close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Als nächstes

সংবিধান মানলে সবই মানা উচিত: ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বক্তারা

1 Ansichten· 26/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Abonnenten
7
Im Politik


ঝালকাঠি: ইসলামী আন্দোলন বাংলাদেশ, নলছিটি উপজেলা শাখার আয়োজনে আজ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী। এই কর্মসূচিতে সভাপতির দায়িত্ব পালন করেন ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল সিদ্দিকী।
বিক্ষোভ মিছিলে বক্তারা তাদের বক্তব্যে নির্বাচন পদ্ধতি এবং সংবিধানের বিষয় নিয়ে জোরালো প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, "যারা বলেন সংবিধানে পিআর পদ্ধতি (Proportional Representation) নেই, তাঁরা কোন সংবিধানে নির্বাচন কমিশনার হয়েছেন? আগের নির্বাচন কমিশনের মেয়াদ তো শেষ হয়নি।" বক্তারা আরও জোর দিয়ে বলেন, যদি সংবিধান মানা হয়, তবে সংবিধানের সবই মানা উচিত।


বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তাঁরা পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং স্বৈরাচারের দৃশ্যমান বিচার-এর দাবি জানিয়েছেন।


নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাঁদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শান্তিপূর্ণ এই মিছিলের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছে।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes