রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১০/০৯/২০২৪ ০১:০০পি এম

নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত জানেন

নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত জানেন
আইফোন ১৬ সিরিজের ৪টি মডেলের আইফোনসহ অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টঘড়ি ও নতুন এয়ারপডস আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া পণ্যগুলোর মডেল ও দাম জেনে নেওয়া যাক।


অ্যাপল ইন্টেলিজেন্স এবং জেনারেটিভ এআইয়ের নিউরাল ইঞ্জিনসহ আইফোন ১৬ সিরিজের ঘোষণা এসেছে এ আয়োজন থেকে। আইফোন ১৬ ও ১৬ প্লাসে ডিএসএলআর ক্যামেরার মতো বাটন যুক্ত করা হয়েছে। এই বাটনের মাধ্যমে সহজেই ছবি তোলা ও ভিডিও করা যাবে। ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬–এর দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৭৯৯ ডলার বা প্রায় ৯৬ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)। আর ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৮৯৯ ডলার বা ১ লাখ ৮ হাজার টাকা। সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল—এই ৫ রঙে পাওয়া যাবে আইফোন ১৬। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার যথাক্রমে ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন দুটির দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ও ১ হাজার ৯৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ