের উপর গণভোট ও সনদ চাপাচ্ছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিজের সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। কখনো হেরেছি কখনো জিতেছি। আপনাদের ছেড়ে কখনো যাইনি। গত ১৫ বছর কোন নির্বাচন করতে পারিনি। যে সরকারটা ছিলো তারা আমাদের নির্বাচন করতে দেয়নাই। সামনে নির্বাচন আসতেছে এবারে আপনারা আপনাদের লোককে ভোট দিবেন।

বিএনপির এই শীর্ষ নেতা ও ঠাকুরগাঁও-১ আসনের দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সবার কাছে শেষ বারের মতো ভোট চান এবং শেষ নির্বাচন করে আমৃত্যু মানুষের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ১৭নং জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

Md Faysal
4 Visninger · 29 dage siden

বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 16 আসনের জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন।
এই স্লোগান নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন ৫ নং ওয়ার্ড পল্লবী থানা যুবদল এর নেতা কর্মীরা।

Salahuddin Ahmed
16 Visninger · 29 dage siden

দিনাজপুর ২ ( বিরল- বেচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার গতকাল শনিবার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটর সাইকেল বহরে শো- ডাউন করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। শহরতলীর কাঞ্চন মোড়ে এশিয়া ফিলিং ষ্টেশন চত্তরে জোড় হয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষনে ছুটে চলে মোটর সাইকেলের বহর। এসময় একটি ট্রাকে চড়ে হাত নাড়েন বিএনপির প্রার্থী পিনাক।

Monsur Alam
6 Visninger · 29 dage siden

⁣জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মমতাজ মিয়ার হাটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত


Md Hamidul Islam
8 Visninger · 29 dage siden

⁣গলাচিপা–দশমিনা এলাকায় সর্বস্তরের জনসাধারণের দাবি—এবার কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়, স্থানীয় জনগণের একক মতামতের ভিত্তিতে হাসান মামুনকে এমপি হিসেবে দেখতে চান তারা। জনমানুষের এই ঐক্যবদ্ধ অবস্থান আসন্ন নির্বাচনে নতুন আলোচনা তৈরি করেছে।

MD IMRAN MUNSHI
12 Visninger · 29 dage siden

⁣ঝালকাঠি-২ আসনে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঘিরে দলীয় কোন্দল ও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে এই আসনে, যা নলছিটি ও ঝালকাঠি সদর এলাকা নিয়ে গঠিত, দলের অভ্যন্তরীণ ব্যাপারে বিভাজনের একটি উদ্রেক দেখা গেছে। ইসরাত সুলতানা সম্প্রতি যখন তার মনোনয়ন লাভ করলেন, দলের বেশ কিছু মহল থেকে তীব্র আপত্তি উঠে আসতে শুরু করেছে। যা তাকে ঘিরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ততা এবং দীর্ঘ সময় দলের কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ না নেয়ার অভিযোগকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে। দলের মধ্যে বিভিন্ন সময়ে সংকটময় পরিস্থিতিতে তার অনুপস্থিতি এবং নিষ্ক্রিয়তার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা।

এরপর মনোনয়নপ্রাপ্তির পর থেকেই অন্যান্য প্রার্থীরাও প্রশ্ন তুলেছেন; যেমন জেবা আল আমিন ও অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তারা দলের দুঃসময়ে ইসরাত সুলতানার কোথায় ছিলেন তা জানতে চেয়েছেন। এছাড়াও, তার বিরুদ্ধে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়ার অভিযোগও উঠেছে, যা পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের একটি বড় অংশের ক্ষোভ দেখা যাচ্ছে, যেখানে তারা দাবি করছেন যে ইসরাত সুলতানার গত পাঁচ বছরে কোনো কার্যকরী ভূমিকা ছিল না। নেতাকর্মীরা এই মনোনয়নকে বোধগম্য করতে পারছেন না এবং তাদের ভাষায় এমন ব্যক্তি দলের জন্য ক্ষতিকর হতে পারে।

এছাড়াও, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: শাহিন হোসেন তার ক্ষোভ সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ২০০১-২০০৬-এ ইসরাত সুলতানা কোথাও ছিলেন না এবং দলের প্রতি নিঃস্বার্থ ত্যাগই তাদের গুরুত্বপূর্ণ গুণ বলে না উল্লেখ করে, ২০০৮ সালের নির্বাচনে লঞ্চে পালানোসহ নানা আপত্তিজনক ব্যবস্থা গ্রহণ করেছেন। দলের পরীক্ষিত নেতারা এসব ঘটনায় গভীর হতাশা প্রকাশ করছেন এবং তাই এই মনোনয়নের পুনর্বিবেচনা করার তাগিদ দিচ্ছেন। তাদের মতে, দলের প্রকৃত ত্যাগী নেতাদের অবহেলা করে এমন কাউকে মনোনয়ন দেওয়া মারাত্মক ভুল হতে পারে, যা সংগঠনের ভবিষ্যতকে প্রভাবিত করতে পারে।

Asraful Alam
2 Visninger · 29 dage siden

ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোডাউনে জনস্রোত, নেতৃত্বে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা মার্কা)-এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টার দিকে দলের প্রার্থী মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী-এর নেতৃত্বে এই শোডাউন শুরু হয়।

প্রচারণার শুরু হয় শ্যামপুর থেকে, এরপর পর্যায়ক্রমে যাত্রাবাড়ি (আংশিক), মীরহাজিরবাগ, ধোলাইপাড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। শোডাউনে দলীয় কর্মী-সমর্থক ছাড়াও স্থানীয় সাধারণ মানুষও অংশ নেয়। অনেকেই দলীয় পতাকা ও হাতপাখা মার্কার ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন—
“হাতপাখায় ভোট দিন, শান্তির বাংলাদেশ গড়ুন!”

গণমিছিলের সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ তুলে ধরেন। উপস্থিত জনতার মুখে শোনা যায়,
“অনেক মার্কা দেখা হলো, এবার হাতপাখায় ভোট দিয়ে শান্তি লাভ করতে হবে।”

শোডাউনের কারণে কিছু স্থানে হালকা যানজটের সৃষ্টি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউন নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতি আরও সুদৃঢ় করেছে। জনসাধারণের অংশগ্রহণ ও উৎসাহ দলটির পক্ষে এক ইতিবাচক বার্তা বয়ে এনেছে।

Monsur Alam
3 Visninger · 30 dage siden

⁣ধানের শীষে ভোট দিতে ঐক্যের আহ্বান ভিপি জয়নাল আবেদিনের,,,


Mosaraf azad Monsur
5 Visninger · 1 måned siden

কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল মিছিল উত্তর সমাবেশে অনুষ্ঠিত।

Md Hamidul Islam
7 Visninger · 1 måned siden

⁣হাসান মামুনকে কেন্দ্র করে স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে গলাচিপা। হাজার হাজার মানুষের ঢলে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমাবেশ ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

Md Hamidul Islam
8 Visninger · 1 måned siden

⁣ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে গলাচিপায় মনোনয়নপ্রত্যাশি হাসান মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচি জনস্রোতে রূপ নেয়। স্লোগানে–স্লোগানে মুখরিত পুরো এলাকা উৎসবের আমেজ সৃষ্টি করে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশাল উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Abu Rayhan
10 Visninger · 1 måned siden

⁣দিনাজপুর-২( বিরল বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মনোনয়ন পুনর্বিবেচনার জন্য গণবিক্ষোভ অনুষ্ঠিত।

MD IMRAN MUNSHI
5 Visninger · 1 måned siden

​ঝালকাঠি:
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ঝালকাঠি জেলা বিএনপি এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত এই র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।


​র‍্যালি শেষে এক সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপি'র সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, এই দিনটি সিপাহী-জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। তিনি নেতাকর্মীদের ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।


​কাঠালিয়া:
এদিকে, একই দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলাতেও সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকতের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
​এই র‍্যালিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা তৃণমূল পর্যায়ে দিবসটির গুরুত্ব ও দলের সংহতি প্রকাশ করে। বক্তারা শহীদ জিয়ার নীতি ও আদর্শ অনুসরণ করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Md Mutasim Billah Bayzid
4 Visninger · 1 måned siden

⁣এখনও জামালপুর-৩ এর বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় গণ সংযোগ করছেন সাদিকুর ইসলাম সিদ্দিকী।

Salahuddin Ahmed
10 Visninger · 1 måned siden

⁣দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের ২ ( বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ । কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন বয়োবৃদ্ধ সমর্থকরা। এসময় রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমুলের নেতাকর্মী সমর্থকেরা। গতকাল এবং দ্বিতীয় দিনে রাজপথ মাতিয়ে তোলেন দলের নেতাকর্মীরা।
গত ১৫ বছরে দলের দুর্দিনে পিনাকের নিষ্ক্রীয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারিরা। আওয়ামী লীগ সরকার আমলে হাজার হাজার নেতাকর্মী গায়েবী মামলা হাজতবাসসহ হয়রানীর শিকার হলেও পিনাক চৌধুরী ছিলেন ধরা ছোয়ার বাইরে। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে তার মামা ভাগ্নে সম্পর্ক বলে অভিযোগ তুলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিচ্ছেন তৃণমুলের নেতাকর্মীরা। মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করায় ক্ষোভে ফুসছেন তারা।
ঘোষিত মনোনয়নের প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন তারা। আজ শুক্রবার দুপুরে বিরলে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল বের করেন তারা। মিছিল শেষে একই মঞ্চে বক্তব্য দেন দলের মনোনয়ন প্রত্যাশি বিএনপি'র জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, জেলা কমিটির সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে ওই তিনজনের মধ্যে যে কোন একজনকে প্রার্থী ঘোষনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় নিশ্চিত আসনটি হারানোর আশংকা করছেন তারা।
###

⁣ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায়


ঠাকুরগাঁও প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,


ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রাণীশকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জনপ্রিয় রাজনৈতিক নেতা মোঃ জাহিদুর রহমান জাহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্যগত জটিলতা দেখা দিলে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে দ্রুত দিনাজপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার কিছু সমস্যা দেখা দেওয়ায় দ্রুত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পীরগঞ্জ ও রাণীশংকৈলসহ ঠাকুরগাঁও জুড়ে দোয়া ও প্রার্থনার আবহ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সকলের প্রার্থনা—
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আবারও জনগণের মাঝে ফিরিয়ে দেন।

Md Hamidul Islam
8 Visninger · 1 måned siden

⁣“গাজী কালুর স্মরণ সভায় বক্তব্য প্রদানকালে যুবদলের আহবায়ক হাসান মাহমুদ উপস্থিত নেতাকর্মীদের আগামী ৭ই নভেম্বর জাতীয় সংহতি দিবস উদযাপনে অংশগ্রহণের জন্য দাওয়াত জানান। বক্তব্যে তিনি কর্মসূচির উদ্দেশ্য, প্রস্তুতি ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন। স্মরণ সভায় ঐতিহ্য, ইতিহাস ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরা হয়।”
⁣“While speaking at the Gazi Kalu memorial meeting, Jubo Dal convener Hasan Mahmud invited the attending members and activists to participate in the observance of National Solidarity Day on November 7. In his remarks, he discussed the purpose, preparations, and various aspects of the upcoming program. The memorial meeting highlighted themes of heritage, history, and social unity.”

Md Hamidul Islam
15 Visninger · 1 måned siden

⁣পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে মনোনয়ন না দেয়া পর্যন্ত স্থানীয় নেতা-কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। জনগণের দাবিতে চলছে প্রতিবাদ, সভা ও সমাবেশ। জানুন সর্বশেষ আপডেট ও আন্দোলনের খবর এখনই।

Abdullah Ibne Khalid
5 Visninger · 1 måned siden

জুলাই সনদের আইনী স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী র বিক্ষোভ মিছিল

Md Munna
15 Visninger · 1 måned siden

রামগতিতে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান কে মনোনয়নের দাবিতে বি-ক্ষোভ মিছিল।

Md Hamidul Islam
15 Visninger · 1 måned siden

⁣পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নেতা হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে দাবি জানিয়েছেন— সংগঠনের প্রতি হাসান মামুনের অবদান ও জনপ্রিয়তা বিবেচনায় তাকেই প্রার্থী করা হোক।
নেতাকর্মীরা জানিয়েছেন, এ আন্দোলন চলমান থাকবে এবং প্রতিদিন বিকালে মিছিল করা হবে। প্রয়োজনে অনশন কর্মসূচিও পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

Md Uzzal Mia
2 Visninger · 1 måned siden

ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন এর দাবিতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ।

Md Hamidul Islam
16 Visninger · 1 måned siden

⁣পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নেতা হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে মিছিল করেছেন। স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। অংশগ্রহণকারীদের দাবি— এলাকায় সংগঠনের প্রতি হাসান মামুনের অবদান ও জনপ্রিয়তাই তাঁকে এই আসনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে প্রমাণ করেছে।

Md Uzzal Mia
4 Visninger · 1 måned siden

⁣১৪৭ ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের ধানের শীষের মনোনয়নের প্র*তি*বাদে আন্তনগর ট্রেন অবরোধ করে বি*ক্ষো*ভ মিছিল করে হিরণ ভক্তরা...

MD IMRAN MUNSHI
5 Visninger · 1 måned siden

ঝালকাঠি ( কাঁঠালিয়া):
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি ১ এর আওতাধীন কাঠালিয়ার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম আজম সৈকত। আবেগঘন বক্তব্যে তিনি দলীয় ঐক্যের উপর জোর দেন এবং চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও এর শেল্টার দেওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

সভায় বক্তব্য প্রদানকালে গোলাম আজম সৈকত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময়কার ঘটনা স্মরণ করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি জানান, সেই কঠিন সময়ে তাঁকে তিনবার গুলিবিদ্ধ হতে হয়েছিল এবং তাঁকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে। এই কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, "দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করার জন্য সর্বাত্মক প্রয়াস চালাব।" তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতিও একই মনোভাব বজায় রেখে 'ধানের শীষ' প্রতীকের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সভায় জনাব সৈকত চাঁদাবাজ, দখলবাজি, টেন্ডারবাজি এবং এর সাথে যুক্ত নেতাদের বিরুদ্ধে 'শক্ত আওয়াজ' তোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে দলের মধ্যে এই ধরনের অপকর্মের কোনো স্থান নেই এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিই দলের লক্ষ্য।

'ধানের শীষে ভোট দিন' স্লোগানটি সভায় আগতদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা সৃষ্টি করে। সভায় আরও উপস্থিত ছিলেন:প্রধান বক্তা: জনাব গোলাম আজম সৈকত।

আলোচকবৃন্দ: জনাব মো: মিজানুর রহমান আকন , জনাব জাকির হোসেন কিসলু সিকদার, জনাব খাইরুল আলম খোকন,জনাব গোলাম কবির,রেজাউল করিম,জনাব মো:বাদল হাওলাদার, আব্দুল মালেক তালুকদার,জনাব জাকির হোসেন পান্না মুন্সি ,জনাব লিনা পারভীন,জনাব ফজলুল হক, জনাব মো: কাইয়ুম হাওলাদার ,জনাব মো: মোশাররফ হোসেন,আয়োজনে: ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
উপস্থিত বক্তারাও তাদের বক্তব্যে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Rakibul Islam
5 Visninger · 1 måned siden

⁣বিএনপি প্রার্থী টুকু ধানের শীষের প্রতীক পাওয়ায় ছোনগাছায় আনন্দ মিছিল

Monsur Alam
7 Visninger · 1 måned siden

⁣লেমুয়া, ফেনী, বিএনপি, তারেক রহমান, ৩১ দফা, লিফলেট বিতরণ, ধানের শীষ, ফেনী সদর, ফেনী রাজনীতি, জাতীয় নির্বাচন, ফেনী বিএনপি, লেমুয়া ইউনিয়ন বিএনপি, স্বদেশ কণ্ঠ




Showing 1 out of 2